• হোম
  • শিক্ষা
  • পাঠ্য বই
  • চাকরির খবর
  • ভর্তি তথ্য
  • সাধারণ জ্ঞান
  • প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
  • ফ্রিল্যান্সিং
  • বিনোদন
  • লাইব্রেরি
Mahbub Shajal
Education-Job News-Technology
Home » Technology
Category:

Technology

TechnologyFreelancing

ডিজিটাল মার্কেটিং কি?

by মুহাদ্দাস নাইম June 11, 2022
written by মুহাদ্দাস নাইম

ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং আসলে হলো কোনো পণ্য বা প্রোডাক্ট এর ডিজিটাল বিপণন।
বর্তমান যুগে হলো ডিজিটাল যুগ ।এখন বেশিরভাগ মানুষই অনলাইনে তাদের জিনিস কিনতে ভালোবাসেন।বর্তমানে ইন্টারনেট ব্যবহার গত দশকে তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে মানুষের অনলাইনে কেনাকাটার বহর।
তাই এই অনলাইন মার্কেটিং এর মাধ্যমে আজকাল সহজেই বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্র্যান্ড তাদের জিনিসপত্র বা পরিষেবা সাধারণ মানুষের কাছে তুলনামূলকভাবে অনেক কম খরচে নিয়ে আসতে পারে।
এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ছে এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন )বিভিন্ন রকমের গুগল এড ,ফেসবুক এড, ইমেইল মার্কেটিং ডেটাবেজ মার্কেটিং ,রি -মার্কেটিং ডিজিটাল ব্যানার ,ডিজিটাল বিলবোর্ড ,মোবাইল মেসেজ এবং আরও অনেক কিছু ।
এছাড়াও বর্তমান যুগে ভিডিও মার্কেটিং তথা ইউটিউব মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হিসেবে পরিগণিত হচ্ছে ।
বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিভিন্ন Programmatic ডিজিটাল মার্কেটিং এর একটি ট্রেন্ডিং বিষয় হিসেবে উঠে আসছে।
এছাড়াও বিভিন্ন চ্যাটবট, ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বর্তমানে পরিগণিত হচ্ছে।
বিভিন্ন অনলাইন সার্ভে থেকে উঠে আসছে যে দুই হাজার কুড়ি সালের মধ্যে প্রায় 85 শতাংশ বিজনেস এই চ্যাটবট কে কাস্টমার সার্ভিস এর একটি অংশ হিসেবে তুলে ধরবে।
ফরেস্টারের একটি অনলাইন রিসার্চ থেকে জানা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সমস্ত বিশ্বজুড়ে করা বিজ্ঞাপন খরচের প্রায় 45% অংশ জুড়ে অবস্থান করছে।
তো এর থেকে সহজেই বুঝা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব বর্তমান জগতে কতখানি শুধু এখানেই শেষ নয় মার্কেটিং যেমন একদিকে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের জন্য কাজে ব্যবহার হচ্ছে তেমনি অন্যদিকে ডিজিটাল মার্কেটিং বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।
বিভিন্ন পেশাদারী কোর্সের মধ্যে ডিজিটাল মার্কেটিং সহজেই একটি আকর্ষণীয় পেশা হিসেবে উঠে আসছে
বিভিন্ন অনলাইন সার্ভের মাধ্যমে এই তথ্য উঠে আসছে যে অনলাইনে যতগুলি পোস্টিং করা হয় 40 শতাংশই ডিজিটাল মার্কেটিং নির্ভর হয়ে থাকে।

June 11, 2022 0 comments
1 FacebookTwitterPinterestEmail
TechnologyTips & Triks

উইন্ডোজ 10 এর সর্বশেষ সংস্করণে কীভাবে আপগ্রেড করবেন ? HOW TO UPDATE TO WINDOWS 10 21H2

by মাহবুব সজল April 21, 2022
written by মাহবুব সজল

উইন্ডোজ 10 এর সর্বশেষ সংস্করণে কীভাবে আপগ্রেড করবেন ?

HOW TO UPDATE TO WINDOWS 10 21H2

আপনি যদি আমার মতো হন এবং একটি পুরানো ডেস্কটপ পিসি ব্যবহার করেন, আপনি সম্ভবত Windows 11 ইনস্টল করতে সক্ষম হবেন না ৷ আপনি যদি একজন ব্যবসায়িক ব্যবহারকারী হন তবে Windows এর জন্য অপ্টিমাইজ করা ওয়ার্কফ্লো সহ আপনি এখনও Windows 10 চালাতে পারেন৷
আপনি যদি Windows 10 একজন বৈধ ব্যবহারকারী হন তাহলে মাইক্রোসফ্টের কাছে আপনার জন্য একটি নিবন্ধন রয়েছে যাতে আপডেটগুলি আরও বিস্তারিত থাকে ৷

তবে, আপনার পিসি আপ টু ডেট রাখা সাধারণভাবে একটি ভাল নিরাপত্তা এবং এমনকি ছোট আপডেটগুলি প্রায়শই লাইনের নিচে বড় বৈশিষ্ট্যগুলির জন্য পথ প্রশস্ত করে। এটি আপনাকে পিসির সকল ড্রাইভার গুলোকেও আপডেট রাখতে সাহায্য করে। আপনাকে যেকোনো সময়ে উইন্ডোজ আপডেট করতে হবে কারণ মাইক্রোসফ্ট নির্দিষ্ট সময়ের পরে উইন্ডোজ 10 এর পুরানো সংস্করণগুলির জন্য সাপোর্ট বাদ দিয়ে দেয়।
প্রথমে, সেটিংস অ্যাপ্লিকেশনের আপডেট বিভাগে নেভিগেট করুন। এটি করার দ্রুততম উপায় হল আপনার স্ক্রিনের নীচে অনুসন্ধান বারে ” Check for updates ” টাইপ করা৷ স্টার্ট মেনুতে Check for updates – এটিতে ক্লিক করুন।
আপনাকে একটি উইন্ডোতে নিয়ে আসা হবে যেখানে ” Windows 10 Features Update, Version 21H2″ একটি Optional download হিসাবে প্রদর্শিত হবে। ডাউনলোড এবং ইনস্টল ক্লিক করুন। অথবা নিচের চিত্রের মত করে করতে পারেন।
Start menu– Setting– windows update– Check for updates.
21H2-এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আরও তথ্যের জন্য, You can click to see what is in this update থেকে দেখে নিতে পারেন। এটি আপনাকে মাইক্রোসফ্টের ওয়েবসাইটে নিয়ে যাবে।

April 21, 2022 0 comments
3 FacebookTwitterPinterestEmail
TechnologyTips & Triks

৫ টি Youtube Ranking টিপস

by মুহাদ্দাস নাইম April 3, 2022
written by মুহাদ্দাস নাইম

৫ টি Youtube Ranking ফ্যাক্টর যা সকল ইউটিউবারদের জানা উচিত ।
অবসর সময় পেলেই ইউটিউব নিয়ে বসে যায়। এমন মানুষের কিন্তু অভাব নাই।
দুনিয়ার সব মানুষ তো আর সমান না। আমার মতো নির্ভোধ ও কিছু আছে যারা সারাদিন শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে। কথায় কথা বাড়ে, তাই এদিকে আর গেলাম না।
আলোচনার বিষয়: ৫টি YouTube Ranking ফ্যাক্টর।
পাগলের মতো শুধু ভিডিও তৈরি করলে হবে না। কিভাবে ভিডিও কে সকলের সামনে হাজির করা যায়, তা মুখ্য বিষয়।
আমাদের দেশের নতুন যারা আছেন, তাদের প্রায় সকলেই শুরুতে হোছট খেয়ে যায় : কিন্তু কেন?
আরে ভাই, বিনা বাতাসে গাছের পাতা নড়ে না। তাই এই হোচট খাওয়াতে ও কিছু ভুল করে থাকে।
এখন, আপনার প্রশ্ন; আপনি কি তাহলে একেবারে ধোয়া তুলসি পাতা নাকি?
আমি; একেবারে সহজে বুজাতে গেলে, আমি এই প্রশ্নের উত্তর দিব এভাবে,” এক সময় আমি ও YouTube এ জ্ঞানশুন্য ছিলাম। তবে, এখন টেক রিলেটেড ভিডিও তৈরী করে, এরকম কয়েকজন বড় ভাইয়ের সাথে পরিচয় থাকায় এখন আগের তুলনায় ভালো ই জানি”।
যা জানি তাই আজকের আর্টিকেলের তলে ধরবো ।
1) channel keyword: 
মসজিদের পাশের পুকুরে একবার গোসল করতে গিয়েছিলাম। ইউছুফ নামে এক বড় ভাই আমাকে বলে,
কিরে, সাগর। YouTube channel create করলাম। কিন্তু, subscribers, পাই না কেন?
আমি তখন, channel name লিখে সার্চ করলাম।
কিন্তু, কি আশ্চর্য !
চ্যানেল তো খুজেই পাইনা।
পরে, বিকেলে গিয়ে দেখি, গাধার মতো ভিডিও কতগুলো আছে। কিন্তু, channel এর সেটিংস টাই ঠিক নাই।
এতক্ষন যা বললাম, তা আপনার ক্ষেত্রেও ঘটতে পারে। sorry, আপনার নয়। আপনার চ্যানেল এর ক্ষেত্রে। 😂😂😂
তাছাড়া বর্তমানে প্রায় সবগুলো ইউটিউব চ্যানেলে কিন্তু কোন একটা নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভর করে তৈরি করা হয়। যতগুলো অগোছালো চ্যানেল আছে দেখবেন, একটাও ভালো রেংক করে না। সকলের দরজায় আপনার চ্যানেল কে পৌছাতে সাহায্য করবে এই চ্যানেল keyword. এটি মনের মতো করে সেট করুন আপনার চ্যানেলের সাথে সাদৃশ্য রেখে।
এটি সেট করতে পারবেন সেটিংস থেকে চ্যানেল descriptions এ গিয়ে।
ভালো মানের কিওয়ার্ড কোথায় পাবেন তা জানতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
2) Video keyword: 
বতর্মান এ ততগুলো জনপ্রিয় চ্যানেল আছে কোন চ্যানেলে কিন্তু তাদের নামের জন্য জনপ্রিয়তা লাভ করে নাই বরং তাদের কন্টেন্টের জন্য আজকে তারা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতেছে।
মনে করুন, কেউ কোন একটা বিষয় ইউটিউবে সার্চ করলো যা সম্পর্কে আপনার চ্যানেল এ আগে থেকেই ভিডিও আছে। কিন্তু, দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি যে সার্চ রেজাল্টে আপনার তৈরি করা ভিডিও শো করল না।
তখন, আপনার কাছে কেমন লাগবে তা খুব সহজে অনুধাবন যোগ্য।
আর এরকম টা ঘটার কারন হলো, ভিডিও keyword না থাকা। তাই প্রত্যাকটি ভিডিও তে ভালো মানের কি ওয়ার্ড ব্যবহার করবেন।
💖কোথায় কোথায় ব্যবহার করবেন কিওয়ার্ড 💖
➡ video descriptions
➡video title
➡ video content
➡ video tag
3) Video Title : 
কখনো চুরি করবেন না বুঝছেন? ভিডিও টাইটেল দিবেন-একটি থামনেল দিবেন আর একটি ভিডিওর ভিতর রাখবেন অন্য একটি এমনটা কখনো করার চেষ্টা করবেন না।
ভিডিও সাথে সবসময় টাইটেলের মিল রাখার চেষ্টা করবেন।
ভিডিও টাইটেল 5 শব্দের অধিক হওয়া ঠিক না। কারণ ইউটিউবে তো আর ডিসক্রিপশন আকারে কিছু সার্চ করে না। তবে হলেও বেশ একটা অসুবিধা নাই।
4) Video descriptions :
টাইটেল এর মত ভিডিও ডিস্ক্রিপশন অনেক কাজে দেয়। কিন্তু আমাদের দেশের নব ইউটিউবার যারা আছে তারা এসকল ব্যাপারে অজ্ঞ এখনো।
💖টিপস💖
➡ ভিডিও ডিসক্রিপশন এ কিছু উপযুক্ত কিবোর্ড ব্যবহার করেন
➡ descriptions আড়াইশো শব্দের বেশি না হওয়াই উত্তম.
➡ চেষ্টা করুন প্রথম 25 শব্দের ভিতর কিওয়ার্ডগুলো রাখতে. এতে সার্চ ইঞ্জিন আপনার ভিডিওকে গুরুত্ব দেবে অধিকমাত্রায়।
➡ ভিডিওতে কিছু লিংক রাখুন।যেমন আপনার অন্য কোন ভিডিও এর লিঙ্ক। আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ও দিতে পারেন।
5) video tag : 
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটি. ভিডিওর tag এর উপরে ডিপেন্ড করে কিন্তু সার্চ ইঞ্জিন আপনার ভিডিওগুলো কে অন্যদের হোমপেজে শো করাবে। চেষ্টা করবেন উন্নত মানের ট্যাগ গুলো ভিডিওতে যুক্ত রাখার। মনে রাখবেন আপনার প্রথম দিককার সফলতা কিন্তু আপনার ভিডিও ট্যাগের উপরে নির্ভর করে।
আরো কিছু টিপস :::
➡ হাই কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করুন।
➡ মনে রাখবেন, এই যুগে কিন্তু সাদাকালো টিভি নেই। তাই চেষ্টা করবেন একটা Eye catching thumbnail makeকরতে।
➡ কখনো ইউটিউবে ইনকাম এর আশা নিয়ে ভিডিও তৈরি করবেন না বরং আপনার মুখ্য উদ্দেশ্য থাকবে, অন্যকে সাহায্য করা।
➡ সোশ্যাল মিডিয়ায় ভিডিও গুলো শেয়ার করে ভালো একটা পজিশন তৈরী করা সম্ভব।
একটা ভুল
সাবস্ক্রাইব পাওয়ার জন্য কোন জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কমেন্টে গিয়ে অথবা ফেসবুকে গিয়ে কাউকে বলবেন না যে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।
এরকম টা করাকে YouTube spam হিসেবে দেখে।
50

April 3, 2022 0 comments
5 FacebookTwitterPinterestEmail
  • Facebook
  • Linkedin
  • Youtube

@2025 - All Right Reserved. Designed and Developed by WebRoo IT


Back To Top
Mahbub Shajal
  • হোম
  • শিক্ষা
  • পাঠ্য বই
  • চাকরির খবর
  • ভর্তি তথ্য
  • সাধারণ জ্ঞান
  • প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
  • ফ্রিল্যান্সিং
  • বিনোদন
  • লাইব্রেরি