রেলওয়ে ট্রাফিক বা গেইটম্যানের কাজ কী ? বেতন কত ? পদোন্নতি আছে কি না?
সকল সরকারি বেসরকারি চাকুরি , প্রশিক্ষণ বিজ্ঞপ্তি , ভর্তি সংক্রান্ত এবং নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ওয়েব পেজটি ভিজিট করুন।
রেলওয়ে গেইটম্যান ট্রাফিক হল রেলপথ ও সড়ক পথের ক্রসিং এর সিকিউরিটি ম্যান। অর্থ্যাৎ দেশের বিভিন্ন রেলক্রসিং এর গেটে দায়িত্বে থাকা ট্রাফিক ম্যান। রেলওয়ে গেইটম্যানের জন্য রেলপথের ক্রসিংয়ের পাশেই একটি রুম থাকে।
রেলওয়ে কর্মচারীদের মধ্যে এদের কাজটি খুব গুরুত্বপূর্ন। এরা সড়কপথের মধ্যে দিয়ে যে সমস্ত রেললাইন অতিক্রম করেছে সে সমস্ত রেললাইনের গেটের দায়িত্ব পালন করে থাকে। যখন রেল চলে আসে তখন সড়ক পথ না আটকিয়ে দিলে রেললাইনে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই সময়মত এই গেট বন্ধ করার দ্বায়িত্ব থাকে এই গেইটম্যানের উপর। তাই রেলক্রসিং এর পাশে গেইটম্যানের জন্য ছোট একটি ঘর থাকে। যাতে সে এখানে থাকতে পারে।
রেলওয়ে গেইটম্যান বা ট্রাফিক রেল চলাচল এবং রেল চলাকালিন সময়ে ঐ স্থানের অর্থ্যাৎ রেলক্রসিংয়ের গাড়ি চলাচল নিয়ন্ত্রন করে। এরা রেলওয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারী। তবে এদের পদোন্নতির সুবিধা রয়েছে। বিভিন্ন নিয়োগে এদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল থাকে। সেখানে তাকে পরীক্ষায় অংশগ্রহন করে এই পদোন্নতি নিতে হয়। এবং চাকুরিতে আবেদনের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিয়ে আবেদন করতে হয়।
আমাদের ইউটিউব চ্যানেল : Youtube