কারিগরি বোর্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন জুলাই টু ডিসেম্বর ২০২৩ সেশন,Computer office application exam question

Computer office application exam question

by মাহবুব সজল

কারিগরি বোর্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন জুলাই টু ডিসেম্বর ২০২৩ সেশন

কারিগরি বোর্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন জুলাই টু ডিসেম্বর ২০২৩ সেশন এর প্রশ্ন সমাধান নিম্নে দেওয়া হলো:

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড 360 ঘন্টা ( 6 মাস ও 3 মাস ) মেয়াদি তাত্ত্বিক পরীক্ষা – 2023

জুলাই – ডিসেম্বর ও অক্টোবর -ডিসেম্বর 2023 সেশন

বিষয়: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন

(বিষয় কোড : 00076)

সময়: 1 ঘন্টা                                                                                                                          পূর্ণমান: 60

সকল প্রশ্নের উত্তর দিতে হবে ( মান : 1×60=60)

অতি সংক্ষেপে উত্তর দাও:

১. System ইউনিট কী/কাকে বলে?

উত্তর: যে Unit, Computer এর যাবতীয় তথ্য প্রক্রিয়াজাত করে, তাকেই সিস্টেম ইউনিট বলা হয়।

২. কম্পিউটার মেমোরি কী?

উত্তর: কম্পিউটারের তথ্য বা ফাইল/ফোল্ডার যেখানে স্থায়ী এবং অস্থায়ী ভাবে সংরক্ষণ করা হয়, তাকে কম্পিউটার মেমোরি বলে।

৩. কাজের ধরন প্রাকৃতিক উপর ভিত্তি করে কম্পিউটারকে কয়ভাগে করা যায়?

উত্তর: কাজের ধরন ও প্রাকৃতিক উপর ভিত্তি করে কম্পিউটারকে দুই ভাগে ভাগ করা যায় যেমন: হার্ডওয়ার এবং সটওয়্যার এবং কম্পিউটারের ভারসন অনুযায়ী 3 প্রকার। ১) Analog Computer. (২) Digital Computer. (৩) Hybrid Computer.

৪. বিট বাইট কী?

উত্তর: ০ (শূন্য) এবং ১ (এক) অংক দুইটিকে বিট (Bit) আর ৮টি বিট একত্রে যখন কোন একটি অংক, বর্ণ বা বিশেষ চিহ্নকে প্রকাশ করে, তখন তাকে বাইট বলে।বলা হয়।

৫. রিসাইকেল বিন কী?

উত্তর: কম্পিউটারের ডাটা বা তথ্য অস্থায়ী ভাবে ডিলেট করা উক্ত ডাটা বা তথ্য যেখানে জমা থাকে, তাকে রিসাইকেল বিন বলে। প্রয়োজন অনুযায়ি সেখান থেকে ডাটা বা তথ্য গুলো পুনরায় ফিরে আনা যায় অথবা স্থায়ী ভবে মুছে ফেলা যায়।

৬. ফোল্ডার তৈরি করা হয় কীভাবে?

উত্তর: মাউসে রাইট বাটনে ক্লিক দিয়ে New এ গিয়ে  New Folder এ ক্লিক করে Folder তৈরি করা যায়। অথবা কি বোর্ড শর্টকাটের মাধ্যমেও করা যায় যা Ctrl +Shif+ N ।

৭. System Sofrware কী?

উত্তর: যে সফটওয়্যার কম্পিউটার ব্যবহারকারীর সাথে সফটওয়্যার ও হার্ডওয়্যারের যোগাযোগ তৈরি করে, তাকে সিস্টেম সফটওয়্যার (System Software) বলে।

৮. ফরম্যাট পেইন্টারের কাজ কী?

উত্তর: অনেকগুলো ফরমেট এক ক্লিকে অন্য জায়গায় প্রতিস্থাপন করায় ফরম্যাট পেইন্টারের কাজ ।

৯. ওয়ার্ক বুক কী?

উত্তর: স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রামে এক বা একাধিক শিটের সমন্বয়ে গঠিত ডকুমেন্টকে ওয়ার্কবুক বলা হয়।

১০. SSD- এর পূর্ণরৃপ কী?

উত্তর: SSD এর পূর্ণরৃপ Solid State Drive.

১১. দুটি সার্চ ইঞ্জিনের নাম লেখ।

উত্তর: Googol, Yahoo

১২. স্লাইড কী?

উত্তর: মাইক্রোসফট PowerPoint থেকে যে কোন ধরনের ডিজাইন তৈরি করার জন্য যে নতুন প্রেজেনটেশন নেয়া হয় তাকে স্লাইড বলে।

১৩. ফরেনকীকাকে বলে?

উত্তর: রিলেশনাল ডেটাবেজ মডেলে কোনো একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী কে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কী বলে।

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর:

১৪. মেমোরি একক হচ্ছে বাইট

১৫. ডাটাবেস রিলেশন চার প্রকার।

১৬. ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে মেইল বলে।

১৭. মাউসের মাধ্যমে ক্লিক করে ডাটা নির্দেশ/ সরানো/ সিলেক্ট/ মুভ করা হয়।

১৮. VIRUS শব্দের পূর্ণরৃপ হলো Vital Information Resources Under Seize.

১৯. `কী` বোর্ড একটি ইনপুট ডিভাইস

২০. লিগ্যাল কাগজের সাইজ দৈর্ঘ্য 14 ও প্রস্থ 8.5

২১. কোন কিছুর খোঁজার `কী` বোর্ড কমান্ড Ctrl+ F

২২. Excel ওয়ার্কশিটে ডিফল্ট শিট সংখ্যা 3/1 টি

২৩. প্রত্যেক ফাংশন দিয়ে শুরু হয়।

২৪. পাওয়ার পয়েন্ট নতুন স্লাইড নেওয়ার জন্য Ctrl + M কী চাপতে হয়।

২৫. 10- এর বাইনারি হলো (1010)2

২৬. BIOS- এর পূর্ণরুপ Basic Input Output System

 

২৭. অক্টাল পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ। মি

২৮. ROM স্থায়ী মেমোরী। 

২৯. `কী` বোর্ডের `কী` গুলোর 5টি ভাগে ভাগ করা যায়। 

৩০. Ctrl + S ফাইল Save করার কমান্ড। 

৩১. নর্টন একটি কম্পিউটার ভাইরাস। মি

৩২. G5 হতে K5 পর্যন্ত যোগ করার ফাংশন হলো = Sum ( G5: K5)। 

৩৩. Ctrl + Enter প্রেস করে পেজ ব্রেক করা যায়। 

৩৪. CD ও DVD- এর মাঝে কোন পার্থক্য নেই। মি

৩৫. Ctrl + W “কী” বোর্ডে কমান্ড দিয়ে ডকুমেন্টকে ক্লোজ করা হয়। 

৩৬. কম্পিউটারের প্রজন্ম 3টি। মি

৩৭. 1971 সালে মাইক্রো প্রসেসর আব্ষিকার হয়। 

৩৮. SutonnyMJ একটি বাংলা সফটওয়্যারের নাম। মি

 

সঠিক উত্তরটি লেখ:

৩৯. ডেক্সটপের আইকন নয় কোনটি?

ক) My Computer    খ) My Document     গ) Recycle Bin    ) My File.

৪০. হিসাব সংক্রান্ত সফটওয়্যার কোনটি?

ক)  PC                          খ) MS Access          গ) MS Word      ) MS Excel.

৪১. বিজয় ক্লাসিক চালু করতেকীবোর্ডের কোনকীচাপতে হয়?

ক)  Ctrl + B                খ) Ctrl + C         ) Ctrl + Alt+ B   ঘ) Ctrl + Alt+ V

৪২. পেন ড্রাইভ একটি

ক)  input Device B

খ) input/ output Device

গ) output Device

 ঘ) উল্লিখিত কোনটিই নয়।

৪৩. কত বাইট সমান 1 কিলোবাইট?

ক) 1044 বাইট                            খ) 1025 বাইট              ) 1024 বাইট                         ঘ) 1040 বাইট

৪৪. প্রিন্ট-এর কী-বোর্ড কমান্ড কোনটি?

)  Ctrl + P                         খ) Ctrl + W             গ) Ctrl + O            ঘ) Ctrl + N

৪৫. Undo- এরকীবোর্ড কমান্ড কোনটি?

ক)  Ctrl + y                           ) Ctrl + z              গ) Ctrl + w           ঘ) Ctrl + o

৪৬. কোনটি লজিক্যাল Function?

)  =if                                  খ) =Sum                   গ) =Avg                 ঘ) Mod()

৪৭. নিচের কোনটি সহায়ক মেমোরি নয়?

ক)  Pen Drive                      খ) CD Disk               গ) Hard Disk        ) ROM.

৪৮. A4 Size- এর কাগজের মাপ বা পরিমাপ কোনটি?

ক)  8.26×11.67                   ) 8.27×11.69             গ) 8.30×11.50         ঘ) 8.5×14.00

৪৯.  www-এর পূর্ণরৃপ কী?

) World wide web

খ) World wide wen

গ) World web wide

ঘ) World wide wand.

৫০. 41 দশমিক সংখ্যার বাইনারি কোনটি?

ক) 101010                               খ) 110011                   গ) 110101                ) 101001

Answer the following questions in English:

৫১. What is your Nationality?

Ans: My nationality is  Bangladeshi

৫২. How many seasons in Bangladesh?

Ans: The six seasons of Bangladesh

Translate into English:

৫৩. সূর্য্য পূর্ব ‍দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়।

Ans: The sun rises in the east and sets in the west.

৫৪. গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে।

Ans: It is pouring rain.

৫৫. করিম পাঁচ বছর যাবৎ এই স্কুলে পড়ছে।

Ans: Karim has been studying in this school for five years.

৫৬. ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল।

Ans: The patient died before the doctor arrived**.

৫৭. গণি মিঞা একজন গরীব কৃষক।

= Gani Mia is a poor farmer.

Fill in the gaps using appropriate words:

৫৮. He………….. a good boy. (am/is/are) Ans: is

৫৯. Dhaka stands on………… Borigonga river. (a/ an/the) Ans: the

৬০. Look…………..the top of the gage. (on/at/in) Ans: at

You may also like