রমজানে এক শিফটের হাইস্কুল ও কলেজের ক্লাস হবে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত। আর দুই শিফটের স্কুল-কলেজের ক্লাস হবে সকাল সাড়ে আটটা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত। এক শিফটের প্রতিষ্ঠান প্রতিদিন পাঁচটি ও দুই শিফটের প্রতিষ্ঠান প্রতি শিফটে চারটি ক্লাস নেবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ সময় সূচি অনুসারে স্ব স্ব রুটিন প্রণয়ন করে ক্লাস চলাবে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে স্কুল-কলেজগুলোকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এক শিফটের প্রতিষ্ঠান সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত ক্লাস নেবে। দুই শিফটের প্রতিষ্ঠান প্রভাতী শিফটে সকাল ৮.৩০ টা মিনিট থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত দিবা শিফটে ১১.৩০ টা থেকে ২. ১০ মিনিট পর্যন্ত ক্লাস চলবে।
আদেশে আরও বলা হয়েছে, দুই শিফটের জন্য প্রতি শিফটে প্রতিদিন চারটি ক্লাস ও এক শিফটের জন্য প্রতিদিন পাঁচটি ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্ব স্ব রুটিন প্রণয়ন করবে।
গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে ২৬ এপ্রিল বা ২৪ রমজান পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো শ্রেণির কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তি : বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন