চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩ আবেদনের নিয়ম আবেদন ফরম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩ আবেদনের নিয়ম, আবেদন ফরম

CDA Application process 2023

তারিখ:

বরাবর,
সচিব,
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ,
চট্টগ্রাম।

বিষয়ঃ ……………….. পদে নিয়োগের আবেদন।

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, অনলাইন বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম আপনার অধীনে …….. পদে ….. জন লোক নিয়োগ দেয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য নি¤েœ আমার জীবনবৃত্তান্ত সহ প্রয়োজনীয় তথ্য পেশ করিলাম।
১। নাম :
২। পিতার নাম :
৩। মাতার নাম :
৪। বর্তমান ঠিকানা :
৫। স্থায়ী ঠিকানা :
৬। জন্ম তারিখ :
৭। বয়স :
৮। জাতীয়তা :
৯। ধর্ম :
১০। জাতীয় পরিচয় পত্র নম্বর/জন্ম নিবন্ধন নম্বর :
১১। শিক্ষাগত যোগ্যতা :
ক্রমিক নং পরীক্ষার নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম শিক্ষা বোর্ড / বিশ^বিদ্যালয় প্রাপ্ত বিভাগ / জিপিএ উত্তীর্ণ হওয়ার বছর
০১
০২
০৩

১২। বৈবাহিক অবস্থা :
১৩। মোবাাইল নম্বর :

অতএব, মহোদয় সমীপে বিনীত আবেদন আমি যাতে উক্ত পদে নিয়োগ প্রাপ্ত হয়ে আমার যোগ্যতা ও বিশ^স্ততার প্রমান করতে পারি তার বিহীত বিধানে জনাবের একান্ত মর্জি হয়।

বিনীত নিবেদক

. . . .

সংযুক্তি:
১। পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি।
২। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি।
৩। নাগরিকত্ব সনদের কপি।
৩। চারিত্রিক সনদ।
৪। পে-অর্ডার ও ব্যাংক ড্রাফট নম্বর ঃ (ব্যাংক ড্রাফট ঠিকানা ঃ চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ১নং পদের জন্য ৬০০ টাকা, ২-১১ নং পদের জন্য ২০০ টাকা এবং ১২-২৪ নং পদের জন্য ১০০ টাকা। )
(বিজ্ঞপ্তিতে ফেরত খামের কথা উল্লেখ নেই কিন্তু একটি ফেরত খাম দেওয়া উচিত হবে। ফেরত খামের ডানদিকে নিজের পত্র যোগাযোগের ঠিকানা লিখতে হবে এবং ১০ টাকা মূল্যের একটি ডাকটিকেট লাগাতে হবে।)

খামের উপরে লাল কালিতে পদের নাম লিখতে হবে এবং নিচে জেলা লিখতে হবে।(যদিও এ তথ্যটি বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। তাই আপনি করতেও পারেন আবার না-ও পারেন।)

খামের উপরে বাম পাশে আপনার নিজের ঠিকনা লিখতে হবে এবং ডানপাশে প্রাপকের ঠিকানা দিতে হবে। প্রাপকের ঠিকানা ঃ বরাবর,
সচিব,
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ,
চট্টগ্রাম।
পদের নাম : …………………………..
নিজ জেলাঃ …………………………..

পিডিএফ লিংক : ডাউনলোড করতে ক্লিক করুন

 

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top