ইনস্টাগ্রাম তৈরির পর থেকে তার ব্যবহার ক্রমশ বাড়ছে। প্রতি মাসে ইনস্টাগ্রামের ৮০০ মিলিয়ন ইউজার রয়েছে। এছাড়া প্রতিদিন ৬০ মিলিয়নের ওপর ছবি এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়।
তাই এই প্ল্যাটফর্মে আপনাকে বা আপনার ব্র্যান্ডটিকে একজন ইনফ্লুয়েনসার হিসাবে তুলে ধরার জন্য সঠিক পরিকল্পনার প্রয়োজন। এখানে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের (Instagram Marketing) ব্যাপারে সেরা ১০টি বিষয় নিয়ে আলোচনা করা হল।
১) নিজের প্রোফাইল বিজনেস প্রোফাইলে বদলান
ইনস্টাগ্রামে আপনার ব্যক্তিগত প্রোফাইলটিকে বিজনেস প্রোফাইলে বদলে ফেলুন। সেটিংসে গেলেই আপনি সেই অপশন পেয়ে যাবেন। বিজনেস প্রোফাইল আপনাকে বিজ্ঞাপন তৈরির জায়গা দেবে।
এছাড়া অ্যালালিটিক টুল, ইনসাইট, ইমপ্রেশন এগুলির ওপরও নজর রাখতে পারবেন
২) ফ্রি ইনস্টাগ্রাম (Instagram Marketing) টুল ব্যবহার করুন
বিজনেস প্রোফাইলে আপনি বিনামূল্যে এমন অনেক টুল পাবেন যা এককথায় আপনার কাজকে সাহায্য করবে। ইনসাইটের মাধ্যমে আপনি আপনার প্রোফাইলের ইমপ্রেশন, এনগেজমেন্ট সংক্রান্ত তথ্য পাবেন।
এছাড়া ইউজারদের বয়স সংক্রান্ত তথ্য, লোকেশন, অনলাইন থাকার সময়ও জানা যাবে।
৩) প্রোডাক্ট তৈরির পর তার টিজার পোস্ট করুন
আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে কোনও জিনিস বিক্রি করতে চাইলে তার একটি টিজার তৈরি করে পোস্ট করুন। সেটির দাম, ফিচার, ছাড়, কাজ ইত্যাদি একাধিক তথ্য দিয়ে ছোটো ভিডিওর আকারে পোস্ট করুন।
ভিডিওর শেষে ডাউনলোড অ্যাপ বা জিনিস কিনুন এরকম শব্দ ব্যবহার করে আপনার মূল ওয়েবসাইটের সঙ্গে হাইপারলিঙ্ক করে দিতে পারেন।
৪) স্পনসরড বিজ্ঞাপন তৈরি করুন
এটি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ইনস্টাগ্রামে অর্থ ব্যয় করে স্পনসরড বিজ্ঞাপন তৈরি করলে সেটি যে শুধু আপনার ফলোয়ারদের কাছেই পৌঁছাবে তা নয়, আপনার লক্ষ্যমাত্রার সমস্ত ইউজারদের কাছেই সেটি পৌঁছে যাবে।
তবে এক্ষেত্রে বিজ্ঞাপনের কনটেন্টককে আকর্ষণীয় হতে হবে। স্পনসরড বিজ্ঞাপন ছবি, ভিডিও, কারোউসেল/ ডায়ানামিক বিজ্ঞাপন, গল্প, গল্প ক্যানভাস, ইনস্টাগ্রাম গল্প বিভিন্ন রকমের হতে পারে। (Instagram Marketing)
৫) ইনস্টাগ্রাম গল্প বা ইনস্টাগ্রাম স্টোরি
এটি ইনস্টাগ্রামের একটি আলাদা বিভাগ। এখানে আপনি বিজ্ঞাপন, প্রোডাক্টের ছবি, ভিডিও, লাইভ ভিডিও, স্টিকার বা আগামী দিনের প্ল্যানিং টেক্সটের আকারে পোস্ট করতে পারেন। এক্ষেত্রে গতানুগতিক নিয়ম না মানলেও চলবে।
এই পোস্ট ২৪ ঘণ্টার জন্য থাকে।