জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪,

জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা ২০২৪

by মাহবুব সজল

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪।।জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা ২০২৪,

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪

দেশের প্রতিটি মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেনি-শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগনের স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে সরকার প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ কর্মসুচি গ্রহন করে আসছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০২৪ এর প্রতিযোগীতার সময়সূচি

 

ক্রমি নং পর্যায় সম্ভাব্য প্রতিযোগিতার সময়সুচি
০১ শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২১/০৩/২০২৪ থেকে ২২/০৩/২০২৪
০২ উপজেলা ঢাকা/মহনগরীসহ ২৫টি থানা পর্যায়ে ২২/০৪/২০২৪ থেকে ২৩/০৪/২০২৪
০৩ জেলা পর্যায়ে ২৮/০৪/২০২৪ থেকে ২৯/০৪/২০২৪
০৪ বিভাগ ঢাকা মহানগর পর্যায়ে ০৬/০৫/২০২৪ থেকে ০৭/০৫/২০২৪
০৫ জাতীয় পর্যায়ে ১৪/০৫/২০২৪ থেকে ১৫/০৫/২০২৪

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা২০২৪

অধিক্ষেত্র : শিক্ষা মন্ত্রনালয়ের অধিক্ষেত্রভূক্ত মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় জাতীয় সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিম্নে বর্নিত ইভেন্টে প্রতিটি ক্ষেত্রে যোগ্য, মেধাবী ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে এমন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও শ্রেনি শিক্ষক এবং শিক্ষার্থীগন কে নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে নির্বাচনের মাধ্যমে পুরষ্কার প্রদান করা হবে।

ইভেন্টসমূহ :

১। কেরাত,

২। হামদ/নাত

৩। বাংলা রচনা প্রতিযোগিতা (বিষয় অনির্ধারিত, বিচারক তাৎক্ষনিক নির্ধারণ করবেন) সময় ৩০মিনিট।

৪। ইরেজি রচনা প্রতিযোগিতা (৬ষ্ঠ থেকে ৮ম এবং ৯ম ও ১০ম শ্রেনি, বিষয় অনির্ধারিত), ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা (১১শ থেকে ১২শ এবং ১৩শ থেকে ১৭ শ্রেনি)।

৫। বাংলা কবিতা আবৃতি (স্বরচিত/নির্বাচিত)

৬। বিতর্ক প্রতিযোগিতা (একক)

৭। দেশাত্মবোধক গান

৮। রবীন্দ্র সংগীত

৯। নজরুল সংগীত

১০। উচ্চাঙ্গ সংগীত

১১। লোকসংগীত (ভাওয়াইয়া, ভাটিয়ালী, পল্লীগীতি, লালনগীতি)

১২। জারীগান (দলভিত্তিক)

১৩। নির্ধারিত বক্তৃতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ

১৪। নৃত্য (উচ্চাঙ্গ)

১৫। লোক নৃত্য

১৬। তাৎক্ষনিক অভিনয়

গ্রুপ সমূহ :

 

ক্রমিক নং পর্যায় প্রতিযোগিতার গ্রুপ
০১ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনি বা সমপর্যায় গ্রুপ-ক
০২ ৯ম থেকে ১০ শ্রেনি বা সমপর্যায় গ্রুপ-খ
০৩ ১১শ থেকে ১২শ শ্রেনি বা সমপর্যায় গ্রুপ-গ
০৪ ১৩শ থেকে ১৭শ শ্রেনি বা সমপর্যায় গ্রুপ-ঘ

উপজেলা থেকে বিজয়ীরা জেলায়, জেলা পর্যায়ে বিজয়ীরা অঞ্চলে এবং অঞ্চল পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহন করবেন। শুধুমাত্র জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় উপরোক্ত ইভেন্টের প্রতিটি হতে ১ম,২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হবে।

প্রতিটি প্রতিষ্ঠান থেকে নিম্নোক্ত শ্রেনিতে  শিক্ষার্থী/শিক্ষক/গ্রুপ নির্বাচন করে উপজেলায় প্রেরণ করবেন। উপজেলা পর্যায়ের বিজয়ীরা অঞ্চলে এবং অঞ্চল পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহন করবেন।

প্রতিটি প্রতিষ্ঠান থেকে যে যে ক্যাটাগরিতে নির্বাচন করা যাবে

১। শ্রেষ্ঠ শিক্ষার্থী

২। শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক

৩। শ্রেষ্ঠ স্কাউট

৪। শ্রেষ্ঠ গার্লস গাইড

৫। শ্রেষ্ঠ রোভার

৬। শ্রেষ্ঠ রেঞ্জার

৭। শ্রেষ্ঠ বিএনসিসি

৮। শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ

৯। শ্রেষ্ঠ গার্ল গাউড গ্রুপ

১০। শ্রেষ্ঠ রোভার গ্রুপ

১১। শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ

১২। শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ

১৩। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক

১৪। শ্রেষ্ঠ গার্ল গাউড শিক্ষক

১৫। শ্রেষ্ঠ রোভার শিক্ষক

১৬। শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক

১৭। শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন কার্যক্রমে অংশগহনের জন্য প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য (জীববৃত্তান্ত ও প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য ) এবং প্রতিষ্ঠান থেকে সকল বিষয়ের প্রতিযোগিতা ও নির্বাচন সম্পন্ন করে বিজয়ী ও শ্রেষ্ঠদের তালিকা নির্ধারিত তারিখের মধ্যে স্ব স্ব এলাকার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে পৌছাতে হবে।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে প্রতিযোগীতার সময়সূচি

জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন নীতিমালা (সংশোধিত-২০২৪)

You may also like