বলিউডে টিকে থাকার কৌশল-নোরা ফাতেহি

বলিউডে টিকে থাকার কেৌশল-নোরা ফাতেহি

by মাহবুব সজল

বলিউডে টিকে থাকার কৌশল-নোরা ফাতেহি

 

বলিউডের ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহি।বরাবরই তিনি নিজের স্ট্রাগল নিয়ে কোনো মন্তব্য করতে বিন্দুমাত্র পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম হলো না।তিনি আসলে অভিনেত্রী হতে চেয়েছিলেন।তবে নাচের জন্যই সিনেদুনিয়ায় এক পোক্ত জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছেন নোরা।

 

নোরা ফাতেহি হলেন একজন জনপ্রিয় কানাডিয়ান-মরক্কান অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং গায়িকা, যিনি মূলত বলিউডে তার নাচের জন্য পরিচিত। তিনি ১৯৯২ সালের ৬ ফেব্রুয়ারি কানাডার মন্ট্রিয়েলে জন্মগ্রহণ করেন। তার বাবা মরক্কান এবং মা ভারতীয়, তাই তার একটি সাংস্কৃতিক মিশ্রণ রয়েছে যা তার কর্মজীবনে প্রভাব ফেলেছে।

নোরা ফাতেহি বলিউডে তার ক্যারিয়ার শুরু করেছিলেন ২০১৪ সালে “রোটন” সিনেমার মাধ্যমে, তবে তিনি সবার নজরে আসেন ২০১৫ সালের হিট গান বেবি ডল” এর জন্য, যেখানে তার নাচ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপর তিনি “সোহনি-ধিনচাক” (২০১৬), “স্বাগতাম” (২০১৮), এক তু আরি” (২০১৯) সহ বেশ কিছু সঙ্গীত ভিডিও এবং সিনেমায় তার নাচের জন্য প্রশংসা পান।

তিনি ডান্স+” এবং **”জাব উই মেট”**সহ বিভিন্ন টিভি রিয়ালিটি শোতে বিচারক হিসেবেও অংশগ্রহণ করেছেন এবং তার চমৎকার নাচের দক্ষতা সবার কাছে প্রশংসিত হয়েছে। নোরা ফাতেহির নাচের শৈলী প্রধানত বলিউড ডান্স, আইটেম নাম্বার এবং হিপ-হপ সংমিশ্রণ। তিনি তার সাহসী, স্লিম এবং অত্যন্ত পরিশীলিত পরিবেশনার জন্য বিশেষভাবে পরিচিত।

নোরা ফাতেহি একাধিক হিট গানে অংশগ্রহণ করেছেন, যেমন হুমা” (২০১৮), ডিলবার” (২০১৮), সাকি সাকি” (২০১৯), গরমি” (২০২০)। তার নাচের ক্যাচি স্টাইল এবং শক্তিশালী উপস্থিতি তাকে ভারতের অন্যতম সফল আইটেম গার্ল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়াও, তিনি সামাজিক মাধ্যমে বিশাল ফ্যান ফলোয়ারশিপ অর্জন করেছেন।

নোরা ফাতেহি মূলত তার ক্যারিয়ারের মাধ্যমে বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও তার স্থান তৈরি করেছেন এবং অনেক তরুণীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

 

তিনি নিজের শতভাগ উজার করে দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন রাতারাতি। তবে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার অনেক কৌশলের কথাই এবার ফাঁস করেছেন নোরা।অভিনেত্রীর পিআর টিম নাকি তাকে জানিয়েছিল, তিনি যেন কোনো বড় অভিনেতাকে ডেট করেন। তাহলেই বলিউডে ভালো কাজের প্রস্তাব পাওয়া যায়।

 

নোরা ফাতেহি প্রথম থেকেই নিজের কাজ নিয়ে অনেক যত্নশীল। যদিও কটাক্ষ সহ্য করতে শিখে গেছেন তিনি। এক সাক্ষাৎকারে সম্প্রতি নোরা ফাতেহি বলেন, ‘বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি। এখন যে যাই বলেন, আমার গায়ে খুব একটা লাগে না।’

 

কখনও প্ল্যাস্টিক সার্জারি, কখনও আবার বোল্ড লুক, আর আবেদনময়ী নাচ- সব মিলিয়ে তাকে ভাইরাল হতে হয়েছে একাধিকবার। ট্রোলের শিকারও হয়েছেন। তবে বলিউডের অন্দরমহলের সম্পর্কের এই সমীকরণ নিয়ে মন্তব্য করতেই তিনি আবার ভাইরাল হলেন।নোরার ওই মন্তব্যে ইঙ্গিত ছিল, তিনি বলিউডের অন্দরমহলের অধিকাংশ সম্পর্ককেই ফেক বলতে চেয়েছেন।

 

প্রসঙ্গত, ২০১৪ সালে বলিউডে পা রাখেন নোরা ফাতেহি। এক দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ২০১৫ সালে ‘রোত্তে হুয়ে আদমি’ সিনেমায়। এরপর ২০১৮ সালে দিলবার গানে নেচে বেশ জনপ্রিয়তা পান নোরা।

সোর্স-ইন্টারনেট

You may also like