ফার্মাসিস্ট ক্যাটাগরী সি (Category C ) পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এ আর্টিকেলটি। এ নিবন্ধের মধ্যে আমি ফার্সাসিস্ট পরীক্ষার জন্য ফুল প্রশ্নব্যাংক এর সমাধান দিচ্ছি। আপনি এ প্রশ্নব্যাংকটি পড়তে পাড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় ১০০% কমন পাবেন। এ আর্টিকেল থেকে সবগুলো অধ্যায়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিতে পারবেন। সবাইকে ধৈর্য্য ধরে সবগুলো প্রশ্নের সমাধান দেখার অনুরোধ করছি।
সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান। ফার্মাসিস্ট পরীক্ষার সাজেশন, প্রশ্ন ব্যাংক
অধ্যায়–০৭
১. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন সালে সদস্য দেশগুলোতে এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণ করার জন্য একাধিক পদক্ষেপ নিতে আহবান জানিয়েছিল?
উঃ এসেম্বলি রেজুলেশন -১৯৯৮।
২. বিশ্ব স্বাস্থ্য এসেম্বলি রেজ্যেলেশন ১৯৯৮ সদস্য দেশগুলোতে এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণ করার জন্য কয়টি পদ্ধক্ষেপ নিতে আহবান জানিয়েছিল?
উঃ ৫ টি।
৩. বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ কত তারিখে?
উঃ ১২-১৮ নভেম্বর।
৪. যক্ষা রোগ মানবদেহের যে কোন অঙ্গকে আক্রান্ত করতে পারে তবে কোন অংঙ্গে আক্রান্ত রোগীর সংখ্যা বেশী?
উঃ ফুসফুসে।
৫. যক্ষা রোগীর মধ্যে কত শতাংশ ফুসফুসের যক্ষায় আক্রান্ত হয়?
উঃ ৭০-৮০%।
৬. এখন ও পর্যন্ত কত ভাগ যক্ষা রোগী শনাক্ত হচ্ছে না?
উঃ ৩৩%।
৭. বিশ^ স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর কত লোক নতুন ভাবে যক্ষা রোগে আক্রান্ত হয়?
উঃ ৩,৬৪,০০০ লোক।
৮. বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর কতজন লোক,য²া রোগের কারণে মৃত্যুবরণ করেন?
উঃ প্রায় ৫৯,০০০ জন।
৯. বিশ্বে কতটি দেশের মধ্যে যক্ষা রোগীর সংখ্যা সর্বাধিক?
উঃ ৩০ টি দেশে।
১০. বিশ^ স্বাস্থ্য সংস্থার গ্লোবাল টিবি রিপোর্ট ২০১৮ অনুযায়ী আমাদের দেশে ঔষুধ প্রতিরোধী যক্ষা (এমডি আর টি বি) আক্রান্ত রোগীর সংখ্যা আনুমানিক কত?
উঃ ৮,৪০০।
১১. ফুসফুসের যক্ষা প্রধানতম লক্ষণ কোনটি?
উঃ ২ সপ্তাহের অধিক কাশি।
১২. চিকিৎসা না নিলে একজন যক্ষা রোগী বছরে কতজন সুস্থ মানুষকে আক্রান্ত করতে পারে?
উঃ ১০ জন।
১৩. যক্ষা প্রতিরোধে জন্মের পর শিশুকে কোন টিকা দেয়া হয়?
উঃ বি সি জি টিকা।
১৪. যক্ষা রোগীর কফ পরীক্ষা ও চিকিৎসা খরচ কি রকম?
উঃ সম্পূর্ণ ফ্রি।