রেল ওয়েম্যানের কাজ কী ? What is the job of a rail wayman?

রেল ওয়েম্যানের কাজ কী ? What is the job of a rail wayman?

সবাই নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ রেলওয়ে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিজ্ঞপ্তির অধীনে বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান পদে ১৩৮৫ জনকে নিয়োগ দেবে। এসএসসি পাশে ১৯ তম বেতন গ্রেডে এই নিয়োগ দেওয়া হবে । বেতন হবে ৮,৫০০/- টাকা থেকে ২০,৫৭০ টাকা। অর্থাৎ ইনক্রিমেন্ট হয়ে এই বেতন সে প্রাপ্য হবেন। পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনি যদি এই চাকুরি করিতে ইচ্ছুক হন তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।

আমরা এখানে আলোচনা করব ওয়েম্যানের কাজ কী ?

আমরা জানি রেলওয়ে একটি আলাদা রাস্তায় চলে। যেখানে দুইটি রেলপাতের উপর দিয়ে রেলগাড়ি চলে। মাঝে মাঝে এ লাইনে ত্রুটি বিচ্যুতি ঘটে থাকে যেমন লাইন বেঁকে যাওয়া, পাথর সরে যাওয়া, স্লিপার সরে যাওয়া।  তাই প্রতিনিয়ত এই লাইন বা চলাচলের রাস্তা মেরামত করার প্রয়োজন হয়। যা বাংলাদেশ রেলের নির্দিষ্ট কর্মি দ্বারা সম্পন্ন হয়। এই কর্মীদেরকেই রেললাইনের ত্রুটি বিচ্যুতির দিকে খেয়াল রাখতে হয় এবং কোথাও কোন ধরনের সমস্যা দেখা দিলে তৎক্ষনাত তা ঠিক করতে হয়। যাহার বা যে কর্মীরা রেল লাইনের এ ধরনের কাজগুলো করে থাকে তাদেরকে ওয়েম্যান বলে।

তাহলে ওয়েম্যানের কাজ বলতে আমরা এক কথায় বলতে পারি রেললাইন রিপেয়ার।  যাহারা রেললাইন রিপেয়ারের কাজ করে থাকে তাদেরকে ওয়েম্যান বলে।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top