এসএসসি পরীক্ষা ২০২২ এর ফল পুন:নিরীক্ষণের নিয়মাবলি
আবেদন করার সময়: ২৯/১১/২০২২ থেকে ০৫/১২/২০২২
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুন:নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরন: ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং বাংলা প্রথম পত্রে আবেদন করতে চাইলে Message অপশনে RSC Dha 123456 101 লিখে send করুন 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন ব্যবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর ) লিখে Send করুন 16222নম্বরে।
উল্লেখ্য পুন:নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড গুলো আলাদা করে লিখতে হবে। যেমন, বাংলা ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> Dha <Space> Roll Number <Space> 101,102,107,108 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।
বি:দ্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়/বিজ্ঞান , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ধর্ম ও নৈতিক শিক্ষা- এই বিষয় সমূহের ক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই।
দাখিল পরীক্ষা ২০২২ এর ফল পুন:নিরীক্ষণের নিয়মাবলি
আবেদন করার সময়: ২৯/১১/২০২২ থেকে ০৫/১২/২০২২
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুন:নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (MAD) <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরন: মাদ্রাসা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং কুরআন মাজিদ ও তাজভিদ এবং ইসলামের ইতিহাস পত্রে আবেদন করতে চাইলে Message অপশনে RSC MAD 123456 101,109 লিখে send করুন 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন ব্যবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর ) লিখে Send করুন 16222নম্বরে।
বি:দ্র: যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র সেসকল বিষয়ে উত্তরপত্র পুন:নিরীক্ষনের আবেদন করা যাবে।
এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২২ এর ফল পুন:নিরীক্ষণের নিয়মাবলি
আবেদন করার সময়: ২৯/১১/২০২২ থেকে ০৫/১২/২০২২
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুন:নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরন: বাংলাদেশ কারিগরি কোন বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং সে (পদার্থ-২) ১৯২৫ বিষয়ে আবেদন করতে চাইলে Message অপশনে RSC Tec 123456 1925 লিখে send করুন 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন ব্যবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর ) লিখে Send করুন 16222নম্বরে।
উল্লেখ্য পুন:নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড গুলো আলাদা করে লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে।