জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা ২০২২,

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা ২০২২,

জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২২,  জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা-২০২২

 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ শুরু হচ্ছে ১১ মে ২০২২।  স্কুল-কলেজ, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায় পর্যন্ত জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা চলবে আগামী ০৬ জুন ২০২২ পর্যন্ত। ২৭ এপ্রিল ২০২২ ‘জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা- ২০২২’ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

নীতিমালায় বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এ প্রতিযোগিতা আগামী ১১ মে শুরু হয়ে ০৬ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে ১১ ও ১২ মে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর ১৮ ও ১৯ মে উপজেলা ও ঢাকা মহনগরীর ২৫টি থানা পর্যায়ের, ২৩ ও ২৪ মে জেলা পর্যায়ে, ২৯ ও ৩০ মে বিভাগীয় ও ঢাকা মহানগর পর্যায়ের এবং ৫ ও ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত বিভাগগুলো হচ্ছে- ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত গ্রুপ- ক, ৯ম শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত গ্রুপ -খ, একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত গ্রুপ -গ এবং সম্মান শ্রেণি গ্রুপ -ঘ।

প্রতিযোগিতার অধিক্ষেত্রগুলো হচ্ছে- কেরাত, হামদ, রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, জারিগান, অভিনয়, নৃত্য, ও লোকনৃত্য।

উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা, জেলা পর্যায়ে বিজয়ীরা অঞ্চলে এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা আগামী ১১ মে থেকে শুরু হচ্ছে। এদিন শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। আর ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মধ্যে দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।

জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা- ২০২২

জাতীয় শিক্ষা সপ্তাহ সময়সূচি ২০২২

আমাদের ইউটিউব চ্যানেল : Mahbub Shajal

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top