জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি 2024

Japanese language training course 2024,

by মাহবুব সজল

জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (১২তম ব্যাচ)

 

☑️ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ২০২৪ শিক্ষাবর্ষের জন্য জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ( ১২ তম ব্যাচ ) প্রকাশ করেছে।

☑️ প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের জানুয়ারি – জুন/২০২৪ইং সেশনে ১২তম ব্যাচের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আগ্রহী প্রার্থীগণের নিকট হতে কেন্দ্রের নির্ধারিত ফরমে নিম্নবর্ণিত তথ্যাদি/শর্ত প্রতিপালন স্বাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

🟣 ভর্তি সংক্রান্ত তথ্যাদি/শর্তঃ

১। কোর্সের নাম : জাপানিজ ভাষা – N4 এবং N5 প্রশিক্ষণ দেয়া হবে।
২/কোর্সের মেয়াদঃ ৬ মাস
৩/প্রশিক্ষণের সময়কালঃ রবিবার হতে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত প্রতিদিন
৪/ আসন সংখ্যাঃ ৩০টি (“পুরুষ /মহিলা”)
৫/ বয়সঃ ২০-২৮ বছর
৬/ ভর্তি ফিঃ ১,০০০/- (একহাজার টাকা মাত্র)
৭/ শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এইচএসসি/সমমনা পাশ
৮/ শারীরিক যোগ্যতাঃ
ক. উচ্চতাঃ পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা ৫ ফুট হতে হবে।
খ. চোখের পাওয়ার, কালার ব্লাইন্ডনেস, স্কীন ও দাঁত এর সমস্যা থাকতে পারবেনা এবং শারীরিকভাবে সুস্থতা থাকতে হবে।
গ. ওজনঃ পুরুষ- ৫৫ থেকে ৬৫ কেজি এবং মহিলা- ৪৫ থেকে ৫৫ কেজি।
ঘ. পুরুষদের ১৫ মিনিটে ৩ কি:মি: এবং মহিলাদের- ১০ মিনিটে ১.৫ কি:মি: দৌড়ানোর সক্ষমতা থাকতে হবে।
ঙ. পুরুষদের ৩৫ বার পুশআপ ও সিটআপ, মহিলাদের- ১৫ বার পুশআপ ও সিটআপের সক্ষমতা থাকতে হবে।

Sheikh Fazilatunnesa Mujib Mohila Technical Training Centre

🟣 প্রয়োজনীয় তারিখ সমূহঃ
ভর্তি ফরম বিতরণ ও জমাঃ ২১/১১/২০২৩ ইং তারিখ থেকে ২০/১২/১০২৩ ইং তারিখ ( সময়ঃ সকাল ৯ ঘটিকা থেকে ৪ ঘটিকা পর্যন্ত, প্রশিক্ষণ কক্ষ নং ১০১ )

প্রার্থী বাছাইঃ ২১/১২/২০২৩ ইং তারিখ ( শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষা, সকাল ১০টা )

ফলাফল প্রকাশঃ ২৪/১২/২০২৩ ইং তারিখ ( নোটিশ বোর্ড, Website ও ফেসবুক পেইজে )

ভর্তি তারিখ ও স্থানঃ ২৬/১২/২০২৩ ইং তারিখ ( সকা ৯টা, কক্ষ নং ৩০৮ )

বিজ্ঞপ্তি : এখানে

ক্লাস শুরুঃ ০১/০১/২০২৪ ইং তারিখ

🔴 ফরমের সঙ্গে যা জমা দিতে হবেঃ
১. ০৩ কপি পাসপোর্ট সাইজের এবং ০২ কপি ষ্ট্যাম্প সাইজের ছবি।
২. এইচএসসি সনদের সত্যায়িত ফটোকপি।
৩. NID/ জন্মসনদের সত্যায়িত ফটোকপি।

🔴বিশেষ দ্রষ্টব্যঃ প্রশিক্ষণ শেষে সরকারি সনদ প্রদান করা হবে। সম্পূর্ণ বিনা খরচে সরকারি ভাবে জাপানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে
🔴যোগাযোগঃ মো: ফখরুল আলম, জাপানিজ ভাষা প্রশিক্ষক ( ০১৯৯৯৯০৯২৩১ )

You may also like