যুব উন্নয়নের ট্রেনিং বিজ্ঞপ্তি-২০২৩, dyd training notice 2023

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন বিজ্ঞপ্তি-২০২২

যুব উন্নয়নের ট্রেনিং বিজ্ঞপ্তি-২০২২, dyd training notice 2023

যুব উন্নয়ন অধিদপ্তর জানুয়ারি-জুলাই সেশনের প্রশিক্ষন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রশিক্ষন বিজ্ঞপ্তি অনুসারে দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী কর্মপ্রত্যাশী যবক ও যুবনারীদের কর্মসংস্থানের নিমিত্তে দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মী সৃজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এর নিম্নবর্নিত প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য কর্মপ্রত্যাশি যুবক ও যুবনারীদের নিকট থেকে বর্নিত নিয়মাবলী অনুসরণপূর্বক আবেদন আহব্বান করা যাচ্ছে।

ক্রমিক নং প্রশিক্ষণ /ট্রেডের নাম কোর্স ফি শিক্ষাগত যোগ্যতা
০১ কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন (অনাবাসিক)

মেয়াদ : ৬ মাস, ৬৪ জেলায় ৭১ টি কেন্দ্র

১০০০/- এইচএসসি বা সমমান
০২ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন (অনাবাসিক)

মেয়াদ: ৬ মাস, ৫টি বিভাগীয় শহরে ৬ টি কেন্দ্র

১০০০/- এইচএসসি বা সমমান
০৩ ইলেক্ট্রিকাল এন্ড হাউজওয়ারিং  (অনাবাসিক)

মেয়াদ: ৬ মাস, ৫৯ জেলায় ৬০ টি কেন্দ্র

৩০০/- ৮ম শ্রেনি
০৪ ইলেক্ট্রনিক্স (অনাবাসিক)

মেয়াদ: ৬ মাস,  ৬০ টি জেলায় ৬১ টি কেন্দ্র

৩০০/- ৮ম শ্রেনি
০৫ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং (অনাবাসিক)

মেয়াদ ৬ মাস, ৫৬ টি জেলায় ৫৭ টি কেন্দ্র

৩০০/- ৮ম শ্রেনি
০৬ মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এপ্লিকেশন (অনাবাসিক)

মেয়াদ ৬ মাস, ২১ টি জেলায় ২৪  টি কেন্দ্র

৫০০/- এইচএসসি বা সমমান
০৭ পোষাক তৈরি (অনাবাসিক), মেয়াদ ৩ মাস, ৬২ জেলায় ৬৮ টি কেন্দ্র ৫০/- ৮ম শ্রেনি
০৮ ওভেন সুইং মেশিন অপারেটিং, (অনাবাসিক), মেয়াদ ৩ মাস, ৬২ জেলায় ৬৮ টি কেন্দ্র ৫০/- ৮ম শ্রেনি
০৯ গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স, (আবাসিক), মেয়াদ ৩ মাস, ৬৪ কেন্দ্র। জামানত ১০০ টাকা ৮ম শ্রেনি
১০ ক্যাটারিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স (আবাসিক), ৬ মাস মেয়াদী, ১টি মাত্র কেন্দ্র ১০০০/- এসএসসি পাশ

ভর্তি সংক্রান্ত তথ্য :

১। আবেদন জমার শেষ তারিখ ২৬ ডিসেম্বর ২০২২

২। বয়স ১৮ থেকে ৩৫ বছর। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

৩। যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং যুব নারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

৪। স্বহস্তে পুরনকৃত আবেদন পত্রে আবেদন করতে হবে । কিছু কিছু জেলার ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে।

৫। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড এবং স্বাক্ষাতকারের সময় মূল সনদপত্র এবং দুকপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে।

৬। এছাড়া প্রশিক্ষণ সম্পর্কিত কিছু নিয়ম রয়েছে যা আপনি মূল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি- বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

আবেদন ফরম : ডাউনলোড করতে ক্লিক করুন

Apply Online

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top