সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান।

ফার্মাসিস্ট পরীক্ষার সাজেশন, প্রশ্ন ব্যাংক

by মাহবুব সজল

ফার্মাসিস্ট ক্যাটাগরী সি (Category C ) পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এ আর্টিকেলটি। এ নিবন্ধের মধ্যে আমি ফার্সাসিস্ট পরীক্ষার জন্য ফুল প্রশ্নব্যাংক এর সমাধান দিচ্ছি। আপনি এ প্রশ্নব্যাংকটি পড়তে পাড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় ১০০% কমন পাবেন। এ আর্টিকেল থেকে সবগুলো অধ্যায়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিতে পারবেন। সবাইকে ধৈর্য্য ধরে সবগুলো প্রশ্নের সমাধান দেখার অনুরোধ করছি।

সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান। ফার্মাসিস্ট পরীক্ষার সাজেশন, প্রশ্ন ব্যাংক

অধ্যায়-০১

প্রশ্ন : ১. নাগরিক জীবনের মৌলিক চাহিদা কতটি ?

উত্তর : ৫ টি।

প্রশ্ন : ২.  নাগরিক জীবনের মৌলিক চাহিদাগুলো কি কি ?

উত্তর : খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা।

প্রশ্ন ৩. রাষ্ট্রের প্রাথমিক দ্বায়িত্ব কি ?

উত্তর : পুষ্টির মাত্রা উন্নীত করা ও জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটানো।

প্রশ্ন ৪. জাতীয় স্বাস্থ্য নীতি প্রনীত হয় কত সালে ?

উত্তর : ২০১১ সালে জাতীয় স্বাস্থ্য নীতি প্রনীত হয়।

প্রশ্ন ৫. জাতীয় স্বাস্থ্য নীতির মূল লক্ষ্য কি ?

উত্তর : অত্যাবশ্যকীয় ওষুধের সহজলভ্যতা এবং মূল্য নিয়ন্ত্রন নিশ্চিত করা।

প্রশ্ন ৬. স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় কতটি বিভাগে বিভক্ত ?

উত্তর : ২ বিভাগে বিভক্ত।

প্রশ্ন ৭. স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের বিভাগগুলো কাদের দ্বারা পরিচালিত হয় ?

উত্তর : মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নেতৃত্বে সচিবের অধীনে পরিচালিত হয়।

প্রশ্ন ৮. স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধীনে কতটি নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান আছে ?

উত্তর : ৬ টি।

প্রশ্ন ৯. ডাক্তার, ডেন্টিস্ট ও মেডিকেল অ্যাসিস্টান্টদের নিবন্ধনের কাজ কারা নিয়ন্ত্রন করে থাকে?

উত্তর : BMDC

প্রশ্ন ১০. চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবা দক্ষতার মান নিশ্চিত করার দায়িত্ব কার ?

উত্তর : BMDC এর।

প্রশ্ন ১১. বাংলাদেশের হোমিওপ্যাথি বোর্ড (BHB) এবং বাংলাদেশের বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেম অব মেডিসিন (BU&AB) কোন সালের আইনের আওতায় কাজ করে?

উত্তর: ১৯৮২ সালের।

প্রশ্ন ১২. স্বাস্থ্য ক্ষেত্রে পেশজীবি সংগঠন সমুহ কয়টি ও কি কি?

উত্তর: ২ টি  BMA & BPS।

প্রশ্ন ১৩. ওয়ার্ড পর্যায় কমিউনিটি ক্লিনিক কতজন কে সেবা দেয়?

উত্তর: প্রায় ৬০০০ জনকে।

প্রশ্ন ১৪. ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কতজনকে সেবা দেয়?

উত্তর: গড়ে ৩০,০০০ জনকে।

প্রশ্ন ১৫. নগরাঞ্চলের স্বাস্থ্য সেবা সাধারনত কয় ধরনের সেবা প্রধান কারীর মাধ্যমে দেয়া হয়।

উত্তর : ৩ ধরনের ।

প্রশ্ন ১৬. ২০৫০সাল নাগাদ নগর জনসংখ্যা কত% পর্যন্ত বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে?

উত্তর: ৫৬%

প্রশ্ন ১৭. কোন সালের আইনের মধ্যে নগর বাসীদের প্রাধমিক স্বাস্থ্য পরিচর্যা প্রদানের দায়িত্ব সিটি কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটির?

উত্তর: স্বানীয় সরকার আইন ২০০৯।

প্রশ্ন ১৮. বাংলাদেশের কত সালে সহস্রাব্দ লক্ষ্য মাত্রা সমুহ/মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (MDG) শেষ করেছে?

উত্তর: ২০১৫ সালে।

প্রশ্ন ১৯. আমরা এখন কত সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়ন করছি?

উত্তর: ২০৩০ এর মধ্যে ।

প্রশ্ন ২০. ২০১৫সালের ২৫ সেপ্টেম্বর তারিখে জাতিসংঘ সাধারন পরিষদ (UNGA) টেকসই উন্নয়ন লক্ষমাত্রা /SDG এর কয়টি লক্ষ্য গ্রহণ করে?

উত্তর: ১৭টি ।

প্রশ্ন ২১.দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ঔষধ নিয়ন্ত্রন অধিদপ্তর কোন মন্ত্রনালয়ের অধীনে?

উত্তর: স্বাস্থ্য ও পরিকার কল্যান মন্ত্রনালয়ের।

প্রশ্ন ২২. কোন ACT এর মাধমে ঔষধ প্রশাসন অধিদপ্তর তার দায়িত্ব পালন করে?

উত্তর: Act ২০০৬ সমূহের মাধ্যমে।

প্রশ্ন ২৩. ঔষধ প্রশাসন কোন সালের মোবাইল কোর্ট আইন প্রয়োগ করে?

উত্তর: ২০০৯ সালের ।

প্রশ্ন ২৪.বর্তমানে ঔষধ প্রশাসনের অধিনে দেশে কয়টি জেলা অফিস আছে?

উত্তর: ৫৫ টি।

প্রশ্ন ২৫. বাংলাদেশের ফর্মেসী কাউন্সিল কি রকম সংস্থা?

উত্তর: স্বায়িত্বশাসিত সংস্থা।

প্রশ্ন ২৬. বাংলাদেশের ফর্মেসী কাউন্সিল কোন মন্ত্রনালয়ের অধীন?

উত্তর: স্বাস্থ্য ও পরিকার কল্যান মন্ত্রনালয়ের।

প্রশ্ন ২৭. বাংলাদেশের ঔষধের উৎস কয়টি?

উত্তর: ২টি

প্রশ্ন ২৮. আমাদের দেশে ঔষধের কত ভাগ স্থানীয় ভাবে উৎপাদন হয়?

উত্তর: ৯৫-৯৮% টি

২৯. আমাদের দেশে ঔষুধের কতভাগ আমদানি হতে আসে?
উঃ ২-৫%।
৩০. কত সালে ফার্মাসিস্টদের জন্য কোড অফ ইথিকস গ্রহন করে?
উঃ ১৯৯৪ সালে।
৩১. কখন আমরা অ্যামেরিকান ফার্মাসিউটিক্যাল এসোসিয়েশনের সদস্য পদ লাভ করি?
উঃ অক্টোবর ২৭, ১৯৯৪।
৩২. ঔষধ কি?
উঃ যা গ্রহণের মাধ্যমে আমরা রোগমুক্ত হই তাই ঔষুধ।
৩৩. ঔষধের একমাত্র উদ্দ্যেশ্য কি?
উঃ রোগ মুক্তি।
৩৪. যে কোন বস্তু, যা গ্রহণের পর শরীরে প্রতিক্রিয়া তৈরি হয় তা কি?
উঃ ড্রাগ।
৩৫. যে সব ‘ড্রাগ’ শুধুমাত্র রোগমুক্তি ও রোগ প্রতিরোধের জন্য ব্যবহ্যত হয় তাকে কি বলে?
উঃ মেডিসিন।
৩৬. ড্রাগ সাধারণত কয়টি উৎস হতে পাওয়া যায় ও কি কি?
উঃ ২ টি, প্রাকৃতিক উৎস ও কৃত্রিম উৎস।
৩৭. ‘এবারস প্যাপিরাস’ কবে লিখা হয়?
উঃ খ্রিষ্টের জন্মের প্রায় ১৬০০ বছর আগে।
৩৮. এবারস প্যাপিরাসে কয়টি ঔষুধের বর্ণনা ছিল ?
উঃ প্রায় ৭০০ টি ঔষুধের।
৩৯. এবারস প্যাপিরাসে কয়টি ফর্মুলা ছিল?
উঃ প্রায় ৮০০ টির ও বেশী।
৪০. মমি তৈরির কৌশল কে আবিস্কার করেন?
উঃ ইমহোটেপ।
৪১. ইতিহাসে প্রম চিকিৎসক হিসেবে বিবেচিত হন কে?
উঃ ইমহোটেপ।
৪২. ‘পেনটি সাও’ কোন দেশি ঔষুধের বই?
উঃ চীন।
৪৩. ‘পেনটি সাও’ কে লিখেন এবং কখন?
উঃ শেন নাং, খ্রিষ্ট পূর্ব ২০০০ সালে।
৪৪. চীনের জনগণকে চাষাবাদে উৎসহিত করেন কে?
উঃ শেন নাং।
৪৫. চীনের কৃষির জনক বলা হয় কাকে?
উঃ শেন নাং কে।
৪৬. প্রথম চা আবিস্কার করেন কে?
উঃ শেন নাং।
৪৭. শেন নাং কয়টি উদ্ভিদ, প্রাণী এবং খনিজ ঔষুধের তালিকা তৈরী করেন?
উঃ ৩৬৫ টি।
৪৮. “চরক সংহিতা” কে লিখেন এবং কত সালে?
উঃ চরক, খ্রিষ্টপূর্ব প্রায় ৮০০ সালে।
৪৯. “চরক সংহিতা” বইয়ে গুণাবলী অনুযায়ী ঔষুধ কে কয় শ্রেণীতে ভাগ করা হয় এবং প্রতি শ্রেণীতে কয়টি ঔষুধ ছিল?
উঃ ৫০ টি শ্রেণীতে, প্রতি শ্রেণীতে ১০ টি করে ঔষুধ।
৫০. চরক এর মতে কয় ধরণের ঔষুধ চিকিৎসকের মূল হাতিয়ার?
উঃ ৫০ ধরণের।
৫১. আজকের আয়ুর্বেদীক শাস্ত্রের প্রতিষ্ঠা কার হাত ধরে?
উঃ চরক।
৫২. আর্য়ুবেদ শাস্ত্রের প্রম বই কোনটি?
উঃ চরক সংহিতা।
৫৩. ইউরোপের বিজ্ঞানীরা কাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলে অভিহিত করেন?
উঃ চরক কে।
৫৪. “শুশ্রুত সংহিতা” বইতে কয় ধরণের ঔষুধ কে কয়টি গোষ্ঠীতে ভাগ করেন?
উঃ ৭৬০ ধরণের ঔষুধ, ৭ টি গোষ্ঠী।
৫৫. প্রাচীন ভারতীয় সভ্যতায় চিকিৎসার পাশাপাশি প্রথম অস্ত্রোপচার প্রবর্তন করেন কে?
উঃ শুশ্রুত।
৫৬. “শুশ্রুত” অস্ত্রোপচারে ব্যবহৃত কয়টি যন্ত্রপাতির নকশা লিপিবদ্ধ করেন?
উঃ ১২০ টি।
৫৭. ইউরোপ মহাদেশের বিজ্ঞানীরা কাকে “ফাদার অব মেডিসিন” নামে অবহিত করেন?
উঃ হিপোক্রাইটিস কে।
৫৮. হিপোক্রাইটিস লিখিত বইয়ের নাম কি?
উঃ স্যাটিরিয়া মেডিকা।
৫৯. নবীন চিকিৎসকদের পেশায় প্রবেশ কালে নৈতিকতার শপথ নেয়ার জন্য “হিপোক্রাইটিস ওথ” রচনা করেন কে?
উঃ হিপোক্রাইটিস।
৬০. ডিওসকোরাইডিস কোথায় কখন জন্মগ্রহণ করেন?
উঃ তুরস্কে, ৩০ খ্রিস্টাব্দে।
৬১. ডিওসকোরাইডিস এ লিখিত বইটির নাম কি?
উঃ দ্য মেটেরিয়া মেডিকা।
৬২. ঐতিহাসিকের মতে প্রথম ফার্মাসিস্ট কে?
উঃ গ্যালেন।
৬৩. সর্ব প্রথম কোল্ড ক্রীম তৈরী করেন কে?
উঃ গ্যালেন।
৬৪. ইমালশান আবিস্কার করেন কে?
উঃ গ্যালেন।

৬৫. “মস্তিক সব মাংস পেশীর কর্মকান্ড নিয়ন্ত্রণ করে” এ তত্ত্ব প্রদান করেন কে?
উঃ গ্যালেন।
৬৬. চিকিৎসার মূল ভিত্তি হিসেবে “আল রাজী” কোনটাকে গ্রহণ করে?
উঃ রসায়ন কে।
৬৭. প্রাচীনকালে রসায়নকে কি বলা হত?
উঃ আল কেমি।
৬৮. সর্ব প্রম চিকিৎসা ক্ষেত্রে গাছ গাছাড়ার বদলে মূল উপাদান বা পিওর কেমিক্যাল ব্যবহান শুরু করেন কে?
উঃ আল রাজী।
৬৯. ইউরোপের বিজ্ঞানীরা আল রাজীকে কি নামে ডাকে?
উঃ র‌্যাজেস।
৭০. প্রথম গুটি বসন্ত ও হামের চিকিৎসা শুরু করেন?
উঃ আল রাজী।
৭১. ফুলের পরাগ রেণু থেকেও যে এলার্জি হয় এটা কে প্রমাণ করেন?
উঃ আল রাজী।
৭২. শরীরে রোগ বিকাশের সাধারণ প্রথম ধাপ কি?
উঃ জ্বর।
৭৩. শরীরের রোগ বিকাশের প্রথম ধাপ হল জ্বর এটা প্রথম অনুধাবন করেন কে?
উঃ আল রাজী।
৭৪. আল রাজীর বিখ্যাত গ্রন্থ গুলো কি কি?
উঃ কিতাব আল মনসুরি, আল হাউয়ি ও মানলা ইয়াহ্দুরু আল-তাবীব।
৭৫. ইবনে সিনা কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ পারস্যে, ৯৮০ খ্রিস্টাব্দে।
৭৬. ঔষূধের আধুনিক ও আকর্ষণীয় করার নিয়মের প্রবক্তা কে?
উঃ ইবনে সিনা।
৭৭. সিরাপ আবিস্কার করেন কে?
উঃ ইবনে সিনা।
৭৮. বটি কাকে চিনির প্রলেপ দিয়ে “সুগার কোটেড” করেন কে?
উঃ ইবনে সিনা।
৭৯. বিখ্যাত গ্রন্থ “কানুন” কে লিখেন?
উঃ ইবনে সিনা।
৮০. ইউনানি চিকিৎসা শাস্ত্রের প্রধান বিজ্ঞানী হিসেবে কাকে বিবেচনা কার হয়?
উঃ ইবনে সিনা কে।
৮১. প্রথম সংক্রামক এবং যৌন রোগের ধারণা দেন কে?
উঃ ইবনে সিনা।
৮২. এলোপ্যথি ওষুধের মূল অসুবিধা কি?
উঃ পার্শ্ব প্রতিক্রিয়া।
৮৩. হোমিও প্যাথি ঔষুধের প্রথম ধারণা দেন কে?
উঃ হ্যানিম্যান।
৮৪. আর্য়ুবেদীয় ঔষুধের উৎপত্তি কোথায় ?
উঃ ভারত বর্ষে।
৮৫. আর্য়ুবেদ ধারায় চিকিৎসকেরা কি নামে পরিচিত?
উঃ কাবিরাজ বা বৈদ্য।
৮৬. ইউনানি ধারায় চিকিৎসক কি নামে পরিচিত?
উঃ হেকিম/হাকিম/ তিব্ব।
৮৭. ঔষধের পরিমান (ডোজ) নির্ণয়ের জন্য রোগীর কি জানা অত্যাবশ্যক?
উঃ বয়স ও ওজন।
৮৮. উন্নয়নশীল দেশগুলির স্বাস্থ্য বাজেটের কত শতাংশ আর্ন্তজাতিক দাতা সংস্থাগুলির কাজ থেকে আসে?
উঃ ৫ শতাংশ।
৮৯. অনুন্নত দেশগুলির স্বাস্থ্য বাজেটের কত শতাংশ আর্ন্তজাতিক দাতা সংস্থাগুলির কাজ থেকে আসে?
উঃ ২০ শতাংশ।
৯০. কয় ধরণের সংস্থা বাংলাদেশের স্বাস্থ্য সমস্যার উন্নয়নের কাজ করে যাচ্ছে?
উঃ ৩ শ্রেণীর।
৯১. বাংলাদেশে কয় ধরণের বহুমাত্রিক সংস্থা স্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করছে?
উঃ ৫টি।
৯২. ইউনিসেফ কাদের নিয়ে কাজ করে?
উঃ শিশুদের।
৯৩. ইউনিসেফের বাজেটের বৃহত্তাংশ কোন খাতে ব্যবহার করা হয়?
উঃ স্বাস্থ্য বিষয়ক খাতে।
৯৪. ইউনিসেফ তাদের সম্পদের সিংহভাগ কি কাদের জন্য খরচ করে?
উঃ দরিদ্র দেশগুলির অনুর্ধ ৫ বছরের শিশুদের জন্য।
৯৫. ইউনিসেফ এর বাজেটের শতকরা কতভাগ বিভিন্ন দেশের সরকারের দান হতে আসে?
উঃ ৭০ ভাগ।
৯৬. ইউনিসেফে এর বাজেটের শতকরা কতভাগ ব্যক্তি পর্যায়ের দাতাদের কাছ থেকে আসে?
উঃ ৩০ ভাগ।
৯৭. বাংলাদেশে মীনা কার্টুন কারা পরিচালনা করে?
উঃ ইউনিসেফ।
৯৮. বিশ্ব ব্যাংক তার প্রদত্ত ঋণের কত শতাংশ স্বাস্থ্য বিষয়ক ও মানব উন্নয়ন খাতে ব্যয় করে?

উঃ ২৫ শতাংশ।
৯৯. স্বাাস্থ্য সম্পর্কিত সমস্যা গুলির মধ্যে বিশ্ব ব্যাংক মূলত কি নিয়ে বেশী মনোযোগী?
উঃ এইডস্ ।
১০০. বিশ্বের অন্যতম একটি প্রধান সমস্যা কি?
উঃ জনসংখ্যা বৃদ্ধি।
১০১. UNFPA তাদের মোট বাজেটের শতকরা ৫০-৬০ ভাগ অর্থ কোন খাতে ব্যবহার করে?
উঃ কারিগরি সুবিধা প্রধানে।
১০২. UNFPA তার বাজেটের শতকরা কতভাগ অর্থ অনুন্নত দেশ গুলিতে প্রদান করে?
উঃ ৭০ ভাগ।
১০৩. UNFPA কত সাল থেকে বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে?
উঃ ১৯৭৪ সাল থেকে।
১০৪. UNDP এর বাজেটের শতকরা কত ভাগ স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক খাতে প্রদান করে?
উঃ প্রায় ২০ ভাগ।
১০৫. USAID কোন বিষয়ে অর্থ সাহায্য প্রদান করে?
উঃ জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে।
১০৬. জাইকা কোন দেশী সংস্থা ?
উঃ জাপানি।
১০৭. বাংলাাদেশে কয়টি নিবন্ধিত NGO আছে ?
উঃ প্রায় ৪০০ টি।
১০৮. বাংলাদেশে কোন কোন দেশের সেভ দ্যা চিলড্রেন কাজ করে?
উঃ ইউএসএ এবং অষ্ট্রেলিয়া।
১০৯. ফার্মাসিস্ট হিসেবে কারা বিবেচিত হয়?
উঃ যে সব স্বাস্থ্য পেশাজীবী সরাসরি ঔষুধ নিয়ে কাজ করে।
১১০. স্বাস্থ্য সেবার প্রথম ধাপ কোনটি?
উঃ কমিউনিটি ফার্মেসী।
১১১. ঔষুধ উৎপাদন, ঔষুধ বাজারজাত করন, ঔষুধ গবেষণা ঔষুধ প্রশাসন প্রভৃতি কাজ কারা করে?
উঃ ফার্মাসিস্টরা।
১১২. কোন সালের আইন দ্বারা বিপজ্জনক ঔষুধ বিষয়ক কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
উঃ ১৯৩০ ও ১৯৫১।
১১৩. দেশের ঔষুধ আমদানি, রপ্তানি, উৎপাদন, বন্টণ ও বিক্রয় নিয়ন্ত্রণ করে কোন ঔষুধ আইন দ্বারা?
উঃ ১৯৪০ সালের ঔষুধ আইন।
১১৪. ঔষুধ আইন ১৯৪০,কোন সালে বাংলাদেশের ঔষুধ আইন হিসেবে গৃহীত হয়?
উঃ ১৯৭৪ সালে।
১১৫. দ্যা বেঙ্গল ড্রাগ রুলস কোন সালে গৃহীত হয়?
উঃ ১৯৪৬ সালে।
১১৬. দ্যা বেঙ্গল ড্রাগ রুরস এর কোন অংশে ঔষধ বিষয় সম্পর্কে বর্ণানা করা হয়েছে?
উঃ পার্ট-৩ এ।
১১৭. দেশে বিষ (POISON) জাতীয় পন্য/দ্রব্যবদি আমদানি, মজুদ ও বিক্রয় নিয়ন্ত্রণ করে কোন আইন?
উঃ বিষ আইন ১৯৫২ ।
১১৮. যে সকল দ্রব্যাদি সামান্য পরিমাণে হলে ও খাওয়ার পর মৃত্যুঘটে বা প্রানীকে মারাক্তক ভাবে আক্রান্ত করে, সে সকল দ্রব্যাদিকে কি বলে?
উঃ বিষ।
১১৯. কোন আইনে খাদ্য, পানীয় ও ঔষুধে ভেজাল দেয়াকে শাস্তি যোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বিক্রয় শাস্তি উল্লেখ করা হয়েছে?
উঃ বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪।
১২০. ফার্মেসী অধ্যাদেশ বিশেষ আইন কোন সালের?
উঃ ১৯৭৬ ও ২০১৩।
১২১. ফার্মেসী কাউন্সিল এর সভাপতি কে হন?
উঃ সচিব স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
১২২. ঔষুধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ কত সালে পাস হয়?
উঃ ১৯৮২ সালে।
১২৩. কিছু নির্দিষ্ঠ ভেজাল ও অনিবন্ধিত ঔষুধ আমদানি, উৎপাদন ও বিক্রয়ের শাস্তি কত ধারায় উল্লেখ আছে?
উঃ ১৬ তম ধারায়।
১২৪. নিম্নমানের ঔষুধ উৎপাদন ও বিক্রয়ের শাস্তি কত ধারায় উল্লেখ আছে?
উঃ ১৭ তম ধারায়।
১২৫. অবৈধ ভাবে ঔষুধ আমদানির শাস্তি কত ধারায় উল্লেখ আছে?
উঃ ১৮ তম ধারায়।
১২৬. ঔষুধ বা ফার্মাসিটিক্যালের কাঁচামাল বেশী দামে আমদানি ও বিক্রির শাস্তি কত ধারায় উল্লেখ আছে?
উঃ ১৯ তম ধারায়।
১২৭. সরকারী ঔষুধ চুরি শাস্তি কত ধারায় উল্লেখ আছে?
উঃ ২০ তম ধারায়।
১২৮. বেআইনী বিজ্ঞাপন ও দাবীর শাস্তি হিসেবে ২৫০০০ টাকা পর্যন্ত জরিমানা কত ধারায় উল্লেখ আছে?

উঃ ২১ তম ধারায়।
১২৯. কত ধারা মতে সরকার জাতীয় ঔষুধ অ্যাডভাইজারী কাউন্সিল গঠন করবে?
উঃ ২৪ তম ধারায়।
১৩০. মাদক নিয়ন্ত্রণ আইন কত সালের?
উঃ ১৯৯০ সাল।
১৩১. উপধারা (১) বা (২) অনুযায়ী প্রেসক্রিপশনের মাধ্যমে কোন ব্যক্তি কোন মাদক কত বারের বেশী কিনতে পারবে না?
উঃ এক বারের।
১৩২. মোবাইল কোর্ট আইন কত সালের?
উঃ ২০০৯ সালের।
১৩৩. মোবাইল কোর্ট আইন ২০০৯ সিডিউলের অধিনে কোন ঔষুধ নিয়ন্ত্রণ আইন তালিকা ভুক্ত?
উঃ ১৯৮২ সালে ঔষুধ নিয়ন্ত্রণ আইন।
১৩৪. ভোক্তা অধিকার রক্ষা আইন কত সালে পাস হয়?
উঃ ২০০৯ সালে।
১৩৫. একজন জেলা মেজিস্ট্রেট বা একজন পুলিশ কমিশনার তার সীমানার মধ্যে কোন মাদকের দোকানের আইন শৃংখলা নিয়ে সন্তুষ্ট না থাকে, তাহলে দোকানটি সাময়িক ভাবে সর্বোচ্চ কতদিনের জন্য বন্ধ করে দিতে পারে?
উঃ ১৫ দিন।
১৩৬. বোর্ডের অনুমতিক্রমে আরো কত দিনের জন্য বন্ধ করে দিতে পারে?
উঃ ৩০ দিন।

অধ্যায় -১ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -২ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৩ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৪ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৫ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৬ দেখতে ক্লিক করুন।

অধ্যায় ৭ দেখতে ক্লিক করুন।

 

 

 

You may also like