ফ্রি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২৪, Free training information 2024

SMTTC Free Training information 2024

by মাহবুব সজল

ফ্রি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২৪, Free training information 2024

সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ২০২৪ শিক্ষাবর্ষের জন্য একটি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত প্রশিক্ষণ বিজ্ঞপ্তিতে মোট ৬ টি ক্যাটাগরীতে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, আলমপুর, সিলেট এ যুব মহিলাদের দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতার প্রশিক্ষণ প্রদানে জানুয়ারী-মার্চ ২০২৪ খ্রি: সেশনে নিম্নলিখিত শর্টকোর্সে আগে আসলে আগে ভর্তি ভিত্তিতে ভর্তি চলছে।

১। কোর্সের নাম : ফ্রুট এন্ড ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন
মেয়াদ : ৩ মাস
লেভেল : লেভেল ১
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস
যোগাযোগ: ০১৯১২৪৯৮৩৪৯

২। কোর্সের নাম : ক্যাড অপারেশন
মেয়াদ : ৩ মাস
লেভেল : লেভেল ৩
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমনা
যোগাযোগ : ০১৭৭৪০০৬৯৮২

৩। কোর্সের নাম : কনজুমার ইলেকট্রনিক্স
মেয়াদ : ৩ মাস
লেভেল : লেভেল ১
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস
যোগাযোগ : ০১৯১৩২৮৫৮৬৮

৪। কোর্সের নাম : প্যাটার্ণ মেকিং, মার্কার মেকিং এন্ড ডিজাইন
মেয়াদ : ৩ মাস
লেভেল : লেভেল ২
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস
যোগাযোগ : ০১৭১২৫৮৪৭২৩

৫। কোর্সের নাম : গার্মেন্টস (ইন্ডাষ্ট্রিয়াল ড্রেস মেকিং এন্ড এমব্রয়ডারী)
মেয়াদ : ৩ মাস
লেভেল : লেভেল ১
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস
যোগাযোগ : ০১৬৪১৭৭৬১৭৫

৬। কোর্সের নাম : কম্পিউটার অপারেশন
মেয়াদ : ৩ মাস
লেভেল: ৩

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমনা
যোগাযোগ : ০১৭৩৯৫৩৩৮৯৭
বয়স : ১৬-৪৫ বছর।

গুরুত্বপূর্ন তারিখ সমূহ :
১। ফরম জমার শেষ তারিখ : ১৪/১২/২০২৩ ইং তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত।
২। ভর্তি পরীক্ষা : ১৭/১২/২০২৩ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকায় (শুধু কম্পিউটার ট্রেড)। অন্যান্য ট্রেডে সরাসরি ভর্তি।
৩। ফলাফল : ১৮/১২/২০২৩ ইং তারিখ দুপুর ১২:০০ ঘটিকা (শুধু কম্পিউটার)
৪। ক্লাস শুরু : ০১ জানুয়ারি, ২০২৪ ইং (সকাল ৮:০০ টা ঘটিকা হতে)

কোর্স ফি : ভর্তি ফি এবং টিউশন ফি-৪৮ টাকা, প্রশিক্ষণ ফি সম্পূর্ন ফ্রি।
আবদনের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে এবং অন্যান্য তথ্য:
(১) প্রার্থীর ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
(২) NID/Birth Certificate এর ফটো কপি।
(৩) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্রের ফটোকপি।
(৪) আবেদন পত্রে অবস্যই মোবাইল নম্বর লিখতে হবে।
(৫) বৈদেশিক চাকরি প্রার্থীদের পাসপোর্টের ফটোকপি।
(৬) “আমি প্রবাসী এ্যাপস” এর মাধ্যমে সরাসরি অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
(৭) ভর্তি বিজ্ঞপ্তি www.smttc.sylhetdiv.gov.bd ওয়েবসাইট থেকে Download করা যাবে।
(৮) ভর্তি ফরম অফিস থেকে সরাসরি সংগ্রহ করা যাবে।
বিঃদ্রঃ BTEB/NSDA এর অধীন NTVQF/BNQF Assessment এর জন্য নির্ধারিত ফি ৫৫০ টাকা দিতে হবে
প্রয়োজনেঃ ০১৭৫৯-৪৩৪৪৩৫, ০১৯২০-৫৩৭১৯৫

 

You may also like