বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) জরুরী বিজ্ঞপ্তি-২০২২,

NTRCA Urgent E-registration Notice -2022

by মাহবুব সজল

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) জরুরী বিজ্ঞপ্তি-২০২২,

NTRCA Urgent E-registration Notice -2022

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের তথ্য পাঠাতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ করতে বলেছে । এনটিআরসিএ (NTRCA) এর ওয়েবসাইটে গিয়ে আগামী ৩১ মের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদ করতে হবে। শিক্ষা , ভর্তি, প্রশিক্ষণ ও বিভিন্ন চাকুরির তথ্য জানতে আমাদের ইউটিউব ও ওয়েবপেজটি ভিজিট করতে পারেন।

এনটিআরসিএ ই রেজিষ্ট্রেশন নোটিশ-২০২২

২৭.০৪.২০২২ ইং তারিখ এনটিআরসি এ থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩১.০৫.২০২২ ইং তারিখ পর্যন্ত  ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ করা যাবে।

 

এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ  (NTRCA) জানায়, চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম গ্রহণ করার জন্য ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে জন্য দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) প্রধানদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নতুনভাবে ই রেজিস্ট্রেশন করবেন তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

 

এনটিআরসিএ  (NTRCA) আরও বলছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানকে ইতোমধ্যে ই-রেজিস্ট্রেশন করা হয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে User ID এবং Password ব্যবহার করে ই-রেজিস্ট্রেশন ফর্মের Edit অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদ করতে হবে। নতুন ই-রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদ করার সর্বশেষ তারিখ ৩১ মে। নির্ধারিত তারিখের মধ্যে প্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদ করা না হলে পরবর্তীতে প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষক চাহিদা (e-requisition) দেয়া সম্ভব হবে না।

 

সঠিকভাব এ কাজটি সম্পাদনের জন্য সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) প্রধানদেরকে এনটিআরসিএর (NTRCA) ওয়েবসাইটের (www.ntrca.gov.bd)) ই-রেজিস্ট্রেশন সেবা বক্সে দেয়া নির্দেশনা অনুসরণ করতে বলেছে । প্রোফাইল হালনাগাদ করতে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সে নির্দেশিকা অনুসারে প্রোফাইল হালনাগাদ ও ই-রেজিস্ট্রেশন করতে হবে। প্রোফাইল হালনাগাদ ও ই-রেজিস্ট্রেশন না করলে কোনো প্রতিষ্ঠান প্রধান শূন্যপদের তথ্য দিতে পারবেন না। কেউ প্রোফাইল হালনাগাদ না করলে ওই প্রোফাইলকে ইন্যাক্টিভ ধরা হবে। পরে ওই প্রতিষ্ঠানের আইডি থেকে শূন্যপদে তথ্য দেয় যাবে না। আর নির্ধারত সময় অর্থাৎ ৩১.০৫.২০২২ ইং তারিখের মধ্যে  প্রোফাইল হালনাগাদ বা ই রেজিস্ট্রেশন না করলে পরে আর তা করা যাবে না।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তথ্য হালনাগাদের সরাসরি লিংক ।

তথ্য হালনাগাদের জন্য ক্লিক করুন

বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যালেনটি থেকে ঘুরে আসতে পারেন। Mahbub Shajal

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

ম্যানুয়াল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

You may also like