অপু বিশ্বাসের সম্পর্কের শেষ পর্ব: শাকিব খান ও সন্তানের নিয়ে গভীর চিন্তা

অপু বিশ্বাস ও আব্রাম

by মাহবুব সজল

আব্রাম না থাকলে, তাকে আমার যোগ্য বলেও মনে করতাম না’

২০১৭ সালে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এসে সন্তানসহ উপস্থিত হন, যেখানে তিনি ঘোষণা করেন যে, তার সন্তানের বাবা হলেন চিত্রনায়ক শাকিব খান। এই ঘোষণার পর পুরো ঢাকাই সিনেমা জগতে তোলপাড় সৃষ্টি হয়, কারণ এই সম্পর্কটি দীর্ঘদিন পর প্রকাশ্যে আসে। এরপর শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কের নানা দিক সামনে আসে এবং তাদের সম্পর্কের অবনতির পেছনের কারণও আলোচনায় আসে।

শাকিব খান এবং অপু বিশ্বাসের বিচ্ছেদের পর, দু’জনেই নিজেদের জীবনে নতুন করে থিতু হওয়ার চেষ্টা করেন। অপু বিশ্বাস নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করতে কাজ শুরু করেন, তবে তাকে প্রায়ই শাকিব খান এবং তাদের সন্তানের বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। এমনকি টেলিভিশন অনুষ্ঠানে এ নিয়ে বারবার কথা বলতে হয় তাকে, যা তার জন্য বেশ কষ্টকর।

সম্প্রতি এক অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, “অনেকেই মনে করেছেন, হয়তো আমাকে সন্তানের সঙ্গে টেলিভিশনে আসা উচিত হয়নি বা এভাবে বিষয়টি প্রকাশ করা আমার ভুল ছিল। অনেকেই বলেন, আমি পারিবারিকভাবে বিষয়টি সমাধান করতে পারতাম।” অপু আরও জানান, তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েনের সময়ে তারা অনেক চেষ্টা করেছিলেন বিষয়টি পারিবারিকভাবে সমাধান করার, তবে প্রতিবারই মনে হতো, কেউ বা কিছু তাদের পেছন থেকে টেনে ধরছে এবং বাধা সৃষ্টি করছে। “এ কারণেই আমাদের সম্পর্কের বন্ধনটা ভেঙে গেছে,” বলেন অপু বিশ্বাস।

তিনি আরও বলেন, “আমরা চেয়েছিলাম, আমাদের সন্তানকে নিয়ে পারিবারিকভাবে শান্তিপূর্ণভাবে জীবনের পথ চলা শুরু করতে, কিন্তু বাস্তবে সব কিছু ঠিকমতো চলে না। অনেক চেষ্টা করা সত্ত্বেও পরিস্থিতি সেরকম ছিল না।”

অপু বিশ্বাসের শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তিনি এক সময় শবনম বুবলীকে বিয়ে করেন, এবং তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। অপু বিশ্বাস এবং শাকিব খানের সম্পর্কের সমাপ্তি যদিও অনেক দিন আগেই ঘটে গেছে, তবুও তাদের সন্তান, পারিবারিক বিষয়গুলি নিয়ে আলোচনা এখনো চলতে থাকে, যা মাঝে মাঝে অপু বিশ্বাসের জন্য আরেকটি কঠিন বাস্তবতা হয়ে দাঁড়ায়।

You may also like