বাংলাদেশ ফায়ার সার্ভিস ফায়ার সেফটি ম্যানেজার কোর্স -এ ভর্তির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিচে বিজ্ঝপ্তিটির ডাউনলোড লিংক দেওয়া আছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই বিজ্ঞপ্তীটি ডাউনলোড করে দেখে নিবেন অথবা আমাদের আমাদের ইউটিউবের ভিডিও দেখতে পারেন। যে কোন সরকারি চাকুরি , প্রশিক্ষণ বিজ্ঞপ্তি এবং শিক্ষা সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ওয়েবপেজটি ভিজিট করতে পারেন।
#firesefetymanagercourseadmission2023,
বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশিক্ষণ বিজ্ঞপ্তি 2023
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড,ঢাকা
ফায়ার সেফটি ম্যানেজার কোর্সে ১৪তম ব্যাচে ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তির বিজ্ঞপ্তি
১.ভর্তির যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী
২.ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে Morning Shift এবং Evaning Shift এ ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে। আবেদন অনলাইনে করা যাবে।(চট্টগ্রামের শুধুমাত্র Evening Shift চলমান) :
অনলাইনে আবেদনের ঠিকানা https://bdfscdtraining.com । যে Venue এবং Shift-এ ভর্তি হতে ইচ্ছুক (Morning Shift/Evening Shift) তা আবেদনে অবশ্যই উল্লেখ করতে হবে।
৩.অনলাইনে আবেদনের সময়সীমা: ১৭ অক্টোবর ২০২২ হতে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত আবেদন চলবে।
৪.পরীক্ষার তারিখ: ১৭ ডিসেম্বর ২০২২ সকাল ১০.০০ ঘটিকা
৫. ভর্তি পরীক্ষার ধরন MCQ: ভর্তি পরীক্ষা অফলাইন অথবা অনলাইনে নেওয়া হবে। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে https://bdfscdtraining.com
৬.ভর্তি পরীক্ষার ফলাফল:২০ ডিসেম্বর ২০২২ তারিখ ওয়েবসাইটে পাওয়া যাবে।
৭.ভর্তি: ২১-৩১ ডিসেম্বর২০২২ সকাল ৯.০০ ঘটিকা হতে বিকেল ৫.০০ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম/ঢাকা ক্যাম্পাসে ভর্তি হওয়া যাবে। সাপ্তাহিক বন্ধের দিনেও ভর্তি হওয়া যাবে।
৮. ক্লাস শুরু: ৬ জনুয়ারি ২০২৩ হতে।
৯. কোর্সের সময়কাল: ০৬ মাস, সপ্তাহে ২ দিন (শুক্রবার ও শনিবার)। Morning Shift (সকাল ০৯-১২ টা পর্যন্ত), Evening Shift (বিকেল ০৩-০৬ টা পর্যন্ত)।
১০.কোর্সের বৈশিষ্ট্যসমূহ:
ক) পোশাক শিল্পসহ বিভিন্ন কারখানা, বহুতল ভবনে ফায়ার সেফটি অফিসার হিসেবে চাকুরি পাওয়ার সুযোগ;
খ) দেশী-বিদেশী সংস্থা, দেশের গুরুত্বপূর্ণ কেপিআইসহ মেগা প্রকল্পসমূহ অগ্নিনিরাপত্তা সংক্রান্ত চাকুরি লাভের সুযোগ;
গ) সামাজিক নিরাপত্তা বিধানে সক্রিয় অবদান রাখার যোগ্যতা অর্জন;
ঘ) ফায়ার সেফটি বিষয়ে বিস্তারিত জ্ঞান অর্জনের সুযোগ।
আবেদনের লিংক : Apply Online
বিজ্ঞপ্তি : বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন