• হোম
  • শিক্ষা
  • পাঠ্য বই
  • চাকরির খবর
  • ভর্তি তথ্য
  • সাধারণ জ্ঞান
  • প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
  • ফ্রিল্যান্সিং
  • বিনোদন
  • লাইব্রেরি
Mahbub Shajal
Education-Job News-Technology
Home » Mother language day
Tag:

Mother language day

এডুকেশন

শোক দিবসে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের নিয়ম

by মাহবুব সজল February 20, 2023
written by মাহবুব সজল

মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা  উত্তোলন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও পতাকার মাপ নিয়ে অনেকেই অজান্তে ভুল করেন। বিভিন্ন দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও পতাকার নির্দিষ্ট মাপ রয়েছে। ‘জাতীয় পতাকা বিধিমালা’য় জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলনের নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী দিবসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে। এদিন ভাষা শহীদদের স্মরণে সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

পতাকা অর্ধনমিত রাখার সময় মনে রাখতে হবে অর্ধনমিত অবস্থায় উত্তোলনের প্রাক্কালে পতাকাটি পুরোপুরি উত্তোলন করে অর্ধনমিত অবস্থানে আনতে হবে এবং নামানোর প্রাক্কালে পতাকাটি শীর্ষে উত্তোলন করে নামাতে হবে।

আমরা অনেকেই অর্ধনমিত রাখা বলতে বুঝি পতাকা দন্ডের অর্ধেক/মাঝামাঝি পরিমাণ নিচে বেঁধে রাখা। যা একেবারেই ঠিক না। আমাদের সবারই সঠিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান জেনে রাখা উচিত।

রাতে জাতীয় পতাকা উত্তোলিত বা অর্ধনমিত রাখা যাবে না। পরদিন প্রয়োজনে আবার একইভাবে পতাকা উত্তোলন করতে হবে। শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন বা অর্ধনমিত করার সময় জাতীয় সংগীত পরিবেশন করা যাবে না। জাতীয় শোক দিবসে কালো পতাকা পূর্ণ উত্তোলিত রাখতে হবে।

সেক্ষেত্রে জাতীয় পতাকা ও কালো পতাকা পাশাপাশি থাকলে কোনোভাবেই কালো পতাকা জাতীয় পতাকার উর্ধ্বে বা সমউচ্চতায় রাখা যাবে না। কালো পতাকা অবশ্যই জাতীয় পতাকার চেয়ে নিচে রাখতে হবে। সেজন্য কালো পতাকার দন্ডটি জাতীয় পতাকার দন্ডের চেয়ে ততটুকু খাটো রাখতে হবে যাতে জাতীয় পতাকা অর্ধনমিত হলেও কালো পতাকা নিচে থাকে।

দু’টি পতাকা দন্ড পাশাপাশি স্থাপিত হলে জাতীয় পতাকার দন্ডটি (উঁচু দন্ডটি) ডান পাশে রাখতে হবে। অর্থাৎ জাতীয় পতাকার দিকে মুখ করে দাঁড়ালে ডানদিকে জাতীয় পতাকার দন্ডটি স্থাপিত করতে হবে। দুইয়ের অধিক পতাকা দন্ড পাশাপাশি স্থাপন করা হলে জাতীয় পতাকার উঁচু দন্ডটি মাঝে স্থাপন করতে হবে। সকল পতাকাদন্ড অবশ্যই সোজাভাবে দন্ডায়মান রাখতে হবে। কালো পতাকাটি জাতীয় পতাকার চেয়ে ছোট হতে হবে। পাশাপাশি উত্তোলিত কোন পতাকাই জাতীয় পতাকার চেয়ে বড় রাখা যাবে না।

১৯৭২ সালে প্রণীত (২০১০ সালে সংশোধিত) ‘জাতীয় পতাকা বিধিমালা’য় জাতীয় পতাকা যথাযথভাবে ব্যবহারের বিষয়ে নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা মেনে চলা প্রতিটি নাগরিকের অবশ্য কর্তব্য।

জাতীয় পতাকা অর্ধনমিত করা মানে পতাকা দন্ডের অর্ধেক/মাঝামাঝি পরিমাণ নিচে নামানো নয়। বরং পতাকার প্রস্থের সমপরিমান নিচে নামানো। তা সে পতাকা দন্ডটি যতই লম্বা হোক বা খাটো হোক। পতাকা দন্ডের মাপের সঙ্গে পতাকা অর্ধনমিত করার মাপের কোনো সম্পর্ক নেই। অর্ধনমিত করার মাপ নির্ভর করবে পতাকার প্রস্থের মাপের উপর।

অর্থাৎ যদি পতাকাটির প্রস্থের মাপ ৬ ফুট হয় তো ৬ ফুট নিচে নামিয়ে বাঁধতে হবে। পতাকাটির প্রস্থের মাপ যদি ৩ ফুট হয় তো ৩ ফুট নিচে নামিয়ে রাখতে হবে  এবং পতাকাটির প্রস্থ যদি দেড় ফুট হয় তো দেড় ফুট নিচে নামিয়ে রাখতে হবে। পতাকাটি নির্ধারিত দড়িতে বেঁধে প্রথমে দন্ডের চূড়া পর্যন্ত তুলে তারপর নিয়মানুসারে মাপ মতো নামাতে হবে।

সকালে সূর্যোদয়ের পর মূহুর্তেই জাতীয় পতাকাটি ধীরে ধীরে পূর্ণ উত্তোলন করে ৩০ সেকেন্ড রেখে স্যালুট দিতে হবে। স্যালুট শেষ হলেই ধীরে ধীরে মাপ মতো (পতাকাটির প্রস্থের সমপরিমান) নিচে নামিয়ে বাঁধতে হবে। এটিই জাতীয় পতাকার অর্ধনমিতকরণ। এই অর্ধনমিত অবস্থায় পতাকাটি রাখতে হবে সারাদিন। এরপর বিকেলে সূর্যাস্তের পূর্ব মূহুর্তে পতাকাটি পুনরায় পূর্ণ উত্তোলন করে ৩০ সেকেণ্ড রেখে ধীরে ধীরে সম্পূর্ণ নামিয়ে ফেলতে হবে।

১৯৭২ সালে প্রণীত (২০১০ সালে সংশোধিত) ‘জাতীয় পতাকা বিধিমালা’য় জাতীয় পতাকা যথাযথভাবে ব্যবহারের বিষয়ে নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা মেনে চলা প্রতিটি নাগরিকের অবশ্য কর্তব্য।

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৪(১) অনুযায়ী ‘প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হচ্ছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। ’

অন্যদিকে পতাকা বিধিতে বলা হয়েছে, পতাকার রং হবে গাঢ় সবুজ এবং সবুজের ভিতরে একটি লালবৃত্ত থাকবে।

জাতীয় পতাকার মাপ হবে ১০x৬ ইঞ্চি দৈর্ঘ্য ও প্রস্থের আয়তাকার ক্ষেত্রের গাঢ় সবুজ রঙের মাঝে লালবৃত্ত। বৃত্তটি দৈর্ঘ্যরে এক-পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে।

ভবনের আয়তন অনুযায়ী পতাকা ব্যবহারের তিন ধরনের মাপ হচ্ছে ১০x৬, ৫x৩ এবং ২.৫x১.৫।

 

 

February 20, 2023 0 comments
1 FacebookTwitterPinterestEmail
  • Facebook
  • Linkedin
  • Youtube

@2025 - All Right Reserved. Designed and Developed by WebRoo IT


Back To Top
Mahbub Shajal
  • হোম
  • শিক্ষা
  • পাঠ্য বই
  • চাকরির খবর
  • ভর্তি তথ্য
  • সাধারণ জ্ঞান
  • প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
  • ফ্রিল্যান্সিং
  • বিনোদন
  • লাইব্রেরি