হাফেজ, ইমাম, মাদ্রাসা ছাত্র ও বেকার যুবকদের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি-২০২২

হাফেজ, ইমাম, মাদ্রাসা ছাত্র ও বেকার যুবকদের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি-২০২২

শিক্ষাবর্ষ : ২০২২-২০২৩

শিক্ষা, ভর্তি , জব সলুশন সহ সকল সরকারি চাকুরির খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলওয়েবপেজটি ভিজিট করতে পারেন।

Free Computer training Circular-2022

লক্ষ্য ও উদ্দেশ্য :৬০ দিনব্যাপী মাদ্রাসার ছাত্র বেকার যুবকদের নিমেণাক্ত বিষয়ে কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সাবলম্বী করে তোলা দেশের আর্থিক সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার মত প্রস্ত্তত করে তোলা।

বেসিক কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, এডোবি ফটোশপ, ইলুস্ট্রেটর , ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস ও কনসালট্যানসিং,

#Basic_Computer, #Graphics_design, #Adobe_Photoshop, #Illustrator, #Freelancing, #Market_Place&Consultancy,

 

নিম্নলিখিত কাগজ পত্রাদি সংযুক্ত করে দিতে হয়ঃ

() পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে।

() স্বহস্তে লিখিত আবেদনপত্রসহ প্রয়োজনীয় তথ্যাদি সঙ্গে থাকতে হবে।

() দাখিল বা সমমান পরীক্ষায় পাশ।

() শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে

() ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক ইমামতির স্বপক্ষে প্রদত্ত প্রমাণ পত্রের সত্যায়িত ছায়ালিপি। মাদ্রাসা ছাত্রদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র জমা দিতে হবে।

() (&এক) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং এক কপি স্ট্যাম্প সাইজ ছবি সত্যায়িত ছাড়া জমা দিতে হবে

() কোন প্রকার কোর্স ফি দিতে হবে না তবে মনোনীত প্রার্থীকে নিবন্ধন ফি বাবদ ৫০০/-(পাঁচশত) টাকা প্রদান করতে হবে।

() ভর্তির সময় জামানত বাবদ ,০০০/- (এক হাজার) টাকা জমা দিতে হবে, যা কোর্স সাফল্যজনকভাবে সম্পন্নের পর ফেরত দেয়া হবে। একাডেমীর সংশিস্নষ্ট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টি../ডি. দেয়া হবে না।

আমাদের ইউটিউব চ্যানেল : Please Subscribe

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top