রেলওয়ে খালাসী পদের পরীক্ষার তারিখ , এডমিট কার্ড ও আসন বিন্যাস  ২০২২

রেলওয়ে খালাসী পদের পরীক্ষার মানবন্টন

by মাহবুব সজল

রেলওয়ে খালাসী পদের পরীক্ষার তারিখ , এডমিট কার্ড ও আসন বিন্যাস  ২০২২

বাংলাদেশ রেলওয়ে ১০৮৬ শূন্য পদে (খালাসী) নিয়োগ বিজ্ঞপ্তির  লিখিত পরীক্ষার তারিখ ও আসন বিন্যাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে। প্রার্থীরা ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। খালাসী পদের নিয়োগ পরীক্ষার এমসিকিউ / লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর সকাল ১০:০০ ঘটিকার সময়ে। মোট প্রশ্নের সংখ্যা ৭০ এবং পূর্ণমান ৭০। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর বরাদ্ধ এবং প্রতি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময় ১ ঘন্টা। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি “২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত খালাসী পদের এ আবেদন চলেছিল।

রেলওয়ের খালাসী পদের প্রবেশপত্র/এডমিট কার্ড

রেলওয়ের খালাসী পদের প্রবেশপত্র/এডমিট কার্ড নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে http://br.teletalk.com.bd/ লিংক থেকে ডাউনলোড করা যাবে।

Download Admidcard

আসন বিন্যাসের ফাইল দেখতে ক্লিক করুন :  সিট প্লান

পরীক্ষার ধরণ :

বাংলাদেশ রেলওয়ের খালাসী পদের পরীক্ষা হলে ২ ধাপে। প্রথমে ৭০ নম্বরের লিখিত পরীক্ষা যার সময় থাকবে ৬০ মিনিট। সর্বনিম্ন পাশ নম্বর হবে ৩৫।

প্রশ্নপত্রের মধ্যে বাংলায় ২০, ইংরেজিতে ২০, গনিতে ১৫ এবং সাধারণ জ্ঞানের উপর ১৫ টি প্রশ্ন থাকবে। মোট ৭০ নম্বরের পরীক্ষা হবে।

লিখিত পরীক্ষায় পাশ করতে পারলে সেই সব প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার নম্বর হবে ৩০.

You may also like