• হোম
  • শিক্ষা
  • পাঠ্য বই
  • চাকরির খবর
  • ভর্তি তথ্য
  • সাধারণ জ্ঞান
  • প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
  • ফ্রিল্যান্সিং
  • বিনোদন
  • লাইব্রেরি
Mahbub Shajal
Education-Job News-Technology
Home » Admission Info
Category:

Admission Info

Admission Info

জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি 2024

by মাহবুব সজল November 25, 2023
written by মাহবুব সজল

জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (১২তম ব্যাচ)

 

☑️ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ২০২৪ শিক্ষাবর্ষের জন্য জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ( ১২ তম ব্যাচ ) প্রকাশ করেছে।

☑️ প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের জানুয়ারি – জুন/২০২৪ইং সেশনে ১২তম ব্যাচের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আগ্রহী প্রার্থীগণের নিকট হতে কেন্দ্রের নির্ধারিত ফরমে নিম্নবর্ণিত তথ্যাদি/শর্ত প্রতিপালন স্বাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

🟣 ভর্তি সংক্রান্ত তথ্যাদি/শর্তঃ

১। কোর্সের নাম : জাপানিজ ভাষা – N4 এবং N5 প্রশিক্ষণ দেয়া হবে।
২/কোর্সের মেয়াদঃ ৬ মাস
৩/প্রশিক্ষণের সময়কালঃ রবিবার হতে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত প্রতিদিন
৪/ আসন সংখ্যাঃ ৩০টি (“পুরুষ /মহিলা”)
৫/ বয়সঃ ২০-২৮ বছর
৬/ ভর্তি ফিঃ ১,০০০/- (একহাজার টাকা মাত্র)
৭/ শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এইচএসসি/সমমনা পাশ
৮/ শারীরিক যোগ্যতাঃ
ক. উচ্চতাঃ পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা ৫ ফুট হতে হবে।
খ. চোখের পাওয়ার, কালার ব্লাইন্ডনেস, স্কীন ও দাঁত এর সমস্যা থাকতে পারবেনা এবং শারীরিকভাবে সুস্থতা থাকতে হবে।
গ. ওজনঃ পুরুষ- ৫৫ থেকে ৬৫ কেজি এবং মহিলা- ৪৫ থেকে ৫৫ কেজি।
ঘ. পুরুষদের ১৫ মিনিটে ৩ কি:মি: এবং মহিলাদের- ১০ মিনিটে ১.৫ কি:মি: দৌড়ানোর সক্ষমতা থাকতে হবে।
ঙ. পুরুষদের ৩৫ বার পুশআপ ও সিটআপ, মহিলাদের- ১৫ বার পুশআপ ও সিটআপের সক্ষমতা থাকতে হবে।

Sheikh Fazilatunnesa Mujib Mohila Technical Training Centre

🟣 প্রয়োজনীয় তারিখ সমূহঃ
ভর্তি ফরম বিতরণ ও জমাঃ ২১/১১/২০২৩ ইং তারিখ থেকে ২০/১২/১০২৩ ইং তারিখ ( সময়ঃ সকাল ৯ ঘটিকা থেকে ৪ ঘটিকা পর্যন্ত, প্রশিক্ষণ কক্ষ নং ১০১ )

প্রার্থী বাছাইঃ ২১/১২/২০২৩ ইং তারিখ ( শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষা, সকাল ১০টা )

ফলাফল প্রকাশঃ ২৪/১২/২০২৩ ইং তারিখ ( নোটিশ বোর্ড, Website ও ফেসবুক পেইজে )

ভর্তি তারিখ ও স্থানঃ ২৬/১২/২০২৩ ইং তারিখ ( সকা ৯টা, কক্ষ নং ৩০৮ )

বিজ্ঞপ্তি : এখানে

ক্লাস শুরুঃ ০১/০১/২০২৪ ইং তারিখ

🔴 ফরমের সঙ্গে যা জমা দিতে হবেঃ
১. ০৩ কপি পাসপোর্ট সাইজের এবং ০২ কপি ষ্ট্যাম্প সাইজের ছবি।
২. এইচএসসি সনদের সত্যায়িত ফটোকপি।
৩. NID/ জন্মসনদের সত্যায়িত ফটোকপি।

🔴বিশেষ দ্রষ্টব্যঃ প্রশিক্ষণ শেষে সরকারি সনদ প্রদান করা হবে। সম্পূর্ণ বিনা খরচে সরকারি ভাবে জাপানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে
🔴যোগাযোগঃ মো: ফখরুল আলম, জাপানিজ ভাষা প্রশিক্ষক ( ০১৯৯৯৯০৯২৩১ )

November 25, 2023 0 comments
3 FacebookTwitterPinterestEmail
Admission Info

ফ্রি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২৪, Free training information 2024

by মাহবুব সজল November 22, 2023
written by মাহবুব সজল

ফ্রি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২৪, Free training information 2024

সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ২০২৪ শিক্ষাবর্ষের জন্য একটি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত প্রশিক্ষণ বিজ্ঞপ্তিতে মোট ৬ টি ক্যাটাগরীতে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, আলমপুর, সিলেট এ যুব মহিলাদের দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতার প্রশিক্ষণ প্রদানে জানুয়ারী-মার্চ ২০২৪ খ্রি: সেশনে নিম্নলিখিত শর্টকোর্সে আগে আসলে আগে ভর্তি ভিত্তিতে ভর্তি চলছে।

১। কোর্সের নাম : ফ্রুট এন্ড ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন
মেয়াদ : ৩ মাস
লেভেল : লেভেল ১
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস
যোগাযোগ: ০১৯১২৪৯৮৩৪৯

২। কোর্সের নাম : ক্যাড অপারেশন
মেয়াদ : ৩ মাস
লেভেল : লেভেল ৩
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমনা
যোগাযোগ : ০১৭৭৪০০৬৯৮২

৩। কোর্সের নাম : কনজুমার ইলেকট্রনিক্স
মেয়াদ : ৩ মাস
লেভেল : লেভেল ১
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস
যোগাযোগ : ০১৯১৩২৮৫৮৬৮

৪। কোর্সের নাম : প্যাটার্ণ মেকিং, মার্কার মেকিং এন্ড ডিজাইন
মেয়াদ : ৩ মাস
লেভেল : লেভেল ২
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস
যোগাযোগ : ০১৭১২৫৮৪৭২৩

৫। কোর্সের নাম : গার্মেন্টস (ইন্ডাষ্ট্রিয়াল ড্রেস মেকিং এন্ড এমব্রয়ডারী)
মেয়াদ : ৩ মাস
লেভেল : লেভেল ১
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস
যোগাযোগ : ০১৬৪১৭৭৬১৭৫

৬। কোর্সের নাম : কম্পিউটার অপারেশন
মেয়াদ : ৩ মাস
লেভেল: ৩

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমনা
যোগাযোগ : ০১৭৩৯৫৩৩৮৯৭
বয়স : ১৬-৪৫ বছর।

গুরুত্বপূর্ন তারিখ সমূহ :
১। ফরম জমার শেষ তারিখ : ১৪/১২/২০২৩ ইং তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত।
২। ভর্তি পরীক্ষা : ১৭/১২/২০২৩ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকায় (শুধু কম্পিউটার ট্রেড)। অন্যান্য ট্রেডে সরাসরি ভর্তি।
৩। ফলাফল : ১৮/১২/২০২৩ ইং তারিখ দুপুর ১২:০০ ঘটিকা (শুধু কম্পিউটার)
৪। ক্লাস শুরু : ০১ জানুয়ারি, ২০২৪ ইং (সকাল ৮:০০ টা ঘটিকা হতে)

কোর্স ফি : ভর্তি ফি এবং টিউশন ফি-৪৮ টাকা, প্রশিক্ষণ ফি সম্পূর্ন ফ্রি।
আবদনের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে এবং অন্যান্য তথ্য:
(১) প্রার্থীর ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
(২) NID/Birth Certificate এর ফটো কপি।
(৩) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্রের ফটোকপি।
(৪) আবেদন পত্রে অবস্যই মোবাইল নম্বর লিখতে হবে।
(৫) বৈদেশিক চাকরি প্রার্থীদের পাসপোর্টের ফটোকপি।
(৬) “আমি প্রবাসী এ্যাপস” এর মাধ্যমে সরাসরি অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
(৭) ভর্তি বিজ্ঞপ্তি www.smttc.sylhetdiv.gov.bd ওয়েবসাইট থেকে Download করা যাবে।
(৮) ভর্তি ফরম অফিস থেকে সরাসরি সংগ্রহ করা যাবে।
বিঃদ্রঃ BTEB/NSDA এর অধীন NTVQF/BNQF Assessment এর জন্য নির্ধারিত ফি ৫৫০ টাকা দিতে হবে
প্রয়োজনেঃ ০১৭৫৯-৪৩৪৪৩৫, ০১৯২০-৫৩৭১৯৫

 

November 22, 2023 0 comments
2 FacebookTwitterPinterestEmail
Admission Info

ফ্রি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২৪, Free training information 2024

by মাহবুব সজল November 20, 2023
written by মাহবুব সজল

ফ্রি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২৪, Free training information 2024

চট্রগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ২০২৪ শিক্ষাবর্ষের জন্য একটি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত প্রশিক্ষণ বিজ্ঞপ্তিতে মোট ৮ টি ক্যাটাগরীতে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত চট্টগ্রাম মহিলা টিটিসিতে যুব ও যুব মহিলাদের দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতার প্রশিক্ষণ প্রদানে জানুয়ারী-মার্চ ২০২৪ খ্রি: সেশনে নিম্নলিখিত শর্টকোর্সে আগে আসলে আগে ভর্তি ভিত্তিতে ভর্তি চলছে।

১। কোর্সের নাম : কম্পিউটার অপারেশন

মেয়াদ : ৩ মাস

লেভেল : লেভেল ১

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান

যোগাযোগ : ০১৮১৯৫২৩০২০

২। কোর্সের নাম : সুইং মেশিন অপারেশন

মেয়াদ : ৩ মাস

লেভেল : লেভেল ২

শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমান

যোগাযোগ : ০১৭৬৮৪১৩২৮৬

৩। কোর্সের নাম : টেইলরিং এন্ড ড্রেস মেকিং

মেয়াদ : ৩ মাস

লেভেল : লেভেল ১

শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমান

যোগাযোগ : ০১৮১৯৮৮২০১৫

৪। কোর্সের নাম : ফুড প্রসেসিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল

মেয়াদ : ৩ মাস

লেভেল : লেভেল ১

শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমান

যোগাযোগ : ০১৭১৫৮০২২২৫

৫। কোর্সের নাম : ইলেক্ট্রোনিক্স

মেয়াদ : ৩ মাস

লেভেল : লেভেল ১

শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমান

যোগাযোগ : ০১৩০৫৫৫৮২৯০

৬। কোর্সের নাম : ড্রাইভিং উইথ অটোমেকানিক্স

মেয়াদ : ৩ মাস

শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমান

বয়স : ২১-৪৫ বছর।

যোগাযোগ :      ০১৭৩১১৫০৭৮৯

০১৫১৮৪৪৩৫৩১

০১৮৬৯৬০০৮৮৭

৭। কোর্সের নাম : হাউজ কিপিং (বিদেশ যেতে ইচ্ছুক মহিলাদের জন্য )

মেয়াদ : ২ মাস

শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম ৫ম শ্রেনি।

যোগাযোগ :      ০১৯৯৩৬০৬৫৬০

০১৭৬৮৪১৩৩২৮৬

৮। কোর্সের নাম : প্রাক বহির্গমন ওরিয়েন্টশন (বিদেশগামী পুরুষ কর্মীদের জন্য)

মেয়াদ : ৩ দিন

গুরুত্বপূর্ন তারিখ সমূহ :

১। ফরম বিতরণ ও জমা : ১৪/১১/২০২৩ ইং তারিখ হতে ১৪/১২/২০২৩ ইং তারিখ পর্যন্ত।

২। ভর্তি পরীক্ষা : ১৮/১২/২০২৩ ইং তারিখ সকাল ৯:০০ ঘটিকায় শুধুমাত্র ড্রাইভিং এবং কম্পিউটার কোর্সের জন্য।

৩। ফলাফল : ১৯/১২/২০২৩ শুধুমাত্র ড্রাইভিং এবং কম্পিউটার কোর্সের জন্য।

৪। ক্লাশ শুরু : ০১ জানুয়ারী ২০২৪ ইং তারিখ।

 

কোর্স ফি : ভর্তি ফি-১২ টাকা, টিউশন ফি-৩৬ টাকা, প্রশিক্ষণ ফি সম্পূর্ন ফ্রি।

আবদনের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে এবং অন্যান্য তথ্য:
(১) প্রার্থীর ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
(২) NID/Birth Certificate এর ফটো কপি।
(৩) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্রের ফটোকপি।
(৪) আবেদন পত্রে অবস্যই মোবাইল নম্বর লিখতে হবে।
(৫) বৈদেশিক চাকরি প্রার্থীদের পাসপোর্টের ফটোকপি।
(৬) “আমি প্রবাসী এ্যাপস” এর মাধ্যমে সরাসরি অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
(৭) বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্সে ভর্তির ক্ষেত্রে সাধারণত: কোন বয়স সীমা প্রযোজ্য হবে না এবং
(৮) ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি ফরম www.cmttc.Chittagong.gov.bd  ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

বিঃ দ্রঃ প্রযোজ্য ক্ষেত্রে NTVQF Assessment এর জন্য নির্ধারিত ৫৫০..০০ টাকা ফি ভর্তির সময় জমা দিতে হবে।

 

 

 

 

 

 

 

 

November 20, 2023 0 comments
2 FacebookTwitterPinterestEmail
Admission Info

বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩,BKSP Admission 2023

by মাহবুব সজল November 20, 2023
written by মাহবুব সজল

বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩,BKSP Admission 2023

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩,BKSP Admission 2023

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (BKSP Admission Circular 2023) ১৩ নভেম্বর ২০২৩ তারিখে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ০৩ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।

বিকেএসপিতে ভর্তি তথ্য ২০২৩
বিকেএসপির (BKSP) নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি ২০২৩

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি (BKSP)তে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হলো। দীর্ঘমেয়াদি বিজ্ঞান ভিত্তিক খেলাধুলার প্রশিক্ষণ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টি করতে চায় BKSP বিকেএসপি। ২০২৩ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থী ভর্তি করা হবে। বিজ্ঞপ্তিমতে বিভাগ অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রার্থীর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তার আগে প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

কোর্সের নামঃ প্রতিভা অম্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২৩
ব্যাচঃ ২০২৩
সব জেলা থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদের ভর্তি পরীক্ষার আগেই অনলাইনে ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর আবেদনের হার্ড কপি অবশ্যই সাথে আনতে হবে এবং ২০০/- টাকা পরীক্ষার কেন্দ্রে জমা দিয়ে ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আবেদনের লিংকঃ http://bkspbd.com

পরীক্ষার তারিখঃ ০৩ ডিসেম্বর ২০২৩ থেকে ১০ ডিসেম্বর ২০২৩
পরীক্ষার সময়ঃ সকাল ০৯ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত

বিজ্ঞপ্তি : বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

November 20, 2023 0 comments
1 FacebookTwitterPinterestEmail
Admission Info

২০২৩-২০২৪  শিক্ষাবর্ষে ফায়ার সার্ভিসের ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স এন্ড টেকনোলজি তে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ!

by মাহবুব সজল November 17, 2023
written by মাহবুব সজল

২০২৩-২০২৪  শিক্ষাবর্ষে ফায়ার সার্ভিসের ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স এন্ড টেকনোলজি তে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ!

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একবছর মেয়াদী ‘ ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স এন্ড টেকনোলজি’ বিষয়ে স্নাতকোত্তর (পোস্ট গ্রেজুয়েশন) করার সুযোগ দিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

ফায়ার সার্ভিস পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স এন্ড টেকনোলজি ২য় ব্যাচ (অনাবাসিক) ছাত্র-ছাত্রী ভর্তির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতক পাশ হতে হবে। তবে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করা শিক্ষার্থীকে অগ্রাধীকার প্রদান করা হবে। মোট আসন সংখ্যা ৫০ টি । তাই আগ্রহী শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন।

Fire Science and Technology

 

ফায়ার সার্ভিসের ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স এন্ড টেকনোলজি ভর্তি বিজ্ঞপ্তি – ২০২৩

 

ফায়ার সার্ভিসের ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স এন্ড টেকনোলজি তে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩, ৩০ অক্টোবর প্রকাশ হয়েছে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। ভর্তি পরীক্ষা হবে MCQ এর মাধ্যমে। কোর্সের মেয়াদ ১ বছর, সপ্তাহে দুই দিন শুক্রবার ও শনিবার ক্লাস হবে ।

বিজ্ঞপ্তির শিরোনাম:                   ফায়ার সার্ভিসের ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স এন্ড টেকনোলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:           ৩০ অক্টোবর ২০২৩

কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে:   জাতীয় বিশ্ববিদ্যালয়

ভর্তির যোগ্যতা:                           স্নাতক পাশ তবে উচ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে

মোট আসন সংখ্যা:                     ৫০ টি

প্রশিক্ষণ স্থান:                               ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স মিরপুর -১০, ঢাকা।

আবেদনের ধরণ:                           অনলাইন

আবেদন শুরু:                                ০৩ নভেম্বর ২০২৩

আবেদনের শেষ তারিখ:                ২৮ ডিসেম্বর ২০২৩

পরীক্ষার ধরণ:                                 MCQ

ভর্তি পরীক্ষার তারিখ:                     ২৯ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত

ভর্তি পরীক্ষার ফল:                         ০১ জানুয়ারি ২০২৪

ভর্তি:                                                 ৫ থেকে ১৯ জানুয়ারি ২০২৩ সকাল ১০.৩০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত

ক্লাস শুরু:                                         ২০ জানুয়ারি ২০২৩

কোর্সের সময়কাল:                           ১ বছর

আবেদনের লিংক:                            bdfscdtraining.com

Apply Online

Post Graduate Diploma in Fire Science & Technology in Bangladesh Admission 2023

 

ফায়ার সেফটি ম্যানেজার কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

 

কোর্সের বৈশিষ্ট্য সমূহ:

১। পোশাক শিল্প সহ বিভিন্ন কলকারখানা, বহুতল ভবনে ফায়ার সেফটি অফিসার/ ফায়ার সুপারভাইজার হিসাবে চাকরি পাওয়ার সুযোগ।

২। সামাজিক নিরাপত্তা বিধানে সক্রিয় অবদান রাখার যোগ্যতা ।

৩। ফায়ার সেফটি বিষয়ে বিস্তারিত জ্ঞান অর্জন।

৪।দেশি, বিদেশি, আন্তজার্তিক বিভিন্ন মেগা প্রকল্পে কাজ করার সুযোগ।

৫। বিশ্বব্যাপী শিল্পায়ন সেফটি বিষয় নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার করার সুযোগ।

 

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।

November 17, 2023 0 comments
1 FacebookTwitterPinterestEmail
Admission Info

জেএসসি পাশ না করেও এসএসসি ভর্তি হতে পারবেন, বাউবি এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি-২০২৩

by মাহবুব সজল May 24, 2023
written by মাহবুব সজল

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির শর্ত হচ্ছে ৮ম শ্রেনি/জেএসসি/জেডিসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা। আগামি ১৬ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করে ভর্তির জন্য সূযোগ নিতে পারবেন। তবে এবছর বাউবি নতুন আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাতে বলা হয়েছে যদি কেউ নূন্যতম ১৪ বছর বা তার বেশি বয়সি হন কিন্তু ৮ম শ্রেনি/জেএসসি/জেডিসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে ভর্তির জন্য সক্ষমতায় পাশ করতে হবে। এ ব্যাপারে আঞ্চলিক কেন্দ্র, উপ আঞ্চলিক কেন্দ্র বা যে কোন স্টাডি সেন্টারে যোগাযোগ করতে পারবেন।

বাউবি এসএসসি প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করার প্রয়োজনীয় তথ্যাবলি সংগ্রহ করে রাখতে হবে (কি কি তথ্য সংগ্রহ করতে হবে তা নিচে বলা হয়েছে) যেহেতু যেকোনো সালে এবং যেকোন প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই উক্ত প্রোগ্রামে ভর্তি হওয়া যায়, সেহেতু বয়স যতই হোক আর স্টাডি গ্যাপ যতই হোক কোনো সমস্যা না এবং ভর্তি হতে কোনো ভর্তি পরীক্ষাও দিতে হবে না।

তবে যারা জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/স্বীকৃত সমমান পাশ করেনি তাদেরকে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। সে ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের জন্য ন্যূনতম ১৪ বছর (শিক্ষাবর্ষ শুরুর আগের দিন অর্থাৎ ৩১-১২-২০২২ তারিখে) নির্ধারণ করা হয়েছে। বয়স প্রমাণের জন্য এ সকল শিক্ষার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা অন-লাইন জন্মনিবন্ধনের ফটোকপি (অনুলিপি) জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষার বিষয়, মানবণ্টন, তারিখ ও পরীক্ষা কেন্দ্র এবং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাউবি’র ওয়েবসাইট, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার সহ সময়মত আমাদের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

অনলাইনে ভর্তি হতে যা যা লাগবে
অনলাইনে ভর্তি ফরম পূরণ করার আগে আপনাকে নিম্নোক্ত তথ্যগুলো আগে সংগ্রহ করে রাখতে হবে নতুবা সমস্যায় পড়বেন। চলুন দেখে নেই :

১) Group Name (আপনি মানবিক না ব্যবসায় নাকি বিজ্ঞান বিভাগে ভর্তি হবেন তা নির্দিষ্ট করবেন), Regional Center (জেলার নাম) এবং Sub-regional Center (উপজেলার নাম) Study Center (কলেজের নাম) অর্থাৎ আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন ঐ কলেজ, কোন জেলার কোন উপজেলায় আছে সেসব জেলা আর উপজেলার নাম ইংরেজি বানানে জানতে হবে।

২) আপনার বাবা ও মায়ের NID কার্ড এবং নিজের NID কার্ড (উভয় পাশের ছবি)। নিজের NID কার্ড না থাকলে জন্ম নিবন্ধনের ছবি।

৩) ইংরেজিতে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা (যেমন : গ্রাম/বাড়ি/ফ্ল্যাট, ডাকের নাম ও post code, জেলা, উপজেলার নাম) তবে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হলে, স্থায়ী ঠিকানা পুণরায় দেয়ার দরকার নেই।

৪) রক্তের গ্রুপের নাম, মোবাইল নম্বর এবং নিজের একটি Email এড্রেস।

৫) সদ্য তুলা পাসপোর্ট সাইজের দুটি ছবি (৩০০ বাই ৩০০ পিক্সেল) এবং আবেদনকারীর স্বাক্ষরের ছবি। (কাগজে স্বাক্ষর দিয়ে তার ছবি তুলে দিতে হবে)

৬) JSC বা JDC বা ৮ম শ্রেণির পরীক্ষার রোল নম্বর, গ্রুপ নাম, পাশের সন, gpa point, বোর্ড ও কলেজের ইংরেজিতে নাম।

 

বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন : বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

May 24, 2023 0 comments
1 FacebookTwitterPinterestEmail
Admission Info

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি-২০২৩,  BKSP Admission Circular 2023

by মাহবুব সজল February 15, 2023
written by মাহবুব সজল

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি-২০২৩,  BKSP Admission Circular 2023

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২৩। ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে জাতীয় পত্রিকায় সার্কুলার প্রকাশ হয়েছে। ২৩ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। শিক্ষা, চাকুরি ও প্রশিক্ষণ সংক্রান্ত খবর পেতে আমদের ইউটিউব চ্যালেন ও ওয়েবপেজটি ভিজিট করতে পারেন।

বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচী

প্রশিক্ষণের নামঃ তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২৩
ব্যাচঃ ২০২৩
প্রথম পর্যায়ে প্রশিক্ষণের মেয়াদ ০১ মাস
দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণের মেয়াদ ০২ মাস
সব জেলা থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থী অনলাইন এ আবেদন করতে পারবেন।
রেজিস্ট্রেশনের শেষতারিখঃ ২৩ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২৩ ( সরাসরি বাছাই )

অফিসিয়াল বিজ্ঞপ্তি : বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

February 15, 2023 0 comments
1 FacebookTwitterPinterestEmail
Admission Info

বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষার পরীক্ষক হওয়ার জন্য আবেদন-২০২৩, SSC 2023 Examiner application 2023

by মাহবুব সজল January 22, 2023
written by মাহবুব সজল

বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষার পরীক্ষক হওয়ার জন্য আবেদন-২০২৩, SSC 2023 Examiner application 2023

যেসকল সম্মানিত শিক্ষকবৃন্দ বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষায় পরীক্ষক হওয়ার জন্য আবেদন করতে চাচ্ছেন তারা অনলাইনে পরীক্ষক হওয়ার জন্য আবেদন করতে পারেন। এজন্য আপনাকে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।  ওয়েব সাইটের ঠিকানা : http://barisalboard.gov.bd/

সকল বিদ্যালয়কে যানানো যাচ্ছে যে Teachers Information এ নিবন্ধন কৃত শিক্ষকদের মধ্য থেকে আসন্ন SSC & JSC পরীক্ষার পরীক্ষক নিয়োগ করা হবে, কোন প্রকার মেনুয়াল তথ্য নেয়া হবে না । তাই গুরুত্বের সাথে সকল শিক্ষকের নিবন্ধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।এই তথ্য বিদ্যালয় কাঠামো হিসেবে বোর্ডের ডেটাবেজে সংরক্ষিত থাকবে । আদেশ ক্রমে চেয়ারম্যান বিআইএসই, বরিশাল।

বরিশাল বোর্ডের ওয়েবসাইটে  প্যানেল লিংক হতে SSC 2023 teacher info Entry Panel লিংক ও ক্লিক করে আপনার প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে teacher  ট্যাবে ক্লিক করে Add New Teacher বাটনে ক্লিক করে যে আবেদন করতে ইচ্ছুক তার সকল তথ্য দিয়ে আবেদন ফরম  Add বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে।

Add Teacher Information

Top of Form

       
Name :    
Mobile :  
Indexno : give 999999 if you have no Index Number
Date of birth :  
Designation :

Bottom of Form

 
Teacher Subject Code :

 

 
SSC Examiner Subject Code :

 

    If you not Interest to be a examiner then put 999 in the field  
JSC Examiner Subject Code :

 

If you not Interest to be a examiner then put 999 in the field  
     
SSC / EQUIVALENT

 

 
HSC / EQUIVALENT :

 

   
DEGREE ( Hons. ) :

 

DEGREE ( pass ) :

 

FAZIL :

 

B.ED / BP.ED :

 

       
MASTERS :

 

KAMIL :

 

M.ED :

 

OTHERS :

 

       
       
Join Date :    
MPO Date :    
MPO Previous Date :    
রকেট মোবাইল ব্যাংকিং এর হিসাব নম্বর ( ১২ সংখ্যা ) দিতে হবে    
Rocket Account No. ( Mobile Banking) Example . 017100000005
       
সোনালী অথবা রূপালী ব্যাংক হিসাব নম্বর ( ১৩ সংখ্যা ) দিতে হবে
Bank Account No :    
Bank Name :

 

   
Bank Branch Name :    
Zilla :

 

January 22, 2023 0 comments
1 FacebookTwitterPinterestEmail
Admission InfoEducationএডুকেশন

বিজয় দিবস

by মাহবুব সজল December 16, 2022
written by মাহবুব সজল

বিজয় দিবস

প্রতিটি জাতির জীবনেই বিজয় দিবস এক অনন্য গৌরবোজ্জ্বল দিন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিজয় দিবস প্রতিবছর ডিসেম্বরের ১৬ তারিখ বাঙালির জাতীয় জীবনে অপরিসীম আনন্দের বার্তা নিয়ে আসে । বিজয় দিবসের এই দিনটি বাঙালি জাতিসত্তার আত্মমর্যাদা, বীরত্ব এবং সার্বভৌমত্বের প্রতীক।

বাংলাদেশের বিজয় দিবস :

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। ৩০ লক্ষ শহিদের জীবন উৎসর্গ, অগণিত মা-বোনের সম্ভ্রমহানি এবং বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ এর এই দিনে পৃথিবীর মনচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়েছে । তাই ১৬ ডিসেম্বর বিজয়ের এই দিনটি আমাদের জাতীয় জীবনে সর্বাপেক্ষা স্মরণীয়, আনন্দময় এবং গৌরবের দিন।

ঐতিহাসিক পটভূমি :

১৯৪৭ সালে ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর হিন্দু ও মুসলমান এই দুই ধর্মের সংখ্যাগরিষ্ঠতার উপর ভিত্তি করে ১৯৪৭ সালের ১৪ ও ১৫ আগস্ট যথাক্রমে পাকিস্তান ও ভারত এই দু’টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। মুসলমান অধ্যুষিত পাকিস্তান রাষ্ট্রটি মূলত দু’টি আলাদা ভূ-খন্ডে বিভক্ত ছিল। একটি অংশ হলো পশ্চিম পাকিস্তান এবং অন্যটি আমাদের বাংলাদেশ- যার তৎকালীন সময়ে নাম ছিল পূর্ব-পাকিস্তান।

সংখ্যাগরিষ্ঠ জনগণের দেশ হওয়া সত্ত্বেও পাকিস্তান রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী ছিল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী। রাষ্ট্রের যাবতীয় কাজকর্ম, অফিস, আদালত সবকিছু পশ্চিম পাকিস্তানের দ্বারা নিয়ন্ত্রিত হতো। মোটকথা, পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষকে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোনো ক্ষেত্রেই স্বাধীনতা দেয়নি।

পশ্চিম পাকিস্তানি সরকার পূর্ব পাকিস্তানের উপর দমন-পীড়নের পথ বেছে নেয়। এরই প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ১৯৭১ সালে ঢাকার রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেন। ২৫ মার্চ রাতে মেজর জেনারেল টিক্কা খানের নির্দেশে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকার ঘুমন্ত নিরস্ত্র সাধারণ মানুষের উপর হামলা চালায়। এরপর ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন।

মুক্তিযুদ্ধ ও বিজয় :

এরপর এদেশের সকল পেশার ও সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়। দীর্ঘ নয় মাস যুদ্ধ চলে। যদিও যুদ্ধের নামে চলে গনহত্যা। নির্বিচারে হত্যা করা হয় এদেশের নিরস্ত্র সাধারণ মানুষদের । অবশেষে ৭১ এর ১৬ ডিসেম্বরে রেসকোর্স ময়দানে পাকসেনারা মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বাঙ্গালীর সম্ভ্রম, রক্ত এর বিনিময়ে সূচনা ঘটে বাংলাদেশের মহান বিজয়।

বিজয় দিবসের তাৎপর্য :

স্বাধীনতা যুদ্ধে গৌরবময় বিজয় অর্জনের মাধ্যমে বাঙালি জাতি বিশ্বের দরবারে স্বতন্ত্র পরিচয় লাভ করেছে। বাঙালির জাতীয় জীবনে বিজয় দিবসের তাৎপর্য অনস্বীকার্য। প্রতি বছর বিজয় দিবস উদ্যাপনের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম মক্তিযুদ্ধের ইতিহাস ও বাঙালির আত্মত্যাগের মহিমা সম্পর্কে সচেতন হয়ে ওঠে।

জাতীয় কর্তব্য :

আমরা বাংলার সন্তান বাঙ্গালি। বাঙ্গালি হিসাব আমাদের প্রত্যেকেরই এ দিনটির প্রতি কিছু কর্তব্য রয়েছে। কেবল বিজয় দিবসের একটি দিনেই নয় , বরং বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়ে প্রত্যেক বাঙ্গালির উচিত সারা বছরই দেশ-জাতি, স্বাভীনতা-সার্বভৌমত্বের পক্ষে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়া।

বিজয় দিবস বাঙ্গালির জীবনে একটি আনন্দের দিন , একই সাথে এটি বেদনারও দিন। প্রতি বছর এ দিবসটি আমাদের মাঝে ঘুরে ফিরে এসে স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী লাখো শহিদের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে যায়।

December 16, 2022 0 comments
1 FacebookTwitterPinterestEmail
Admission InfoEducationএডুকেশন

হাফেজ, ইমাম, মাদ্রাসা ছাত্র ও বেকার যুবকদের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি-২০২২

by মাহবুব সজল December 16, 2022
written by মাহবুব সজল

হাফেজ, ইমাম, মাদ্রাসা ছাত্র ও বেকার যুবকদের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি-২০২২

শিক্ষাবর্ষ : ২০২২-২০২৩

শিক্ষা, ভর্তি , জব সলুশন সহ সকল সরকারি চাকুরির খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ওয়েবপেজটি ভিজিট করতে পারেন।

Free Computer training Circular-2022

লক্ষ্য ও উদ্দেশ্য : ৬০ দিনব্যাপী মাদ্রাসার ছাত্র ও বেকার যুবকদের নিন্মোক্ত বিষয়ে কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সাবলম্বী করে তোলা ও দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার মত প্রস্তুত করে তোলা। প্রশিক্ষনের তৃতীয় কোর্স ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও দিনাজপুর কেন্দ্রে আগামী ০৮/০১/২০২৩ খ্রি: তারিখ রবিবার থেকে ০৮/০৩/২০২৩ খ্রি: তারিখ বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের ইমাম প্রশিক্ষন একাডেমির কেন্দ্রসমূহে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সংশ্লিষ্ট কেন্দ্রে লিখিত দরক্ষাস্ত জমা দেওয়ার শেষ তারিখ : ০৪/০১/২০২৩ খ্রি.

প্রার্থীদের বাছাই ও ভর্তির তারিখ : ০৫/০১/২০২৩ খ্রি:

 

বেসিক কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, এডোবি ফটোশপ, ইলুস্ট্রেটর , ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস ও কনসালট্যানসিং,

#Basic_Computer, #Graphics_design, #Adobe_Photoshop, #Illustrator, #Freelancing, #Market_Place&Consultancy,

 

নিম্নলিখিত কাগজ পত্রাদি সংযুক্ত করে দিতে হয়ঃ

(ক) পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে।

(খ) স্ব–হস্তে লিখিত আবেদনপত্রসহ প্রয়োজনীয় তথ্যাদি সঙ্গে থাকতে হবে।

(গ) দাখিল বা সমমান পরীক্ষায় পাশ।

(ঘ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে

(ঙ) ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক ইমামতির স্বপক্ষে প্রদত্ত প্রমাণ পত্রের সত্যায়িত ছায়ালিপি। মাদ্রাসা ছাত্রদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র জমা দিতে হবে।

(চ) ১ (এক) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং এক কপি স্ট্যাম্প সাইজ ছবি সত্যায়িত ছাড়া জমা দিতে হবে

(ছ) কোন প্রকার কোর্স ফি দিতে হবে না তবে মনোনীত প্রার্থীকে নিবন্ধন ফি বাবদ ৫০০/-(পাঁচশত) টাকা প্রদান করতে হবে।

(জ) ভর্তির সময় জামানত বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা জমা দিতে হবে, যা কোর্স সাফল্যজনকভাবে সম্পন্নের পর ফেরত দেয়া হবে। একাডেমীর সংশিস্নষ্ট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টি.এ./ডি.এ দেয়া হবে না।

অফিসিয়াল বিজ্ঞপ্তি : বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেল : Please Subscribe

 

December 16, 2022 0 comments
1 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts
  • Facebook
  • Linkedin
  • Youtube

@2025 - All Right Reserved. Designed and Developed by WebRoo IT


Back To Top
Mahbub Shajal
  • হোম
  • শিক্ষা
  • পাঠ্য বই
  • চাকরির খবর
  • ভর্তি তথ্য
  • সাধারণ জ্ঞান
  • প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
  • ফ্রিল্যান্সিং
  • বিনোদন
  • লাইব্রেরি