বাংলাদেশ সুপ্রীম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি-2022
বাংলাদেশ সুপ্রীম কোর্ট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ৮ম শ্রেনি পাশে অনলাইনে আবেদন করা যাবে। দুটি পদে মোট ৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ সুপ্রীম কোর্ট। সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগের জন্য কিছু শর্তস্বাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।
Supreme court job circular 2022
ক্র: নং | পদের নাম | পদের সংখ্যা | বেতন স্কেল | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
১ | ড্রাইভার | ০১ | ৯৩০০/- থেকে ২২,৪৯০/- | ৮ম শ্রেনি পাশ এবং বৈধ লাইসেন্সধারী হতে হবে |
২ | নিরাপত্তা প্রহরী | ০৭ | ৮২৫০/- থেকে ২০০১০/- | ৮ম শ্রেনি/সমমান |
বয়স : ২২/১২/২০২২ ইং তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ২৫/০৩/২০২২ ইং তারিখে সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর থাকলেও উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য এ বয়সসীমা ৩২ বছর শিথিলযোগ্য।
আবেদন সংক্রান্ত তথ্য :
আবেদন শুরু হবে ০৪ ডিসেম্বর ২০২২ ইং তারিখ সকাল ১০:০০ এবং শেষ হবে ২২ ডিসেম্বর বিকাল ৪:০০ টায়।
অনলাইনে আবেদন :
http://supremecourt.teletalk.com.bd/ লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে। অনলাইনে পুরনকৃত তথ্যই যেহেতু সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদন সাবমিট করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হয়ে আবেদন পত্র সাবমিট করতে হবে।অনলাইনে ফরম পূরনের সময় প্রার্থী স্বাক্ষর ৩০০/৮০ পিক্সেল এবং ছবি ৩০০/৩০০ পিক্সেল ছবি স্ক্যান করে নির্দ্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদন সঠিক ভাবে সাবমিট করার পর প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষর সংযুক্ত একটি এপ্লিকেন্ট কপি পাবেন। উক্ত এপ্লিকেন্ট কপি প্রার্থী একটি রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষন করবেন এবং উক্ত ইউজার আইডি দিয়ে একটি প্রিপেইড টেলিটক মোবাইল থেকে ২ টি পৃথক মেসেজ করে আবেদন ফি ১১২ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে।
প্রথম SMS : HCD[space]User id লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে। এবং ২য় SMS : HCD[space]yes[space]pin লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে।
ফিরতি SMS এ একটি User id এবং Passward সম্বলিত একটি মেসেজ পাবেন। যা আপনাকে পরবর্তি প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে।