বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড শিক্ষাক্রম
বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (তিনমাস/ছয়মাস) মেয়াদি তাত্ত্বিক পরীক্ষা-২০২০/২০২১
জুলাই- ডিসেম্বর ও অক্টোবর – ডিসেম্বর ২০২০ সেশন এবং জানুয়ারি-মার্চ ২০২১ সেশন।
বিষয়: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
(বিষয় কোড: ৭৬, পরীক্ষার তারিখ : ১০/০৯/২০২১)
সময়: ১ঘন্টা, পূর্নমান-৬০
শিক্ষা, প্রশিক্ষণ, ভর্তি এবং সকল সরকারি চাকুরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ওয়েব পেজটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
অতি সংক্ষেপে উত্তর দাও:
১। Application Software কী ?
উত্তর: ব্যবহারকারীর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে Application Software বলে।
২। MICR কী ?
উত্তর: MICR এর পূর্ণরূপ হল Magnetic Ink Character Recognition. এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি। এটি কোন চৌম্বকীয় মুদ্রনকৃত লেখাকে পড়ার জন্য ব্যবহার করা হয়।
৩। বাইট কী?
উত্তর: বাইট হল কম্পিউটার মেমোরির একক। আট বিট সমন্বয়ে এক বাইট হয়।
৪। LCD –এর পূর্নরূপ কী?
উত্তর: LCD –Liquid Crystal Display.
৫। SQL কী কাজে ব্যবহৃত হয় ?
উওর: SQL এর পূর্নরূপ হচ্ছে Structered Query Language. এর মাধ্যমে ডাটাবেজ থেকে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে বের করা যায়।
৬। File ও Folder কী?
উ: File হল বিভিন্ন মিডিয়া বা টেক্সট ডকুমেন্ট। এগুলোতে সাধারনত .jpg, .mp4, .txt ধরনের এক্সটেনশন থাকে । অন্যদিকে Folder হল File এর কন্টেইনার। বিভিন্ন ফাইল এবং ফোল্ডার ধারন করাই ফোল্ডারের কাজ।
৭। Web Browser কী ?
উত্তর: যে সফটওয়ারের সাহায্যে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করা হয় তাকে Web Browser বলে।
৮। MS Excel-এ Sum এর ফরমেট কী ?
উত্তর: =Sum(A5:D12) (A5 থেকে D12 পর্যন্ত Value যোগ করার জন্য )
৯। একটি Valid Email address লিখুন।
উত্তর: kuakata@gmail.com অর্থ্যাৎ @ এর পর ডোমেইন নেম এবং .com থাকতে হবে।
১০। 1MB বলতে কী বুঝায়?
উত্তর:1MB=1024 KB
১১। অপারেটিং সিস্টেমের কাজ কী?
উত্তর: অপারেটিং সিস্টেম এর কাজ হল কম্পিউটারের হার্ডওয়ার ও সফটওয়ারের মধ্যে সংযোগ সাধন করা।
১২। Table Merge করা বলতে কী বুঝায়?
উত্তর: দুটি টেবিলকে একত্রিত করাকে টেবিল মার্জ বলে।
১৩। ২ টি সার্চ ইঞ্জিনের নাম লেখ?
উত্তর: দুটি অত্যাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো- ১. Google ২. Yahoo.
সঠিক শব্দ দিয়ে শুন্যস্থান পূরণ কর।
১৪। কম্পিউটারের ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম।
১৫। ROM এর পূর্নরূপ হলো Read Only Memory.
১৬। নতুন ইমেইল খুলতে Sign Up বাটনে ক্লিক করতে হয়।
১৭। Sutonny MJ একটি বাংলা ফন্টের নাম।
১৮। 4 বিট = 1 নিবল।
১৯। MAN এর অর্থ Metropolitan Area Network.
২০। A3 কাগজের দৈর্ঘ্য ১৬.৫ ইঞ্চি এবং প্রস্থ ১১.৭ ইঞ্চি।
২১। অভ্র একটি বাংলা টাইপিং সফটওয়ার .
২২। Copy করার keyboard command হলো Ctrl+C
২৩। Jpg হলো ইমেজ ফাইলের এক্সটেনশন।
২৪। Excel-এ গড় নির্ণয়ের ফাংশন হলো Average.
২৫। Avast একটি এন্টিভাইরাস।
২৬। www- এর পূর্ণরূপ হলো World Wide Web.
বাক্যটি সত্য হলে “স” এবং “মিথ্যা” হলে মি লিখ।
২৭। Linux একটি Application Software. “মি”
২৮। Hard Disk Drive একটি Secondary Storage। “স”
২৯। File এর ভিতর File ও Folder উভয়ই থাকতে পারে। “মি”
৩০। Powerpoint এ স্লাইড Show হয় F4 সুইচে ? “মি”
৩১। সাধারনত Word Font এর সাইজ থাকে 12। “মি”
৩২। Excel এ অটোমেটিক বিয়োগ করা যায় Auto Sum দিয়ে। “মি”
৩৩। চিঠি লেখার কাজে Powerpoint ব্যবহার করা হয়। “মি”
৩৪। Yahoo একটি সার্চ ইঞ্জিন। “স”
৩৫। ওয়েবসাইট তৈরিতে HTML ব্যবহৃত হয় “স”
৩৬। বাইনারি সংখ্যার ভিত্তি হল ৮। “মি”
৩৭। Recycle Bin এর ডাটা ফিরিয়ে আনা যায়। “মি”
৩৮। Save এবং Save As এর মধ্যে কোন পার্থক্য নেই। “মি”
সঠিক উত্তরটি লিখ।
৩৯। নিচের কোনটি Email সার্ভিস ?
(ক) Google | (খ) hotmail |
(গ) Avast | (ঘ) Linux |
৪০। FDD এর পূর্ণ রুপ হল ?
(ক) Fixed disk drive | (খ) floppy disk drive |
(গ) Fault disk drive | (ঘ) Future disk drive |
৪১। Save এর কী-বোর্ড কমান্ট কোনটি ?
(ক) Alt+s | (খ) Sift+s |
(গ) ctrl+S | (ঘ) win+s |
৪২। এক বাইট সমান কত বিট ?
(ক) ৪ বিট | (খ) ৬ বিট |
(গ) ৮ বিট | (ঘ) ১৬ বিট |
৪৩। সাধারনত কোন প্রোগ্রাম বন্ধ করার কী বোর্ড কমান্ড…..
(ক) Atl+F2 | (খ) Atl+F4 |
(গ) Atl+F3 | (ঘ) Atl+F6 |
৪৪। (18)10 সংখ্যার বাইনারি প্রকাশ কোনটি ?
(ক) (10100)2 | (খ) (10010)2 |
(গ) (11000)2 | (ঘ) (10110)2 |
৪৫। Primary Key কোথায় ব্যবহৃত হয় ?
(ক) MS Word | (খ) MS Excess |
(গ) Google | (ঘ) Games |
৪৬। নিচের কোনটি internet Connectivity এর নাম ?
(ক) Dial Up | (খ) Board Band |
(গ) Wireless | (ঘ) Gmail |
৪৭। কোনটি Antivirus প্রোগ্রাম ?
(ক) Bit defender | (খ) Photoshop |
(গ) Ulead | (ঘ) MS paint |
৪৮। 1 TB = কত ?
(ক) 1000MB | (খ) 1000GB |
(গ) 1000KB | (ঘ) 1024GB |
৪৯। MS Excel –এ একাধিক Cell একত্র করাকে কি বলে ?
(ক) Add | (খ) Join |
(গ) Merge | (ঘ) Union |
৫০। Keyboard এ Control key এর সংখ্যা কত ?
(ক) 2 টি | (খ) ৩ টি |
(গ) ৪টি | (ঘ) ৫টি |
Translate into Bangla.
৫১। Smoking is injurious to health.
Ans. ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
৫২। How nicely the girl speaks ?
Ans. বালিকাটি কত সুন্দরভাবে কথা বলে।
৫৩। Swimming is a good exercise.
Ans. সাঁতার একটি ভাল ব্যায়াম।
Translate into English.
৫৪। আমার বাবা একজন দক্ষ কারিগর।
Ans. My father is skilled technician.
৫৫। পাখিরা আকাশে উড়ে।
Ans. Birds fly in the sky.
৫৬। তুমি যখন বলবে আমি তখন আসব।
Ans. When you call me, I will come.
Choose and fill in the gaps with correct word/ words.
৫৭। Put……………. the lamp.
Ans. out.
৫৮। We are ……………..the class.
Ans. in
৫৯। She lives …………. her uncle.
Ans. with
৬০। He swims……….the ponds.
Ans. in.
আমাদের ইউটিউব চ্যানেল : Please Subscribe