বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
বেসিক ট্রেড শিক্ষাক্রম
বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (তিনমাস/ছয়মাস) মেয়াদি তাত্ত্বিক পরীক্ষা-২০২১
জানু-জুন ও এপ্রিল-জুন এবং জুলাই- ডিসেম্বর ২০২১ সেশন।
বিষয়: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
(বিষয় কোড: ৭৬, পরীক্ষার তারিখ : ০৭/০১/২০২২ )
সময়: ১ঘন্টা, পূর্নমান-৬০
অতি সংক্ষেপে উত্তর দাও:
১। অপারেটিং সিস্টেম বলতে কী বুঝায় ?
উত্তর: অপারেটিং সিস্টেম হলো কিছু প্রোগ্রামের সমষ্টি যা কোন কম্পিউটার সিষ্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রন, পর্যবেক্ষন ও তত্বাবধান করে।
২। ৪টি Output Device এর নাম লিখ।
উত্তর: প্রিন্টার, মনিটর, স্পিকার, প্রজেক্টর।
৩। BIOS কী?
উত্তর: BIOS-Basic input/output system. এটি মূলত ROM-এ সংরক্ষিত একটি প্রোগ্রাম।
৪। CMOS –এর পূর্নরূপ কী?
উত্তর: CMOS –Complementary Metal-Oxide-Semiconductor.
৫। LED কী?
উওর:LED এর পূর্নরুপ হলো Light Emitting Diode.
৬। অ্যাবাকাস কী?
উ:অ্যাবাকাস একটি সংখা ভিত্তিক গণনা যন্ত্র । যাতে একটি কাঠের ফ্রেমের বসানো তারে লাগানো গুটি উপরে নিচে সরিয়ে গণনা করা হয়।
৭। পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয় ?
উত্তর: ব্যবহারকারীর তথ্য, উপাত্ত ও সফটওয়ারের সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহার করা হয়।
৮। সিস্টেম ইউনিট এর প্রধান ২ টি ইউনিট (অংশ)এর নাম লিখ।
উত্তর: মাদারবোর্ড ও প্রসেসর।
৯। OMR কী?
উত্তর: Optical Mark recognition/reader এর সংক্ষিপ্ত রূপ হল OMR. এটি একটি ইনপুট ডিভাইস।
১০। এক জিবি সমান কত মেগাবাইট?
উত্তর:1GB=1024 MB
১১। SATA ও PATA হার্ডডিস্ক এর মধ্যে পার্থক্য কী?
উত্তর: SATA- ১. ডাটা ক্যাবলের সংযোগে ৭ টি পিন রয়েছে।
২. ডাটা ট্রানসফার স্পীড দ্রুত।
PATA- ১. ডাটা ক্যাবলের সংযোগে ৪০ টি পিন রয়েছে।
২. ডাটা ট্রানসফার স্পীড অপেক্ষাকৃত ধীর।
১২। Printer এর কাজ কী ?
উত্তর: প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের কাজকে হার্ড কপি হিসাবে বের করার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
১৩। Antivirus- সফটওয়ারের কাজ কি?
উত্তর: Virus একটি ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটারের প্রোগ্রামকে ক্ষতিকারক ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য Antivirus- সফটওয়ার ব্যবহার করা হয়।
সঠিক শব্দ দিয়ে শুন্যস্থান পূরণ কর।
১৪। মনিটর একটি আউটপুট ডিভাইস।
১৫। Database হচ্ছে তথ্য বা উপাত্তের সমাবেশ।
১৬। Footer দিয়ে পৃষ্ঠার নিচের অংশে কোন কিছু লেখা যায়।
১৭। MS Access এ দশ ধরনের ডাটা input করা যায়।
১৮। সহজে গননা করা যায় MS-Excel প্রোগ্রামের মাধ্যমে।
১৯। Excel এর Worksheet এ রো সংখ্যা ১০৪৮৫৭৬ টি ।
২০। রো কলামকে Freeze করা যায় Freeze Panes Program এর মাধ্যমে।
২১। WWW এর পূর্ণরূপ হচ্ছে World Wide Web.
২২। F5 Press করা হয় Computer Refresh করার জন্য।
২৩। Alt+F4 press করে Computer বন্ধ করা যায়।
২৪। CD Rom এর আরেক নাম CD Drive.
২৫। ইংরেজি Binary Digit কে সংক্ষেপে বিট বলে।
২৬। স্ক্যানার একটি ইনপুট ডিভাইস।
বাক্যটি সত্য হলে “স” এবং “মিথ্যা” হলে মি লিখ।
২৭। এমএস এক্সেস একটি রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। “স”
২৮। কম্পিউটার ভাইরাস এক ধরণের জীবানু। “মি”
২৯। Folder এর ভিতর File ও Folder উভয় থাকতে পারে।“স”
৩০। Windows-10 একটি Application Software. “মি”
৩১। MS Excel Program –এ Formula Bar থাকে। “স”
৩২। Pen Drive কে Optical Drive বলা হয়। “মি”
৩৩। হার্ড ডিস্ক একটি Processing Device. “মি”
৩৪। Computer এর প্রকিৃয়াকরণ অংশ হল মাদারবোর্ড। “মি”
৩৫। Power Point এর Slide গুলোকে প্রিন্ট করা যায় না। “মি”
৩৬। Access File কে প্রিন্ট করার আগে Report করতে হয়। “স”
৩৭। Binary একটি নম্বর পদ্ধতি। “স”
৩৮। Ram Computer এর একটি পেরিফেরাল যন্ত্র। “মি”
সঠিক উত্তরটি লিখ।
৩৯। নিচের কোনটি CPU এর অংশ নয়।
(ক) ALU (খ) Mouse
(গ) ROM (ঘ) CU
৪০। ROM একটি ….
(ক) সেকেন্ডারী মেমোরি (খ) স্থায়ী মেমোরী
(গ) অস্থায়ী মেমোরি (ঘ) ফ্লাস মেমোরি
৪১। Copy এর কী-বোর্ড কমান্ট ?
(ক) ctrl+z (খ) ctrl+v
(গ) ctrl+c
(ঘ) ctrl+p
৪২। কোনটি Spread Sheet প্রোগ্রাম ?
(ক) Word perfect (খ) MS-Excel
(গ) MS-Access (ঘ) Photo Shop
৪৩। Print করার কী বোর্ড কমান্ড…..
(ক) ctrl+c (খ) ctrl+p
(গ) ctrl+n (ঘ) ctrl+v
৪৪। কোনটি Presentation Software ?
(ক) MS Word (খ) Lotus
(গ) MS Powerpoint (ঘ) MS access
৪৫। DOS একটি ……
(ক) Application Software (খ) Operating System
(গ) Printing Software (ঘ) Utility Software
৪৬। Calculator Software কোথায় থাকে ?
(ক) Taskbar and Start Menu (খ) Format Menu
(গ) Taskbar (ঘ) My document
৪৭। Recycle bin থাকে ?
(ক) Insert Menu (খ) Taskbar
(গ) Desktop (ঘ) My Document
৪৮। নিচের কোনটি ROM এর বৈশিষ্ঠ্য ?
(ক) Read Only Memory (খ) শুধুমাত্র Data পড়া যায়
(গ) বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায় (ঘ) নির্মানের সময় ডাটা লিখা যায়
৪৯। গাটার হল-
(ক) পৃষ্ঠার উপরের অংশের টাইটেল (খ) পৃষ্ঠার নিচের অংশের টাইটেল
(গ) মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা (ঘ) পৃষ্ঠার মাঝের অংশ
৫০। 〖(111001)〗_2 এর Hexa-Decimal এ প্রকাশ।
(ক) E1 (খ) 39
(গ) 3B (ঘ) 93
Answer the following questions in English.
৫১। Where do you live in ?
Ans. I live in ……………………
৫২। How old are you ?
Ans. I am …………….. years old.
৫৩। What is your aim in life ?
Ans. My aim in life to be a ………………
Translate into English.
৫৪। আমার মা একজন গৃহিনী।
Ans. My mother is a housewife.
৫৫। বাদশাহ গতকাল বাড়ি গেল।
Ans. Badsah went home yesterday.
৫৬। ঢাকা বাংলাদেশের রাজধানী।
Ans. Dhaka is the capital of Bangladesh.
৫৭। সে গত বৃহস্পতিবার হতে জ্বরে ভুগছে।
Ans. He has been suffering from fever since last Thursday.
Choose and fill in the gaps with correct word/ words in brackets.
৫৮। He is ………… best boy in the class (a/an/the)
Ans. the
৫৯। Has she ………… milk. (drink/drank/drunk)
Ans. drunk
৬০। Raju and Nazu …………. playing football. (am/is/are)
Ans. are.