আজ আমাদের আলোচনা থাকছে বাংলাদেশ রেলওয়ের খালাসী পদের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। আপনাদের জন্য সামান্য দিক নির্দেশনা ও সাজেশান দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষা, ভর্তি, প্রশিক্ষণ এবং সকল চাকুরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট আপনাকে প্রতিনিয়ত ভিজিট করার অনুরোধ করছি।
পরীক্ষার ধরণ : বাংলাদেশ রেলওয়ের খালাসী পদের পরীক্ষা হলে ২ ধাপে। প্রথমে ৭০ নম্বরের লিখিত পরীক্ষা যার সময় থাকবে ৬০ মিনিট। সর্বনিম্ন পাশ নম্বর হবে ৩৫।
প্রশ্নপত্রের মধ্যে বাংলায় ২০, ইংরেজিতে ২০, গনিতে ১৫ এবং সাধারণ জ্ঞানের উপর ১৫ টি প্রশ্ন থাকবে। মোট ৭০ নম্বরের পরীক্ষা হবে।
লিখিত পরীক্ষায় পাশ করতে পারলে সেই সব প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার নম্বর হবে ৩০.
বিষয় ভিত্তিক সাজেশন ও পরামর্শ
বাংলা :
সাহিত্য ও ব্যকরন অংশ হতে প্রশ্ন আসবে। এ ধরনের প্রশ্নের জন্য আপনারা বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান ব্যাখ্যা সহ পড়তে পারেন। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক গল।প, উপন্যাস ও নাটক থেকেও প্রশ্ন আসতে পারে। ব্যকরণ অংশ থেকে এককথায় প্রকাশ, বাগধারা, কারক-বিভক্তি, শুদ্ধ বানান, সমাস এগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে।
ইংরেজি :
ইংরেজিতে সাধারনতো গ্রামার থেকে প্রশ্ন আসতে পারে। যেমন : Changing Sentence, Synonym & Antonym, Narration, Voice change, Right form of verbs, translation, Tag Questions, Article, Tense, Number, Parts of Speech.
গনিত :
গনিতের MCQ টাইপের জন্য সাধারনত পাটিগনিত থেকে প্রশ্ন আসার সম্ভবনাই বেশি। যদি লিখিত পরীক্ষা হয় তাহলে বীজগনিত থেকেও প্রশ্ন আসতে পারে। পাটিগনিতের প্রস্তুতির জন্য সাধারনত ৫ম শ্রেনি থেকে ৮ম শ্রেনি পর্যন্ত গনিতে বইয়ের জোর-বিজোড়, মৌলিক সংখ্যা, বর্গ ও বর্গমূল, পরিমাপ ও একক, লসাগু-গসাগু, গড়, অনুপাত, ঐকিক নিয়ম, শতকরা, লাভ-ক্ষতি এবং বীজগনিতের জন্য বীজগনিতীয় সূত্রবলীর প্রয়োগ এ অধ্যায় গুলো একটু ভালভাবে পড়লেই প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা আছে।
সাধারণ জ্ঞান :
সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ন টপিক হল – বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সংক্রান্ত, ভাষা আন্দোলন, বিজ্ঞানের সাধারন বিষয়াবলী, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ভৌগলিক পরিচিতি, সংস্কৃতি, অর্থনীতি। বিগত বছরের সাধারন জ্ঞানের প্রশ্ন সমাধানগুলো দেখতে হবে।
সর্বোপরি ৩য় ও ৪র্থ শ্রেনি নিয়োগ পরীক্ষা যেমন অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, অফিস সহকারি, অফিস সহকারী কাম কম্পিউটার , আয়া, মালি, ড্রাইভার পদের জন্য বিগত বছরের আসা প্রশ্ন গুলোর সমাধান পড়তে পারলে খুবই সহায়ক হবে। ইন্টারনেটে এর জন্য অসংখ্য সমাধান আছে। আপনারা গুগলে সার্চ করে এগুলো দেখতে পারেন। সবশেষে সবার সাফল্য কামনা করে শেষ করছি। আল্লহ হাফেজ।