• হোম
  • শিক্ষা
  • পাঠ্য বই
  • চাকরির খবর
  • ভর্তি তথ্য
  • সাধারণ জ্ঞান
  • প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
  • ফ্রিল্যান্সিং
  • বিনোদন
  • লাইব্রেরি
Mahbub Shajal
Education-Job News-Technology
Home » General Knowledge
Category:

General Knowledge

General Knowledge

কেন পরিবর্তন হল “জাহাঙ্গীর নগর” বিশ্ববিদ্যালয়ের নাম

by মাহবুব সজল October 30, 2024
written by মাহবুব সজল

কেন পরিবর্তন হল “জাহাঙ্গীর নগর” বিশ্ববিদ্যালয়ের নাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম থেকে “মুসলিম” বাদ পড়ার পেছনে কিছু ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে, ১৯৭০ সালের ২০শে সেপ্টেম্বর, এটি “মুসলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়” হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে, পরবর্তীতে বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শুধু “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়” রাখা হয়।

এটি মূলত জাতীয় ঐক্যের এবং ধর্মনিরপেক্ষতার প্রতি গুরুত্ব দেয়ার লক্ষ্যে করা হয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর, বাংলাদেশের সরকার বিভিন্ন ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যা এই নাম পরিবর্তনের একটি অংশ হিসেবে বিবেচিত হয়।

এই পরিবর্তন একটি বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিল, যেখানে দেশের জনগণের মধ্যে সকল ধর্মের মানুষের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রেক্ষাপট এবং এর ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে:

১. প্রতিষ্ঠার পটভূমি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখা। প্রতিষ্ঠার সময় নাম ছিল “মুসলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,” যা তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত ছিল।

২. মুক্তিযুদ্ধের প্রভাব
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ও সামাজিক পরিবেশ তৈরি হয়। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া এবং ধর্মনিরপেক্ষতার প্রতি গুরুত্ব দেওয়া ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩. নাম পরিবর্তনের সিদ্ধান্ত
মুক্তিযুদ্ধের পর সরকার ধর্মনিরপেক্ষতার আদর্শকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে শুরু করে। ১৯৭২ সালে, বাংলাদেশের নতুন সংবিধান প্রণীত হয়, যেখানে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়। এই প্রেক্ষাপটে, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শুধু “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়” রাখা হয়।

৪. সামগ্রিক প্রভাব
নাম পরিবর্তনটি দেশের বিভিন্ন ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার প্রচার এবং সকল ধর্মের মানুষের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এটি দেশের শিক্ষাব্যবস্থায় একটি পরিবর্তনের সূচনা করে, যেখানে জাতীয় ঐক্যের উপর গুরুত্বারোপ করা হয়।

৫. বর্তমান প্রেক্ষাপট
বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এটি বিভিন্ন বিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করে এবং গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

October 30, 2024 0 comments
0 FacebookTwitterPinterestEmail
General Knowledge

সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর (MCQ)

by মাহবুব সজল June 4, 2022
written by মাহবুব সজল

সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর (MCQ)

 

সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও  ওয়েব পেজে ভিজিট করতে পারেন।

 

১. বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেন-এর নাম কী ?

ক) মৈত্রী এক্সপ্রেস  খ)  বন্ধন এক্সপ্রেস গ) মিতালী এক্সপ্রেস  ঘ)  উপরের সবগুলো

উ: ঘ)  উপরের সবগুলো

 

২. ‌‍“বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর” কবে উদ্বোধন করা হয় ?

ক)  ২৭ এপ্রিল ২০২২  খ)  ৩০ এপ্রিল ২০২২  গ)  ২ মে ২০২২  ঘ) ৫মে ২০২২

উ: ক)  ২৭ এপ্রিল ২০২২

 

৩. বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) প্রথম নারী কমিশনার কে ?

ক)  কবিতা খানম  খ) রাশিদা সুলতানা  গ) ড. রুমানা ইসলাম  ঘ) রাজিয়া বেগম

উ: গ) ড. রুমানা ইসলাম

 

৪. ২৫ মে ২০২২ পর্যন্ত দেশের GI পন্য কতটি ?

ক)  ১০ টি খ)  ১২টি  গ)  ১৪টি  ঘ) ১৬ টি।

উ: ক)  ১০ টি

 

৫. পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য কত ?

ক)  ৬ কি.মি  খ)  ৬.১৫ কি.মি  গ) ৭.১৫ কি.মি.  ঘ) ৮.১৫ কি.মি

উ: খ)  ৬.১৫ কি.মি

 

৬. পদ্মা বহুমুখী সেতুর প্রস্থ কত ?

ক)  ১৮.১০মি. খ)  ১৯.১০মি.  গ)  ২০.১০মি.  ঘ) ২১.১০ মি.

উ: ক)  ১৮.১০মি.

 

৭. পদ্মা বহুমুখী সেতুর স্প্যান সংখ্যা কতটি ?

ক)  ৪১টি খ) ৪২টি গ)  ৪৩ টি ঘ)  ৪৪টি

উ: ক)  ৪১টি

 

 

৮. পদ্মা বহুমুখী সেতুর পিলার সংখ্যা কতটি ?

ক)  ৪১টি খ) ৪২টি গ)  ৪৩ টি ঘ)  ৪৪টি

উ: খ) ৪২টি

 

৯. পদ্মা বহুমুখী সেতুর পাইলের সংখ্যা কতটি ?

ক)  ২৮০টি  খ) ২৮৪ টি গ) ২৯৪টি  ঘ) ২৯৬ টি

উ: গ) ২৯৪টি

 

১০. বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি ?

ক)  ৪৮টি  খ) ৪৯টি গ) ৫০টি  ঘ) ৫১টি

উ: ঘ) ৫১টি

 

১১. বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় কতটি ?

ক)  ৪টি খ)  ৫টি গ)  ৬টি  ঘ) ৭টি

উ: ঘ) ৭টি

 

১২. দেশের ৫১ তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি ?

ক)  কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

খ) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঘ) সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উ: ক)  কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

 

১৩. কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ?

ক)  অধ্যাপক ড. মো: আবদুল বাসেত

খ)  অধ্যাপক মাসুম হাবিব

গ)  অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন

ঘ)  অধ্যাপক কামরুল হাসান খান

উ: গ)  অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন

 

 

১৪. দেশের সপ্তম সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি ?

ক)  কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

খ) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

গ)  শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়

ঘ)  ড. এম. এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়

উ: ক)  কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

 

GDP সম্পর্কিত প্রশ্ন।

১৫. মাথপিছু GDP কত ?

ক)  ২,৪৯৭ মা.ড. খ)  ২,৫২৭ মা.ড.  গ)  ২৬২৬ মা.ড.  ঘ) ২৭২৩ মা.ড.

উ: ঘ) ২৭২৩ মা.ড.

 

১৬. মাথাপিছু আয় কত ?

ক)  ২৭২৬ মা.ড. খ)  ২৭৯৯ মা.ড.  গ)  ২৮২৪ মা.ড.  ঘ) ২৯৯১ মা.ড.

উ: গ)  ২৮২৪ মা.ড.

 

১৭. GDP’র প্রবৃদ্ধির হার কত ?

ক)  ৫.৪৩%  খ)  ৬.৯৪%  গ)  ৭.২৫%  ঘ) ৭.৪৭%

উ: গ)  ৭.২৫%

 

১৮. কৃষি খাতের অবদানের হার কত ?

ক) ১১.৫০%  খ)  ১২.১৫%  গ)  ১৩.৪৭%  ঘ) ১৪.৭৯%

উ: ক) ১১.৫০%

 

১৯. কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত ?

ক)  ২.২০%  খ)  ৩.৪৫%  গ)  ৪.৪৫%  ঘ) ৫.৪৫%

উ: ক)  ২.২০%

 

২০. শিল্প খাতের অবদানের হার কত ?

ক) ৩৫.৩০%  খ)  ৩৫.৯৯%  গ)  ৩৬.০১%  ঘ) ৩৭.০৭%

উ: ঘ) ৩৭.০৭%

২১. শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত ?

ক)  ৬.১২% খ)  ৭.১২%  গ)  ৮.১২%  ঘ) ১০.৪৪%

উ: ঘ) ১০.৪৪%

 

২২. সেবা খাতের অবদানের হার কত ?

ক)  ৫০.২৫%  খ)  ৫১.৪৪%  গ)  ৫১.৯২%  ঘ) ৫২.৭৪%

উ: খ)  ৫১.৪৪%

 

২৩. সেবা খাতের প্রবৃদ্ধির হার কত ?

ক)  ৪.৬১% খ)   ৫.৭৩% গ)  ৫.৮৬%  ঘ) ৬.৩১%

উ: ঘ) ৬.৩১%

 

সকল প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করতে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেল : Youtube

June 4, 2022 0 comments
4 FacebookTwitterPinterestEmail
EducationGeneral Knowledge

কম্পিউটার বেসিক ট্রেড শিক্ষাক্রমের ৩৬০ ঘন্টা (তিনমাস/ছয়মাস) মেয়াদি লিখিত পরীক্ষা-২০২১ ইং

by মাহবুব সজল March 31, 2022
written by মাহবুব সজল

 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড শিক্ষাক্রম
বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (তিনমাস/ছয়মাস) মেয়াদি তাত্ত্বিক পরীক্ষা-২০২১
জানু-জুন ও এপ্রিল-জুন এবং জুলাই- ডিসেম্বর ২০২১ সেশন।
বিষয়: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
(বিষয় কোড: ৭৬, পরীক্ষার তারিখ : ০৭/০১/২০২২ )
সময়: ১ঘন্টা, পূর্নমান-৬০

অতি সংক্ষেপে উত্তর দাও:
১। অপারেটিং সিস্টেম বলতে কী বুঝায় ?
উত্তর: অপারেটিং সিস্টেম হলো কিছু প্রোগ্রামের সমষ্টি যা কোন কম্পিউটার সিষ্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রন, পর্যবেক্ষন ও তত্বাবধান করে।
২। ৪টি Output Device এর নাম লিখ।
উত্তর: প্রিন্টার, মনিটর, স্পিকার, প্রজেক্টর।
৩। BIOS কী?
উত্তর: BIOS-Basic input/output system. এটি মূলত ROM-এ সংরক্ষিত একটি প্রোগ্রাম।
৪। CMOS –এর পূর্নরূপ কী?
উত্তর: CMOS –Complementary Metal-Oxide-Semiconductor.
৫। LED কী?
উওর:LED এর পূর্নরুপ হলো Light Emitting Diode.
৬। অ্যাবাকাস কী?
উ:অ্যাবাকাস একটি সংখা ভিত্তিক গণনা যন্ত্র । যাতে একটি কাঠের ফ্রেমের বসানো তারে লাগানো গুটি উপরে নিচে সরিয়ে গণনা করা হয়।
৭। পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয় ?
উত্তর: ব্যবহারকারীর তথ্য, উপাত্ত ও সফটওয়ারের সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহার করা হয়।
৮। সিস্টেম ইউনিট এর প্রধান ২ টি ইউনিট (অংশ)এর নাম লিখ।
উত্তর: মাদারবোর্ড ও প্রসেসর।
৯। OMR কী?
উত্তর: Optical Mark recognition/reader এর সংক্ষিপ্ত রূপ হল OMR. এটি একটি ইনপুট ডিভাইস।
১০। এক জিবি সমান কত মেগাবাইট?
উত্তর:1GB=1024 MB
১১। SATA ও PATA হার্ডডিস্ক এর মধ্যে পার্থক্য কী?
উত্তর: SATA- ১. ডাটা ক্যাবলের সংযোগে ৭ টি পিন রয়েছে।
২. ডাটা ট্রানসফার স্পীড দ্রুত।
PATA- ১. ডাটা ক্যাবলের সংযোগে ৪০ টি পিন রয়েছে।
২. ডাটা ট্রানসফার স্পীড অপেক্ষাকৃত ধীর।
১২। Printer এর কাজ কী ?
উত্তর: প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের কাজকে হার্ড কপি হিসাবে বের করার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
১৩। Antivirus- সফটওয়ারের কাজ কি?
উত্তর: Virus একটি ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটারের প্রোগ্রামকে ক্ষতিকারক ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য Antivirus- সফটওয়ার ব্যবহার করা হয়।
সঠিক শব্দ দিয়ে শুন্যস্থান পূরণ কর।
১৪। মনিটর একটি আউটপুট ডিভাইস।
১৫। Database হচ্ছে তথ্য বা উপাত্তের সমাবেশ।
১৬। Footer দিয়ে পৃষ্ঠার নিচের অংশে কোন কিছু লেখা যায়।
১৭। MS Access এ দশ ধরনের ডাটা input করা যায়।
১৮। সহজে গননা করা যায় MS-Excel প্রোগ্রামের মাধ্যমে।
১৯। Excel এর Worksheet এ রো সংখ্যা ১০৪৮৫৭৬ টি ।
২০। রো কলামকে Freeze করা যায় Freeze Panes Program এর মাধ্যমে।
২১। WWW এর পূর্ণরূপ হচ্ছে World Wide Web.
২২। F5 Press করা হয় Computer Refresh করার জন্য।
২৩। Alt+F4 press করে Computer বন্ধ করা যায়।
২৪। CD Rom এর আরেক নাম CD Drive.
২৫। ইংরেজি Binary Digit কে সংক্ষেপে বিট বলে।
২৬। স্ক্যানার একটি ইনপুট ডিভাইস।
বাক্যটি সত্য হলে “স” এবং “মিথ্যা” হলে মি লিখ।
২৭। এমএস এক্সেস একটি রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। “স”
২৮। কম্পিউটার ভাইরাস এক ধরণের জীবানু। “মি”
২৯। Folder এর ভিতর File ও Folder উভয় থাকতে পারে।“স”
৩০। Windows-10 একটি Application Software. “মি”
৩১। MS Excel Program –এ Formula Bar থাকে। “স”
৩২। Pen Drive কে Optical Drive বলা হয়। “মি”
৩৩। হার্ড ডিস্ক একটি Processing Device. “মি”
৩৪। Computer এর প্রকিৃয়াকরণ অংশ হল মাদারবোর্ড। “মি”
৩৫। Power Point এর Slide গুলোকে প্রিন্ট করা যায় না। “মি”
৩৬। Access File কে প্রিন্ট করার আগে Report করতে হয়। “স”
৩৭। Binary একটি নম্বর পদ্ধতি। “স”
৩৮। Ram Computer এর একটি পেরিফেরাল যন্ত্র। “মি”
সঠিক উত্তরটি লিখ।
৩৯। নিচের কোনটি CPU এর অংশ নয়।
(ক) ALU (খ) Mouse
(গ) ROM (ঘ) CU
৪০। ROM একটি ….
(ক) সেকেন্ডারী মেমোরি (খ) স্থায়ী মেমোরী
(গ) অস্থায়ী মেমোরি (ঘ) ফ্লাস মেমোরি
৪১। Copy এর কী-বোর্ড কমান্ট ?
(ক) ctrl+z (খ) ctrl+v
(গ) ctrl+c
(ঘ) ctrl+p
৪২। কোনটি Spread Sheet প্রোগ্রাম ?
(ক) Word perfect (খ) MS-Excel
(গ) MS-Access (ঘ) Photo Shop
৪৩। Print করার কী বোর্ড কমান্ড…..
(ক) ctrl+c (খ) ctrl+p
(গ) ctrl+n (ঘ) ctrl+v
৪৪। কোনটি Presentation Software ?
(ক) MS Word (খ) Lotus
(গ) MS Powerpoint (ঘ) MS access
৪৫। DOS একটি ……
(ক) Application Software (খ) Operating System
(গ) Printing Software (ঘ) Utility Software
৪৬। Calculator Software কোথায় থাকে ?
(ক) Taskbar and Start Menu (খ) Format Menu
(গ) Taskbar (ঘ) My document
৪৭। Recycle bin থাকে ?
(ক) Insert Menu (খ) Taskbar
(গ) Desktop (ঘ) My Document
৪৮। নিচের কোনটি ROM এর বৈশিষ্ঠ্য ?
(ক) Read Only Memory (খ) শুধুমাত্র Data পড়া যায়
(গ) বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায় (ঘ) নির্মানের সময় ডাটা লিখা যায়
৪৯। গাটার হল-
(ক) পৃষ্ঠার উপরের অংশের টাইটেল (খ) পৃষ্ঠার নিচের অংশের টাইটেল
(গ) মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা (ঘ) পৃষ্ঠার মাঝের অংশ
৫০। 〖(111001)〗_2 এর Hexa-Decimal এ প্রকাশ।
(ক) E1 (খ) 39
(গ) 3B (ঘ) 93
Answer the following questions in English.
৫১। Where do you live in ?
Ans. I live in ……………………
৫২। How old are you ?
Ans. I am …………….. years old.
৫৩। What is your aim in life ?
Ans. My aim in life to be a ………………
Translate into English.
৫৪। আমার মা একজন গৃহিনী।
Ans. My mother is a housewife.
৫৫। বাদশাহ গতকাল বাড়ি গেল।
Ans. Badsah went home yesterday.
৫৬। ঢাকা বাংলাদেশের রাজধানী।
Ans. Dhaka is the capital of Bangladesh.
৫৭। সে গত বৃহস্পতিবার হতে জ্বরে ভুগছে।
Ans. He has been suffering from fever since last Thursday.
Choose and fill in the gaps with correct word/ words in brackets.
৫৮। He is ………… best boy in the class (a/an/the)
Ans. the
৫৯। Has she ………… milk. (drink/drank/drunk)
Ans. drunk
৬০। Raju and Nazu …………. playing football. (am/is/are)
Ans. are.

March 31, 2022 0 comments
5 FacebookTwitterPinterestEmail
  • Facebook
  • Linkedin
  • Youtube

@2025 - All Right Reserved. Designed and Developed by WebRoo IT


Back To Top
Mahbub Shajal
  • হোম
  • শিক্ষা
  • পাঠ্য বই
  • চাকরির খবর
  • ভর্তি তথ্য
  • সাধারণ জ্ঞান
  • প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
  • ফ্রিল্যান্সিং
  • বিনোদন
  • লাইব্রেরি