ফরেস্ট গার্ড (Forest guard) বা বন প্রহরীর কাজ, দায়িত্ব, বেতন পদোন্নতি, বদলি ও যোগ্যতা নিয়ে এখানে আজ আলোচনা করছি। উল্লেখ্য, সম্প্রতি ফরেস্ট গার্ড (বন প্রহরী) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্ত বন অধিদপ্তর। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২২।
ফরেস্ট গার্ড এর কাজ , দায়িত্ব -কর্তব্য :
ফরেস্ট গার্ড (Forest guard) বা বন প্রহরীরা বাংলাদেশ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের (বন বিভাগ) অধীনে দেশের সামাজিক বনায়ন, পার্বত্য বনায়ন, উপকূলীয় বনায়নসহ বিভিন্ন বন অঞ্চলে বিভিন্ন দপ্তর, স্টেশন ও বিটে কর্মরত থাকেন। এই পদের নির্দিষ্ট পোশাক আছে। সরকারি অস্ত্রও বহন করতে হয় ফরেস্ট গার্ডদের।
- বন নিধনে প্রতিরোধ করা।
- বন বিভাগের আওতাধীন বনে দুস্কৃতিকারী প্রবেশ করেছে কিনা, খেয়াল রাখা।
- বন বিভাগের নিয়ন্ত্রণাধীন জমি, বাগান বা বনের কোনো অংশ কেউ দখলে নিয়েছে কিনা তা খোঁজ রাখা এবং ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া।
- গাছ চোর ধরার কাজ করতে হয়।
- বন বিভাগের আওতাধীন বন বা বাগান থেকে কেউ গাছ কেটে নিচ্ছে কিনা, খোঁজ রাখা।
- বনের পশু-পাখিদের রক্ষা ও পাচার প্রতিরোধ করা।
- কোনো চোর বা অপরাধী ধরা পড়লে আইনের হাতে তুলে দেওয়া। এক্ষেত্রে অপরাধীকে কোর্টে হাজির করলে ফরেস্ট গার্ডকে স্বাক্ষী হিসেবে কোর্টে উপস্থিত থাকতে হয়।
- অনেক সময় বিট কর্মকর্তার দায়িত্বও পালন করেন ফরেস্ট গার্ডরা।
- নিয়োগপ্রাপ্তির পর ফরেস্ট গার্ডদের প্রশিক্ষণ নিতে হয়।
ফরেস্ট গার্ডের বেতন -ভাতা :
- ফরেস্ট গার্ড হচ্ছে বাংলাদেশ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১৭ তম গ্রেডের রাজস্ব খাতভুক্ত একটি পদ। জাতীয় বেতন স্কেল অনুযায়ী এই পদের মাসিক বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা।
- পার্বত্য অঞ্চলে দায়িত্বরত ফরেস্ট গার্ডরা বেতন ছাড়াও অতিরিক্ত হিল অ্যালাউন্স বা পার্বত্য ভাতা পান।
ফরেস্ট গার্ডের পদোন্নতি ও বদলি :
চাকরির বিধি অনুযায়ী ফরেস্ট গার্ড বা বন প্রহরীরা ফরেস্টার / ফরেস্ট অফিসার (বন কর্মকর্তা) পদে পদোন্নতি পান। ফরেস্ট গার্ডরা যে বন অঞ্চলে চাকরিতে যোগদান করেন, সাধারণত সেই বনাঞ্চলের মধ্যেই বদলি বা পোস্টিং পান। তবে একটা নির্দিষ্ট সময় পর নির্ধারিত অঞ্চলের বাইরেও বদলি হতে পারেন ।
ফরেস্ট গার্ডের যোগ্যতা :
ফরেস্ট গার্ড পদে চাকরির আবেদনের যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। এর পাশাপাশি শারীরিক যোগ্যতা হিসেবে উচ্চতা নুন্যতম ১৬৩ সেন্টিমিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার বা ৩০ ইঞ্চি হতে হবে।
নিয়োগ পরীক্ষা পদ্ধতি :
প্রার্থী বাছাই হবে লিখিত, শারীরিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। প্রার্থীদের ‘বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯’-এর তফসিল ২ অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, প্রাসঙ্গিক টেকনিক্যাল/সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।