ধাঁধার আসর, মজার ধাঁধা, উত্তর সহ ধাঁধা।

সবার জন্য ধাঁধা

by মাহবুব সজল

আজ আপনাদের জন্য কিছু ধাঁধা সংগ্রহ করেছি। দেখা যাবে কে কতটি বলতে পারে। না পারলেও অসিুবিধা নেই, আমি নিচেই উত্তর দিয়ে দিয়েছি।

১। প্রশ্নঃ কোন গ্রামে মানুষ নেই?
উত্তরঃ টেলিগ্রাম।

২। প্রশ্নঃ কোন তাল গাছে ধরে না?
উত্তরঃ হরতাল।

৩। প্রশ্নঃ কার মাথা আছে, কিন্তু বুদ্ধি নেই?
উত্তরঃ ছাতা।

৪। প্রশ্নঃ দশ দিন না ঘুমিয়ে থাকবেন কীকরে?
উত্তরঃ রাতে ঘুমিয়ে নেবেন।

৫। প্রশ্নঃ সে দেয় সে জানে! সে নেয় সে জানে না!! যে জানে সে নেয় না।
উত্তরঃ জ্ঞান।

৬। প্রশ্নঃ ১ কেজি সোনা আর ১ কেজি তুলোর মধ্যে কোনটা বেশি ভারী?
উত্তরঃ দুটোই সমান, কারণ দুটোই ১ কেজি।

৭। প্রশ্নঃ সমুদ্রে জন্ম আমার থাকি লোকের ঘরে, একটু জলের স্পর্শ পেলে যাই আমি মরে।
উত্তরঃ লবন।

৮। প্রশ্নঃ কোন মাসে আঠাশ দিন আছে?
উত্তরঃ সব মাসে।
৯। প্রশ্নঃ কোথায় নদী আছে, জল নেই, পাহাড় আছে, পাথর নেই, শহর আছে, মানুষ নেই?
উত্তরঃ মানচিত্রে।

১০। প্রশ্নঃ কত’র মধ্যে কত বাদ দিলে কী থাকবে?
উত্তরঃ র।

১১। প্রশ্নঃ কার নাম বললেই তা ভেঙে যায়?
উত্তরঃ নিস্তব্ধতা।

১২। প্রশ্নঃ রাজুর বাবার চার ছেলে – রাম, শ্যাম, যদু, আর চতুর্থজন কে?
উত্তরঃ রাজু।
১৩। প্রশ্নঃ কী যা শহরের মধ্যে দিয়ে যায়, পাহাড়ের মধ্যে দিয়ে যায়, জঙ্গলের মধ্যে দিয়েও যায়, কিন্তু নড়তে পারে না?
উত্তরঃ রাস্তা।

১৪। প্রশ্নঃ কোন ডিম একেবারেই পুষ্টিকর নয়?
উত্তরঃ ঘোড়ার ডিম।

১৫। প্রশ্নঃ ৭- এর আগে ৬ কে কেন থাকতেই হয়?
উত্তরঃ নাহলে সবাই সাত-পাঁচ ভাবতে থাকে।

১৬। প্রশ্নঃ কোন দিনটা খুব কাছে কিন্তু কোনোদিন এসে পৌঁছায় না।
উত্তরঃ আগামীকাল।
১৭। প্রশ্নঃ কোন চুড়ি খাওয়া যায়?
উত্তরঃ খিচুড়ি।

১৮। প্রশ্নঃ কার দুটো হাত আছে, একটা গোল্লা মুখ আছে, সব সময় ছুটে চলে, তাও এক পা নড়ে না?
উত্তরঃ ঘড়ি।

১৯। প্রশ্নঃ কোন হাস ডিম পারে না?
উত্তরঃ ইতিহাস।

২০। প্রশ্নঃ কোন টেবিলে পা নেই।
উত্তরঃ টাইম টেবিল।

২১। প্রশ্নঃ লম্বা ১টা দেহ তার, মাথায় রয়েছে টিকি, টিকিতে আগুন লাগালে দেহের হয় ক্ষতি।
উত্তরঃ মোমবাতি।

২২। প্রশ্নঃ আমি কাটার জন্যই রাখি, কিন্তু কেউ ছিড়ে দিলে ভীষন রাগি।
উত্তরঃ মাথার চুল।

২৩। প্রশ্নঃ কোন দুটি সংখ্যা একসাথে থাকলে বড্ডো বেশি চিন্তা করে?
উত্তরঃ সাত-সতেরো।

২৪। প্রশ্নঃ নয়ের ডানপাশে নয় না বসিয়ে কি করে নিরানব্বই করবেন?
উত্তরঃ বাঁ পাশে বসিয়ে।

২৫। প্রশ্নঃ কোন গান গাওয়া যায় না।
উত্তরঃ বাগান।

২৬। প্রশ্নঃ দাঁড়ায় না সে, বসে নাকো চলাই যে তার কাজ, তত্ত্ব তাহার যে না বোঝে মাথায় পড়ে বাজ?
উত্তরঃ সময়।

২৭। প্রশ্নঃ এমন কোন স্থান আছে, দেখতে যেথা পাই, মাকে দাদী, বৌকে মা, বাপকে বলে ভাই।
উত্তরঃ অভিনয় মঞ্চ।

২৮। প্রশ্নঃ বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায়, কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়?
উত্তরঃ খিচুড়ি।

২৯। প্রশ্নঃ পেট ভরে না তবু খায় সর্ব প্রাণি, প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়।
উত্তরঃ বাতাস।

৩০। প্রশ্নঃ নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয়।
উত্তরঃ কাজল।

You may also like