ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি- ডিসেম্বর ২০২২
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে অনলাইনে আবেদন শুরু ২ ডিসেম্বর এবং শেষ হবে ২৮ ডিসেম্বর ২০২২
প্রার্থীর যোগ্যতা :
যে সকল প্রার্থীর বয়স ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে ১৮ হতে ২০ বছর বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌছেছেন তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে ২.৫০ পেয়ে উত্তীর্ণ।
জাতীয়তা : বাংলাদেশী
বৈবাহিক অবস্থা : অবিবাহিত
শারীরিক মাপ :
উচ্চতা : পুরুষ প্রার্থীদের জন্য সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি , ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
মহিলা প্রার্থীদের জন্য সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি , ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
বুকের মাপ : পুরুষ প্রার্থীদের জন্য সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি , ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।
ওজন : বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি : ৬/৬
অনলাইনে আবেদনের নিয়মাবলি :
আগ্রহী প্রার্থীদের http://police.teletalk.com.bd/ লিংক ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সঠিকভাবে পূরনের জন্য উক্ত লিংকে সহায়ক একটি ভিডিও দেওয়া আছে।
আবেদন ফরম পূরনের পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন, উক্ত আইডি ব্যবহার করে আবেদন পরবর্তি ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রি পেইড মোবাইল এর মাধ্যমে ৪০ টাকা সার্ভিস চার্জ বাবদ জমা করতে হবে।
অনলাইনে আবেদনে প্রার্থীর সদ্য তোলা রঙ্গিন ছবি ৩০০/৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০/৮০ পিক্সেল স্ক্যান করে ফরমের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
এসএমএস :
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে – TRC[space]User iD লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএস-এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে একটি পিন নম্বর প্রদান করবে। পরবর্তি এসএমএস লিখতে হবে- TRC[space]Yes[space]Pin এবং সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে। পরবর্তি ফিরতি এসএমএস-এ অভিনন্দন জানিয়ে আরেকটি মেসেজ আসবে যাতে একটি User Id এবং Password থাকবে।
আবেদনের লিংক : http://police.teletalk.com.bd/trc/home.php
অফিসিয়াল বিজ্ঞপ্তি : বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন