পটুয়াখালী ডিসি অফিসে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৩, DC Office Job circular Patuakhali 2023,
জেলার আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
১। পদের নাম : অফিস সহায়ক
শুন্য পদ : ৩ টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান
বেতন : গ্রেড ২০, স্কেল : ৮২৫০-২০০১০ টাকা।
২। পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী
শুন্য পদ : ৫ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমান
বেতন : গ্রেড ২০, স্কেল : ৮২৫০-২০০১০ টাকা।
জেলা প্রশাসকের কার্যালয় এর সার্কিট হাউজ
১। পদের নাম : বেয়ারার
শুন্য পদ : ৩ টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান
বেতন : গ্রেড ২০, স্কেল : ৮২৫০-২০০১০ টাকা।
২। পদের নাম : বাবুর্চি
শুন্য পদ : ১ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমান, রান্নার কাজে ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন : গ্রেড ২০, স্কেল : ৮২৫০-২০০১০ টাকা।
৩। পদের নাম : সহকারি বাবুর্চি
শুন্য পদ : ২ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমান, রান্নার কাজে ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন : গ্রেড ২০, স্কেল : ৮২৫০-২০০১০ টাকা।
৪। পদের নাম : মালি
শুন্য পদ : ১৩ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমান, রান্নার কাজে ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন : গ্রেড ২০, স্কেল : ৮২৫০-২০০১০ টাকা।
৫। পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী
শুন্য পদ : ১ টি
শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমান, রান্নার কাজে ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন : গ্রেড ২০, স্কেল : ৮২৫০-২০০১০ টাকা।
আবেদনের শর্তাবলী
১। নির্ধারিত চাকুরির আবেদন ফরমে স্পষ্টাক্ষরে স্ব-হস্তে পুরণপূর্বক আবেদন করতে হবে।
২। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাইট থেকে ডাউনলোড করা যাবে।
৩। আবেদন পত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা ০৪ চোর) কপি রঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে এবং ছবির অপর পাশে/পিছনে প্রার্থীকে অবশ্যই স্পষ্ট করে নাম লিখতে হবে।
৪। আবেদন পত্র আগামী ০২ মে তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর সরকারি ডাক যোগে পৌছাতে হবে।
৫। অসম্পূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
৬। পরীক্ষার ফি বাবদ ১০০.০০ (একশত) টাকা ট্রেজারি চালানে সরকারি কোষাগারে/ব্যাংকে কোড নং ১-০৭৪২-০০০০-২০৩১ এ জমা প্রদান করতঃ চালানের মূল কপি আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।
৭। প্রার্থীর বয়স ১৫/০৯/২২, ২৯/০৯/২২ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
খামের উপর প্রার্থীকে পদের নাম ও কোটার নাম (যদি থাকে) উল্লেখ করতে হবে।
৮। প্রার্থী কোন সরকারি/আধা-সরকারি/স্বায়স্তশাসিত/অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
৯। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি এবং সরকার নির্ধারিত কোটা/বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থানে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এ ক্ষেত্রে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১০। কোন তথ্য গোপন করলে কিংবা তথ্যের স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়ন পত্র দাখিলে ব্যর্থ হলে তা প্রার্থীর অযোগ্যতা/নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে।
১১। কর্তৃপক্ষ প্রয়োজন বোধে যে কোন শর্ত সংযোজন/পরিবর্তন এবং পদ সংখ্যা হাস/বৃদ্ধি করতে পারবেন।
১২। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনে এবং স্বাস্থ্য পরীক্ষায় কোন প্রকার বিরূপ তথ্য পাওয়া গেলে কোন কারণ দর্শানো ব্যতিরেকে তার নির্বাচিত প্রার্থীতা বাতিল বলে বিবেচিত হবে।
১৩। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
প্রার্থীর নাম, ঠিকানা উল্লেখ পূর্বক ১০.০০ দেশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট যুক্ত ৯.৫ * 8.৫ ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
১৪। (লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পরার্থীগণকে মৌখিক পরীক্ষার পূর্বে আবেদন ফরমে উল্লিখিত সকল তথ্যের অনুকূলে মূল
আবেদন ফরমের সকল কলাম যথাযথভাবে পূরণ করতে হবে (প্রযোজ্য ক্ষেব্রে)।
১৫। আবেদন ফরমে প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
আবেদন ফরম পরবর্তিতে আপলোড করে দেওয়া হবে।