• হোম
  • শিক্ষা
  • পাঠ্য বই
  • চাকরির খবর
  • ভর্তি তথ্য
  • সাধারণ জ্ঞান
  • প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
  • ফ্রিল্যান্সিং
  • বিনোদন
  • লাইব্রেরি
Mahbub Shajal
Education-Job News-Technology
Home » কারিগরি কম্পিউটার প্রশ্নের সাজেশন
Tag:

কারিগরি কম্পিউটার প্রশ্নের সাজেশন

Educationএডুকেশন

কারিগরি বোর্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন জুলাই টু ডিসেম্বর ২০২৩ সেশন,Computer office application exam question

by মাহবুব সজল January 29, 2024
written by মাহবুব সজল

কারিগরি বোর্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন জুলাই টু ডিসেম্বর ২০২৩ সেশন

কারিগরি বোর্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন জুলাই টু ডিসেম্বর ২০২৩ সেশন এর প্রশ্ন সমাধান নিম্নে দেওয়া হলো:

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড 360 ঘন্টা ( 6 মাস ও 3 মাস ) মেয়াদি তাত্ত্বিক পরীক্ষা – 2023

জুলাই – ডিসেম্বর ও অক্টোবর -ডিসেম্বর 2023 সেশন

বিষয়: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন

(বিষয় কোড : 00076)

সময়: 1 ঘন্টা                                                                                                                          পূর্ণমান: 60

সকল প্রশ্নের উত্তর দিতে হবে ( মান : 1×60=60)

অতি সংক্ষেপে উত্তর দাও:

১. System ইউনিট কী/কাকে বলে?

উত্তর: যে Unit, Computer এর যাবতীয় তথ্য প্রক্রিয়াজাত করে, তাকেই সিস্টেম ইউনিট বলা হয়।

২. কম্পিউটার মেমোরি কী?

উত্তর: কম্পিউটারের তথ্য বা ফাইল/ফোল্ডার যেখানে স্থায়ী এবং অস্থায়ী ভাবে সংরক্ষণ করা হয়, তাকে কম্পিউটার মেমোরি বলে।

৩. কাজের ধরন ও প্রাকৃতিক উপর ভিত্তি করে কম্পিউটারকে কয়ভাগে করা যায়?

উত্তর: কাজের ধরন ও প্রাকৃতিক উপর ভিত্তি করে কম্পিউটারকে দুই ভাগে ভাগ করা যায় যেমন: হার্ডওয়ার এবং সটওয়্যার এবং কম্পিউটারের ভারসন অনুযায়ী 3 প্রকার। ১) Analog Computer. (২) Digital Computer. (৩) Hybrid Computer.

৪. বিট ও বাইট কী?

উত্তর: ০ (শূন্য) এবং ১ (এক) অংক দুইটিকে বিট (Bit) আর ৮টি বিট একত্রে যখন কোন একটি অংক, বর্ণ বা বিশেষ চিহ্নকে প্রকাশ করে, তখন তাকে বাইট বলে।বলা হয়।

৫. রিসাইকেল বিন কী?

উত্তর: কম্পিউটারের ডাটা বা তথ্য অস্থায়ী ভাবে ডিলেট করা উক্ত ডাটা বা তথ্য যেখানে জমা থাকে, তাকে রিসাইকেল বিন বলে। প্রয়োজন অনুযায়ি সেখান থেকে ডাটা বা তথ্য গুলো পুনরায় ফিরে আনা যায় অথবা স্থায়ী ভবে মুছে ফেলা যায়।

৬. ফোল্ডার তৈরি করা হয় কীভাবে?

উত্তর: মাউসে রাইট বাটনে ক্লিক দিয়ে New এ গিয়ে  New Folder এ ক্লিক করে Folder তৈরি করা যায়। অথবা কি বোর্ড শর্টকাটের মাধ্যমেও করা যায় যা Ctrl +Shif+ N ।

৭. System Sofrware কী?

উত্তর: যে সফটওয়্যার কম্পিউটার ব্যবহারকারীর সাথে সফটওয়্যার ও হার্ডওয়্যারের যোগাযোগ তৈরি করে, তাকে সিস্টেম সফটওয়্যার (System Software) বলে।

৮. ফরম্যাট পেইন্টারের কাজ কী?

উত্তর: অনেকগুলো ফরমেট এক ক্লিকে অন্য জায়গায় প্রতিস্থাপন করায় ফরম্যাট পেইন্টারের কাজ ।

৯. ওয়ার্ক বুক কী?

উত্তর: স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রামে এক বা একাধিক শিটের সমন্বয়ে গঠিত ডকুমেন্টকে ওয়ার্কবুক বলা হয়।

১০. SSD- এর পূর্ণরৃপ কী?

উত্তর: SSD এর পূর্ণরৃপ Solid State Drive.

১১. দুটি সার্চ ইঞ্জিনের নাম লেখ।

উত্তর: Googol, Yahoo

১২. স্লাইড কী?

উত্তর: মাইক্রোসফট PowerPoint থেকে যে কোন ধরনের ডিজাইন তৈরি করার জন্য যে নতুন প্রেজেনটেশন নেয়া হয় তাকে স্লাইড বলে।

১৩. ফরেন ‘কী’ কাকে বলে?

উত্তর: রিলেশনাল ডেটাবেজ মডেলে কোনো একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী কে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কী বলে।

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর:

১৪. মেমোরি একক হচ্ছে বাইট

১৫. ডাটাবেস রিলেশন চার প্রকার।

১৬. ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে ই – মেইল বলে।

১৭. মাউসের মাধ্যমে ক্লিক করে ডাটা নির্দেশ/ সরানো/ সিলেক্ট/ মুভ করা হয়।

১৮. VIRUS শব্দের পূর্ণরৃপ হলো Vital Information Resources Under Seize.

১৯. `কী` বোর্ড একটি ইনপুট ডিভাইস

২০. লিগ্যাল কাগজের সাইজ দৈর্ঘ্য 14 ও প্রস্থ 8.5

২১. কোন কিছুর খোঁজার `কী` বোর্ড কমান্ড Ctrl+ F

২২. Excel ওয়ার্কশিটে ডিফল্ট শিট সংখ্যা 3/1 টি

২৩. প্রত্যেক ফাংশন = দিয়ে শুরু হয়।

২৪. পাওয়ার পয়েন্ট নতুন স্লাইড নেওয়ার জন্য Ctrl + M কী চাপতে হয়।

২৫. 10- এর বাইনারি হলো (1010)2

২৬. BIOS- এর পূর্ণরুপ Basic Input Output System

 

২৭. অক্টাল পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ। মি

২৮. ROM স্থায়ী মেমোরী। স

২৯. `কী` বোর্ডের `কী` গুলোর 5টি ভাগে ভাগ করা যায়। স

৩০. Ctrl + S ফাইল Save করার কমান্ড। স

৩১. নর্টন একটি কম্পিউটার ভাইরাস। মি

৩২. G5 হতে K5 পর্যন্ত যোগ করার ফাংশন হলো = Sum ( G5: K5)। স

৩৩. Ctrl + Enter প্রেস করে পেজ ব্রেক করা যায়। স

৩৪. CD ও DVD- এর মাঝে কোন পার্থক্য নেই। মি

৩৫. Ctrl + W “কী” বোর্ডে কমান্ড দিয়ে ডকুমেন্টকে ক্লোজ করা হয়। স

৩৬. কম্পিউটারের প্রজন্ম 3টি। মি

৩৭. 1971 সালে মাইক্রো প্রসেসর আব্ষিকার হয়। স

৩৮. SutonnyMJ একটি বাংলা সফটওয়্যারের নাম। মি

 

সঠিক উত্তরটি লেখ:

৩৯. ডেক্সটপের আইকন নয় কোনটি?

ক) My Computer    খ) My Document     গ) Recycle Bin    ঘ) My File.

৪০. হিসাব সংক্রান্ত সফটওয়্যার কোনটি?

ক)  PC                          খ) MS Access          গ) MS Word      ঘ) MS Excel.

৪১. বিজয় ক্লাসিক চালু করতে ‘কী’ বোর্ডের কোন ‘কী’ চাপতে হয়?

ক)  Ctrl + B                খ) Ctrl + C         গ) Ctrl + Alt+ B   ঘ) Ctrl + Alt+ V

৪২. পেন ড্রাইভ একটি–

ক)  input Device B

খ) input/ output Device

গ) output Device

 ঘ) উল্লিখিত কোনটিই নয়।

৪৩. কত বাইট সমান 1 কিলোবাইট?

ক) 1044 বাইট                            খ) 1025 বাইট              গ) 1024 বাইট                         ঘ) 1040 বাইট

৪৪. প্রিন্ট-এর কী-বোর্ড কমান্ড কোনটি?

ক)  Ctrl + P                         খ) Ctrl + W             গ) Ctrl + O            ঘ) Ctrl + N

৪৫. Undo- এর ‘কী’ বোর্ড কমান্ড কোনটি?

ক)  Ctrl + y                           খ) Ctrl + z              গ) Ctrl + w           ঘ) Ctrl + o

৪৬. কোনটি লজিক্যাল Function?

ক)  =if                                  খ) =Sum                   গ) =Avg                 ঘ) Mod()

৪৭. নিচের কোনটি সহায়ক মেমোরি নয়?

ক)  Pen Drive                      খ) CD Disk               গ) Hard Disk        ঘ) ROM.

৪৮. A4 Size- এর কাগজের মাপ বা পরিমাপ কোনটি?

ক)  8.26×11.67                   খ) 8.27×11.69             গ) 8.30×11.50         ঘ) 8.5×14.00

৪৯.  www-এর পূর্ণরৃপ কী?

ক) World wide web

খ) World wide wen

গ) World web wide

ঘ) World wide wand.

৫০. 41 দশমিক সংখ্যার বাইনারি কোনটি?

ক) 101010                               খ) 110011                   গ) 110101                ঘ) 101001

Answer the following questions in English:

৫১. What is your Nationality?

Ans: My nationality is  Bangladeshi

৫২. How many seasons in Bangladesh?

Ans: The six seasons of Bangladesh

Translate into English:

৫৩. সূর্য্য পূর্ব ‍দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়।

Ans: The sun rises in the east and sets in the west.

৫৪. গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে।

Ans: It is pouring rain.

৫৫. করিম পাঁচ বছর যাবৎ এই স্কুলে পড়ছে।

Ans: Karim has been studying in this school for five years.

৫৬. ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল।

Ans: The patient died before the doctor arrived**.

৫৭. গণি মিঞা একজন গরীব কৃষক।

= Gani Mia is a poor farmer.

Fill in the gaps using appropriate words:

৫৮. He………….. a good boy. (am/is/are) Ans: is

৫৯. Dhaka stands on………… Borigonga river. (a/ an/the) Ans: the

৬০. Look…………..the top of the gage. (on/at/in) Ans: at

January 29, 2024 0 comments
1 FacebookTwitterPinterestEmail
এডুকেশনEducation

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (৬ মাস ও ৩ মাস) মেয়াদি তাত্ত্বিক পরিক্ষা-২০২২ (প্রশ্ন ও উত্তর)

by মাহবুব সজল September 16, 2022
written by মাহবুব সজল

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (৬ মাস ও ৩ মাস) মেয়াদি তাত্ত্বিক পরিক্ষা-২০২২

জানুয়ারি-মার্চ, জানুয়ারি-জুন ও এপ্রিল-জুন ২০২২ সেশন

বিষয: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন

(বিষয় কোড: ০০০৭৬)

পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার তারিখ : ২৯ জুলাই ২০২২

সময়: ১ ঘন্টা                                                                                                                 পূর্ণমান: ৬০

সকল প্রশ্নের উত্তর দিতে হবে । 

অতি সংক্ষেপে উত্তর দাও :

১।    System Software কী?

উত্তর : System Software হল কিছু program এর সমন্নয় যা computer এর hardware গুলোকে Control এবং Manage করতে সাহায্য করে।

২।    Header কী?

উত্তর : ডকুমেন্টের পেজের উপরের অংশকে Header বলে।

৩।   Operating System-এর কাজ কী?

উত্তর: Operating System কোন কম্পিউটার সিস্টেমের রিসোর্স সমূহকে নিয়ন্ত্রন, পর্যবেক্ষন ও তত্ত্বাবধায়ন করে।

৪।   Computer virus কী?

উত্তর: Computer virus হল কম্পিউটারের একটি ক্ষতিকারক program.

৫।   একটি ই-মেইল এড্রেস-এর গঠন লেখ ।

উত্তর: kuakata@gmail.com অর্থ্যাৎ @ এর পর ডোমেইন নেম এবং .com থাকতে হবে।

৬।   Primary key কী?

উত্তর : যে কোন ডাটাবেজের ডাটা টেবিল গুলোর প্রতিটি রো এর একটি ইউনিক নাম্বার থাকে এই ইউনিক কী বা নাম্বার গুলোকে Primary Key বলা হয় ।

৭।   File Folder কী?

উত্তর : File হল বিভিন্ন মিডিয়া বা টেক্সট ডকুমেন্ট। এগুলোতে সাধারনত .jpg, .mp4, .txt ধরনের এক্সটেনশন থাকে । অন্যদিকে Folder হল File এর কন্টেইনার। বিভিন্ন ফাইল এবং ফোল্ডার ধারন করাই ফোল্ডারের কাজ।

৮।   MS-power point কোন ধরনের সফটওয়্যার?

উত্তর : MS-power point একটি প্রেজেন্টেশন সফটওয়ার।

৯।   Footnote কী?

উত্তর : গবেষণাপত্র বা বইয়ের বা কোন Document এর প্রতিটি পাতার নিচে যে টীকা দেওয়া থাকে, তাকে Footnote বা পাদটীকা বলে।

১০।  দুটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যারের নাম লেখ ।

উত্তর : Firefox এবং Google Chrome.

১১।  BIOS কী?

উত্তর: BIOS-Basic input/output system.  এটি মূলত ROM-এ সংরক্ষিত একটি প্রোগ্রাম।

১২।  Home Page কী?

উত্তর : ওয়েবে প্রথম ঢুকলে যে পেজটি প্রথম প্রদর্শিত হয় তাকে Home Page বলে।

১৩।  Mail Merge বলতে কী বোঝায়?

উত্তর: একই চিঠি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়,তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্নাঙ্গ  চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর:

১৪।  LAN-এর পূর্ণরূপ হলো Local area network ।

১৫।  Google একটি সার্চ ইঞ্জিন।

১৬।  কম্পিউটারের মাধ্যমে পারস্পারিক যোগাযোগকে বলে Network বা Internet Tropology ।

১৭।  Print করার Keyboard কমান্ড হলো Ctrl+P।

১৮।  A4 Size কাগজের দৈর্ঘ্য 11.59 ইঞ্চি ও প্রস্থ 8.27 ইঞ্চি।

১৯।  ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকার বিষয়কে অনলাইন সংযোগ বলা হয়।

২০।  Keyboard-এ Function key ১২ টি।

২১।  Windows একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার।

২২। 1TB= 1024 GB.

২৩।  Recycle bin-এ মুছে ফেলা ফাইল জমা হয়।

২৪।  File-এর নামের শেষ আংশকে Extension part বলা হয়।

২৫।  মেমোরির একক হচ্ছে bit।

২৬।  পেনড্রাইভে ফ্ল্যাশ মেমোরি ব্যবহৃত হয়।

 

বাক্যটি সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ:

২৭।  File-এর নাম পরিবর্তনের জন্য ব্যবহৃত হয় Save as । মি. rename.

২৮।  Google একটি Operating System-এর নাম। মি. সার্চ ইঞ্জিন

২৯।  Recycle bin-এ Data পুনরায়  ফিরিয়ে আনা যায় না। স.

৩০।  Folder-এর মাঝে Folder ও File উভয়ই থাকতে পারে। স.

৩১।  Save-এর Keyboard Command হলো Ctrl+X. মি. Ctrl+S

৩২।  ওয়ার্কশীট ওয়ার্কবুকের অংশ বিশেষ। স.

৩৩।  Power point একটি Presentation Software. স.

৩৪।  MS-Access দিয়ে নতুন Database Program তৈরি করা যায়। স.

৩৫।  বিজয় একটি বাংলা ফন্টের নাম। মি. বাংলা লেখার সফটওয়ার

৩৬। Report-এর কাজ হলো File কে প্রদর্শন করা। মি. চাহিদা মত তথ্য বের করে দেওয়া

৩৭।  RAM একটি স্থায়ী মেমরি। মি.  অস্থায়ী

৩৮।  Text alignment মূলত চারপ্রকার। মি. ৩ ধরনের

 

সঠিক উত্তরটি লেখ:

৩৯।  Keyboard-এ Ctrl key-এর সংখ্যা কয়টি-

(ক)   ২টি       (খ) ৩টি              (গ) ৪টি          (ঘ) ৫টি

৪০।  File close-এর Keyboard Command কোনটি-

(ক) Ctrl+O  (খ) Ctrl+W  (গ) Alt+O (ঘ) Ctrl+ F4

৪১। একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি Character ব্যাবহৃত হয়-

(ক) 40 টি  (খ) 33টি  (গ) 21 টি (ঘ) 64 টি

৪২।  Print-এর Keyboard Command কোনটি-

(ক) Ctrl+C  (খ) Ctrl+P  (গ) Ctrl+X (ঘ) Ctrl+N

৪৩।  CPU হচ্ছে-

(ক) Control Processing Unit  (খ) Central Processing Unit  (গ) Central Procurement Unit (ঘ) Control Procurement Unit

৪৪।  নিচের কোনটি Internet Connectivity-এর নাম নয়-

(ক) Dial up  (খ) Bradband  (গ) Wire less (ঘ) Yahoo.

৪৫।  MS-Access-এ Database file-এর file extension কোনটি-

(ক) .doc  (খ) .mob  (গ) .mdb (ঘ) .dbb

৪৬।  নিচের কোনটি Absolute cell address-

(ক) $B$20  (খ) SB20  (গ) B20 (ঘ) XB20.

৪৭। MS-Excel-এ একাধিক Cell কে একত্রিত করাকে কী বলে-

(ক) Add  (খ) Join  (গ) Merge (ঘ) Union.

৪৮।  নিচের কোনটি বাংলা সফটওয়্যার-

(ক) বিজয়  (খ) অভ্র  (গ)প্রশিক্ষন  (ঘ)সবগুলো.

৪৯। ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়-

(ক) File  (খ) Record  (গ) Field (ঘ) Table.

৫০। Text alignment মূলত কয়প্রকার-

(ক)  ২ প্রকার  (খ) ৩ প্রকার  (গ) ৪ প্রকার (ঘ) ৫ প্রকার

 

Answer the following questions in English:

৫১।  What is your citizenship?

Ans: My Citizenship is Bangladeshi.

৫২।  Why is 21st February memorable?

Ans: 21st February is International Mother language day.

 

Translate into English:

৫৩। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী?

Ans: My father is a government employee.

৫৪।  বৃষ্টি পড়ছে।

Ans: It is raining.

৫৫।  তুমি কি ভাত খেয়েছ?

Ans: Have you eaten rice?

৫৬।  তুমি কি গতকল ইন্সটিটিউটে গিয়েছিলে?

Ans: Did you go to institute yesterday?

৫৭।  আমি একসপ্তাহ জ্বরে ভুগছি।

Ans: I have been suffering from fever for a week.

 

Choose and fill in the gaps with the correct word/words in brakets:

৫৮।  Two and two ……………………………………………….. four. (make/makes/ making)

৫৯।  There is ……………………………………………. university in front of my house. (a/ an / the)

৬০।  Look ………………………………………. the moon. (at/ in / on)

September 16, 2022 0 comments
2 FacebookTwitterPinterestEmail
EducationGeneral Knowledge

কম্পিউটার বেসিক ট্রেড শিক্ষাক্রমের ৩৬০ ঘন্টা (তিনমাস/ছয়মাস) মেয়াদি লিখিত পরীক্ষা-২০২১ ইং

by মাহবুব সজল March 31, 2022
written by মাহবুব সজল

 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড শিক্ষাক্রম
বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (তিনমাস/ছয়মাস) মেয়াদি তাত্ত্বিক পরীক্ষা-২০২১
জানু-জুন ও এপ্রিল-জুন এবং জুলাই- ডিসেম্বর ২০২১ সেশন।
বিষয়: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
(বিষয় কোড: ৭৬, পরীক্ষার তারিখ : ০৭/০১/২০২২ )
সময়: ১ঘন্টা, পূর্নমান-৬০

অতি সংক্ষেপে উত্তর দাও:
১। অপারেটিং সিস্টেম বলতে কী বুঝায় ?
উত্তর: অপারেটিং সিস্টেম হলো কিছু প্রোগ্রামের সমষ্টি যা কোন কম্পিউটার সিষ্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রন, পর্যবেক্ষন ও তত্বাবধান করে।
২। ৪টি Output Device এর নাম লিখ।
উত্তর: প্রিন্টার, মনিটর, স্পিকার, প্রজেক্টর।
৩। BIOS কী?
উত্তর: BIOS-Basic input/output system. এটি মূলত ROM-এ সংরক্ষিত একটি প্রোগ্রাম।
৪। CMOS –এর পূর্নরূপ কী?
উত্তর: CMOS –Complementary Metal-Oxide-Semiconductor.
৫। LED কী?
উওর:LED এর পূর্নরুপ হলো Light Emitting Diode.
৬। অ্যাবাকাস কী?
উ:অ্যাবাকাস একটি সংখা ভিত্তিক গণনা যন্ত্র । যাতে একটি কাঠের ফ্রেমের বসানো তারে লাগানো গুটি উপরে নিচে সরিয়ে গণনা করা হয়।
৭। পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয় ?
উত্তর: ব্যবহারকারীর তথ্য, উপাত্ত ও সফটওয়ারের সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহার করা হয়।
৮। সিস্টেম ইউনিট এর প্রধান ২ টি ইউনিট (অংশ)এর নাম লিখ।
উত্তর: মাদারবোর্ড ও প্রসেসর।
৯। OMR কী?
উত্তর: Optical Mark recognition/reader এর সংক্ষিপ্ত রূপ হল OMR. এটি একটি ইনপুট ডিভাইস।
১০। এক জিবি সমান কত মেগাবাইট?
উত্তর:1GB=1024 MB
১১। SATA ও PATA হার্ডডিস্ক এর মধ্যে পার্থক্য কী?
উত্তর: SATA- ১. ডাটা ক্যাবলের সংযোগে ৭ টি পিন রয়েছে।
২. ডাটা ট্রানসফার স্পীড দ্রুত।
PATA- ১. ডাটা ক্যাবলের সংযোগে ৪০ টি পিন রয়েছে।
২. ডাটা ট্রানসফার স্পীড অপেক্ষাকৃত ধীর।
১২। Printer এর কাজ কী ?
উত্তর: প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের কাজকে হার্ড কপি হিসাবে বের করার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
১৩। Antivirus- সফটওয়ারের কাজ কি?
উত্তর: Virus একটি ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটারের প্রোগ্রামকে ক্ষতিকারক ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য Antivirus- সফটওয়ার ব্যবহার করা হয়।
সঠিক শব্দ দিয়ে শুন্যস্থান পূরণ কর।
১৪। মনিটর একটি আউটপুট ডিভাইস।
১৫। Database হচ্ছে তথ্য বা উপাত্তের সমাবেশ।
১৬। Footer দিয়ে পৃষ্ঠার নিচের অংশে কোন কিছু লেখা যায়।
১৭। MS Access এ দশ ধরনের ডাটা input করা যায়।
১৮। সহজে গননা করা যায় MS-Excel প্রোগ্রামের মাধ্যমে।
১৯। Excel এর Worksheet এ রো সংখ্যা ১০৪৮৫৭৬ টি ।
২০। রো কলামকে Freeze করা যায় Freeze Panes Program এর মাধ্যমে।
২১। WWW এর পূর্ণরূপ হচ্ছে World Wide Web.
২২। F5 Press করা হয় Computer Refresh করার জন্য।
২৩। Alt+F4 press করে Computer বন্ধ করা যায়।
২৪। CD Rom এর আরেক নাম CD Drive.
২৫। ইংরেজি Binary Digit কে সংক্ষেপে বিট বলে।
২৬। স্ক্যানার একটি ইনপুট ডিভাইস।
বাক্যটি সত্য হলে “স” এবং “মিথ্যা” হলে মি লিখ।
২৭। এমএস এক্সেস একটি রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। “স”
২৮। কম্পিউটার ভাইরাস এক ধরণের জীবানু। “মি”
২৯। Folder এর ভিতর File ও Folder উভয় থাকতে পারে।“স”
৩০। Windows-10 একটি Application Software. “মি”
৩১। MS Excel Program –এ Formula Bar থাকে। “স”
৩২। Pen Drive কে Optical Drive বলা হয়। “মি”
৩৩। হার্ড ডিস্ক একটি Processing Device. “মি”
৩৪। Computer এর প্রকিৃয়াকরণ অংশ হল মাদারবোর্ড। “মি”
৩৫। Power Point এর Slide গুলোকে প্রিন্ট করা যায় না। “মি”
৩৬। Access File কে প্রিন্ট করার আগে Report করতে হয়। “স”
৩৭। Binary একটি নম্বর পদ্ধতি। “স”
৩৮। Ram Computer এর একটি পেরিফেরাল যন্ত্র। “মি”
সঠিক উত্তরটি লিখ।
৩৯। নিচের কোনটি CPU এর অংশ নয়।
(ক) ALU (খ) Mouse
(গ) ROM (ঘ) CU
৪০। ROM একটি ….
(ক) সেকেন্ডারী মেমোরি (খ) স্থায়ী মেমোরী
(গ) অস্থায়ী মেমোরি (ঘ) ফ্লাস মেমোরি
৪১। Copy এর কী-বোর্ড কমান্ট ?
(ক) ctrl+z (খ) ctrl+v
(গ) ctrl+c
(ঘ) ctrl+p
৪২। কোনটি Spread Sheet প্রোগ্রাম ?
(ক) Word perfect (খ) MS-Excel
(গ) MS-Access (ঘ) Photo Shop
৪৩। Print করার কী বোর্ড কমান্ড…..
(ক) ctrl+c (খ) ctrl+p
(গ) ctrl+n (ঘ) ctrl+v
৪৪। কোনটি Presentation Software ?
(ক) MS Word (খ) Lotus
(গ) MS Powerpoint (ঘ) MS access
৪৫। DOS একটি ……
(ক) Application Software (খ) Operating System
(গ) Printing Software (ঘ) Utility Software
৪৬। Calculator Software কোথায় থাকে ?
(ক) Taskbar and Start Menu (খ) Format Menu
(গ) Taskbar (ঘ) My document
৪৭। Recycle bin থাকে ?
(ক) Insert Menu (খ) Taskbar
(গ) Desktop (ঘ) My Document
৪৮। নিচের কোনটি ROM এর বৈশিষ্ঠ্য ?
(ক) Read Only Memory (খ) শুধুমাত্র Data পড়া যায়
(গ) বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায় (ঘ) নির্মানের সময় ডাটা লিখা যায়
৪৯। গাটার হল-
(ক) পৃষ্ঠার উপরের অংশের টাইটেল (খ) পৃষ্ঠার নিচের অংশের টাইটেল
(গ) মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা (ঘ) পৃষ্ঠার মাঝের অংশ
৫০। 〖(111001)〗_2 এর Hexa-Decimal এ প্রকাশ।
(ক) E1 (খ) 39
(গ) 3B (ঘ) 93
Answer the following questions in English.
৫১। Where do you live in ?
Ans. I live in ……………………
৫২। How old are you ?
Ans. I am …………….. years old.
৫৩। What is your aim in life ?
Ans. My aim in life to be a ………………
Translate into English.
৫৪। আমার মা একজন গৃহিনী।
Ans. My mother is a housewife.
৫৫। বাদশাহ গতকাল বাড়ি গেল।
Ans. Badsah went home yesterday.
৫৬। ঢাকা বাংলাদেশের রাজধানী।
Ans. Dhaka is the capital of Bangladesh.
৫৭। সে গত বৃহস্পতিবার হতে জ্বরে ভুগছে।
Ans. He has been suffering from fever since last Thursday.
Choose and fill in the gaps with correct word/ words in brackets.
৫৮। He is ………… best boy in the class (a/an/the)
Ans. the
৫৯। Has she ………… milk. (drink/drank/drunk)
Ans. drunk
৬০। Raju and Nazu …………. playing football. (am/is/are)
Ans. are.

March 31, 2022 0 comments
5 FacebookTwitterPinterestEmail
  • Facebook
  • Linkedin
  • Youtube

@2025 - All Right Reserved. Designed and Developed by WebRoo IT


Back To Top
Mahbub Shajal
  • হোম
  • শিক্ষা
  • পাঠ্য বই
  • চাকরির খবর
  • ভর্তি তথ্য
  • সাধারণ জ্ঞান
  • প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
  • ফ্রিল্যান্সিং
  • বিনোদন
  • লাইব্রেরি