বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ২০২৩
ফ্রি প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি-২০২৩
পুরুষদের জন্য প্রশিক্ষণ ট্রেড
১। ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স
২। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন
৩। ওয়েল্ডিং (আর্ক এন্ড গ্যাস)
মহিলাদের জন্য প্রশিক্ষণ ট্রেড
১। ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স,
২। মোবাইল সার্ভিসিং / মেইনটেন্যান্স,
৩। অটোক্যাড,
৪। হাউজহোল্ড এ্যাপ্লায়েন্স মেইনটেন্যান্স,
৫। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন,
৬। হ্যান্ডিক্রাফট,
৭। প্লাস্টিক প্রসেসিং,
৮। প্লাস্টিক প্রসেসিং (কাষ্টমাইজ),
৯। মেশিন শপ,
প্রশিক্ষনের সম্ভাব্য সময়কাল :
৮ম ব্যাচ, ০১ এপ্রিল থেকে ২৯ জুন ২০২৩, প্রশিক্ষনের মেয়াদকাল ৯০ দিন।
প্রতিট্রেডে আসন সংখ্যা : ৩০ জন।
প্রশিক্ষন কেন্দ্রের ঠিকানা :
১। প্রকল্প পরিচালকের কার্যালয় ও বিটাক ঢাকা আঞ্চলিক কার্যালয়
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)
১১৬ (খ) , তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
মোবাইল : ০১৬২১-২৩৭৯৩৯
২। চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়
সাগরিকা রোড, পাহাড়তলী, চট্টগ্রাম-৪২১৯
মোবাইল : ০১৮২৪-৪০৮২২৮
৩। খুলনা আঞ্চলিক কার্যালয়
প্লট নং : আর ১-৪, শিরোমনি শিল্প এলাকা
ডাকঘর : শিরোমনি, খুলনা-৯২০৪,
মোবাইল : ০১৭৩২-৭৭৯০৮০
৪। বগুড়া আঞ্চলিক কার্যালয়
শান্তাহার রোড, কারবালা, নিশিন্দারা
বগুড়া-৫৮০০,
মোবাইল : ০১৭৫৫-৪৪৪৮০৬৩
৫। চাঁদপুর আঞ্চলিক কার্যালয়
কুমিল্লা রোড, জিপিও বক্স নং-১০
ষোলঘোর, চাঁদপুর-৩৬০০
মোবাইল : ০১৯৩৬-৭৯১৫৫০
শিক্ষাগত যোগ্যতা :
নূন্যতম জেএসসি/ সমমান
আবেদনের নিয়ম :
১। আবেদনপত্র বিটাকের www.bitac.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরন করতে হবে। অথবা উপরে উল্লেখিত যে কোন অফিস থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
২। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, জন্ম নিবন্ধন সনদ / জাতীয় পরিচয়পত্র, ১ কপি ছবি -সত্যায়িত করে বরাবর, প্রকল্প পরিচালক, সেপা ফেজ-২ প্রকল্প, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ১১৬ (খ) , তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ -এই ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়া যাবে।
৩। চুড়ান্ত মনোনীত প্রার্থীকে চিঠি, মোবাইল এসএমএস ও টেলিফোনের মাধ্যমে অবহিত করা হবে।
৪। ভর্তির সময় প্রার্থীর দুই কপি এবং বৈধ অভিভাবকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে।
যাদেরকে বিশেষ বিবেচনা করা হয়:
ক) সমাজের অসহায়, হতদরিদ্র ও মেধাবী যুবক ও যুব নারী (১৮ থেকে ৩০ বছর),
খ) বিধবা তালাকপ্রাপ্ত মহিলা
গ) যাহারা চাকুরি করতে ইচ্ছুক
প্রশিক্ষনের সুযোগ -সুবিধা
১। প্রশিক্ষন ব্যয়, থাকা খাওয়া, যাতায়াত ভাতা ইত্যাদি সরকার কর্তৃক বহন করা হবে।
২। প্রশিক্ষন শেষে শিল্প কারখানায় চাকুরির সুযোগ রয়েছে।
৩। আবাসন ব্যবস্থা সবার জন্য বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তি : বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন
আবেদন ফরম : আবেদন ফরম ডাউনলোড