এইচএসসি পরীক্ষা ২০২২ -এর রেজাল্ট পুন:নিরীক্ষণের নিয়ম

HSC Board Challenge 2023

by মাহবুব সজল

এইচএসসি পরীক্ষা ২০২২ -এর রেজাল্ট পুন:নিরীক্ষণের নিয়ম, HSC Board Challenge 2023

আবেদন করার সময় : ০৯/০২/২০২৩ ইং তারিখ হতে ১৫/০২/২০২৩ খ্রি:

শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমে পুন:নিরীক্ষনের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে space দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে space দিয়ে রোল নম্বর space দিয়ে বিষয় কোড লিখে সেন্ড তকরতে হবে 16222 নম্বরে।

যেমন : ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে এবং পরীক্ষার্থী যদি পদার্থ বিষয়ে ফেল করে থাকে তাহলে তাকে লিখতে হবে-

RSC(space)DHA(space)123456(space)174 লিখে Send 16222 নম্বরে।

(বিষয় কোড অনলাইনের মার্কসীটে দেওয়া আছে।)

RSC DHA 123456 174      send 16222

ফিরতি এসএমএস এ কতটাকা কেটে নেওয়া হবে জানিয়ে একটি PIN নম্বর প্রদান করা হবে। ঐ মেসেজের রিপ্লাইতে গিয়ে লিখতে হবে

RSC(space)Yes(space)Pin(space)Contact number লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে।

এরপরে করফার্ম মেসেজ আসবে। রেজাল্ট পাবলিশ হলে ঐ মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

একই সাথে একাধিক বিষয়ে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বিষয় কোডের মধ্যে কমা(,) ব্যবহার করতে হবে।

প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ৩০০ টাকা।

দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ১ম পত্রের আবেদন করতে হবে এবং ঐ আবেদনের ফলে ২য় পত্রের বিষয়ও আবেদন হয়েছে ধরে নেওয়া হবে।

 

 

You may also like