প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর সিলেবাস, নম্বর বন্টন,

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর সিলেবাস, নম্বর বন্টন,

by মাহবুব সজল

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর সিলেবাস, নম্বর বন্টন,

২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ৩০ ডিসেম্বর ২০২২ তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত পরীক্ষা চলবে। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করা সকল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয়।

Admit Card :  প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে। সকল উপজেলা সদরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার বিষয় : বাংলা, ইংরেজি. গনিত ও বিজ্ঞান,

মোট নম্বর : প্রতি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। যার মধ্যে প্রতি বিষয় থেকে ১৫ টি বহুনির্বচনী/এমসিকিউ এবং ১০ নম্বরের রচনামূলক প্রশ্ন থাকবে।

সময় : ২ ঘন্টা।

 

সাধারণ নির্দেশনা :

১। শিক্ষার্থীকে প্রশ্নপত্রের নির্ধারিত জায়গায় টিক চিহ্ন অথবা লিখে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। ভিন্ন ভাবে কোন উত্তরপত্র সরবরাহ করা হবে না।

২। বাংলা, প্রাথমিক গনিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এই চারটি বিষয়ের প্রতিটির জন্য ২৫ নম্বর করে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩। প্রতি বিষয় ১৫ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর থাকবে। প্রতিটি প্রশ্নের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে। একাধীক উত্তরে টিক চিহ্ন দেওয়া হলে ঐ উত্তরটি গ্রহন করা হবে না।

৪। বাংলা বিষয়ে দুইটি অনুচ্ছেদ দেওয়া থাকবে যার মধ্য থেকে ৪ টি করে ৮ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। এবং অপর ৭ টি প্রশ্ন  সমগ্র পাঠ্যপুস্তকের মধ্য থেকে দিতে হবে। একটি রচনামূলক প্রশ্নের জন্য ১০ মার্ক থাকবে।

৫। গনিত বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি সমস্যা সমাধান মূলক প্রশ্ন থাকবে  যার প্রতিটির মান থাকবে ৫ করে।

৬। ইংরেজি বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। একটি অনুচ্ছেদ লিখতে দেওয়া হবে যার মান থাকবে ১০।

৭। প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি রচনা মূলক প্রশ্ন থাকবে  যার প্রতিটির মান থাকবে ৫ করে।

 

 

You may also like