• হোম
  • শিক্ষা
  • পাঠ্য বই
  • চাকরির খবর
  • ভর্তি তথ্য
  • সাধারণ জ্ঞান
  • প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
  • ফ্রিল্যান্সিং
  • বিনোদন
  • লাইব্রেরি
Mahbub Shajal
Education-Job News-Technology
Home » Education » Page 5
Category:

Education

Education

সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান।

by মাহবুব সজল May 24, 2023
written by মাহবুব সজল

ফার্মাসিস্ট ক্যাটাগরী সি (Category C ) পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এ আর্টিকেলটি। এ নিবন্ধের মধ্যে আমি ফার্সাসিস্ট পরীক্ষার জন্য ফুল প্রশ্নব্যাংক এর সমাধান দিচ্ছি। আপনি এ প্রশ্নব্যাংকটি পড়তে পাড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় ১০০% কমন পাবেন। এ আর্টিকেল থেকে সবগুলো অধ্যায়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিতে পারবেন। সবাইকে ধৈর্য্য ধরে সবগুলো প্রশ্নের সমাধান দেখার অনুরোধ করছি।

সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান। ফার্মাসিস্ট পরীক্ষার সাজেশন, প্রশ্ন ব্যাংক

অধ্যায়-০২

১. প্রতিটি মডেল ফার্মেসীর মালিকের কয়টি তথ্য থাকা আবশ্যক?
উঃ ৪টি তথ্য।
২. মডেল ফার্মেসী মালিকের তথ্যাদি কি কি?
উঃ NID, TIN, ট্রেড লাইসেন্স ও বাংলাদেশ ফার্মেসীর কাউন্সিল হতে প্রাপ্ত পেশাগত নিবন্ধন সনদ।
৩. ফার্মেসীর ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স কোন স্থানে রাখতে হয়?
উঃ সহজে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে।
৪. ফার্মাসেিস্টর নাম এবং ফার্মাসিস্ট সার্টিফিকেট কোন স্থানে রাখতে হয়?
উঃ সহজে দৃষ্টি গোচর হয় এরূপ স্থানে।
৫. যদি মডেল ফার্মেসী/মডেল মেডিসিন শপ সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সেক্ষেত্রে কয় দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিত ভাবে অবহিত করতে হবে?
উঃ ৩০ দিনের মধ্যে।
৬. যদি মডেল ফার্মেসী / মডেল মেডিসিন শপ স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়, সেক্ষেত্রে কয়দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিত ভাবে অবহিত করতে হবে?
উঃ ৩০ দিনের মধ্যে।
৭. যদি মডেল ফার্মেসী / মডেল মেডিসিন শপ ০১ বছর বা তার বেশী সময়ের জন্য বন্ধ থাকে তবে পুনরায় সচল করার জন্য কি করতে হবে?
উঃ ঔষধ প্রশাসনে নতুন ভাবে আবেদন করতে হবে।
৮. ফার্মেসীতে দায়িত্ব প্রাপ্ত অনুমোদিত কর্মীদের ক্ষেত্রে কোন পরিবর্তন হলে বা দায়িত্বরত ফার্মাসিস্টকে তার চুক্তি হতে অব্যাহতি দিলে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে কয়দিনের মধ্যে লিখিত ভাবে অবহিত করতে হবে?
উঃ ৭ দিনের মধ্যে।
৯. একজন A গ্রেড ফার্মাসিষ্ট মডেল ফার্মেসী স্থাপন ও পরিচালনার জন্য BPC কর্তৃক অনুমোদিত কত ঘন্টার ওরিয়েন্টেশন প্রশিক্ষন নিতে হয়?
উঃ ৩০ ঘন্টা।
১০. মডেল ফার্মেসী স্থাপন ও পরিচালনার জন্য C গ্রেড ফার্মাসিষ্টকে BPC কর্তৃক অনুমোদিত কত ঘন্টার ওরিয়েন্টেশন প্রশিক্ষন নিতে হয়?
উঃ ৮০ ঘন্টা।
১১. প্রতিটি মডেল ফার্মেসী কোন গ্রেড ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত হবে?
উঃ ‘এ’ গ্রেড।
১২. মডেল ফার্মেসীতে কর্মরত ঔষধ ডিসপেন্সার/ফার্মাসিস্ট কার তত্ত¡বধানে কাজ করবেন?
উঃ ‘এ’ গ্রেড ফার্মাসিস্টের।
১৩. মডেল ফার্মেসীর আয়তন কত হবে?
উঃ কমপক্ষে ৩০০ বর্গফুট।
১৪. মডেল ফার্মেসীর উচ্চতা কমপক্ষে কত ফুট হতে হবে?
উঃ ৮ ফুট।
১৫. মডেল ফার্মেসীর চার পাশের তাপমাত্রা কত রাখতে হবে?
উঃ ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
১৬. ফামের্সীর অভ্যন্তরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কি থাকা আবশ্যক?
উঃ রুম থার্মোমিটার।
১৭. মডেল ফার্মেসীতে তাপ সংবেদনশীল ঔষধ সংক্ষণে কি থাকা আবশ্যক?
উঃ গ্রেড রেফ্রিজারেটর।
১৮. মডেল ফার্মেসীতে কমপক্ষে কয়টি গ্রেড রেফ্রিজারেটর থাকা আবশ্যক?
উঃ ১ টি।
১৯. ঔষুধ ডিসপেন্সিং এর এলাকায় কাউন্টার কি রকম হবে?
উঃ পরিস্কার ও সমতল।
২০. কত বছরের নিচে শিশুদের কাছে ঔষুধ ডিসপেন্স বা বিক্রয় থেকে বিরত থাকতে হবে?
উঃ ১২ বছর।
২১. কোন ঔষুধ ডিসপেন্স করা যাবে না?
উঃ Physician sample ।
২২. কোন মেডিসিন ব্যবস্থাপত্র ছাড়া ডিসপেন্স করা যাবে না?
উঃ Prescription only medicine ।
২৩. কাদের নাগাল হতে ঔধুষ দূরে রাখতে হয়?
উঃ শিশুদের।
২৪. মডেল ফার্মেসীতে ডিসপেন্সিং এর প্রয়োজনীয় উপকরণ কয়টি?
উঃ ৫টি।
২৫. ঔষধকে ধুলাবালি থেকে রক্ষার জন্য শেলফে কি থাকতে হবে?
উঃ স্লাইডিং কাঁচ।
২৬. শেলফে ঔষুধ কিভাবে সাজাতে হবে?
উঃ Alphabetically অথবা থেরাপিউটিক শ্রেণীতে।
২৭. Prescription only সকল ঔষুধ শেলফে ডিসফেন্সিং এলাকার কোন দিকে থাকবে?
উঃ পিছনে।
২৮. প্রেসক্রিপশন ছাড়া রোগী / ক্রেতার কাছে সরাসরি বিক্রয় যোগ্য অনুমোদিত ঔষুধকে কি ঔষুধ বলে?
উঃ OTC Medicineব ।
২৯. ডিসপেন্সিংকৃত বিশেষ কোন ঔষুধ বিষয়ের তথ্য ঔষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত রেজিস্টারে লিখে রাখতে হবে?
উঃ ANTIBIOTIC
৩০. ডিসপেন্সিংকৃত প্রতিটি প্রেসক্রিপশন/ ব্যবস্থাপত্রের জন্য কয়টি তথ্য সংরক্ষণ করতে হবে?
উঃ ৫ টি।
৩১. সকল ঔষুধ ক্রয়ের রশিদ ও চালান মডেল ফার্মে সীতে স্বয়ংক্রিয় (কম্পিউটার ভিত্তিক) ব্যবস্থায় কত বছর সংরক্ষণ করতে হবে?
উঃ কমপক্ষে ২ বছর।
৩২. মডেল মেডিসিন শপ মালিকের কয়টি তথ্য থাকা আবশ্যক?
উঃ ৪ টি।
৩৩. মডেল মেডিসিন শপ নিবদ্ধনের জন্য নূন্যতম একজন কোন গ্রেডের ফার্মাসিস্ট আবশ্যক?
উঃ ‘সি’ গ্রেড।
৩৪. একজন A গ্রেড ও ই গ্রেড ফার্মাসিস্ট মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার জন্য BPC কর্তৃক অনুমোদিত কত ঘন্টার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ নিতে হয়?
উঃ ৩০ ঘন্টা ।
৩৫. মডেল মেডিসিন শপ পরিচালনার জর‌্য একজন C গ্রেড ফার্মাসিষ্টকে BPC কর্তৃক অনুমোদিত কত ঘন্টার ওরিয়েন্টেশন প্রশিক্ষন নিতে হয়?
উঃ ৮০ ঘন্টা।
৩৬. একজন ফার্মাসিষ্ট হিসেবে BPC এর প্রশিক্ষণ নিতে গেলে কোন বিভাগ হতে মাধ্যমিক পাস করতে হয়?
উত্তরঃ বিজ্ঞান বিভাগ।
৩৭. একজন লোক BPC কর্তৃক পরিচালিত ৮০ ঘন্টার ফার্মেসী প্রশিক্ষণ নিলে কোন গ্রেডের ফার্মাসিষ্ট হয়?
উঃ C গ্রেড।
৩৮. মডেল মেডিসিন শপের আয়তন কত হবে?
উঃ কমপক্ষে ১২০ বর্গফুট।
৩৯. মডেল মেডিসিন শপের উচ্চতা কত হবে?
উঃ কমপক্ষে ৮ ফুট।
৪০. মডেল মেডিসিন শপের তাপমাত্রা কত হবে?
উঃ ৩০ ডিগ্রীর বেশী না।
৪১. তাপমাত্রা নিযন্ত্রণের জন্য কিসের ব্যবস্থা থাকতে হবে?
উঃ Exhaust Fan।
৪২. ভ্যাকসিন সংরক্ষণ নির্দেশিকা অনুযায়ী কোথায় ভ্যাকনিস সংরক্ষণ করতে হবে?
উঃ রেফ্রিজারেটরে।
৪৩. কোন sample বিক্রয় যোগ্য নয় ?
উঃ Physician sample ।
৪৪. মডেল মেডিসিন শপে ডিসপেন্সিং এর প্রয়োজনীয় উপকরণ কয়টি?
উঃ ৪ টি।
৪৫. টিকা/ ভ্যাকসিন সংরক্ষণকালে কি মেনে চলতে হবে?
উঃ কোল্ড চেইন বা নির্ধারিত গাইড লাইন।

অধ্যায় -১ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -২ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৩ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৪ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৫ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৬ দেখতে ক্লিক করুন।

অধ্যায় ৭ দেখতে ক্লিক করুন।

May 24, 2023 0 comments
2 FacebookTwitterPinterestEmail
Education

ঘূর্নিঝড় মোখা পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা-২০২৩

by মাহবুব সজল May 11, 2023
written by মাহবুব সজল

চলমান মাধ্যমিক ও সমমান পরীক্ষার মধ্যেই ঘূর্ণিঝড় মোখার পূর্বাভাস পাওয়া গেছে। আহাওয়া অফিস থেকে বলা হয়েছে- আগামী রোববার বাংলাদেশে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য দিনটিতেও এসএসসি পরীক্ষা রয়েছে।

প্রাকৃতিক সম্ভাব্য এই দুর্যোগে পরীক্ষা হবে কিনা এ নিয়ে সংশয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। উপকূলীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরীক্ষার্থীদের মধ্যে ভয় ও শঙ্কা বিরাজ করছে। তবে শিক্ষা প্রশাসনের কর্তারা বলছেন, ঝড়ের গতিপ্রকৃতি ও সার্বিক অবস্থা বুঝে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড় মোকার অবস্থান ছিল বাংলাদেশ উপকূল থেকে মোটামুটি ১ হাজার ২০০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগরে। এর গতিবিধি পর্যবেক্ষণ করে আবহাওয়াবিদরা যে পূর্বাভাস দিয়েছেন, তাতে রোববার সকাল থেকে দুপুরের মধ্যে এ ঝড় কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।  ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার ব্যাপক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকিও তৈরি হয়।

রোববার সকাল ১০টা থেকে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান, মানবিক বিভাগের পরীক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হওয়ার কথা। আর পরদিন সোমবার রয়েছে গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা।

পূর্বাভাস ঠিক থাকলে শনিবার রাত থেকেই ঝড়ের প্রভাব পড়বে উপকূলীয় এলাকায়। সেক্ষেত্রে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত এ পরীক্ষার কী হবে সেটি নিয়ে শিক্ষার্থীদের ভাবনার শেষ নেই।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. তপন কুমার সরকার বলেন, ঘূর্ণিঝড়ের পরিস্থিতি ভয়াবহ হলে পরিস্থিতি বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা জেলা প্রশাসক ও অন্যান্য বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। পরীক্ষার মালামাল সামলে রাখতে বলেছি। আর ঘুর্ণিঝড় যদি আঘাত আনে কোন অঞ্চলে আঘাত আনবে, কোন অঞ্চলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেসব বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সিদ্ধান্ত বোর্ড অনুযায়ী আসবে বলেও জানান তিনি।

এদিকে ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে এরই মাঝে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

May 11, 2023 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Education

সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান।

by মাহবুব সজল March 29, 2023
written by মাহবুব সজল

ফার্মাসিস্ট ক্যাটাগরী সি (Category C ) পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এ আর্টিকেলটি। এ নিবন্ধের মধ্যে আমি ফার্সাসিস্ট পরীক্ষার জন্য ফুল প্রশ্নব্যাংক এর সমাধান দিচ্ছি। আপনি এ প্রশ্নব্যাংকটি পড়তে পাড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় ১০০% কমন পাবেন। এ আর্টিকেল থেকে সবগুলো অধ্যায়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিতে পারবেন। সবাইকে ধৈর্য্য ধরে সবগুলো প্রশ্নের সমাধান দেখার অনুরোধ করছি।

সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান। ফার্মাসিস্ট পরীক্ষার সাজেশন, প্রশ্ন ব্যাংক

অধ্যায়-০১

প্রশ্ন : ১. নাগরিক জীবনের মৌলিক চাহিদা কতটি ?

উত্তর : ৫ টি।

প্রশ্ন : ২.  নাগরিক জীবনের মৌলিক চাহিদাগুলো কি কি ?

উত্তর : খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা।

প্রশ্ন ৩. রাষ্ট্রের প্রাথমিক দ্বায়িত্ব কি ?

উত্তর : পুষ্টির মাত্রা উন্নীত করা ও জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটানো।

প্রশ্ন ৪. জাতীয় স্বাস্থ্য নীতি প্রনীত হয় কত সালে ?

উত্তর : ২০১১ সালে জাতীয় স্বাস্থ্য নীতি প্রনীত হয়।

প্রশ্ন ৫. জাতীয় স্বাস্থ্য নীতির মূল লক্ষ্য কি ?

উত্তর : অত্যাবশ্যকীয় ওষুধের সহজলভ্যতা এবং মূল্য নিয়ন্ত্রন নিশ্চিত করা।

প্রশ্ন ৬. স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় কতটি বিভাগে বিভক্ত ?

উত্তর : ২ বিভাগে বিভক্ত।

প্রশ্ন ৭. স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের বিভাগগুলো কাদের দ্বারা পরিচালিত হয় ?

উত্তর : মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নেতৃত্বে সচিবের অধীনে পরিচালিত হয়।

প্রশ্ন ৮. স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধীনে কতটি নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান আছে ?

উত্তর : ৬ টি।

প্রশ্ন ৯. ডাক্তার, ডেন্টিস্ট ও মেডিকেল অ্যাসিস্টান্টদের নিবন্ধনের কাজ কারা নিয়ন্ত্রন করে থাকে?

উত্তর : BMDC

প্রশ্ন ১০. চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবা দক্ষতার মান নিশ্চিত করার দায়িত্ব কার ?

উত্তর : BMDC এর।

প্রশ্ন ১১. বাংলাদেশের হোমিওপ্যাথি বোর্ড (BHB) এবং বাংলাদেশের বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেম অব মেডিসিন (BU&AB) কোন সালের আইনের আওতায় কাজ করে?

উত্তর: ১৯৮২ সালের।

প্রশ্ন ১২. স্বাস্থ্য ক্ষেত্রে পেশজীবি সংগঠন সমুহ কয়টি ও কি কি?

উত্তর: ২ টি  BMA & BPS।

প্রশ্ন ১৩. ওয়ার্ড পর্যায় কমিউনিটি ক্লিনিক কতজন কে সেবা দেয়?

উত্তর: প্রায় ৬০০০ জনকে।

প্রশ্ন ১৪. ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কতজনকে সেবা দেয়?

উত্তর: গড়ে ৩০,০০০ জনকে।

প্রশ্ন ১৫. নগরাঞ্চলের স্বাস্থ্য সেবা সাধারনত কয় ধরনের সেবা প্রধান কারীর মাধ্যমে দেয়া হয়।

উত্তর : ৩ ধরনের ।

প্রশ্ন ১৬. ২০৫০সাল নাগাদ নগর জনসংখ্যা কত% পর্যন্ত বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে?

উত্তর: ৫৬%

প্রশ্ন ১৭. কোন সালের আইনের মধ্যে নগর বাসীদের প্রাধমিক স্বাস্থ্য পরিচর্যা প্রদানের দায়িত্ব সিটি কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটির?

উত্তর: স্বানীয় সরকার আইন ২০০৯।

প্রশ্ন ১৮. বাংলাদেশের কত সালে সহস্রাব্দ লক্ষ্য মাত্রা সমুহ/মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (MDG) শেষ করেছে?

উত্তর: ২০১৫ সালে।

প্রশ্ন ১৯. আমরা এখন কত সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়ন করছি?

উত্তর: ২০৩০ এর মধ্যে ।

প্রশ্ন ২০. ২০১৫সালের ২৫ সেপ্টেম্বর তারিখে জাতিসংঘ সাধারন পরিষদ (UNGA) টেকসই উন্নয়ন লক্ষমাত্রা /SDG এর কয়টি লক্ষ্য গ্রহণ করে?

উত্তর: ১৭টি ।

প্রশ্ন ২১.দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ঔষধ নিয়ন্ত্রন অধিদপ্তর কোন মন্ত্রনালয়ের অধীনে?

উত্তর: স্বাস্থ্য ও পরিকার কল্যান মন্ত্রনালয়ের।

প্রশ্ন ২২. কোন ACT এর মাধমে ঔষধ প্রশাসন অধিদপ্তর তার দায়িত্ব পালন করে?

উত্তর: Act ২০০৬ সমূহের মাধ্যমে।

প্রশ্ন ২৩. ঔষধ প্রশাসন কোন সালের মোবাইল কোর্ট আইন প্রয়োগ করে?

উত্তর: ২০০৯ সালের ।

প্রশ্ন ২৪.বর্তমানে ঔষধ প্রশাসনের অধিনে দেশে কয়টি জেলা অফিস আছে?

উত্তর: ৫৫ টি।

প্রশ্ন ২৫. বাংলাদেশের ফর্মেসী কাউন্সিল কি রকম সংস্থা?

উত্তর: স্বায়িত্বশাসিত সংস্থা।

প্রশ্ন ২৬. বাংলাদেশের ফর্মেসী কাউন্সিল কোন মন্ত্রনালয়ের অধীন?

উত্তর: স্বাস্থ্য ও পরিকার কল্যান মন্ত্রনালয়ের।

প্রশ্ন ২৭. বাংলাদেশের ঔষধের উৎস কয়টি?

উত্তর: ২টি

প্রশ্ন ২৮. আমাদের দেশে ঔষধের কত ভাগ স্থানীয় ভাবে উৎপাদন হয়?

উত্তর: ৯৫-৯৮% টি

২৯. আমাদের দেশে ঔষুধের কতভাগ আমদানি হতে আসে?
উঃ ২-৫%।
৩০. কত সালে ফার্মাসিস্টদের জন্য কোড অফ ইথিকস গ্রহন করে?
উঃ ১৯৯৪ সালে।
৩১. কখন আমরা অ্যামেরিকান ফার্মাসিউটিক্যাল এসোসিয়েশনের সদস্য পদ লাভ করি?
উঃ অক্টোবর ২৭, ১৯৯৪।
৩২. ঔষধ কি?
উঃ যা গ্রহণের মাধ্যমে আমরা রোগমুক্ত হই তাই ঔষুধ।
৩৩. ঔষধের একমাত্র উদ্দ্যেশ্য কি?
উঃ রোগ মুক্তি।
৩৪. যে কোন বস্তু, যা গ্রহণের পর শরীরে প্রতিক্রিয়া তৈরি হয় তা কি?
উঃ ড্রাগ।
৩৫. যে সব ‘ড্রাগ’ শুধুমাত্র রোগমুক্তি ও রোগ প্রতিরোধের জন্য ব্যবহ্যত হয় তাকে কি বলে?
উঃ মেডিসিন।
৩৬. ড্রাগ সাধারণত কয়টি উৎস হতে পাওয়া যায় ও কি কি?
উঃ ২ টি, প্রাকৃতিক উৎস ও কৃত্রিম উৎস।
৩৭. ‘এবারস প্যাপিরাস’ কবে লিখা হয়?
উঃ খ্রিষ্টের জন্মের প্রায় ১৬০০ বছর আগে।
৩৮. এবারস প্যাপিরাসে কয়টি ঔষুধের বর্ণনা ছিল ?
উঃ প্রায় ৭০০ টি ঔষুধের।
৩৯. এবারস প্যাপিরাসে কয়টি ফর্মুলা ছিল?
উঃ প্রায় ৮০০ টির ও বেশী।
৪০. মমি তৈরির কৌশল কে আবিস্কার করেন?
উঃ ইমহোটেপ।
৪১. ইতিহাসে প্রম চিকিৎসক হিসেবে বিবেচিত হন কে?
উঃ ইমহোটেপ।
৪২. ‘পেনটি সাও’ কোন দেশি ঔষুধের বই?
উঃ চীন।
৪৩. ‘পেনটি সাও’ কে লিখেন এবং কখন?
উঃ শেন নাং, খ্রিষ্ট পূর্ব ২০০০ সালে।
৪৪. চীনের জনগণকে চাষাবাদে উৎসহিত করেন কে?
উঃ শেন নাং।
৪৫. চীনের কৃষির জনক বলা হয় কাকে?
উঃ শেন নাং কে।
৪৬. প্রথম চা আবিস্কার করেন কে?
উঃ শেন নাং।
৪৭. শেন নাং কয়টি উদ্ভিদ, প্রাণী এবং খনিজ ঔষুধের তালিকা তৈরী করেন?
উঃ ৩৬৫ টি।
৪৮. “চরক সংহিতা” কে লিখেন এবং কত সালে?
উঃ চরক, খ্রিষ্টপূর্ব প্রায় ৮০০ সালে।
৪৯. “চরক সংহিতা” বইয়ে গুণাবলী অনুযায়ী ঔষুধ কে কয় শ্রেণীতে ভাগ করা হয় এবং প্রতি শ্রেণীতে কয়টি ঔষুধ ছিল?
উঃ ৫০ টি শ্রেণীতে, প্রতি শ্রেণীতে ১০ টি করে ঔষুধ।
৫০. চরক এর মতে কয় ধরণের ঔষুধ চিকিৎসকের মূল হাতিয়ার?
উঃ ৫০ ধরণের।
৫১. আজকের আয়ুর্বেদীক শাস্ত্রের প্রতিষ্ঠা কার হাত ধরে?
উঃ চরক।
৫২. আর্য়ুবেদ শাস্ত্রের প্রম বই কোনটি?
উঃ চরক সংহিতা।
৫৩. ইউরোপের বিজ্ঞানীরা কাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলে অভিহিত করেন?
উঃ চরক কে।
৫৪. “শুশ্রুত সংহিতা” বইতে কয় ধরণের ঔষুধ কে কয়টি গোষ্ঠীতে ভাগ করেন?
উঃ ৭৬০ ধরণের ঔষুধ, ৭ টি গোষ্ঠী।
৫৫. প্রাচীন ভারতীয় সভ্যতায় চিকিৎসার পাশাপাশি প্রথম অস্ত্রোপচার প্রবর্তন করেন কে?
উঃ শুশ্রুত।
৫৬. “শুশ্রুত” অস্ত্রোপচারে ব্যবহৃত কয়টি যন্ত্রপাতির নকশা লিপিবদ্ধ করেন?
উঃ ১২০ টি।
৫৭. ইউরোপ মহাদেশের বিজ্ঞানীরা কাকে “ফাদার অব মেডিসিন” নামে অবহিত করেন?
উঃ হিপোক্রাইটিস কে।
৫৮. হিপোক্রাইটিস লিখিত বইয়ের নাম কি?
উঃ স্যাটিরিয়া মেডিকা।
৫৯. নবীন চিকিৎসকদের পেশায় প্রবেশ কালে নৈতিকতার শপথ নেয়ার জন্য “হিপোক্রাইটিস ওথ” রচনা করেন কে?
উঃ হিপোক্রাইটিস।
৬০. ডিওসকোরাইডিস কোথায় কখন জন্মগ্রহণ করেন?
উঃ তুরস্কে, ৩০ খ্রিস্টাব্দে।
৬১. ডিওসকোরাইডিস এ লিখিত বইটির নাম কি?
উঃ দ্য মেটেরিয়া মেডিকা।
৬২. ঐতিহাসিকের মতে প্রথম ফার্মাসিস্ট কে?
উঃ গ্যালেন।
৬৩. সর্ব প্রথম কোল্ড ক্রীম তৈরী করেন কে?
উঃ গ্যালেন।
৬৪. ইমালশান আবিস্কার করেন কে?
উঃ গ্যালেন।

৬৫. “মস্তিক সব মাংস পেশীর কর্মকান্ড নিয়ন্ত্রণ করে” এ তত্ত্ব প্রদান করেন কে?
উঃ গ্যালেন।
৬৬. চিকিৎসার মূল ভিত্তি হিসেবে “আল রাজী” কোনটাকে গ্রহণ করে?
উঃ রসায়ন কে।
৬৭. প্রাচীনকালে রসায়নকে কি বলা হত?
উঃ আল কেমি।
৬৮. সর্ব প্রম চিকিৎসা ক্ষেত্রে গাছ গাছাড়ার বদলে মূল উপাদান বা পিওর কেমিক্যাল ব্যবহান শুরু করেন কে?
উঃ আল রাজী।
৬৯. ইউরোপের বিজ্ঞানীরা আল রাজীকে কি নামে ডাকে?
উঃ র‌্যাজেস।
৭০. প্রথম গুটি বসন্ত ও হামের চিকিৎসা শুরু করেন?
উঃ আল রাজী।
৭১. ফুলের পরাগ রেণু থেকেও যে এলার্জি হয় এটা কে প্রমাণ করেন?
উঃ আল রাজী।
৭২. শরীরে রোগ বিকাশের সাধারণ প্রথম ধাপ কি?
উঃ জ্বর।
৭৩. শরীরের রোগ বিকাশের প্রথম ধাপ হল জ্বর এটা প্রথম অনুধাবন করেন কে?
উঃ আল রাজী।
৭৪. আল রাজীর বিখ্যাত গ্রন্থ গুলো কি কি?
উঃ কিতাব আল মনসুরি, আল হাউয়ি ও মানলা ইয়াহ্দুরু আল-তাবীব।
৭৫. ইবনে সিনা কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ পারস্যে, ৯৮০ খ্রিস্টাব্দে।
৭৬. ঔষূধের আধুনিক ও আকর্ষণীয় করার নিয়মের প্রবক্তা কে?
উঃ ইবনে সিনা।
৭৭. সিরাপ আবিস্কার করেন কে?
উঃ ইবনে সিনা।
৭৮. বটি কাকে চিনির প্রলেপ দিয়ে “সুগার কোটেড” করেন কে?
উঃ ইবনে সিনা।
৭৯. বিখ্যাত গ্রন্থ “কানুন” কে লিখেন?
উঃ ইবনে সিনা।
৮০. ইউনানি চিকিৎসা শাস্ত্রের প্রধান বিজ্ঞানী হিসেবে কাকে বিবেচনা কার হয়?
উঃ ইবনে সিনা কে।
৮১. প্রথম সংক্রামক এবং যৌন রোগের ধারণা দেন কে?
উঃ ইবনে সিনা।
৮২. এলোপ্যথি ওষুধের মূল অসুবিধা কি?
উঃ পার্শ্ব প্রতিক্রিয়া।
৮৩. হোমিও প্যাথি ঔষুধের প্রথম ধারণা দেন কে?
উঃ হ্যানিম্যান।
৮৪. আর্য়ুবেদীয় ঔষুধের উৎপত্তি কোথায় ?
উঃ ভারত বর্ষে।
৮৫. আর্য়ুবেদ ধারায় চিকিৎসকেরা কি নামে পরিচিত?
উঃ কাবিরাজ বা বৈদ্য।
৮৬. ইউনানি ধারায় চিকিৎসক কি নামে পরিচিত?
উঃ হেকিম/হাকিম/ তিব্ব।
৮৭. ঔষধের পরিমান (ডোজ) নির্ণয়ের জন্য রোগীর কি জানা অত্যাবশ্যক?
উঃ বয়স ও ওজন।
৮৮. উন্নয়নশীল দেশগুলির স্বাস্থ্য বাজেটের কত শতাংশ আর্ন্তজাতিক দাতা সংস্থাগুলির কাজ থেকে আসে?
উঃ ৫ শতাংশ।
৮৯. অনুন্নত দেশগুলির স্বাস্থ্য বাজেটের কত শতাংশ আর্ন্তজাতিক দাতা সংস্থাগুলির কাজ থেকে আসে?
উঃ ২০ শতাংশ।
৯০. কয় ধরণের সংস্থা বাংলাদেশের স্বাস্থ্য সমস্যার উন্নয়নের কাজ করে যাচ্ছে?
উঃ ৩ শ্রেণীর।
৯১. বাংলাদেশে কয় ধরণের বহুমাত্রিক সংস্থা স্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করছে?
উঃ ৫টি।
৯২. ইউনিসেফ কাদের নিয়ে কাজ করে?
উঃ শিশুদের।
৯৩. ইউনিসেফের বাজেটের বৃহত্তাংশ কোন খাতে ব্যবহার করা হয়?
উঃ স্বাস্থ্য বিষয়ক খাতে।
৯৪. ইউনিসেফ তাদের সম্পদের সিংহভাগ কি কাদের জন্য খরচ করে?
উঃ দরিদ্র দেশগুলির অনুর্ধ ৫ বছরের শিশুদের জন্য।
৯৫. ইউনিসেফ এর বাজেটের শতকরা কতভাগ বিভিন্ন দেশের সরকারের দান হতে আসে?
উঃ ৭০ ভাগ।
৯৬. ইউনিসেফে এর বাজেটের শতকরা কতভাগ ব্যক্তি পর্যায়ের দাতাদের কাছ থেকে আসে?
উঃ ৩০ ভাগ।
৯৭. বাংলাদেশে মীনা কার্টুন কারা পরিচালনা করে?
উঃ ইউনিসেফ।
৯৮. বিশ্ব ব্যাংক তার প্রদত্ত ঋণের কত শতাংশ স্বাস্থ্য বিষয়ক ও মানব উন্নয়ন খাতে ব্যয় করে?

উঃ ২৫ শতাংশ।
৯৯. স্বাাস্থ্য সম্পর্কিত সমস্যা গুলির মধ্যে বিশ্ব ব্যাংক মূলত কি নিয়ে বেশী মনোযোগী?
উঃ এইডস্ ।
১০০. বিশ্বের অন্যতম একটি প্রধান সমস্যা কি?
উঃ জনসংখ্যা বৃদ্ধি।
১০১. UNFPA তাদের মোট বাজেটের শতকরা ৫০-৬০ ভাগ অর্থ কোন খাতে ব্যবহার করে?
উঃ কারিগরি সুবিধা প্রধানে।
১০২. UNFPA তার বাজেটের শতকরা কতভাগ অর্থ অনুন্নত দেশ গুলিতে প্রদান করে?
উঃ ৭০ ভাগ।
১০৩. UNFPA কত সাল থেকে বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে?
উঃ ১৯৭৪ সাল থেকে।
১০৪. UNDP এর বাজেটের শতকরা কত ভাগ স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক খাতে প্রদান করে?
উঃ প্রায় ২০ ভাগ।
১০৫. USAID কোন বিষয়ে অর্থ সাহায্য প্রদান করে?
উঃ জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে।
১০৬. জাইকা কোন দেশী সংস্থা ?
উঃ জাপানি।
১০৭. বাংলাাদেশে কয়টি নিবন্ধিত NGO আছে ?
উঃ প্রায় ৪০০ টি।
১০৮. বাংলাদেশে কোন কোন দেশের সেভ দ্যা চিলড্রেন কাজ করে?
উঃ ইউএসএ এবং অষ্ট্রেলিয়া।
১০৯. ফার্মাসিস্ট হিসেবে কারা বিবেচিত হয়?
উঃ যে সব স্বাস্থ্য পেশাজীবী সরাসরি ঔষুধ নিয়ে কাজ করে।
১১০. স্বাস্থ্য সেবার প্রথম ধাপ কোনটি?
উঃ কমিউনিটি ফার্মেসী।
১১১. ঔষুধ উৎপাদন, ঔষুধ বাজারজাত করন, ঔষুধ গবেষণা ঔষুধ প্রশাসন প্রভৃতি কাজ কারা করে?
উঃ ফার্মাসিস্টরা।
১১২. কোন সালের আইন দ্বারা বিপজ্জনক ঔষুধ বিষয়ক কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
উঃ ১৯৩০ ও ১৯৫১।
১১৩. দেশের ঔষুধ আমদানি, রপ্তানি, উৎপাদন, বন্টণ ও বিক্রয় নিয়ন্ত্রণ করে কোন ঔষুধ আইন দ্বারা?
উঃ ১৯৪০ সালের ঔষুধ আইন।
১১৪. ঔষুধ আইন ১৯৪০,কোন সালে বাংলাদেশের ঔষুধ আইন হিসেবে গৃহীত হয়?
উঃ ১৯৭৪ সালে।
১১৫. দ্যা বেঙ্গল ড্রাগ রুলস কোন সালে গৃহীত হয়?
উঃ ১৯৪৬ সালে।
১১৬. দ্যা বেঙ্গল ড্রাগ রুরস এর কোন অংশে ঔষধ বিষয় সম্পর্কে বর্ণানা করা হয়েছে?
উঃ পার্ট-৩ এ।
১১৭. দেশে বিষ (POISON) জাতীয় পন্য/দ্রব্যবদি আমদানি, মজুদ ও বিক্রয় নিয়ন্ত্রণ করে কোন আইন?
উঃ বিষ আইন ১৯৫২ ।
১১৮. যে সকল দ্রব্যাদি সামান্য পরিমাণে হলে ও খাওয়ার পর মৃত্যুঘটে বা প্রানীকে মারাক্তক ভাবে আক্রান্ত করে, সে সকল দ্রব্যাদিকে কি বলে?
উঃ বিষ।
১১৯. কোন আইনে খাদ্য, পানীয় ও ঔষুধে ভেজাল দেয়াকে শাস্তি যোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বিক্রয় শাস্তি উল্লেখ করা হয়েছে?
উঃ বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪।
১২০. ফার্মেসী অধ্যাদেশ বিশেষ আইন কোন সালের?
উঃ ১৯৭৬ ও ২০১৩।
১২১. ফার্মেসী কাউন্সিল এর সভাপতি কে হন?
উঃ সচিব স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
১২২. ঔষুধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ কত সালে পাস হয়?
উঃ ১৯৮২ সালে।
১২৩. কিছু নির্দিষ্ঠ ভেজাল ও অনিবন্ধিত ঔষুধ আমদানি, উৎপাদন ও বিক্রয়ের শাস্তি কত ধারায় উল্লেখ আছে?
উঃ ১৬ তম ধারায়।
১২৪. নিম্নমানের ঔষুধ উৎপাদন ও বিক্রয়ের শাস্তি কত ধারায় উল্লেখ আছে?
উঃ ১৭ তম ধারায়।
১২৫. অবৈধ ভাবে ঔষুধ আমদানির শাস্তি কত ধারায় উল্লেখ আছে?
উঃ ১৮ তম ধারায়।
১২৬. ঔষুধ বা ফার্মাসিটিক্যালের কাঁচামাল বেশী দামে আমদানি ও বিক্রির শাস্তি কত ধারায় উল্লেখ আছে?
উঃ ১৯ তম ধারায়।
১২৭. সরকারী ঔষুধ চুরি শাস্তি কত ধারায় উল্লেখ আছে?
উঃ ২০ তম ধারায়।
১২৮. বেআইনী বিজ্ঞাপন ও দাবীর শাস্তি হিসেবে ২৫০০০ টাকা পর্যন্ত জরিমানা কত ধারায় উল্লেখ আছে?

উঃ ২১ তম ধারায়।
১২৯. কত ধারা মতে সরকার জাতীয় ঔষুধ অ্যাডভাইজারী কাউন্সিল গঠন করবে?
উঃ ২৪ তম ধারায়।
১৩০. মাদক নিয়ন্ত্রণ আইন কত সালের?
উঃ ১৯৯০ সাল।
১৩১. উপধারা (১) বা (২) অনুযায়ী প্রেসক্রিপশনের মাধ্যমে কোন ব্যক্তি কোন মাদক কত বারের বেশী কিনতে পারবে না?
উঃ এক বারের।
১৩২. মোবাইল কোর্ট আইন কত সালের?
উঃ ২০০৯ সালের।
১৩৩. মোবাইল কোর্ট আইন ২০০৯ সিডিউলের অধিনে কোন ঔষুধ নিয়ন্ত্রণ আইন তালিকা ভুক্ত?
উঃ ১৯৮২ সালে ঔষুধ নিয়ন্ত্রণ আইন।
১৩৪. ভোক্তা অধিকার রক্ষা আইন কত সালে পাস হয়?
উঃ ২০০৯ সালে।
১৩৫. একজন জেলা মেজিস্ট্রেট বা একজন পুলিশ কমিশনার তার সীমানার মধ্যে কোন মাদকের দোকানের আইন শৃংখলা নিয়ে সন্তুষ্ট না থাকে, তাহলে দোকানটি সাময়িক ভাবে সর্বোচ্চ কতদিনের জন্য বন্ধ করে দিতে পারে?
উঃ ১৫ দিন।
১৩৬. বোর্ডের অনুমতিক্রমে আরো কত দিনের জন্য বন্ধ করে দিতে পারে?
উঃ ৩০ দিন।

অধ্যায় -১ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -২ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৩ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৪ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৫ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৬ দেখতে ক্লিক করুন।

অধ্যায় ৭ দেখতে ক্লিক করুন।

 

 

 

March 29, 2023 0 comments
1 FacebookTwitterPinterestEmail
Education

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ব্যাংক, Question And Answer Of Driving License Exam

by মাহবুব সজল March 25, 2023
written by মাহবুব সজল

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ব্যাংক, Question And Answer Of Driving License Exam

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো পড়লেই কমন পাওয়া যাবে। ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষায় পাশ করে লাইসেন্স পাওয়া যায়। আপনি যদি লিখিত পরীক্ষায় পাশ করতে চান তাহলে এই আর্টিকেলটি পড়ুন। এখানে ড্রাইভিং পরীক্ষার প্রশ্ন ব্যাংক (যেখান থেকে প্রশ্ন আসে) উত্তরসহ দেওয়া হল।

ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাংক ও উত্তর

০১. প্রশ্ন : মোটরযান কাকে বলে ?

উত্তর: মোটরযান আইনে মোটরযান অর্থ কোন যন্ত্রচালিত যান, যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোন উৎস হতে সরবরাহ করা হয়।

০২. প্রশ্ন : গাড়ি চালনাকালে কী কী কাগজপত্র গাড়ির সাথে রাখতে হয় ?

উত্তর: ক. ড্রাইভিং লাইসেন্স,

খ. রেজিস্ট্রেশন সার্টিফিকেট,

গ. ট্যাক্স টোকেন,

ঘ. ইনসিওরেন্স সার্টিফিকেট,

ঙ. ফিটনেস সার্টিফিকেট (মোটরসাইকেলের জন্য প্রযোজ্য নয়),

চ. রুটপারমিট (মোটরসাইকেল এবং চালক ব্যতীত সর্বোচ্চ ৭ আসন বিশিষ্ট ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

০৩. প্রশ্ন : গাড়ি চালোনোর আগে করনীয় কাজ কী ?

উত্তর : ক. গাড়িতে জ্বালানি রয়েছে কিনা পরীক্ষা করে নেওয়া,

খ. রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কিনা পরীক্ষা করে নেওয়া,

গ. ব্যাটারি কানেকশন পরীক্ষা করা,

ঘ. লুব/ইঞ্জিন অয়েলের লেবেল ও ঘনত্ব পরীক্ষা করা,

ঙ. মাস্টার সিলিন্ডারের ব্রেকফ্লুইড, ব্রেক অয়েল পরীক্ষা করে দেখা,

চ. গাড়ির ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটিারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কিনা, নাট-বোল্ট টাইট আছে কি না ? সার্বিকভাবে মোটরযান ত্রুটিমূক্ত আছে কিনা পরীক্ষা করা।

ছ. ব্রেক ও ক্লাচের কার্যকারিতা পরীক্ষা করা,

জ. অগ্নিনির্বাপকযন্ত্র এবং ফাস্টএইড বক্স গাড়িতে রাখা,

ঝ. গাড়ির বাইরের এবং ভিতরের বাতির অবস্থা , চাকা পরীক্ষা করা।

০৪. প্রশ্ন : সার্ভিসিং বলতে কী বুঝায় এবং গাড়ি সার্ভিসিংয়ে কী কী কাজ করা হয় ?

উত্তর : মোটরযানের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্দিষ্ট সময় পর পর যে কাজগুলো করা হয় তাকে সার্ভিসিং বলে। গাড়ি সার্ভিসিংয়ে করনীয় কাজ :

ক. ইঞ্জিনের পুরাতন লুবঅয়েল (মবিল) ফেলে দিয়ে নুতন লুব অয়েল দেওয়া,

খ. ইঞ্জিন ও রেডিয়েটরের পানি ড্রেন আউট করে ডিটারজেন্ট ও ফ্লাশিংগান দিয়ে পরিষ্কার করা, অত:পর পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করা,

গ. ভারী মোটরযানের ক্ষেত্রে বিভিন্ন গ্রিজিং পয়েন্টে গ্রিজগান দিয়ে নতুন গ্রিজ দেওয়া,

ঘ. গাড়ির স্পেয়ার হুইলসহ প্রতিটি চাকাতে পরিমানমত হাওয়া দেওয়া,

ঙ. লুব অয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার এবং এয়ার ক্লিনার পরিবর্তন করা।

০৫. প্রশ্ন: রাস্তায় গাড়ির কাগজপত্র কে কে চেক করতে পারেন ? / কোন কোন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগনকে গাড়ির কাগজ দেখাতে বাধ্য ?

উত্তর : সার্জেন্ট বা সাব ইনসপেক্টরের নিচে নন এমন পুলিশ কর্মকর্তা, মোটরযান পরিদর্শকসহ বিআরটিএ কর্মকর্তা এবং মোবাইলকোর্টের কর্মকর্তা।

০৬. প্রশ্ন : মোটরসাইকেলে হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কী ?

উত্তর : মোটর সাইকেলে চালক ব্যতীত ১ জন আরোহী বহন করা যাবে। কিন্তু উভয়কেই হেলমেট পরিধান করতে হবে। (মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ধারা-১০০)

০৭. সড়ক দুর্ঘটনার প্রধান কারন কী ?

উত্তর : ক. অত্যধিক আত্মবিশ্বাস, খ. মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো, গ. অননুমোদতি ওভারটেকিং এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা।

০৮. গাড়ি দুর্ঘটনায় পতিত হলে চালকের করনীয় কী ?

উত্তর : আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা এবং ২৪ ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় দুর্ঘটনার বিষয়ে রিপোর্ট করা।

০৯. আইন অনুযায়ি গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত ?

উত্তর : হালকা মোটরযান ও মোটরসাইকেলের ক্ষেত্রে ঘন্টায় সর্বোচ্চ ৭০ মাইল (১১২ কিমি.) , মাঝারি বা ভারী যাত্রীবাহী মোটরযানের ক্ষেত্রে ঘন্টায় সর্বোচ্চ ৩৫ মাইল এবং মাঝারি ও ভারী মালবাহী মোটরযানের ক্ষেত্রে ঘন্টায় সর্বোচ্চ ৩০ মাইল।

১০. প্রশ্ন : মোটর ড্রাইভিং লাইসেন্স কী ?

উত্তর : সর্বসাধারণের ব্যবহার্য স্থানে মোটরযান চালনার জন্য লাইসেন্স কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৈ দলিলই মোটর ড্রাইভিং লাইসেন্স।

প্রশ্ন ১১. অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে ?

উত্তর : যে লাইসেন্স দিয়ে একজন চালক কারো বেতনভোগী কর্মচারী না হয়ে মোটর সাইকেল , হালকা মোটরযান এবং অন্যান্য মোটরযান (পরিবহন ব্যতীত) চালাতে পারে তাকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে।

প্রশ্ন ১২. ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত ?

উত্তর: পেশাদার চালকের ক্ষেত্রে ২০ বছর এবং অপেশাদার চালকের জন্য ১৮ বছর।

প্রশ্ন ১৩. কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে ?

উত্তর : মৃগী রোগী, উন্মাদ বা পাগল, রাতকানা রোগী, কুষ্ঠ রোগী, হৃদ রোগী, অতিরিক্ত মদ্যপব্যক্তি, বধির ব্যক্তি এবং বাহু বা পা চলাচল নিয়ন্ত্রন করতে অসুবিধা হয় এমন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য।

প্রশ্ন ১৪. হালকা মোটরযান কাকে বলে ?

উত্তর : যে মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন ৬০০০ পাউন্ড বা ২৭২৭ কেজির অধিক নয় তাকে হালকা মোটরযান বলে।

প্রশ্ন ১৫. মধ্যম বা মাঝারি মোটরযান কাকে বলে ?

উত্তর : যে মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন ৬০০০ পাউন্ড বা ২৭২৭ কেজির অধিক কিন্তু ১৪৫০০ পাউন্ড বা ৬৫৯০ কেজির অধিক নয় তাকে মধ্যম বা মাঝারি মোটরযান বলে।

প্রশ্ন ১৬. ভারী মোটরযান কাকে বলে ?

উত্তর : যে মোটরযানের রেজিষ্ট্রিকৃত বোঝাই ওজন ১৪৫০০পাউন্ড বা ৬৫৯০ কেজির অধিক তাকে ভারী মোটরযান বলে।

প্রশ্ন ১৭. প্রাইভেট সার্ভিস মোটরযান কাকে বলে ?

উত্তর : ড্রাইভার ব্যতীত ৮ জনের বেশি যাত্রী বহনের উপযোগী যে মোটরযান মালিকের পক্ষে তার ব্যবসা সম্পর্কিত কাজে এবং বিনা ভাড়ায় যাত্রী বহনের জন্য ব্যবহৃত হয়, তাকে প্রাইভেট সার্ভিস মোটরযান বলে।

প্রশ্ন ১৮. ট্রাফিক সাইন বা রোড সাইন (চিহ্ন) প্রধানত কত প্রকার ও কী কী ?

উত্তর : ট্রাফিক সাইন প্রধানত তিন প্রকার। ক. বাধ্যতামূলক, যা বৃত্তাকৃতির হয়, খ. সতর্কতামূলক,যা প্রধানত ত্রিভূজাকৃতির হয়, এবং গ. তথ্যমূলক, যা প্রধানত আয়তক্ষেত্রাকার হয়।

প্রশ্ন ১৯. লাল বৃত্তাকার সাইন কী নির্দেশনা প্রদর্শন করে ?

উত্তর : নিষেধ বা করা যাবে না বা অবশ্যবর্জনীয় নির্দেশনা প্রদান করে।

প্রশ্ন ২০. নীল বৃত্তাকার সাইন কী নির্দেশনা প্রদান করে ?

উত্তর: করতে হবে বা অবশ্যপালনীয় নির্দেশনা প্রদান করে।

প্রশ্ন ২১. নীল রংয়ের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন ?

উত্তর : সাধারন তথ্য মূলক সাইন।

প্রশ্ন ২২. সবুজ রংয়ের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন ?

উত্তর : পথনির্দেশক তথ্যমূলক সাইন, যা জাতীয় মহাসড়কে ব্যবহৃত হয়।

প্রশ্ন ২৩. লাল ত্রিভূজাকৃতির সাইন কী নির্দেশনা প্রদর্শন করে ?

উত্তর : সতর্ক হওয়ার নির্দেশ প্রদান করে।

প্রশ্ন ২৪. কালো বর্ডারের সাদা রংয়ের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন ?

উত্তর : পথনির্দেশক তথ্যমূলক সাইন,যা মহাসড়ক ব্যতীত অন্যান্য সড়কে ব্যবহৃত হয়।

প্রশ্ন ২৫. ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কী কী ?

উত্তর : সিগন্যাল ৩ প্রকার। ক. বাহুর সংকেত, খ. আলোর সংকেত ও গ. শব্দ সংকেত।

প্রশ্ন : ২৬. ট্রাফিক লাইট সিগনালের চক্র গুলো কী কী ?

উত্তর : লাল-সবুজ-হলুদ এবং পুনরায় লাল।

প্রশ্ন ২৭. লাল, সবুজ ও হলুদ বাতি কী নির্দেশনা প্রকাশ করে ?

উত্তর : লালবাতি জ্বললে গাড়িকে ‍‌‍”থামুন লাইন” এর পেছনে থেমে অপেক্ষা করতে হবে, সবুজ বাতি জ্বললে গাড়ি নিয়ে অগ্রসর হওয়া যাবে এবং হলুদ বাতি জ্বললে গাড়িকে থামানোর প্রস্তুতি নিতে হবে।

প্রশ্ন ২৮. নিরাপদ দুরত্ব বলতে কি বুঝায় ?

উত্তর : সামনের গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে পেছনের গাড়িকে নিরাপদে থামানোর জন্য যে পরিমান দুরত্ব বজায় রেখে গাড়ি চালাতে হয় সেই পরিমানকে নিরাপদ দুরত্ব বলে।

প্রশ্ন ২৯. পাকা ও ভালো রাস্তায় ৫০ কিমি বেগে গাড়ি চললে নিরাপদ দুরত্ব কত হবে ?

উত্তর : ২৫ মিটার।

প্রশ্ন ৩০. পাকা ও ভালো রাস্তায় ৫০ মাইল গতিতে গাড়ি চললে নিরাপদ দুরত্ব কত হবে ?

উত্তর : ৫০ গজ বা ১৫০ ফুট।

প্রশ্ন : ৩১. লাল বৃত্তে ৫০ কিমি লেখা থাকলে কী বুঝায় ?

উত্তর : গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ৫০ কিমি ।

প্রশ্ন : ৩২. নীল বৃত্তে ঘন্টায় ৫০ কিমি লেখা থাকলে কি বুঝায় ?

উত্তর : গাড়ির সর্ব নিম্ন গতিসীমা ঘন্টায় ৫০ কিমি অর্থাৎ গাড়ি ৫০ কিমি এর বেশি গতিতে চালাতে হবে।

প্রশ্ন ৩৩. লাল বৃত্তের মধ্যে হর্ন আকা থাকলে কী বুঝায় ?

উত্তর : হর্ন বাজানো নিষেধ।

প্রশ্ন ৩৪. লাল বৃত্তের মধ্যে বাসের ছবি থাকলে কী বুঝায় ?

উত্তর: বাস প্রবেশ নিষেধ।

প্রশ্ন ৩৫. লাল বৃত্তের মাঝে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কী বুঝায় ?

উত্তর : পথচারী পারাপার নিষেধ।

প্রশ্ন ৩৬. লাল ত্রিভূজে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কী বুঝায় ?

উত্তর : সামনে পথচারী পারাপার, তাই সাবধান হতে হবে।

প্রশ্ন ৩৭. লাল বৃত্তের মাঝে একটি লাল ও একটি কালো গাড়ি থাকলে কি বুঝায় ?

উত্তর : ওভারটেকিং নিষেধ।

প্রশ্ন ৩৮. আয়তক্ষেত্রে “P” লেখা থাকলে কী বুঝায় ?

উত্তর : পার্কিয়ের জন্য নির্ধারিত স্থান।

প্রশ্ন ৩৯. কোন কোন স্থানে গাড়ির হর্ন বাজানো নিষেধ ?

উত্তর : নীরব এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা অনুরূপ প্রতিষ্ঠান সমূহের চতুর্দিকে ১০০ মিটার পর্যন্ত এলাকা নীরব এলাকা হিসাবে চিহ্নিত।

প্রশ্ন ৪০. কোন কোন স্থানে ওভার টেক করা নিষেধ ?

উত্তর: ক. ওভারটেকিং নিষেধ সম্পর্কিত সাইন থাকে এমন স্থানে, খ. জাংশনে, গ. ব্রিজ/কালভার্ট ও তার আগে পরে নির্দিষ্ট দুরত্বে, ঘ. সরু রাস্তায়, ঙ. হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়।

প্রশ্ন ৪১. কোন কোন স্থানে গাড়ি পার্ক করা নিষেধ ?

উত্তর : ক. যেখানে পার্কি নিষেধ বোর্ড আছে এমন স্থানে, খ. জাংশনে, গ. ব্রিজ/কালভার্টের ওপর, ঘ. সরু রাস্তায়, ঙ. হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়, চ. পাহাড়ের ঢালে ও ঢালু রাস্তায়, ফুটপাত, পথচারী পারাপার এবং তার আশে পাশে, ছ. বাস স্টপেজে ও তার আশে পাশে এবং জ. রেল ক্রসিং ও তার আশে পাশে।

প্রশ্ন ৪২. গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে ?

উত্তর : গাড়ি রাস্তার বামপাশ দিয়ে চলাচল করবে। যে রাস্তায় একাধীক লেন থাকবে সেখানে বাম পাশের রাস্তায় ধীর গতির গাড়ি আর ডান পাশের লেনে দ্রুত গতির গাড়ি চলাচল করবে।

প্রশ্ন ৪৩. কখন বামদিক দিয়ে ওভার টেক করা যায় ?

উত্তর : যখন সামনের গাড়িচালক ডানদিকের মোর নেওয়ার ইচ্ছায় যথাযথ সংকেত দিয়ে রাস্তার মাঝামাঝি স্থানে যেতে থাকবেন তখনই পেছরে গাড়ির চালক বামদিক দিয়ে ওভারটেক করবেন।

প্রশ্ন ৪৪. চলন্ত অবস্থায় সাামনের গাড়িকে অনুসরণ করার সময় কী কী বিষয়ে লক্ষ্য রাখা উচিত ?

উত্তর : ক. সামনের গাড়ির গতি (স্পিড) ও গতিবিধি, খ. সামনের গাড়ি থামার সংকেত দিচ্ছে কিনা ? গ. সামনের গাড়ি ডানে/বামে ঘুরার সংকেত দিচ্ছে কিনা ? ঘ. সামনের গাড়ি হতে নিরাপদ দুরত্ব বজায় থাকছে কিনা ?

প্রশ্ন ৪৫. রাস্তার পাশে সতর্কতামূলক “স্কুল/শিশু” সাইনবোর্ড থাকলে চালকের করনীয় কী ?

উত্তর : ক. গাড়ির গতি কমিয়ে রাস্তার দুপাশে ভালোভাবে দেখে -শুনে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে।

খ. রাস্তা পারাপারের অপেক্ষায় কোনো শিশু থাকলে তাকে অগ্রাধিকার দিতে হবে।

প্রশ্ন ৪৬. গাড়ির গতি কমানোর জন্য চালক হাত দিয়ে কিভাবে সংকেত দিবে ?

উত্তর : চালক তার ডান হাত গাড়ির জ্বানালা দিয়ে সোজাসুজি বের করে ধীরে ধীরে উঠানামা করতে থাকবেন।

প্রশ্ন : ৪৭. লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার ?

উত্তর : লেভেল ক্রসিং বা রেল ক্রসিং দুই প্রকার। ক. রক্ষিত রেল ক্রসিং বা পাহারাদ্বার নিয়ন্ত্রিত রেলক্রসিং খ. অরক্ষিত রেলক্রসিং বা পাহারাদ্বারবিহীন রেলক্রসিং।

প্রশ্ন ৪৮. রক্ষিত লেভেলক্রসিংয়ে চালকের করনীয় কী ?

উত্তর : গাড়ির গতি কমিয়ে সতর্কতার সাথে সামনে অগ্রসর হতে হবে। যদি রাস্তা বন্ধ থাকে তাহলে গাড়ি থামাতে হবে এবং রাস্তা খোলা থাকলে ডানে বামে ভালোভাবে দেখে অতিক্রম করতে হবে।

প্রশ্ন ৪৯. অরক্ষিত লেভেলক্রসিংয়ে চালকের করনীয় কী ?

উত্তর : গাড়ির গতি একদম কমিয়ে সতর্কতার সাথে সামনে আগাতে হবে। প্রয়োজনে লেভেলক্রসিংয়ের নিকট থামতে হবে। এরপর ডানেবামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করতে হবে।

প্রশ্ন ৫০. বিমান বন্দরের কাছে চালককে সতর্ক থাকতে হবে কেন ?

উত্তর : ক. বিমান বন্দরে প্রচন্ড শব্দে হঠাৎ চালক বিচলিত হতে পারেন, খ. সাধারণ শ্রবন ক্ষমতার ব্যঘাত ঘটতে পারে, গ. বিমান বন্দরে ভিভিআইপি/ভিআইপি বেশি চলাচল করে বিধায় এই বিষয়ে সতর্ক থাকতে হবে।

প্রশ্ন ৫১. মোটর সাইকেল চালক ও আরোহির হেলমেট ব্যবহার করা উচিত কেন ?

উত্তর : মানুষের মাথা শরিরের অন্যান্য অঙ্গের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ন একটি অংগ। এখানে সামান্য আঘাত লাগলেই মানুষের মৃত্যু ঘটতে পারে। তাই দুর্ঘটনায় মানুষের মাথাকে রক্ষা করার জন্য হেলমেট ব্যবহার করা উচিত।

প্রশ্ন ৫২.  গাড়ির পেছনের অবস্থা পর্যবেক্ষনের জন্য কতক্ষন পরপর লুকিং গ্লাসে দেখতে হবে ?

উত্তর : প্রতি মিনিটে ৬-৮ বার।

প্রশ্ন ৫৩. পাহাড়ি রাস্তায় কী কী সতর্কতা অবলম্বন করতে হয় ?

উত্তর : সামনের গাড়ি থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে ১নং গিয়ারে সতর্কতার সাথে ধীরে ধীরে উপরে উঠতে হবে। পাহারের চুড়ার কাছে গিয়ে আরও ধীরে উঠতে হবে কারন চূড়ায় দৃষ্টিসীমা অত্যন্ত সীমিত। নিচে নামার সময় গাড়ির গতি ক্রমে বাড়তে থাকে বিধায় সামনের গাড়ি থেকে বাড়তি দুরত্ব বজায় রেখে নামতে হবে। ওঠা নামার সময় কোনক্রমেই ওভারটেকিং করা যাবে না।

২য় অংশ দেখতে এখানে ক্লিক করুন

March 25, 2023 0 comments
2 FacebookTwitterPinterestEmail
এডুকেশনEducation

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২২ সালের প্রাথমিক বৃত্তির ফলাফল আপডেট (১মার্চ ২০২৩)

by মাহবুব সজল March 1, 2023
written by মাহবুব সজল

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২২ সালের প্রাথমিক বৃত্তির ফলাফল আপডেট (১মার্চ ২০২৩)

আপডেট (১মার্চ ২০২৩) প্রকাশিত হয়েছে। নিচে PDF আকারে সকল অঞ্চলের বৃত্তির রেজাল্ট আপলোড করা হয়েছে। আপনার চাহিদা অনুযায়ি রেজাল্ট ডাউনলোড করতে পারবেন।

#dpe_scholarship_results_2022, #dpe_result_2022,

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল আপডেট (১মার্চ ২০২৩)

 

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর সংশোধিত ফলাফল

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল রাজশাহী বিভাগ

pdf পাবনা
pdf সিরাজগঞ্জ
pdf নাটোর
pdf রাজশাহী
pdf চাঁপাইনবাবগঞ্জ
pdf নওগাঁ
pdf বগুড়া
pdf জয়পুরহাট

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল খুলনা বিভাগ

pdf বাগেরহাট
pdf খুলনা
pdf সাতক্ষীরা
pdf নড়াইল
pdf যশোর
pdf মাগুরা
pdf ঝিনাইদহ
pdf চূয়াডাঙ্গা
pdf মেহেরপুর
pdf কুষ্টিয়া

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল ঢাকা বিভাগ

pdf গোপালগঞ্জ
pdf শরীয়তপুর
pdf মাদারীপুর
pdf ফরিদপুর
pdf রাজবাড়ী
pdf মুন্সীগঞ্জ
pdf নারায়ণগঞ্জ
pdf ঢাকা
pdf মানিকগঞ্জ
pdf নরসিংদী
pdf গাজীপুর
pdf টাংগাইল
pdf কিশোরগঞ্জ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল চট্টগ্রাম বিভাগ

pdf বান্দরবান
pdf রাঙ্গামাটি
pdf খাগড়াছড়ি
pdf কক্সবাজার
pdf চট্টগ্রাম
pdf ফেনী
pdf নোয়াখালী
pdf লক্ষীপুর
pdf চাঁদপুর
pdf কুমিল্লা
pdf বাহ্মনবাড়িয়া

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল বরিশাল বিভাগ

pdf ভোলা
pdf পটুয়াখালী
pdf বরগুনা
pdf ঝালকাঠি
pdf পিরোজপুর
pdf বরিশাল

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল সিলেট বিভাগ

pdf মৌলভীবাজার
pdf হবিগঞ্জ
pdf সিলেট
pdf সুনামগঞ্জ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল রংপুর বিভাগ

pdf রংপুর
pdf গাইবান্ধা
pdf কুড়িগ্রাম
pdf লালমনিরহাট
pdf নীলফামারী
pdf দিনাজপুর
pdf ঠাকুরগাঁও
pdf পঞ্চগড়

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল ময়মনসিংহ বিভাগ

pdf নেত্রকোনা
pdf ময়মনসিংহ
pdf শেরপুর
pdf জামালপুর

 

 

 

March 1, 2023 0 comments
0 FacebookTwitterPinterestEmail
এডুকেশনEducation

প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২২, Dpe Scholarship Results 2022

by মাহবুব সজল February 28, 2023
written by মাহবুব সজল

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২২ সালের প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশিত হয়েছে। নিচে PDF আকারে সকল অঞ্চলের বৃত্তির রেজাল্ট আপলোড করা হয়েছে। আপনার চাহিদা অনুযায়ি রেজাল্ট ডাউনলোড করতে পারবেন।

#dpe_scholarship_results_2022, #dpe_result_2022,

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল

১। রাজশাহী বিভাগ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল

pdf পাবনা
pdf সিরাজগঞ্জ
pdf নাটোর
pdf রাজশাহী
pdf চাঁপাইনবাবগঞ্জ
pdf নওগাঁ
pdf বগুড়া
pdf জয়পুরহাট

২। খুলনা বিভাগ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল

pdf বাগেরহাট
pdf খুলনা
pdf সাতক্ষীরা
pdf নড়াইল
pdf যশোর
pdf মাগুরা
pdf ঝিনাইদহ
pdf চূয়াডাঙ্গা
pdf মেহেরপুর
pdf কুষ্টিয়া

৩। ঢাকা বিভাগ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল

pdf গোপালগঞ্জ
pdf শরীয়তপুর
pdf মাদারীপুর
pdf ফরিদপুর
pdf রাজবাড়ী
pdf মুন্সীগঞ্জ
pdf নারায়ণগঞ্জ
pdf ঢাকা
pdf মানিকগঞ্জ
pdf নরসিংদী
pdf গাজীপুর
pdf টাংগাইল
pdf কিশোরগঞ্জ

৪। চট্টগ্রাম বিভাগ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল

pdf বান্দরবান
pdf রাঙ্গামাটি
pdf খাগড়াছড়ি
pdf কক্সবাজার
pdf চট্টগ্রাম
pdf ফেনী
pdf নোয়াখালী
pdf লক্ষীপুর
pdf চাঁদপুর
pdf কুমিল্লা
pdf বাহ্মনবাড়িয়া

৫। বরিশাল বিভাগ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল

pdf ভোলা
pdf পটুয়াখালী
pdf বরগুনা
pdf ঝালকাঠি
pdf পিরোজপুর
pdf বরিশাল

৬। সিলেট বিভাগ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল

pdf মৌলভীবাজার
pdf হবিগঞ্জ
pdf সিলেট
pdf সুনামগঞ্জ

৭। রংপুর বিভাগ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল

pdf গাইবান্ধা
pdf কুড়িগ্রাম
pdf লালমনিরহাট
pdf রংপুর
pdf নীলফামারী
pdf দিনাজপুর
pdf ঠাকুরগাঁও
pdf পঞ্চগড়

৮। ময়মনসিংহ বিভাগ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল

pdf নেত্রকোনা
pdf ময়মনসিংহ
pdf শেরপুর
pdf জামালপুর

February 28, 2023 0 comments
2 FacebookTwitterPinterestEmail
এডুকেশনEducation

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩, SSC EXAM ROUTINE 2023

by মাহবুব সজল February 20, 2023
written by মাহবুব সজল

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩, SSC EXAM ROUTINE 2023

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল ২০২৩ তারিখে শুরু হবে। এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ (ssc-exam-routine-2023-update) নিচে দেয়া দেওয়া হলো। ০৯ টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ৩০ এপ্রিল ২০২৩ থেকে শুরু হয়ে ৩০ মে ২০২৩ তারিখ পর্যন্ত চলবে।

সকল শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, যশোর, বরিশাল, কুমিল্লা, সিলেট, দিনাজপুর,ময়মনসিংহ, মাদ্রাসা বোর্ড এবং বাংলাদেশ টেকনিক্যাল শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা একসাথে চলবে। এবারও প্রতিটি বোর্ডের প্রশ্নপত্রটি অভিন্ন হবে। বিশেষ প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড রুটিনে পরিবর্তন আনতে পারেন।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী

২০২৩ সালের এসএসসি পরীক্ষার রুটিন থেকে দেখায় যায় পরীক্ষা প্রায় ০১ মাস পর্যন্ত চলবে। তত্ত্বীয় পরীক্ষা এবার সকাল ১০ টা থেকে ০১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা ও ব্যাবহারিক পরীক্ষার সময়সূচী নিচে দেয়া হয়েছে।

রিটেন পরীক্ষা শেষ হলেই ব্যাবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। এ ক্ষেত্রে যেখানে তত্ত্বীয় পরীক্ষা হয়েছে সেখানেই ব্যাবহারিক পরীক্ষা হবে। প্রতিদিন ব্যাবহারিক পরীক্ষা সকাল ১০ থেকে শুরু হবে।

Routine Download ক্লিক করুন

February 20, 2023 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Education

সহজে জাতীয় পরিচয় পত্র যাচাই | nid card verification Easily.

by মাহবুব সজল February 20, 2023
written by মাহবুব সজল

সহজে জাতীয় পরিচয় পত্র যাচাই | nid card verification Easily.

জাতীয় পরিচয় পত্র যাচাই করণ এবং অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম সহ জাতীয় পরিচয় পত্র যাচাই বিষয়ক খুঁটিনাটি বিষয় নিয়ে এখানে আলোচনা করছি।  আজকের এ পোস্টটি পড়ার পর ভোটার আইডি কার্ড চেক এবং NID card যাচাই করতে কোন অসুবিধা হবে না।

জাতীয় পরিচয়পত্র যাচাই
SMS এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই বা চেক করার জন্য SMS করবেন- NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এবং 105 নম্বরে sms পাঠাতে হবে। ১০৫ থেকে ফিরতি মেসেজ আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার জানিয়ে দিবে।

ঘরে বসে অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই করার কয়েকটি উপায় রয়েছে । অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম এবং যেকোনো জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাই সহ জাতীয় পরিচয় পত্রের সাধারণ সকল তথ্য যাচাই করতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য আমরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারি। চলুন দেখে নেই কি কি উপায়ে জাতীয় পরিচয় পত্রের বৈধতা যাচাই করা যায়।

১। বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে
২। ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইটের মাধ্যমে
৩। এসএমএসের মাধ্যমে

বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই।
বাংলাদেশ নির্বাচন কমিশন সাইটের এনআইডি সেবা ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র যাচাই করা যায়। এছাড়াও জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাই ও ব্যক্তির স্থায়ী ও বর্তমান ঠিকানা যাচাই করা সম্ভব।

নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই

ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সঠিক আছে কিনা তা যাচাই করা যায়। এ ওয়েব সাইটে রেজিষ্ট্রেশন করতে চাইলে পূর্বেই তথ্য চলে আসে।

জাতীয়পরিচয়পত্র যাচাই করতে ক্লিক করুন

ভোটার আইডি কার্ড ডাউনলোড | nid card download
NID helpline number | নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বার
অনলাইনে ভোটার আইডি কার্ড দেখার নিয়ম

 

অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করনের প্রাথমিক পর্যায়ে যে সকল বিষয় সম্পর্কে জানা যাবে–

জাতীয় পরিচয়পত্র ধারির

১। ব্যাক্তির নাম
২। বাবার নাম
৩। মায়ের নাম
৪। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা

তাই ব্যাংক একাউন্ট খোলা অথবা ডিজিটাল ওয়ালেট এমনকি মোবাইল ব্যাংকিং খোলার জন্য, যেসব ক্ষেত্রে ব্যক্তির জাতীয় পরিচয় পত্র যাচাই করার প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে খুব সহজে এই ওয়েবসাইটটি ব্যবহার করে, ব্যক্তির ভোটার আইডি কার্ডের তথ্য চেক করতে পারবে।

porichoy.gov.bd এই ওয়েবসাইটে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে আইডি কার্ড যাচাই করতে চান অর্থাৎ যার জাতীয় পরিচয় পত্র যাচাই করতে চান তাকে সাথে থাকা প্রয়োজন নেই অন্যদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় পরিচয় পত্র ওয়েবসাইট থেকে কোন তথ্য যাচাই করার জন্য ব্যক্তিকে সাথে থাকার প্রয়োজন হয়।

এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই
NID Number Check SMS Format

জাতীয় পরিচয় পত্র চেক করার জন্য যেভাবে SMS করবেন- NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এবং 105 নম্বরে পাঠিয়ে দিন।

ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার জানিয়ে দেওয়া হবে এবং সেই নাম্বার ব্যবহার করে খুব সহজে জাতীয় পরিচয় পত্র যাচাই করতে পারবেন।
মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই।
এখন চাইলে যে কেউ তার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করতে পারবে। মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য গুগল প্লে স্টোর থেকে বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত একটি এন্ড্রোয়েড এপলিকেশন ডাউনলোড করতে হবে অ্যান্ড্রয়েড অ্যাপস টির নাম Online GD

খুব সহজে কয়েকটি ধাপ অনুসরণ করার মাধ্যমে যে কোন জাতীয় পরিচয় পত্রের তথ্য চেক করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।

February 20, 2023 0 comments
1 FacebookTwitterPinterestEmail
Education

এইচএসসি পরীক্ষা ২০২২ -এর রেজাল্ট পুন:নিরীক্ষণের নিয়ম

by মাহবুব সজল February 11, 2023
written by মাহবুব সজল

এইচএসসি পরীক্ষা ২০২২ -এর রেজাল্ট পুন:নিরীক্ষণের নিয়ম, HSC Board Challenge 2023

আবেদন করার সময় : ০৯/০২/২০২৩ ইং তারিখ হতে ১৫/০২/২০২৩ খ্রি:

শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমে পুন:নিরীক্ষনের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে space দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে space দিয়ে রোল নম্বর space দিয়ে বিষয় কোড লিখে সেন্ড তকরতে হবে 16222 নম্বরে।

যেমন : ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে এবং পরীক্ষার্থী যদি পদার্থ বিষয়ে ফেল করে থাকে তাহলে তাকে লিখতে হবে-

RSC(space)DHA(space)123456(space)174 লিখে Send 16222 নম্বরে।

(বিষয় কোড অনলাইনের মার্কসীটে দেওয়া আছে।)

RSC DHA 123456 174      send 16222

ফিরতি এসএমএস এ কতটাকা কেটে নেওয়া হবে জানিয়ে একটি PIN নম্বর প্রদান করা হবে। ঐ মেসেজের রিপ্লাইতে গিয়ে লিখতে হবে

RSC(space)Yes(space)Pin(space)Contact number লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে।

এরপরে করফার্ম মেসেজ আসবে। রেজাল্ট পাবলিশ হলে ঐ মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

একই সাথে একাধিক বিষয়ে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বিষয় কোডের মধ্যে কমা(,) ব্যবহার করতে হবে।

প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ৩০০ টাকা।

দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ১ম পত্রের আবেদন করতে হবে এবং ঐ আবেদনের ফলে ২য় পত্রের বিষয়ও আবেদন হয়েছে ধরে নেওয়া হবে।

 

 

February 11, 2023 0 comments
2 FacebookTwitterPinterestEmail
এডুকেশনEducation

এমপিও নীতিমালা ২০২১, MPO Nitimala 2021

by মাহবুব সজল January 30, 2023
written by মাহবুব সজল

এমপিও নীতিমালা ২০২১, MPO Nitimala 2021

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রনালয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় -৩

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এম.পি.ও. নীতিমালা-২০২১

বিভিন্ন সময়ে আমাদের এমপিও নীতিমালা প্রয়োজন হয়। তাই আমি এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এম.পি.ও. নীতিমালা-২০২১ আপলোড করে রেখেছি। যাদের প্রয়োজন হয় তারা এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। নিচে ডাউনলোড লিংক দেওয়া আছে। 

ডাউনলোড করতে ক্লিক করুন

শিক্ষা, চাকুরি ও প্রশিক্ষণ সংক্রান্ত খবর পেতে আমদের ইউটিউব চ্যালেন ও ওয়েবপেজটি ভিজিট করতে পারেন।

#এমপিও_নীতিমালা_২০২১, #mpo_nitymala_2021,

January 30, 2023 0 comments
2 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts
  • Facebook
  • Linkedin
  • Youtube

@2025 - All Right Reserved. Designed and Developed by WebRoo IT


Back To Top
Mahbub Shajal
  • হোম
  • শিক্ষা
  • পাঠ্য বই
  • চাকরির খবর
  • ভর্তি তথ্য
  • সাধারণ জ্ঞান
  • প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
  • ফ্রিল্যান্সিং
  • বিনোদন
  • লাইব্রেরি