সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর (MCQ)

by মাহবুব সজল

সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর (MCQ)

 

সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও  ওয়েব পেজে ভিজিট করতে পারেন।

 

১. বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেন-এর নাম কী ?

ক) মৈত্রী এক্সপ্রেস  খ)  বন্ধন এক্সপ্রেস গ) মিতালী এক্সপ্রেস  ঘ)  উপরের সবগুলো

উ: ঘ)  উপরের সবগুলো

 

২. ‌‍“বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর” কবে উদ্বোধন করা হয় ?

ক)  ২৭ এপ্রিল ২০২২  খ)  ৩০ এপ্রিল ২০২২  গ)  ২ মে ২০২২  ঘ) ৫মে ২০২২

উ: ক)  ২৭ এপ্রিল ২০২২

 

৩. বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) প্রথম নারী কমিশনার কে ?

ক)  কবিতা খানম  খ) রাশিদা সুলতানা  গ) ড. রুমানা ইসলাম  ঘ) রাজিয়া বেগম

উ: গ) ড. রুমানা ইসলাম

 

৪. ২৫ মে ২০২২ পর্যন্ত দেশের GI পন্য কতটি ?

ক)  ১০ টি খ)  ১২টি  গ)  ১৪টি  ঘ) ১৬ টি।

উ: ক)  ১০ টি

 

৫. পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য কত ?

ক)  ৬ কি.মি  খ)  ৬.১৫ কি.মি  গ) ৭.১৫ কি.মি.  ঘ) ৮.১৫ কি.মি

উ: খ)  ৬.১৫ কি.মি

 

৬. পদ্মা বহুমুখী সেতুর প্রস্থ কত ?

ক)  ১৮.১০মি. খ)  ১৯.১০মি.  গ)  ২০.১০মি.  ঘ) ২১.১০ মি.

উ: ক)  ১৮.১০মি.

 

৭. পদ্মা বহুমুখী সেতুর স্প্যান সংখ্যা কতটি ?

ক)  ৪১টি খ) ৪২টি গ)  ৪৩ টি ঘ)  ৪৪টি

উ: ক)  ৪১টি

 

 

৮. পদ্মা বহুমুখী সেতুর পিলার সংখ্যা কতটি ?

ক)  ৪১টি খ) ৪২টি গ)  ৪৩ টি ঘ)  ৪৪টি

উ: খ) ৪২টি

 

৯. পদ্মা বহুমুখী সেতুর পাইলের সংখ্যা কতটি ?

ক)  ২৮০টি  খ) ২৮৪ টি গ) ২৯৪টি  ঘ) ২৯৬ টি

উ: গ) ২৯৪টি

 

১০. বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি ?

ক)  ৪৮টি  খ) ৪৯টি গ) ৫০টি  ঘ) ৫১টি

উ: ঘ) ৫১টি

 

১১. বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় কতটি ?

ক)  ৪টি খ)  ৫টি গ)  ৬টি  ঘ) ৭টি

উ: ঘ) ৭টি

 

১২. দেশের ৫১ তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি ?

ক)  কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

খ) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঘ) সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উ: ক)  কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

 

১৩. কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ?

ক)  অধ্যাপক ড. মো: আবদুল বাসেত

খ)  অধ্যাপক মাসুম হাবিব

গ)  অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন

ঘ)  অধ্যাপক কামরুল হাসান খান

উ: গ)  অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন

 

 

১৪. দেশের সপ্তম সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি ?

ক)  কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

খ) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

গ)  শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়

ঘ)  ড. এম. এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়

উ: ক)  কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

 

GDP সম্পর্কিত প্রশ্ন।

১৫. মাথপিছু GDP কত ?

ক)  ২,৪৯৭ মা.ড. খ)  ২,৫২৭ মা.ড.  গ)  ২৬২৬ মা.ড.  ঘ) ২৭২৩ মা.ড.

উ: ঘ) ২৭২৩ মা.ড.

 

১৬. মাথাপিছু আয় কত ?

ক)  ২৭২৬ মা.ড. খ)  ২৭৯৯ মা.ড.  গ)  ২৮২৪ মা.ড.  ঘ) ২৯৯১ মা.ড.

উ: গ)  ২৮২৪ মা.ড.

 

১৭. GDP’র প্রবৃদ্ধির হার কত ?

ক)  ৫.৪৩%  খ)  ৬.৯৪%  গ)  ৭.২৫%  ঘ) ৭.৪৭%

উ: গ)  ৭.২৫%

 

১৮. কৃষি খাতের অবদানের হার কত ?

ক) ১১.৫০%  খ)  ১২.১৫%  গ)  ১৩.৪৭%  ঘ) ১৪.৭৯%

উ: ক) ১১.৫০%

 

১৯. কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত ?

ক)  ২.২০%  খ)  ৩.৪৫%  গ)  ৪.৪৫%  ঘ) ৫.৪৫%

উ: ক)  ২.২০%

 

২০. শিল্প খাতের অবদানের হার কত ?

ক) ৩৫.৩০%  খ)  ৩৫.৯৯%  গ)  ৩৬.০১%  ঘ) ৩৭.০৭%

উ: ঘ) ৩৭.০৭%

২১. শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত ?

ক)  ৬.১২% খ)  ৭.১২%  গ)  ৮.১২%  ঘ) ১০.৪৪%

উ: ঘ) ১০.৪৪%

 

২২. সেবা খাতের অবদানের হার কত ?

ক)  ৫০.২৫%  খ)  ৫১.৪৪%  গ)  ৫১.৯২%  ঘ) ৫২.৭৪%

উ: খ)  ৫১.৪৪%

 

২৩. সেবা খাতের প্রবৃদ্ধির হার কত ?

ক)  ৪.৬১% খ)   ৫.৭৩% গ)  ৫.৮৬%  ঘ) ৬.৩১%

উ: ঘ) ৬.৩১%

 

সকল প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করতে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেল : Youtube

You may also like