নতুন শিক্ষাক্রম প্রশিক্ষনে পরিবর্তন হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণের তারিখ ।

নতুন শিক্ষাক্রম প্রশিক্ষনে পরিবর্তন হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণের তারিখ ।
নতুন শিক্ষাক্রম : পরিবর্তন হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণের তারিখ ।

নতুন শিক্ষাক্রম প্রশিক্ষনের শিক্ষকদের প্রশিক্ষণের তারিখ পরিবর্তন করা হয়েছে। ৬, ৭, ১৩, ১৪ ও ২০ জানুয়ারি এ প্রশিক্ষণ হওয়ার কথা থাকলেও শেষের একদিনের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২০ জানুয়ারির প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি। সে হিসেবে ‍৬,৭, ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ৪০৮টি উপজেলা ও ২৫টি থানায় শিক্ষকরা নতুন শিক্ষাক্রমের ওপর এই পাঁচ দিনের প্রশিক্ষণ পাবেন।

বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ উইংয়ের পরিচালক অধ্যাপক ড. প্রবীর কুমার ভট্টাচার্য্য  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগে ৬ জানুয়ারি (শুক্রবার), ৭ জানুয়ারি (শনিবার), ১৩ জানুয়ারি (শুক্রবার), ১৪ জানুয়ারি (শনিবার) এবং ২০ জানুয়ারি (শুক্রবার) প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু ২০ জানুয়ারি প্রশিক্ষণটি ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।  প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শিক্ষকরা এই প্রশিক্ষণ পাবেন।

বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, সারাদেশের মাধ্যমিক পর্যায়ের ২ লাখ ৮০ হাজার শিক্ষক ৬, ৭, ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি প্রশিক্ষণ পাবেন। তাদের প্রশিক্ষণ দেবেন সদ্য প্রশিক্ষণ পাওয়া মাস্টার ট্রেইনাররা। প্রতিদিনের প্রশিক্ষণের জন্য ৫০০ টাকা করে সম্মানী দেয়া হবে শিক্ষকদের। আর দূর থেকে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষকরা ২৫০ টাকা করে যাতায়াত ভাড়া পাবেন।

তথ্যসূত্র : দৈনিক শিক্ষা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top