ফ্রি ডাইভিং প্রশিক্ষণ (হালকা, মধ্যম ও ভারী)বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। BKTTC Free Driving training 2023
দেশে ও বিদেশে শিক্ষিত ও দক্ষ পেশাদার ড্রাইভারের চাহিদা পূরণের লক্ষ্যে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়নাধীন “দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষন প্রদান” শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর (বিএমইটি) অধীনস্ত বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, ঢাকা এর এপ্রিল -জুন ২০২৩ সেশনে তিন মাস মেয়াদি হালকা, মধ্যম ও ভারী ড্রাইভিং লাইসেন্স প্রদানের লক্ষ্যে “ড্রাইভিং উইথ অটোমেকানিক্স” কোর্সে ভর্তি চলছে।
ভর্তির তথ্য :
১। বয়স : ২১ থেকে ৪৫ বছল হতে হবে।
২। শিক্ষাগত যোগ্যতা নূন্যতম জেএসসি বা ৮ম শ্রেনি পাশ
৩। জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
৪। মহিলা, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠি অগ্রাধিকার পাবে।
৫। স্বাস্থ্য ও দৃষ্ঠিশক্তি ভাল থাকতে হবে এবং কালারব্লাইন্ডদের আবেদন করার প্রয়োজন নেই।
৬। কোর্স ফি : সম্পূর্ন ফ্রি
৭। বিআরটিএ কর্তৃক চুড়ান্ত লাইসেসিং পরীক্ষায় উত্তীর্ণদের লাইসেন্স প্রদান করা হবে।
৮। মটর সাইকেল লাইসেন্স প্রদান করা হবে না।
৯। আবেদন ফরমে সকাল বা বিকাল উল্লেখ করতে হবে এবং মোবাইল নম্বর দিতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ :
১। ফরম বিতরণ ও জমা : ১৮/০২/২০২৩ থেকে ২১/০৩/২০২৩ ইং তারিখি পর্যন্ত।
২। ভর্তি পরীক্ষা : ২২/০৩/২০২৩ ইং
৩। ফলাফল : ২৩/০৩/২০২৩ ইং
৪। ভর্তি ও ক্লাশ শুরু : ০২/০৪/২০২৩ ইং
আবেদনের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে :
১। সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
২। NID এর ফটোকপি
৩। ফরম ক্রয়ের রশিদের ফটোকপি
৪। মধ্যম ড্রাইভিং এর জন্য হালকা লাইসেন্স এবং ভারী ড্রাইভিংয়ের জন্য মধ্যম লাইসেন্সের ফটোকপি
৫। শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্রের ফটোকপি
বিজ্ঞপ্তি : বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন