ফার্মাসিস্ট ক্যাটাগরী সি (Category C ) পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এ আর্টিকেলটি। এ নিবন্ধের মধ্যে আমি ফার্সাসিস্ট পরীক্ষার জন্য ফুল প্রশ্নব্যাংক এর সমাধান দিচ্ছি। আপনি এ প্রশ্নব্যাংকটি পড়তে পাড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় ১০০% কমন পাবেন। এ আর্টিকেল থেকে সবগুলো অধ্যায়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিতে পারবেন। সবাইকে ধৈর্য্য ধরে সবগুলো প্রশ্নের সমাধান দেখার অনুরোধ করছি।
সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান। ফার্মাসিস্ট পরীক্ষার সাজেশন, প্রশ্ন ব্যাংক
অধ্যায়-০২
১. প্রতিটি মডেল ফার্মেসীর মালিকের কয়টি তথ্য থাকা আবশ্যক?
উঃ ৪টি তথ্য।
২. মডেল ফার্মেসী মালিকের তথ্যাদি কি কি?
উঃ NID, TIN, ট্রেড লাইসেন্স ও বাংলাদেশ ফার্মেসীর কাউন্সিল হতে প্রাপ্ত পেশাগত নিবন্ধন সনদ।
৩. ফার্মেসীর ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স কোন স্থানে রাখতে হয়?
উঃ সহজে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে।
৪. ফার্মাসেিস্টর নাম এবং ফার্মাসিস্ট সার্টিফিকেট কোন স্থানে রাখতে হয়?
উঃ সহজে দৃষ্টি গোচর হয় এরূপ স্থানে।
৫. যদি মডেল ফার্মেসী/মডেল মেডিসিন শপ সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সেক্ষেত্রে কয় দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিত ভাবে অবহিত করতে হবে?
উঃ ৩০ দিনের মধ্যে।
৬. যদি মডেল ফার্মেসী / মডেল মেডিসিন শপ স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়, সেক্ষেত্রে কয়দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিত ভাবে অবহিত করতে হবে?
উঃ ৩০ দিনের মধ্যে।
৭. যদি মডেল ফার্মেসী / মডেল মেডিসিন শপ ০১ বছর বা তার বেশী সময়ের জন্য বন্ধ থাকে তবে পুনরায় সচল করার জন্য কি করতে হবে?
উঃ ঔষধ প্রশাসনে নতুন ভাবে আবেদন করতে হবে।
৮. ফার্মেসীতে দায়িত্ব প্রাপ্ত অনুমোদিত কর্মীদের ক্ষেত্রে কোন পরিবর্তন হলে বা দায়িত্বরত ফার্মাসিস্টকে তার চুক্তি হতে অব্যাহতি দিলে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে কয়দিনের মধ্যে লিখিত ভাবে অবহিত করতে হবে?
উঃ ৭ দিনের মধ্যে।
৯. একজন A গ্রেড ফার্মাসিষ্ট মডেল ফার্মেসী স্থাপন ও পরিচালনার জন্য BPC কর্তৃক অনুমোদিত কত ঘন্টার ওরিয়েন্টেশন প্রশিক্ষন নিতে হয়?
উঃ ৩০ ঘন্টা।
১০. মডেল ফার্মেসী স্থাপন ও পরিচালনার জন্য C গ্রেড ফার্মাসিষ্টকে BPC কর্তৃক অনুমোদিত কত ঘন্টার ওরিয়েন্টেশন প্রশিক্ষন নিতে হয়?
উঃ ৮০ ঘন্টা।
১১. প্রতিটি মডেল ফার্মেসী কোন গ্রেড ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত হবে?
উঃ ‘এ’ গ্রেড।
১২. মডেল ফার্মেসীতে কর্মরত ঔষধ ডিসপেন্সার/ফার্মাসিস্ট কার তত্ত¡বধানে কাজ করবেন?
উঃ ‘এ’ গ্রেড ফার্মাসিস্টের।
১৩. মডেল ফার্মেসীর আয়তন কত হবে?
উঃ কমপক্ষে ৩০০ বর্গফুট।
১৪. মডেল ফার্মেসীর উচ্চতা কমপক্ষে কত ফুট হতে হবে?
উঃ ৮ ফুট।
১৫. মডেল ফার্মেসীর চার পাশের তাপমাত্রা কত রাখতে হবে?
উঃ ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
১৬. ফামের্সীর অভ্যন্তরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কি থাকা আবশ্যক?
উঃ রুম থার্মোমিটার।
১৭. মডেল ফার্মেসীতে তাপ সংবেদনশীল ঔষধ সংক্ষণে কি থাকা আবশ্যক?
উঃ গ্রেড রেফ্রিজারেটর।
১৮. মডেল ফার্মেসীতে কমপক্ষে কয়টি গ্রেড রেফ্রিজারেটর থাকা আবশ্যক?
উঃ ১ টি।
১৯. ঔষুধ ডিসপেন্সিং এর এলাকায় কাউন্টার কি রকম হবে?
উঃ পরিস্কার ও সমতল।
২০. কত বছরের নিচে শিশুদের কাছে ঔষুধ ডিসপেন্স বা বিক্রয় থেকে বিরত থাকতে হবে?
উঃ ১২ বছর।
২১. কোন ঔষুধ ডিসপেন্স করা যাবে না?
উঃ Physician sample ।
২২. কোন মেডিসিন ব্যবস্থাপত্র ছাড়া ডিসপেন্স করা যাবে না?
উঃ Prescription only medicine ।
২৩. কাদের নাগাল হতে ঔধুষ দূরে রাখতে হয়?
উঃ শিশুদের।
২৪. মডেল ফার্মেসীতে ডিসপেন্সিং এর প্রয়োজনীয় উপকরণ কয়টি?
উঃ ৫টি।
২৫. ঔষধকে ধুলাবালি থেকে রক্ষার জন্য শেলফে কি থাকতে হবে?
উঃ স্লাইডিং কাঁচ।
২৬. শেলফে ঔষুধ কিভাবে সাজাতে হবে?
উঃ Alphabetically অথবা থেরাপিউটিক শ্রেণীতে।
২৭. Prescription only সকল ঔষুধ শেলফে ডিসফেন্সিং এলাকার কোন দিকে থাকবে?
উঃ পিছনে।
২৮. প্রেসক্রিপশন ছাড়া রোগী / ক্রেতার কাছে সরাসরি বিক্রয় যোগ্য অনুমোদিত ঔষুধকে কি ঔষুধ বলে?
উঃ OTC Medicineব ।
২৯. ডিসপেন্সিংকৃত বিশেষ কোন ঔষুধ বিষয়ের তথ্য ঔষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত রেজিস্টারে লিখে রাখতে হবে?
উঃ ANTIBIOTIC
৩০. ডিসপেন্সিংকৃত প্রতিটি প্রেসক্রিপশন/ ব্যবস্থাপত্রের জন্য কয়টি তথ্য সংরক্ষণ করতে হবে?
উঃ ৫ টি।
৩১. সকল ঔষুধ ক্রয়ের রশিদ ও চালান মডেল ফার্মে সীতে স্বয়ংক্রিয় (কম্পিউটার ভিত্তিক) ব্যবস্থায় কত বছর সংরক্ষণ করতে হবে?
উঃ কমপক্ষে ২ বছর।
৩২. মডেল মেডিসিন শপ মালিকের কয়টি তথ্য থাকা আবশ্যক?
উঃ ৪ টি।
৩৩. মডেল মেডিসিন শপ নিবদ্ধনের জন্য নূন্যতম একজন কোন গ্রেডের ফার্মাসিস্ট আবশ্যক?
উঃ ‘সি’ গ্রেড।
৩৪. একজন A গ্রেড ও ই গ্রেড ফার্মাসিস্ট মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার জন্য BPC কর্তৃক অনুমোদিত কত ঘন্টার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ নিতে হয়?
উঃ ৩০ ঘন্টা ।
৩৫. মডেল মেডিসিন শপ পরিচালনার জর্য একজন C গ্রেড ফার্মাসিষ্টকে BPC কর্তৃক অনুমোদিত কত ঘন্টার ওরিয়েন্টেশন প্রশিক্ষন নিতে হয়?
উঃ ৮০ ঘন্টা।
৩৬. একজন ফার্মাসিষ্ট হিসেবে BPC এর প্রশিক্ষণ নিতে গেলে কোন বিভাগ হতে মাধ্যমিক পাস করতে হয়?
উত্তরঃ বিজ্ঞান বিভাগ।
৩৭. একজন লোক BPC কর্তৃক পরিচালিত ৮০ ঘন্টার ফার্মেসী প্রশিক্ষণ নিলে কোন গ্রেডের ফার্মাসিষ্ট হয়?
উঃ C গ্রেড।
৩৮. মডেল মেডিসিন শপের আয়তন কত হবে?
উঃ কমপক্ষে ১২০ বর্গফুট।
৩৯. মডেল মেডিসিন শপের উচ্চতা কত হবে?
উঃ কমপক্ষে ৮ ফুট।
৪০. মডেল মেডিসিন শপের তাপমাত্রা কত হবে?
উঃ ৩০ ডিগ্রীর বেশী না।
৪১. তাপমাত্রা নিযন্ত্রণের জন্য কিসের ব্যবস্থা থাকতে হবে?
উঃ Exhaust Fan।
৪২. ভ্যাকসিন সংরক্ষণ নির্দেশিকা অনুযায়ী কোথায় ভ্যাকনিস সংরক্ষণ করতে হবে?
উঃ রেফ্রিজারেটরে।
৪৩. কোন sample বিক্রয় যোগ্য নয় ?
উঃ Physician sample ।
৪৪. মডেল মেডিসিন শপে ডিসপেন্সিং এর প্রয়োজনীয় উপকরণ কয়টি?
উঃ ৪ টি।
৪৫. টিকা/ ভ্যাকসিন সংরক্ষণকালে কি মেনে চলতে হবে?
উঃ কোল্ড চেইন বা নির্ধারিত গাইড লাইন।