ডোমেইন হোস্টিং কি ?

আজকে আমরা জানবো ডোমেইন হোস্টিং কি এবং এগুরোর কাজ কি।

প্রথমে আসি ডোমেইন কি ?

এটকি ওয়েবসাইট করার জন্য প্রথম কাজটি হলো একটি নাম সিলেক্ট করা। আর এই নামটিই হরো আপনার ডোমেইন। যেমন (facebook.com / sohojsomadhan.com) এগুরো এক একটি ডোমেইন। যে ঠিকানা দিয়ে অন্য মানুষ আপনার ওয়েবসাইটে আসতে পারবে সেটাই হলো আপনার ওয়েবসাইটের ডোমেইন। আবার আপনার ডোমেইনটি শুধুমাত্র যে .com হবে এমনটা নয়। ডোমেইন নাম অনেক ধরনের হয়ে থাকে। যেমন: .xyz / .info .net .org ইত্যাদি। নানারকমের ডোমেইন নাম পাওয়া যায় বর্তমানে। তবে .com  ডোমেইন সবচেয়ে বেশি পপুলার। ব্যাবসা ও সাধারন কোনো কাজে ব্যাবহারের জন্য .com ডোমেইন ব্যাবাহার করা হয় ।

*এখন আমরা জানবো হোস্টিং কি ?

একটি ওয়েবসাইট করতে হলে আপনার ডোমেইন এর পাশাপাশি হোস্টিং এর ও দরকার হবে। হোস্টিং হলো একটি কম্পিউটার যেখানে আপনার ওয়েবসাইটের সকল তথ্য,ফাইলস থাকবে। আপনি যদি আপনার ফাইল গুলো আপনার কম্পিউটারে রাখতে চান তাইলে আপনার কম্পিউটার ২৪ ঘন্টা,৩৬৫ দিন সব সময় অন রাখতে হবে ইন্টারনেট কানেকশন যুক্ত। তখন আপনার PC চালু থাকলেই শুধু ভিজিটররা আপনার আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে।

এক কথায় মুলত হোস্টিং হলো একটি ভার্চুয়াল কম্পিউটার। যেখানে আপনার ওয়েবসাইটের সকল ফাইলসমূহ থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top