বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (৬ মাস ও ৩ মাস) মেয়াদি তাত্ত্বিক পরিক্ষা-২০২২ (প্রশ্ন ও উত্তর)

by মাহবুব সজল

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (৬ মাস ও ৩ মাস) মেয়াদি তাত্ত্বিক পরিক্ষা-২০২২

জানুয়ারি-মার্চ, জানুয়ারি-জুন ও এপ্রিল-জুন ২০২২ সেশন

বিষয: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন

(বিষয় কোড: ০০০৭৬)

পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার তারিখ : ২৯ জুলাই ২০২২

সময়: ১ ঘন্টা                                                                                                                 পূর্ণমান: ৬০

সকল প্রশ্নের উত্তর দিতে হবে । 

অতি সংক্ষেপে উত্তর দাও :

১।    System Software কী?

উত্তর : System Software হল কিছু program এর সমন্নয় যা computer এর hardware গুলোকে Control এবং Manage করতে সাহায্য করে।

২।    Header কী?

উত্তর : ডকুমেন্টের পেজের উপরের অংশকে Header বলে।

৩।   Operating System-এর কাজ কী?

উত্তর: Operating System কোন কম্পিউটার সিস্টেমের রিসোর্স সমূহকে নিয়ন্ত্রন, পর্যবেক্ষন ও তত্ত্বাবধায়ন করে।

৪।   Computer virus কী?

উত্তর: Computer virus হল কম্পিউটারের একটি ক্ষতিকারক program.

৫।   একটি ই-মেইল এড্রেস-এর গঠন লেখ ।

উত্তর: kuakata@gmail.com অর্থ্যাৎ @ এর পর ডোমেইন নেম এবং .com থাকতে হবে।

৬।   Primary key কী?

উত্তর : যে কোন ডাটাবেজের ডাটা টেবিল গুলোর প্রতিটি রো এর একটি ইউনিক নাম্বার থাকে এই ইউনিক কী বা নাম্বার গুলোকে Primary Key বলা হয় ।

৭।   File Folder কী?

উত্তর : File হল বিভিন্ন মিডিয়া বা টেক্সট ডকুমেন্ট। এগুলোতে সাধারনত .jpg, .mp4, .txt ধরনের এক্সটেনশন থাকে । অন্যদিকে Folder হল File এর কন্টেইনার। বিভিন্ন ফাইল এবং ফোল্ডার ধারন করাই ফোল্ডারের কাজ।

৮।   MS-power point কোন ধরনের সফটওয়্যার?

উত্তর : MS-power point একটি প্রেজেন্টেশন সফটওয়ার।

৯।   Footnote কী?

উত্তর : গবেষণাপত্র বা বইয়ের বা কোন Document এর প্রতিটি পাতার নিচে যে টীকা দেওয়া থাকে, তাকে Footnote বা পাদটীকা বলে।

১০।  দুটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যারের নাম লেখ ।

উত্তর : Firefox এবং Google Chrome.

১১।  BIOS কী?

উত্তর: BIOS-Basic input/output system.  এটি মূলত ROM-এ সংরক্ষিত একটি প্রোগ্রাম।

১২।  Home Page কী?

উত্তর : ওয়েবে প্রথম ঢুকলে যে পেজটি প্রথম প্রদর্শিত হয় তাকে Home Page বলে।

১৩।  Mail Merge বলতে কী বোঝায়?

উত্তর: একই চিঠি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়,তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্নাঙ্গ  চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর:

১৪।  LAN-এর পূর্ণরূপ হলো Local area network

১৫।  Google একটি সার্চ ইঞ্জিন।

১৬।  কম্পিউটারের মাধ্যমে পারস্পারিক যোগাযোগকে বলে Network বা Internet Tropology

১৭।  Print করার Keyboard কমান্ড হলো Ctrl+P।

১৮।  A4 Size কাগজের দৈর্ঘ্য 11.59 ইঞ্চি ও প্রস্থ 8.27 ইঞ্চি।

১৯।  ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকার বিষয়কে অনলাইন সংযোগ বলা হয়।

২০।  Keyboard-এ Function key ১২ টি।

২১।  Windows একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার।

২২। 1TB= 1024 GB.

২৩।  Recycle bin-এ মুছে ফেলা ফাইল জমা হয়।

২৪।  File-এর নামের শেষ আংশকে Extension part বলা হয়।

২৫।  মেমোরির একক হচ্ছে bit

২৬।  পেনড্রাইভে ফ্ল্যাশ মেমোরি ব্যবহৃত হয়।

 

বাক্যটি সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ:

২৭।  File-এর নাম পরিবর্তনের জন্য ব্যবহৃত হয় Save as । মি. rename.

২৮।  Google একটি Operating System-এর নাম। মি. সার্চ ইঞ্জিন

২৯।  Recycle bin-এ Data পুনরায়  ফিরিয়ে আনা যায় না। স.

৩০।  Folder-এর মাঝে Folder ও File উভয়ই থাকতে পারে। স.

৩১।  Save-এর Keyboard Command হলো Ctrl+X. মি. Ctrl+S

৩২।  ওয়ার্কশীট ওয়ার্কবুকের অংশ বিশেষ। স.

৩৩।  Power point একটি Presentation Software. স.

৩৪।  MS-Access দিয়ে নতুন Database Program তৈরি করা যায়। স.

৩৫।  বিজয় একটি বাংলা ফন্টের নাম। মি. বাংলা লেখার সফটওয়ার

৩৬। Report-এর কাজ হলো File কে প্রদর্শন করা। মি. চাহিদা মত তথ্য বের করে দেওয়া

৩৭।  RAM একটি স্থায়ী মেমরি। মি.  অস্থায়ী

৩৮।  Text alignment মূলত চারপ্রকার। মি. ৩ ধরনের

 

সঠিক উত্তরটি লেখ:

৩৯।  Keyboard-এ Ctrl key-এর সংখ্যা কয়টি-

(ক)   ২টি       (খ) ৩টি              (গ) ৪টি          (ঘ) ৫টি

৪০।  File close-এর Keyboard Command কোনটি-

(ক) Ctrl+O  (খ) Ctrl+W  (গ) Alt+O (ঘ) Ctrl+ F4

৪১। একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি Character ব্যাবহৃত হয়-

(ক) 40 টি  (খ) 33টি  (গ) 21 টি (ঘ) 64 টি

৪২।  Print-এর Keyboard Command কোনটি-

(ক) Ctrl+C  (খ) Ctrl+P  (গ) Ctrl+X (ঘ) Ctrl+N

৪৩।  CPU হচ্ছে-

(ক) Control Processing Unit  (খ) Central Processing Unit  (গ) Central Procurement Unit (ঘ) Control Procurement Unit

৪৪।  নিচের কোনটি Internet Connectivity-এর নাম নয়-

(ক) Dial up  (খ) Bradband  (গ) Wire less (ঘ) Yahoo.

৪৫।  MS-Access-এ Database file-এর file extension কোনটি-

(ক) .doc  (খ) .mob  (গ) .mdb (ঘ) .dbb

৪৬।  নিচের কোনটি Absolute cell address-

(ক) $B$20  (খ) SB20  (গ) B20 (ঘ) XB20.

৪৭। MS-Excel-এ একাধিক Cell কে একত্রিত করাকে কী বলে-

(ক) Add  (খ) Join  (গ) Merge (ঘ) Union.

৪৮।  নিচের কোনটি বাংলা সফটওয়্যার-

(ক) বিজয়  (খ) অভ্র  (গ)প্রশিক্ষন  (ঘ)সবগুলো.

৪৯। ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়-

(ক) File  (খ) Record  (গ) Field (ঘ) Table.

৫০। Text alignment মূলত কয়প্রকার-

(ক)  ২ প্রকার  (খ) ৩ প্রকার  (গ) ৪ প্রকার (ঘ) ৫ প্রকার

 

Answer the following questions in English:

৫১।  What is your citizenship?

Ans: My Citizenship is Bangladeshi.

৫২।  Why is 21st February memorable?

Ans: 21st February is International Mother language day.

 

Translate into English:

৫৩। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী?

Ans: My father is a government employee.

৫৪।  বৃষ্টি পড়ছে।

Ans: It is raining.

৫৫।  তুমি কি ভাত খেয়েছ?

Ans: Have you eaten rice?

৫৬।  তুমি কি গতকল ইন্সটিটিউটে গিয়েছিলে?

Ans: Did you go to institute yesterday?

৫৭।  আমি একসপ্তাহ জ্বরে ভুগছি।

Ans: I have been suffering from fever for a week.

 

Choose and fill in the gaps with the correct word/words in brakets:

৫৮।  Two and two ……………………………………………….. four. (make/makes/ making)

৫৯।  There is ……………………………………………. university in front of my house. (a/ an / the)

৬০।  Look ………………………………………. the moon. (at/ in / on)

You may also like