১৬৭ পদে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ ২০২২-নৌবাহিনীর সিভিল সার্কুলার
১৩ থেকে ১৯ তম গ্রেডে নৌবাহিনীর সিভিল নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি।
বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তিটি ২৮ সেপ্টেম্বর জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। ৯ ধরনের ক্যাটাগরিতে মোট ১৬৭টি অসামরিক/বেসামরিক বা সিভিল পদে জনবল নিয়োগ দিবে বাংলাদেশ নৌবাহিনী। Bangladesh Nevy –এ বিজ্ঞপ্তি তে আবেদন করতে পারবেন ২৯ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে। আবেদনের ঠিকানা নিম্নে দেওয়া হয়েছে। যে কোন সরকারি বেসরকারি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষা তথ্য, প্রশিক্ষণ বিজ্ঞপ্তি এর নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ওয়েবপেজটি ভিজিট করতে পারেন।
২৯ সেপ্টেম্বর ২০২২ সকাল ১০:০০ টা থেকে ২৩ অক্টোবর বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন চলবে।
নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিতে বেসামরিক পদের অনলাইনে আবেদনপত্র পূরণের শর্তাবলি :
বেসামরিক নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলারের জন্য চাকরি প্রার্থীদের বয়স ২৩ অক্টোবর ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
সরকারি, আধা-সরকারি ও স্থায়ত্বশাসিত সংস্থায় চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে না।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নের কাগজ পত্রাদি দাখিল করতে হবে।
১. নৌবাহিনীর বেসামরিক নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি বিধি-বিধান যথাযবভাবে অনুসরণ করা হবে।
২. নিয়োগ কর্তৃপক্ষ পদের সংখ্যা কম বেশি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
৩. সরকারি নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
৪. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৫. সরকার কর্তৃক জারীকৃত সাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৬. নিয়োগ সংক্রান্ত পরীক্ষার যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৭. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।
নেভি সিভিল জব সার্কুলার ২০২২ এর প্রয়োজনীয় কাগজপত্র :
১. সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
২. পূরণকৃত আবেদনপত্র সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে।
৩. জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/পৌর চেয়ারম্যান/মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে।
৪. মুক্তিযোদ্ধা কোটার প্রমান হিসেবে (মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য) যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
৫. আবেদনকারী মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি হলে সে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত পিতা-মাতার নাম এবং বীর মুক্তিযোদ্ধার /শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার নাম উল্লেখসহ বীর মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের সুস্পষ্ট প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
৬. আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় ভূক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র।
৭. আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদপত্র।
৮. এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিমখানা/শিশুসদন কর্তৃক প্রদত্ত সনদপত্র।
৯. আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে “সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য” এ মর্মে জেলা আনসার আ্যাডজুট্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র!
১০. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি /ছাডপত্রের মুলকপি জমা দিতে হবে; এবং
বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১এক কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি : বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন