১৬৩
ফার্মাসিস্ট ক্যাটাগরী সি (Category C ) পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এ আর্টিকেলটি। এ নিবন্ধের মধ্যে আমি ফার্সাসিস্ট পরীক্ষার জন্য ফুল প্রশ্নব্যাংক এর সমাধান দিচ্ছি। আপনি এ প্রশ্নব্যাংকটি পড়তে পাড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় ১০০% কমন পাবেন। এ আর্টিকেল থেকে সবগুলো অধ্যায়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিতে পারবেন। সবাইকে ধৈর্য্য ধরে সবগুলো প্রশ্নের সমাধান দেখার অনুরোধ করছি।
সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান। ফার্মাসিস্ট পরীক্ষার সাজেশন, প্রশ্ন ব্যাংক
অধ্যায়-০৩
- ১. চিকিৎসা বিজ্ঞানের যে অংশ মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করে তাকে কি বলে?
উঃ শরীর বিদ্যা।
২. মানবদেহ বিভিন্ন ধরণের কত গুলো কি নিয়ে গঠিত?
উঃ কোষ (Cell).
৩. দেহের গঠন ও কাযর্ক্রমের একক কি?
উঃ কোষ (Cell).
৪. একই রকমের গঠন ও কাজ সম্পন্ন কত গুলো কোষ মিলে কি তৈরী হয়?
উঃ কলা(Tissue).
৫. অনেক গুলো কলা মিলে কি তৈরী হয়?
উঃ অঙ্গ (Organ).
৬. কয়েকটি অঙ্গ ও সহযোগী কলা মিলে কি তৈরী হয়?
উঃ তন্ত্র(system) cell Tissue organ System.
৭. কয়টি তন্ত্র মিলে মানব দেহ গঠিত?
উঃ ৯ টি।
৮. হৎপিন্ড রক্ত এবং বিভিন্ন ধরণের রক্তনালী যেমন ধমনী,শিরা,কৈশিক নালী ইত্যাদি নিয়ে কোন তন্ত্র গঠিত?
উঃ রক্ত ও রক্তসংবহন তন্ত্র।
৯. রক্ত সঞ্চালন ভারসাম্য রক্ষা ও যোগাযোগ কোন তন্ত্রের কাজ?
উঃ রক্ত ও রক্তসংবহন তন্ত্রের ।
১০. মস্তিস্ক, মেরুরজ্জু ও স্নায়ু নিয়ে কোন তন্ত্র গঠিত?
উঃ ¯স্নায়ুতন্ত্র।
১১. যোগাযোগ, সমন্বয় সাধন, ব্যবহার, বুদ্ধি, স্মৃতিশক্তি সংরক্ষন কোর তন্ত্রের প্রধান কাজ?
উঃ ¯স্নায়ুতন্ত্র।
১২. মুখ, জিহবা,পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলাশয় যা কোলন্ যকৃত, অগ্নাশয়, পিত্তথলি নিয়ে কোন তন্ত্র গঠিত?
উঃ পরিপাক তন্ত্র।
১৩. খাদ্য গ্রহন করা, হজম করা ও শোষণ করা কোন তন্ত্রের কাজ?
উঃ পরিপাক তন্ত্র।
১৪. নাক, শ্বাসনালী , ট্রাকিয়া, ফুসফুস, ব্রংকাই ও অ্যালভি ওলাই এর সমন্বয়ে কোন তন্ত্র গঠিত?
উঃ শ্বাস তন্ত্র।
১৫. শাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ করে কোন তন্ত্র?
উঃ শ্বাস তন্ত্র।
১৬. কিডনী, মূত্রথলি ও মূত্রনালী নিয়ে কোনতন্ত্র গঠিত?
উঃ রেচন তন্ত্র।
১৭. মূত্রের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থ সমূহের বের করে দেয়া কোন তন্ত্রের কাজ?
উঃ রেচন তন্ত্র।
১৮. টেসটিস্ (testis) ও অন্যান্য প্রজনন অঙ্গ সমূহ নিয়ে কাদের প্রজনন তন্ত্র গঠিত ?
উঃ পুরুষদের।
১৯. এভারি ও অন্যান্য প্রজনন অঙ্গ নিয়ে কাদের প্রজনন তন্ত্র গঠিত।
উঃ মেয়েদের।
২০. আমাদের ভবিষ্যৎ বংশধর সৃষ্টি করা কোন তন্ত্রের কাজ?
উঃ প্রজনন তন্ত্রের।
২১. নালীবিহীন গ্রন্থি সমূহ নিয়ে কোন তন্ত্র গঠিত?
উঃ অন্তক্ষরা গ্রন্থিতন্ত্র।
২২. শরীরের বৃদ্ধি, গঠন, ভারসাম্য রক্ষা, সমন্বয় সাধন,কোন তন্ত্রের কাজ?
উঃ অন্তক্ষরা গ্রন্থি তন্ত্র।
২৩. হাত ও পায়ের পেশী, অন্যান্য অঙ্গের পেশী, দেহ কান্ডের পেশী এবং হৃৎপেশী নিয়ে কোন তন্ত্র গঠিত?
উঃ পেশীতন্ত্র।
২৪. আমাদের নড়াচড়া ও চলনে সহায়তা করা কোন তন্ত্রের কাজ?
উঃ পেশী তন্ত্র।
২৫. শরীরের হাড় সমূহ নিয়ে কোন তন্ত্র গঠিত?
উঃ কংকালতন্ত্র।
২৬. আমাদের দেহের অবকাঠামো, ভারবহন ও সংরক্ষণ করা কোন তন্ত্রের কাজ?
উঃ কংকালতন্ত্র।
২৭. দেহ গঠনের এবং কার্যকারিতার একক কে কি বলে?
উঃ কোষ (Cell)
২৮. একটি কোষের কয়টি অংশ?
উঃ ৩ টি।
২৯. কোষের বহিঃস্থ আবরণ কোনটি?
উঃ কোষ আবরণী।
৩০. কোষের মাঝের এক ধরণের জটিল ও ঘন তরল পদার্থকে কি বলে?
উঃ সাইটোপ্লাজম।
৩১. সাইটোপ্লাজমের কয়টি অংশ ?
উঃ ৬ টি।
৩২. মানবদেহের ক্রোমোজোম কোথায় থাকে?
উঃ প্রাণকেন্দ্রে।
৩৩. একই ধরণের গঠন এবং একই ধরণের কাজ সম্পাদন কারী অনেক গুলো কোষকে একত্রে কি বলা হয়?
উঃ কলা।
৩৪. কলা কয় প্রকার?
উঃ ৪ প্রকার। যথা: আবরণী কলা, সংযোজক কলা, পেশী কলা ও স্বায়ু কলা।
৩৫. আমাদের দেহের বাইরের ও ভিতরের আবরণ তৈরী করে কোন কলা?
উঃ আবরণী কলা।
৩৬. দেহের বিভিন্ন অঙ্গের সাথে অথবা একই অঙ্গের বিভিন্ন অংশের সাথে সংযোগ স্থাপন করে কোন কলা?
উঃ সংযোজক কলা।
৩৭. দেহের সংকোচন ও প্রসারণের মাধ্যেমে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, নাড়াচড়া ও চলাফেরা করতে সাহায্য করে কলা?
উঃ পেশী কলা।
৩৮. মস্তিস্ক, স্বায়ুুরুজ্জু ও দেহের অন্যান্য ¯স্বায়ুকোষ নিয়ে কোন কলা গঠিত?
উঃ ¯স্বায়ু কলা।
৩৯. শরীরের পানি ও এসিড এর ভারসাম্য রক্ষা করে কে?
উঃ পরিপাকতন্ত্র।
৪০. রক্তের গ্লূকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে কে?
উঃ পরিপাকতন্ত্র ও অন্তক্ষরা গ্রন্থি তন্ত্র।
৪১. শরীরের রক্ত সঞ্চালনে সাহায্যে করা কার কাজ?
উঃ শ্বাসতন্ত্র।
৪২. পুরুষ ও মহিলাদের সেক্স হরমোন তৈরী করে কে?
উঃ প্রজননতন্ত্র।
৪৩. মানুষের বুদ্ধিমত্তা, বিবেচনা, পরিকল্পনা বা ব্যবহার কার্যক্রম পরিচালনা করে কে?
উঃ স্বায়ুতন্ত্র।
৪৪. দেহের আন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কার্য ক্রম নিয়ন্ত্রণ করে কে?
উঃ ¯স্বায়ুতন্ত্র।
৪৫. যে তন্ত্রের মাধ্যমে জটিল খাদ্য দ্রব্য ভেঙ্গে দেহের গ্রহনোপযোগী হয়ে শোষিত হয় তাকে কি বলে?
উঃ পরিপাকতন্ত্র।
৪৬. কয়টি অঙ্গের সমন্বয়ে পরিপাকতন্ত্র গঠিত?
উঃ ১১ টি।
৪৭. যে তন্ত্রের মাধ্যেমে শ্বাসপ্রশাসের সাহায্যে শরীর বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এরং কার্বন-ডাই-অক্সাইড বায়ুতে নিঃসৃত করে তাকে কি বলে?
উঃ শ্বাসনতন্ত্র।
৪৮. কয়টি অঙ্গের সমন্বয়ে শ্বসনতন্ত্র গঠিত?
উঃ ৭ টি।
৪৯. পুরুষ প্রজনন তন্ত্রের অঙ্গ কয়টি?
উঃ ৬ টি।
৫০. মহিলা প্রজনন তন্ত্রের অঙ্গ কয়টি?
উঃ ৬ টি।
৫১. ¯স্বায়ুতন্ত্রের প্রধান অংশ কয়টি?
উঃ ৩ টি।
৫২. রেচন তন্ত্র কয়টি অঙ্গ নিয়ে গঠিত?
উঃ ৪টি।
৫৩. যে প্রক্রিয়ার বিপাকের ফলে তৈরী ক্ষতিকর বর্জ্য পদার্থ দেহ থেকে বের হয়ে য়ায় তকে কি বলে?
উঃ রেচন।
৫৪. রেচন তন্ত্রের অঙ্গ কয়টি?
উঃ ৪ টি।
৫৫. যে সকল গ্রন্থি হতে হরমোন নিঃসৃত হয় তাদের কে কোন গ্রন্থি বলা হয়?
উঃ অন্তক্ষরা গ্রন্থি।
৫৬. হরমোন হলো মানব দেহের বিশেষ ধরণের কোন পদার্থ?
উঃ রাসায়নিক পদার্থ।
৫৭. কয়টি অন্তক্ষরা গ্রন্থি মিলে অন্তক্ষরা গ্রন্থিতন্ত্র গঠিত?
উঃ ৭ টি।
৫৮. রক্ত কি?
উঃ এক ধরনের তরল যোজক কলা।
৫৯. বিভিন্ন ধরণের পেশীকলার সমন্বয়ে যে তন্ত্র গঠিত তাকে কি বলে?
উঃ পেশীতন্ত্র।
৬০. পেশীতন্ত্র কয়টি পেশীকলান সমন্বয়ে গঠিত?
উঃ ৩ টি।
৬১. মানব দেহের কংকালতন্ত্র কি নিয়ে গঠিত?
উঃ অস্থি ও তরুণাস্থি নিয়ে।
৬২. অনুজীবকে সাধারণত আমরা কি নামে জানি?
উঃ ব্যাকটেরিয়া।
৬৩. অণুজীব সম্পর্কে আধুনিক ধারণা দেন কে?
উঃ ফরাসী বিজ্ঞানী লুই পস্তুর।
৬৪. লুই পাস্তর কোন সময়ে অণুজীব সম্পর্কে আধুনিক ধারণা দেন?
উঃ ১৮৬০-১৮৬৫।
৬৫. যে সব অনুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে কি বলে?
উঃ প্যাথজেনিক অনুজীব বা ক্ষতিকর জীবানু ।
৬৬. প্যাথজেনিক অনুজীব যে রাসায়নিক বস্তু নিঃসৃত করে তাদেরকে কি বলে?
উঃ টক্সিন (Toxin)।
৬৭. অণুজীবকে কয় শ্রেণীতে ভাগ করা যায়?
উঃ ৫ শ্রেণীতে।
৬৮. আমাদেরকে জৈব সংশ্লেষিত ভিটামিন বি-কমপ্লেক্স সরবরাহ করে কে?
উঃ এসকেরিশিয়া কোলাই।
৬৯. কোথায় ব্যাকটিরিয়ার উপস্থিতি আশাা করা যায় না?
উঃ বায়ুস্তরের অনেক উঁচুতে অথবা জীবদেহের দেহকলা বা রক্ত রসে।
৭০. ফ্লাজেলা দেখতে কেমন?
উঃ চুলেন ন্যায়।
৭১. কোষ প্রাচীরের বাইরে পুরু ও পিচ্ছিল পদার্থের যে আবরণী থাকে, তাকে কি বলে?
উঃ ক্যাপসুল।
৭২. সাইটো প্লাজমকে আবদ্ধ করে যে জড় প্রাচীর থাকে তাকে কি বলে?
উঃ কোষ প্রাচীর।
৭৩. টিউবার কুলোসিস্ কোন রোগের বিস্তার ঘটায়?
উঃ যক্ষা।
৭৪. টাইফয়েড রোগের বিস্তার ঘটায় কোন ব্যাকটেরিয়া?
উঃ সালমোনেলা টাইফি।
৭৫. যৌন সঙ্গমের মাধ্যমে কোন কোন রোগ সংক্রমিত হয়?
উঃ গনোরিয়া ও সিফিলিস।
৭৬. ‘ভাইরাস’ কোন শব্দ?
উঃ ল্যাটিন।
৭৭. ‘ভাইরাস’ শব্দের আভিধানিক অর্থ কি?
উঃ বিষ।
৭৮. ‘ভাইরাস’ কিসের সমন্বয়ে গঠিত?
উঃ নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন।
৭৯. অধিকাংশ ভাইরাসের আয়তন কত হয়ে থাকে?
উঃ ২১০ মিলিমাইক্রণ।
৮০. ১ মিলিমিটার সমান কত মাইক্রণ?
উঃ ১০০০ মাইক্রণ ।
৮১. ১ মাইক্রণ সমান কত মিলি মাইক্রণ?
উঃ ১০০০ মিলি মাইক্রণ ।
৮২. প্রথিবীর সবচেয়ে ক্ষুদ্র জীব কি?
উঃ ভাইরাস।
৮৩. সাধারণত ভাইরাসের আায়তন কত হয়?
উঃ ১৭ মিলি মাইক্রণ হতে ৪৫০ মিলি মাইক্রণ ।
৮৪. ছত্রাক দ্বারা উৎপন্ন রোগকে কি বলে?
উঃ মাইকোসিস ।
৮৫. ইস্ট কি?
উঃ এককোষী ছত্রাক।
৮৬. ইস্টের আয়তন কত?
উঃ ৫-১০ মাইক্রণ ।
৮৭. এলকোহল উৎপাদনে এবং বেকারীতে কি ব্যবহৃত হয়?
উঃ স্যাপরোফাইটিক ইস্ট।
৮৮. ছত্রাকের কি থাকে না?
উঃ ক্লোরোফিল।
৮৯. ছত্রাক কিসের অন্তর্ভুক্ত?
উঃ উদ্ভিদের।
৯০. বাসি রুটির উপর যে ছত্রাক দেখা যায় তার নাম কি?
উঃ মোল্ড (গড়ষফ)।
৯১. হাজার হাজার ছত্রাকের মধ্যে মানুষ ও প্রাণীর জন্য ক্ষতিকারক কয়টি?
উঃ পঞ্চাশের কম।
৯২. কোন প্রোটোজোয়া আমাশায়ের কারণ?
উঃ এন্টামোইবা হিস্টোলাইটিকা।
৯৩. কোন প্রোটোজোয়া যোনিতে ইনফেকশন সৃষ্টি করে?
উঃ ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস্ ।
৯৪. বর্তমানে লাইসেন্স প্রাপ্ত ও সহজলভ্য কয়টি সংক্রমন প্রতিরোধক টিকা আছে?
উঃ ২৫ টি।
৯৫. অনেক টিকা কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার রাখতে হয়?
উঃ ২-৮ ডিগ্রী।
৯৬. কোন টিকার মাল্টিডোজের ভায়াল খোলার সর্বোচ্চ কয় ঘন্টার মধ্যে ব্যবহার করে ফেলতে হবে?
উঃ ৬ ঘন্টা। - অধ্যায় -১ দেখতে ক্লিক করুন।অধ্যায় -২ দেখতে ক্লিক করুন।