SEIP প্রকল্পের অধীনে বিনামূল্যে প্রশিক্ষণ-২০২২
SEIP প্রকল্পের অধীনে একটি ফ্রি প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। মূলত বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রনালয়, অধিদপ্তর বা বিভাগ থেকে এই ফ্রি প্রশিক্ষন কোর্সে অর্থায়ন করা হয়ে থাকে। এবং দূর্বল জনগোষ্ঠিকে প্রশিক্ষনের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এই প্রশিক্ষণ। এ প্রশিক্ষনে মহিলা, দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠিকে অগ্রাধিকার দেওয়া হবে।
যে যে বিষয়ের উপর প্রশিক্ষণ চলবে-
১. গ্রাফিক্স ডিজাইন– মেয়াদকাল-৪ মাস-শিক্ষাগত যোগ্যতা- এসএসসি/সমমান
২. ওয়েব ডিজাইন – মেয়াদকাল-৪ মাস-শিক্ষাগত যোগ্যতা- এসএসসি/সমমান
৩. মিড লেভেল ম্যানেজমেন্ট – মেয়াদকাল-৪ মাস-শিক্ষাগত যোগ্যতা- এইচএসসি/সমমান
৪. কোয়ালিটি কেন্ট্রাল ম্যানেজমেন্ট– মেয়াদকাল-৪ মাস-শিক্ষাগত যোগ্যতা- এইচএসসি/সমমান
৫. মেশিন সপ প্রাকটিস – মেয়াদকাল-৪ মাস-শিক্ষাগত যোগ্যতা- জেএসসি/সমমান
৬. রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং – মেয়াদকাল-৪ মাস-শিক্ষাগত যোগ্যতা- জেএসসি/সমমান
আবেদনের নিয়ম :
১। আবেদনকারীর বয়স : ১৫-৪৫ বছর
২। ফর্ম বিতরন শুরু : ০৩-০৪-২০২২ ইং তারিখ।
৩। ফর্ম জামার শেষ তারিখ : ২৬-০৪-২০২২ ইং তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত।
৪। ভর্তি পরীক্ষা : ২৭-০৪-২০২২ ইং তারিখ।
৫। ভর্তি : ৮/৯-০৫-২০২২ ইং তারিখ।
৬। ক্লাশ শুরু : ০৮-০৫-২০২২ ইং
৭। ক্লাশের সময় : ২.১৫ টা থেকে সন্ধ্যা ৬.১৫ টা পর্যন্ত।
৮। প্রয়োজনীয় কাগজপত্র : ক) ২ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি।
খ) পিতা এবং মাতা/ অভিভাবকের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
গ) জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধনের ফটোকপি।
ঘ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
ঙ) আবেদনপত্রে মোবাইল নম্বর অবশ্যই লিখতে হবে।
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা :
বাংলাদেশ – কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
মিরপুর রোড, দারুস সালাম, ঢাকা।
অফিসিয়াল বিজ্ঞপ্তি : বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন
বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে :