• হোম
  • শিক্ষা
  • পাঠ্য বই
  • চাকরির খবর
  • ভর্তি তথ্য
  • সাধারণ জ্ঞান
  • প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
  • ফ্রিল্যান্সিং
  • বিনোদন
  • লাইব্রেরি
Mahbub Shajal
Education-Job News-Technology
Home » ফার্মাসিস্ট ক্যাটাগরি সি পরীক্ষার প্রশ্ন
Tag:

ফার্মাসিস্ট ক্যাটাগরি সি পরীক্ষার প্রশ্ন

Education

সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান।

by মাহবুব সজল May 24, 2023
written by মাহবুব সজল

ফার্মাসিস্ট ক্যাটাগরী সি (Category C ) পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এ আর্টিকেলটি। এ নিবন্ধের মধ্যে আমি ফার্সাসিস্ট পরীক্ষার জন্য ফুল প্রশ্নব্যাংক এর সমাধান দিচ্ছি। আপনি এ প্রশ্নব্যাংকটি পড়তে পাড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় ১০০% কমন পাবেন। এ আর্টিকেল থেকে সবগুলো অধ্যায়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিতে পারবেন। সবাইকে ধৈর্য্য ধরে সবগুলো প্রশ্নের সমাধান দেখার অনুরোধ করছি।

সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান। ফার্মাসিস্ট পরীক্ষার সাজেশন, প্রশ্ন ব্যাংক

অধ্যায়–০৪

১. উন্নত ঔষুধ ব্যবস্থাপনার মূল লক্ষ্য কয়টি?
উঃ ৫ টি।
২. ঔষুধ ব্যবস্থাপনার চক্রের ধাপ কয়টি?
উঃ ৫ টি।
৩. একটি মডেল মেডিসিন শপে যে সকল ঔষুধ সমূহ ক্রয় করা হয় এবং মজুদ করা হবে সেগুলোর প্রকার এবং পরিমাণ সাধারণত কয়টি বিষয়ের উপর নির্ভর করে?
উঃ ৫ টি।
৪. মডেল মেডিসিন শপের একজন ডিসপেন্সার ঔষুধ ক্রয়ের পূর্বে কয়টি বিষয় নিশ্চিত করবেন?
উঃ ২ টি।
৫. মেডিসিন শপের জন্য কোন কোন ঔষুধ কিনতে হবে তা কয়টি বিষয়ের উপর নির্ভর করে?
উঃ ৭ টি।
৬. কি পরিমাণ ঔষুধ কেনা হবে তা কয়টি বিষয়ের উপর নির্ভর করে?
উঃ ২ টি।
৭. কয়টি প্রক্রিয়ার সাহায্যে ঔষুধ সংগ্রহ করা যেতে পারে?
উঃ ৫ টি।
৮. লাইসেন্সধারী প্রস্তুত কারক বা সরবরাহ কারীর কাছে মডিউল – ৪ থেকে পণ্য ক্রয়ের সুবিধা কয়টি?
উঃ ৪ টি।
৯. সেলফে বা তাকে ঔষুধ সাজানোর বা বিন্যাসের ধাপ কয়টি?
উঃ ৫ টি।
১০. সঠিক বিন্যাসে কয়টি সুবিধা পাওয়া যায়?
উঃ ৪ টি।
১১. মেডিসিন শপে ঔষুধ সংরক্ষণের ক্ষেত্রে কয়টি বিষয় প্রভার ফেলে?
উঃ ৪ টি।
১২. ঔষুধ সংরক্ষণের দিক নির্দেশনা কয়টি?
উঃ ১০ টি।
১৩. ঔষুধ সংরক্ষণে FEFO পদ্ধতি কি?
উঃ First Expiry fist Out.(আগের মেয়াদ উত্তীর্ণ আগে বিক্রি)।
১৪. যে সকল ঔষুধ হালকা সে সকল ঔষুধ কোন তাকে রাখতে হবে?
উঃ উপরের তাকে।
১৫. যে সকল ঔষুধ ভারী সে সকল ঔষুধ কোন তাকে রাখতে হবে?
উঃ নিচের তাকে।
১৬. সিরাপ এর মুখে খাওয়ার সাসপেনশন কোন তাকে রাখতে হবে?
উঃ মাঝের তাকে।
১৭. সহজে ঔষুধ খুঁজে পাওয়ার জন্য সবগুলো তাকে কি করতে হবে?
উঃ লেবেলিং।
১৮. সকল বায়োলজিক্যাল প্রোডাক্ট কোথায় সংরক্ষণ করতে হবে?
উঃ রেফ্রিজারেটরে।
১৯. সফলভাবে ঔষুধে পত্র ও অন্যান্য পন্য সাজানোর জন্য এবং ঔষুধের সার্বিক ব্যবস্থা পনার জন্য একটি মডেল
মেডিসিন শপে কয়টি কাজ একান্ত প্রয়োজন?
উঃ ৩ টি।
২০. মজুদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য , কয়টি নথিপত্র অনুসরণ করলে কার্যকর ভাবে মজুদ ব্যবস্থাপনা নিশ্চিত করা?
উঃ ৬ টি।
২১. ঔষুধ ডিসপেন্সিং এর ধাপ কয়টি?
উঃ ৫ টি।
২২. একজন ভাল ডিসপেন্সারের গুণাবলী কয়টি?
উঃ ৭ টি।
২৩. ডিসপেন্সিং প্রক্রিয়ার ধাপ কয়টি?
উঃ ৮ টি।
২৪. একই ব্যবস্থা পত্র অনুযায়ী কয়বার ঔষুধ কিনলে পুনরায় চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করবেন?
উঃ ৩ বার।
২৫. একটি আদর্শ ব্যবস্থা পত্রে কয়টি তথ্য থাকা উচিত?
উঃ ৮ টি।
২৬. ঔষুধের জেনেরিক নাম সমূহ কোন কর্তৃপক্ষের মাধ্যমে দেয়া হয়ে থাকে?
উঃ আন্তর্জাতিক।
২৭. নাপা, এইস, এক্সপা ঔষুধ গুলোর জেনেরিক নাম কি?
উঃ প্যারাসিটামল।
২৮. লুমারটেক ঔষুধের জেনেরিক নাম কি?
উঃ আরটিমেথার/লুমিফ্যানট্রিন।
২৯. জি-কুইনাইন এর জেনেরিক নাম কি?
উঃ কুইনাইন।
৩০. ডিসপেন্সির এর জন্য ঔষুধ সংগ্রহ করার ধাপ কয়টি?
উঃ ৫ টি।
৩১. যে পাত্রে বা মোড়কে ঔষুধ সরবরাহ করা হবে তার লেবেলে কয়টি বিষয় নিশ্চিত করতে হবে?
উঃ ৭ টি।
৩২. লেবেলিং এর চেকলিষ্টে কয়টি বিষয় চেক করতে হয়?
উঃ ৮ টি।
৩৩. রোগী / গ্রাহককে ঔষুধ বুঝিয়ে দেয়ার সময় রোগীর জন্য নিদের্শনা থাকবে কয়টি?
উঃ ৯ টি।
৩৪. এমোক্সিল এর জেনেরিক নাম কি?
উঃ এমোক্সিসিলিন।
৩৫. সাধারণ মাপের কয় গøাস পানিতে আধা লিটার হয়?
উঃ ২ গ্লাস।
৩৬. তৈরী খাবার স্যালাইন দ্রবণ কয় ঘন্টার মধ্যে শেষ করতে হবে?
উঃ ১২ ঘন্টা।
৩৭. ঔষুধের কার্যকারিতা কয়টি বিষয়ের উপর নির্ভর করে?
উঃ ৪ টি।
৩৮. শরীরে ঔষুধ প্রয়োগ প্রধান পথ কয়টি?
উঃ ৪ টি।
৩৯. এক চামচ তরল মানে সাধারণত কত এমএল?
উঃ ৫ এমএল।
৪০. চুইংগাম জাতীয় ঔষুধ সমূহ সাধারণ কতক্ষণ পর্যন্ত চিবাতে হয়?
উঃ ৩০ মিনিট পর্যন্ত।
৪১. ইনহেলার নেয়ার পর কতক্ষণ ম্বাস  আটকে রাখতে হবে?
উঃ ১০ সেকেন্ড।
৪২. ইনহেলার নেয়ার ধাপ কয়টি?
উঃ ৬ টি।
৪৩. ইনহেলার নেয়ার পরে কি করতে হয়?
উঃ পানি দিয়ে কুলি করতে হয়।
৪৪. কয়টি কোস্টেরয়েড জাতীয় মলম দিনে কয়বারের বেশী ব্যবহার করা উচিত নয়?
উঃ ২ বার।
৪৫. সাপাজিটরি প্রয়োগ করার কয় ঘন্টা পর্যন্ত টয়লেট ব্যবহার করা যাবে না?
উঃ ১ ঘন্টা পর্যন্ত।
৪৬. সাপোজিটরি প্রয়োগের ধাপ কয়টি?
উঃ ১০ টি।
৪৭. অ্যামোক্সিলিন এর সাথে জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে কি হয়?
উঃ জন্মনিয়ন্ত্রণ বড়ির কার্যকারিতা কমে যায়।
৪৮. ইরইিথ্রোমাইসিন সেবনের কতক্ষণ ওয়ারফেরিন সেবন করা উচিত?
উঃ ১ ঘন্টা পর।
৪৯. ওমিপ্রাজল সেবনের কয় ঘন্টা পর ম্যাগনেসিয়াম এন্টাসিড খাওয়া উচিত?
উঃ ২ ঘন্টা পর।
৫০. প্রথমে সিপ্রোফ্লোক্সাসিন সেবনের কয় ঘন্টা পর ম্যাগনেসিয়াম এন্টাসিড সেবন করা উচিত?
উঃ ২ ঘন্টা পর।
৫১. অ্যসপিরিন ও ওয়ার ফেরিন একসাথে সেবন করলে কী হতে পারে?
উঃ কার্যকারিতা বৃদ্ধি পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণ হতে পারে।
৫২. ইয়াইথ্রোমাইসিন এবং ওয়ারফেরিন এক সাথে সেবনে কি হতে পারে?
উঃ রক্ত জমাট বাধা কমিয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণ হতে পারে।
৫৩. দুধ পান করার কয় ঘন্টা পর সিপ্রোফ্লোক্সাসিন সেবন করা উচিত?
উঃ ২ ঘন্টা পর।
৫৪. খাবার গ্রহণের কয় ঘন্টা পূর্বে এমপিসিলিণ সেবণ করা উচিত?
উঃ ১ ঘন্টা পূর্বে।
৫৫. টেট্রাসাইক্লিন সমূহ (ডক্সিসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন) এবং এন্টাসিড কয় ঘন্টার ব্যবধানে সেবন করা উচিত?
উঃ ২ ঘন্টা।
৫৬. টেট্রাসাইক্লিন সমূহ এবং আয়রণ, ক্যালসিয়াম বা জিংক সমৃদ্ধ ঔষুধ কয়ঘন্টার ব্যবধানে সেবন করা উচিত?
উঃ ২ ঘন্টা।
৫৭. ঔষুধের কার্যকারিতার উপর অ্যালকোহলের কয় ধরনের প্রভাব পড়তে পারে?
উঃ ৮ ধরনের।
৫৮. টেট্রাসইক্লিন এর সাথে কোন খাবারের মিথস্ক্রিয়া/মিশ্রক্রিয়া হয়?
উঃ দুধ ও দুগ্ধজাত খাবার।
৫৯. টারফেরাডিন এর সাথে কোন খাবারের মিশ্রক্রিয়া হয়?
উঃ জাম্বুরা জাতীয় ফলের রস।
৬০. নিম্নমানের ঔষুধ সনাক্ত করার জন্য সলিড ঔষুধের ক্ষেত্রে কয়টি বিষয় খেয়াল করা উচিত?
উঃ ৭ টি।
৬১. নিম্নমানের তরল ঔষুধ সনাক্ত করার জন্য কয়টি বিষয় খেয়াল করা উচিত?
উঃ ৬ টি।
৬২. নিম্নমানের সেমি সলিড ঔষুধ সনাক্ত করার জন্য কয়টি বিষয়ে খেয়াল রাখা উচিত?
উঃ ৩ টি।
৬৩. সকল মেয়াদোত্তীর্ণ ঔষুধের নথিতে কয়টি তথ্য থাকা উচিত?
উঃ ৫ টি।
৬৪. একটি মডেল মেডিসিন শপ চালাতে কয়টি নির্দেশনা থাকা উচিত?
উঃ ৫ টি।
৬৫. মডেল মিডিসিন শপ চালাতে সকল নির্দেশনা মেনে চললে কয়টি সুফল পাওয়া যায়?
উঃ ৫ টি।
৬৬. নকল ঔষুধ ডিসপেন্সিং এ রোগীর উপর কয় প্রকার প্রভাব পড়তে পারে:
উঃ ৫ টি।
৬৭. নকল ঔষুধ ডিসপেন্সিং এ ব্যবসায়ের উপর কয় প্রকার প্রভাব পড়তে পাবে?
উঃ ৪ প্রকার।
৬৮. নকল ঔষুধ চিহ্নিত করতে পারলে কয় জায়গায় রিপোর্ট করতে পারবেন?
উঃ ৩ জায়গায়।
৬৯. ইনসুলিন নিলে রক্তে কি কমায়?
উঃ গ্লূকোজ।
৭০. Opioid সেবনে কি হতে পারে?
উঃ ঘুম বৃদ্ধি পেতে পারে।
৭১. ক্যান্সার বিনাশী ঔষুধ সেবনে কি হতে পারে?
উঃ চুল পড়ে যায়।
৭২. ব্যাথানামক (NSAID) সেবনে কি সমস্যা হতে পারে?
উঃ অন্ত্রে রক্তক্ষরণ।
৭৩. প্রম জেনারেশনের মানসিক সমস্যার ঔষুধ সমূহ সেবনে কে হতে পারে?
উঃ পারকিনসনিজম।
৭৪. কয় শ্রেণীর মানুষ ঔষুধের বিরুপ প্রতিক্রিয়ার ক্ষেত্রে বেশি ঝুঁকিতে আছেন?
উঃ ৬ শ্রেণীর।
৭৫. যোগাযোগ প্রধানত কয় ধরনের হয়?
উঃ ২ ধরনের।
৭৬. একজন ভাল যোগাযোগ কারীর গুনাবলি সমূহ কয়টি?
উঃ ৯ টি।
৭৭. কার্যকর যোগাযোগের ক্ষেত্রে বাধা কয়টি?
উঃ ১৮ টি।
৭৮. ঔষুধ ডিসপেন্সিং এর সময় কার্যকর যোগাযোগের বাধা সমূহ দূর করার জন্য কতগুলো পদক্ষেপ অনুসরণ করা উচিত?
উঃ ৮ টি।
৭৯. একজন ব্যক্তি যিনি অন্যের প্রয়োজনে তাকে সাহায্যে করেন এবং সমবেদনা জানান তাকে কি বলে?
উঃ সামারিটান। (SAMARITAN)
৮০. একটি ব্যাগ বা বক্স যাতে প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবহার্য ঔষুধ ও জিনিসপত্র থাকে তাকে কি বলে?
উঃ ফাস্ট এইড বক্স/ কিট।
৮১. প্রচলিত প্রাথমিক সেবা বাক্সে (ফার্স্ট এইজ বক্সে) সাধারণত কয় ধরণের জিনিস রাখা ভাল?
উঃ ২২ ধরণের।
৮২. আঘাত প্রাপ্ত বা ক্ষত এলাকা পরিস্কার করার জন্য কোন ঔষুধ ব্যবহার করা হয়?
উঃ হাইড্রোজেন পার অক্সাইড।
৮৩. শরীরের তাপমাত্রা মাপার জন্য কি ব্যবহার করা হয়?
উঃ থার্মোমিটার।
৮৪. প্রাথমিক সেবাদান কারী রোগীর রক্ত বা দেহরসে সরাসরি সংস্পর্শে না আশার জন্য নিজে কি ব্যবহার করবেন?
উঃ জিসপোজেবল গ্লাভস।
৮৫. একটি কাঠের টুকরা যা হাতের বা পায়ের হাড় ভেঙ্গে গেলে তাকে সোজা ও সঠিকভাবে রাখতে সহায়তা করে তার নাম কি?
উঃ স্প্লিন্ট।
৮৬. জরুরী রোগীকে প্রাথমিক সেবা দেয়ার সময় কয়টি বিষয় অনুসরণ করবেন?
উঃ ৫ টি।
৮৭. হাড় ভাঙ্গা সাধারণত কয় ধরনের পাওয়া যায়?
উঃ ২ ধরনের।
৮৮. কোন ডিগ্রীর পোড়া রোগীকে দ্রুত হাসপাতালে প্রেরণ করবেন?
উঃ ২য় ও ৩য় ডিগ্রীর পোড়া রোগী।
৮৯. হাঁড় স্বাভাবিক অবস্থান থেকে সরে গেলে তাকে কি বলে?
উঃ ডিসলোকেশন বলে।
৯০. দূর্ঘটনা জনিত মৃত্যুর কারণগুলোর মধ্যে পানিতে ডুবে মারা যাওয়া বিশ্ব জুড়ে কততম স্থানে রয়েছে?
উঃ তৃতীয় স্থানে।
৯১. মোট দূর্ঘনাজনিত মৃত্যুর শতকরা কতভাগ পানিতে ডুবে মারা যায়?
উঃ ৭ %।
৯২. বাংলাদেশে ১-৪ বছরের শিশুদের মধ্যে সকল মৃত্যুর শতকরা কতভাগ পানিতে ডুবে মারা যায়?
উঃ ৪৩ ভাগ।
৯৩. বিশে^জুড়ে প্রতিবছর আনুমানিক কত মানুষ পানিতে ডুবে মারা যায়?
উঃ তিন লক্ষ বাহাত্তর হাজার।
৯৪. পানেিত ডুবে যাওয়া রোগীর যদি পালস না থাকে বা নিশ্বাস না নেন তাহলে কি করবেন?
উঃ CPR (cardiopulmonary resuscitation)
প্রয়োগ করব।
৯৫. যদি কোন রোগীর শরীরে লালচে চাকা দেখা দেয় এবং সেগুলো খুব চুলকায় তবে সর্বপ্রম কি করবেন?
উঃ বরফ বা ঠান্ডা স্যাক দেব।
৯৬. যদি কোন রোগীর শরীরে লালচে চাকা দেখা দেয় এবং সেগুলো খুব চুলকায় তাহলে কোন ক্রিম দিব?
উঃ স্টেরয়েড ক্রিম (হাইড্রোকরটিসোন)।
৯৭. শ্বাস কষ্ট হচ্ছে এমন রোগীর মাথার নিছে কি দিবেন না?
উঃ বালিশ।
৯৮. হুল ফোটানোর জায়াগায় হুল সরিয়ে ফেলার অন্তত কতক্ষণ বরফ চেপে ধরতে হবে/ বা ঠান্ডা পানি ঢালতে হবে?
উঃ ১০ মিনিট।
৯৯. সংক্রমনের ঝুঁকি কমানোর জন্য কামড়ের স্থানটি ভালবাবে কি করতে হবে?
উঃ প্রচুর পানি ও সাবান ব্যবহার করে ধুতে হবে।
১০০. কুকুর বানর বাধুর ইত্যাদির কামড়ে কোন টিকা নেয়া জরুরী?
উঃ র‌্যাবিস।
১০১. সাপে কাটা স্থানে প্রমে কি করতে হবে?
উঃ সাবান ও পানি দিয়ে ক্ষত স্থানটি ভালভাবে ধুয়ে নিতে হবে।
১০২. সাপে কাটা রোগীকে কি ভাবে শুইয়ে রাখতে হবে?
উঃ যাতে ক্ষতস্থানটি হৃৎপিন্ডের লেভেলে থাকে।
১০৩. সাপে কাটলে কি করা যাবে না?
উঃ ক্ষতস্থানটি কাটা যাবে না, মুখ লাখিয়ে চোষা যাবেনা, ক্ষতস্থানে বরফ লাখানো যাবে না, রক্ত চলাচল বদ্ধ করার
বাঁধন বাধা যাবে না।
১০৪. রোগী যদি এসিড বা জারক জাতীয় বিষ সেবন করে থাকেন তবে তাকে কি করতে হবে?
উঃ অল্প অল্প পানি বা দুধ পান করাতে হবে।
১০৫. কেউ যদি মুখে বিষ পান করে থাকে তখন তাকে কি করাবেন না?
উঃ বমি করানোর চেষ্ঠা করবেন না।
১০৬. যদি কোন কেমিক্যালের কারণে রোগীর শরীর পুড়ে গিয়ে থাকে তবে কত মিনিট ধরে ঠান্ডা পানি ঢালতে হবে?
উঃ ২০ মিনিট।
১০৭. বিজ্ঞান সম্মত ও স্বাস্থ্য সম্মতভাবে যেসব সহায়ক দ্রব্য ক্ষত সারাতে ও ক্ষতকে বাইরের আঘাত হতে রক্ষা করতে ব্যবহৃত হয় তাই কি?
উঃ সার্জিক্যাল ড্রেসিং।
১০৮. উপাদান, প্রস্তুত প্রণালী ও ব্যবহারের উপর ভিত্তি করে সার্জিক্যাল ড্রেসিং সমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
উঃ ৫ ভাগে।
১০৯. গজের মাপ সাধারণত প্রতি বর্গ ইঞ্চিতে কত সুতা পর্যন্ত হয়ে থাকে?
উঃ 4×36 হতে 20×12 সুতা।
১১০. বোরিক এসিড গজ এ কত পরিমাণ বোরিক এসিড থাকে?
উঃ ৩-৭%।
১১১. ডাবল সায়ানাইড গজে কত পরিমাণ মারকারি সায়ানাইড থাকে?
উঃ ০.৫-১.৫%
১১২. ডাবল সায়া নাইড গচে কত পরিমাণ জিঙ্ক সায়ানাইড থাকে?
উঃ ১.৫- ৩.০%।
১১৩. আয়োডোফর্ম গজে কি পরিমাণ আয়োডোফর্ম থাকে?
উঃ ৪-৬%।
১১৪. ট্রাইনাইট্রোফেনল গজে কি পরিমাণ ট্রাইনাইট্রোফেনল থাকে?
উঃ ১.৫-২.৫%।
১১৫. ঔষুধ বিহীন গজের মধ্যে উল্লেখ যোগ্য কয়টি?
উঃ ৪ টি।
১১৬. প্রস্তুত প্রণালী অনুযায়ী ব্যান্ডেজকে কয়ভাগে ভাগ করা যায়?
উঃ ৪ ভাগে।
১১৭. প্লাস্টারেকি পরিমাণ জিঙ্গ অক্সাইড থাকে?
উঃ ২০-৩০%।
১১৮. প্লাস্টারে কি পরিমাণ জিঙ্গ অক্সাইড থাকে?
উঃ ২০-৩০%।
১১৯. প্লাস্টার অব প্যারিস কত পরিমাণ ক্যালসিয়াম সারফেটের মাধ্যমে চামড়ার সাথে যুক্ত থাকে?
উঃ ৮০% ।
১২০. সার্জিক্যাল স্ট্যান্ডার্ড ড্রেসিং সাধারণত ঔষুধের কোন রেফারেন্স বই মোতাবেক তৈরী?
উঃ ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোডেক্স।
১২১. স্ট্যান্ডার্ড ড্রেসিং, গুলো (বি,পি,সি) কত থেকে কত নম্বর পর্যন্ত হয়ে থাকে?
উঃ ১-১৬ পর্যন্ত।
১২২. স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১ আর কি নামে ও পরিচিত?
উঃ ডাবল সায়ানাইড ড্রেসিং।
১২৩. স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ২ আর কি নামে ও পরিচিত ?
উঃ ফার্মেন্টেশন ড্রেসিং।
১২৪. স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ৩,৪,৫ এবং ৬ গুলোকে আর কি নামে পরিচিত?
উঃ স্থিতিস্থাপক আঠালো ক্ষত ড্রেসিং।
১২৫. লিন্ট ফিঙ্গার ড্রেসিং যা আঙ্গুলের ব্যান্ডেজ হিসেবে ব্রবহৃত হয় কোনটি?
উঃ স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ৭।
১২৬. স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ৮ও৯ কিসের ব্যান্ডেজ হিসাবে ব্যবহাত হয়?
উঃ হাত ও পায়ের।
১২৭. আগুনে পোড়াজনিত আগুনের ব্যান্ডেজ হিসাবে ব্যবহৃত হয় কোনটি?
উঃ স্ট্যান্ডর্ড ড্রেসিং নম্বর ১০।
১২৮. স্ট্যান্ডার্ড ড্রেসিং নম্বর ১৬ কি নামে পরিচিত?
উঃ চোখের প্যাড।
১২৯. শোষণযোগ্য সুচারস কি জাতীয় উপাদান দ্বারা তৈরী?
উঃ আমিষ জাতীয়।
১৩০. ক্যাটগাট সুচারন্স কিসের ক্ষুদ্রান্ত্রের সাবমিউকাস যোজন কলা হতে তৈরী?
উঃ ক্যাটগাট ভেড়ার।
১৩১. সাধারণ ক্যাট গাট শোষিত হতে কত সময় লাগে?
উঃ ৩ -৫ দিন।
১৩২. কোমিক ক্যাটগাট শোষিত হতে কত সময় লাগে?
উঃ ১০-৪০ দিন।
১৩৩. অশোষণযোগ্য সুচার গুলো কোষীয় এনজাইম দ্বারা কি হয় না?
উঃ পরিপাক।
১৩৪. আমাদের দেশে কয় ধরণের জিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে?
উঃ ১১ টি।
১৩৫. “আয়ু” শব্দের মানে কি?
উঃ জীবন।
১৩৬. “বেদ” শব্দের মানে কি?
উঃ জ্ঞান।
১৩৭. আজ হতে কত বছর আগে থেকে আয়ুর্বেদ এর প্রচলন হয়?
উঃ প্রায় ৫০০০ বছর আগে।
১৩৮. আয়ুর্বেদ শাস্ত্রের উৎপত্তি কোন বই হতে?
উঃ ঋগ্বেদ।
১৩৯. বৌদ্ধ ধর্মের বিকাশের সাথে সাথে কোন চিকিৎসা পদ্ধিতি ও বিকশিত হতে থাকে?
উঃ “মঘা” চিকিৎসা।
১৪০. কোন শাস্ত্রে প্রাণীজ প্রাণীজ ঔষুধ ব্যবহৃত হয় না?
উঃ ‘মঘা’ শাস্ত্রে।
১৪১. “ইউনানি” চিকিৎসার আদি জন্মস্থান কোথায়?
উঃ গ্রীসের ইউনান ব হুনান প্রদেশে।
১৪২. “ইউনানি” চিকিৎসার আদি জন্মস্থান কোথায়?
উঃ গ্রীসের ইউনান বা হুনান প্রদেশে।
১৪৩. ‘ইউনানি, চিকিৎসা পদ্ধতি কত বছর আগে মধ্য প্রাচ্যে আসে?
উঃ ২০০০ বছর আগে।
১৪৪. ভারতবর্ষে কাদের পৃষ্ঠপোষকতায় ইউনানি চিকিৎসা পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠে?
উঃ মোগলদের।
১৪৫. হোমিও শাস্ত্রমতে যত ডাইল্যুশান হবে ঔষুধের শক্তি ও কি হবে?
উঃ ততোই বেড়ে যাবে।
১৪৬. আকুপাংচার চিকিৎসার পদ্ধতি কি রকম?
উঃ সুচঁ ফোটানোর মাধ্যমে।
১৪৭. আকুপাংচার চিকিৎসা পদ্ধিতি কারা আবিস্কার করেছিল?
উঃ চিনারা।
১৪৮. ঠান্ডা লাগলে লেবু আদা সহযোগে চা, পেটের অসুখে থানকুনি পাতার রস এগুলো কোন চিাকৎসা পদ্ধতির উদাহরণ?
উঃ গার্হস্থ্য চিকিৎসা।
১৪৯. কাদের হাত ধরে এদেশে এলোপ্যাথি চিকিৎসার প্রচলন হয়?
উঃ ইংরেজদের।
১৫০. হোমিও চিকিৎসায় গাছের নির্যাস এর সাথে কি মিশিয়ে সেখান থেকে পাতলাকরণ বা উরষঁঃরড়হ এর
মাধ্যমে ঔষুধ তৈরী করে?
উঃ এলকোহল।
১৫১. আকুপ্রেসার পদ্ধতিতে কিসের মধ্যে চিকিৎসা করা হয়?
উঃ শরীরের বিভিন্ন অংশে চাপ প্রয়োগের মাধ্যমে।
১৫২. প্রাকৃতিক সুগন্ধ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় একে কোর পদ্ধতি বলে?
উঃ এয়োমাথেরাপি পদ্ধতি।
১৫৩. গোলাপের গন্ধে আমাদের মন কেমন হয়?
উঃ প্রফুল্ল হয়।
১৫৪. বেলির গন্ধে আমাদের কেমন লাগে?
উঃ ঘুমের আবেশ তৈরী হয়।
১৫৫. হাসনাহেনার গন্ধ আমাদের কেমন লাগে?
উঃ মনের উত্তেজনা বাড়ায়।
১৫৬. কণক চাঁপার গন্ধ কেমন লাগে?
উঃ মনের উত্তেজনা কমায় ।
১৫৭. গার্হস্থ্য চিকিৎসা পদ্ধিতিতে ছোট কৃমির আত্রমণে কি দেয়া হয়?
উঃ কচি আনারস পাতার রস।
১৫৮. গার্হস্থ্য চিকিৎসা পদ্ধতিতে ছোটদের কাঁশিতে কিসের রস দেয়া হয়?
উঃ তুলসি পাতার রস।
১৫৯. গার্হস্থ্য চিকিৎসা পদ্ধিতিতে বড়দের কাঁশিতে কিসের রস দেয়া হত?
উঃ কসক পাতার রস।
১৬০. বিশ^ স্বাস্থ্য সংস্থা স্বল্পোউন্নত দেশ গুলোতে সর জনগণকে সরকারি বেসরকারি স্বাস্থ্য সেবার আওতায়
আনার লক্ষ্যে কোনসাল থেকে এ্যালো প্যাথির পাশাপাশি লোকজ চিকিৎসা পদ্ধতি গুলোকে ও ব্যবহারের জন্য জোর
সুপারিশ করে আসছে?
উঃ ১৯৭৬ সাল থেকে।
১৬১. আমাদের দেশে এখন লোকজ চিকিৎসায় সরকারী মেডিকেল কলেজ রয়েছে কয়টি?
উঃ ২ টি।
১৬২. বাংলাদেশে ইউনানি ডিপ্লোমা কলেজ কয়টি?
উঃ ১১ টি।
১৬৩. বাংলাদেশে আয়ুর্বেদ ডিপ্লোমা কলেজ কয়টি?
উঃ ৭ টি।
১৬৪. বাংলাদেশে হোমিও ডিপ্লোমা কলেজ কয়টি?
উঃ ৩৮ টি।
১৬৫. জনগনের মধ্যে ঔষুধী গাছের চিকিৎসা গুণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সরকার সারা দেশে কতটি প্রদর্শনী
বাগান প্রতিষ্ঠা করেছেন?
উঃ ৪৬৭ টি।
১৬৬. সারা দেশে সরকারী হাসপাতাল গুলোতে চিকিৎসা নিতে আসা মোট রোগীদের মধ্যে শতকরা কতভাগ রোগী
লোকজ চিকিৎসা গ্রহন করেছেন?
উঃ ২৮%।
১৬৭. গ্রাহক মুল্যায়নের ধাপ কয়টি?
উঃ ৪ টি।
১৬৮. “মেডিকেশন এরর” বা ঔষুধ গ্রহণ সম্পর্কিত ভ‚ল কয়টি?
উঃ ৫ টি।
১৬৯. ঔষুধ সেবনের নির্দেশ, ঔষুধের মাত্রা, পরিমাণ, ধরণ এবং দশমিকের ব্যবহার জনিত ভুল কি ধরনের ভুল?
উঃ ব্যবস্থাপত্র জনিত ভুল।
১৭০. ০.৫ মিলিগ্রাম পড়তে ৫ মিলি গ্রাম পড়া , ৫.০ মিলি গ্রাম পড়তে ৫০ মিলিগ্রাম পড়া কোন প্রকারের ভ‚ল?
উঃ ব্যবস্থাপত্র জনিত ভুল।
১৭১. ডাক্তারের লেখা বুঝতে না পারার কারণে তরসধী এর জায়গায় Zymox, zybex এবং zymet ডিসপেন্স করা
কি ধরনের ভুল?
উঃ ঔষুধ ডিসপেসিং জনিত ভুল।
১৭২. ঔষুধে বানান একরকম হওয়ার কারণে ঔষুধ ডিসপেন্সিং করতে যে ভুল হয়, তাকে কোন ভুল বলে?
উঃ ঔষুধ ডিসপেন্সিং জনিত ভুল।
১৭৩. বিশ^ স্বাস্থ্য সংস্থার আয়োজনে কখন কোথায় ঔষুধের যৌক্তিক ব্যবহারের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন হয়?
উঃ ১৯৮৫ সালে নাইরোবিতে।
১৭৪. কয়টি ওপায়ে ঔষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা যায়?
উঃ ৭ টি।
১৭৫. কয়টি কারণে ঔষুধের অযৌক্তিত ব্যবহার হয়ে থাকে?
উঃ ৪ টি।
১৭৬. বাংলাদেশে মাদক ও নিয়ন্ত্রিত ওষুধের উৎপাদন, ডিসপেন্সিং ও বিক্রি কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়?
উঃ মাদক নিয়ন্ত্রণ আইন ১৯৯০।
১৭৭. ফার্মাসিষ্টের অধীনে, হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র ওমডেল মেডিসিন শপে নিরাপদ জায়গায় কোন শ্রেণীর মাদক ও নিয়ন্ত্রিত ঔধুধ তালা চাবি দিয়ে রাথতে হয়?
উঃ ক্লাস-এ ও ক্লাস-বি।
১৭৮. ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইন, এর কোর ধারা অনুযায়ী মাদক ও নিয়ন্ত্রন ঔষুধ ফার্মাসিস্ট একটি ব্যবস্থাপত্রের
অধীনে একবারের বেশি ডিসপেন্স করতে পারবেন না?
উঃ ধারা ১৩ (৩) অনুযায়ী।

  • অধ্যায় -১ দেখতে ক্লিক করুন।অধ্যায় -২ দেখতে ক্লিক করুন।

    অধ্যায় -৩ দেখতে ক্লিক করুন।

    অধ্যায় -৪ দেখতে ক্লিক করুন।

    অধ্যায় -৫ দেখতে ক্লিক করুন।

    অধ্যায় -৬ দেখতে ক্লিক করুন।

    অধ্যায় ৭ দেখতে ক্লিক করুন।

May 24, 2023 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Education

সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান।

by মাহবুব সজল May 24, 2023
written by মাহবুব সজল

ফার্মাসিস্ট ক্যাটাগরী সি (Category C ) পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এ আর্টিকেলটি। এ নিবন্ধের মধ্যে আমি ফার্সাসিস্ট পরীক্ষার জন্য ফুল প্রশ্নব্যাংক এর সমাধান দিচ্ছি। আপনি এ প্রশ্নব্যাংকটি পড়তে পাড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় ১০০% কমন পাবেন। এ আর্টিকেল থেকে সবগুলো অধ্যায়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিতে পারবেন। সবাইকে ধৈর্য্য ধরে সবগুলো প্রশ্নের সমাধান দেখার অনুরোধ করছি।

সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান। ফার্মাসিস্ট পরীক্ষার সাজেশন, প্রশ্ন ব্যাংক

অধ্যায়-০৩

 

  • ১. চিকিৎসা বিজ্ঞানের যে অংশ মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করে তাকে কি বলে?
    উঃ শরীর বিদ্যা।
    ২. মানবদেহ বিভিন্ন ধরণের কত গুলো কি নিয়ে গঠিত?
    উঃ কোষ (Cell).
    ৩. দেহের গঠন ও কাযর্ক্রমের একক কি?
    উঃ কোষ (Cell).
    ৪. একই রকমের গঠন ও কাজ সম্পন্ন কত গুলো কোষ মিলে কি তৈরী হয়?
    উঃ কলা(Tissue).
    ৫. অনেক গুলো কলা মিলে কি তৈরী হয়?
    উঃ অঙ্গ (Organ).
    ৬. কয়েকটি অঙ্গ ও সহযোগী কলা মিলে কি তৈরী হয়?
    উঃ তন্ত্র(system) cell Tissue organ System.
    ৭. কয়টি তন্ত্র মিলে মানব দেহ গঠিত?
    উঃ ৯ টি।
    ৮. হৎপিন্ড রক্ত এবং বিভিন্ন ধরণের রক্তনালী যেমন ধমনী,শিরা,কৈশিক নালী ইত্যাদি নিয়ে কোন তন্ত্র গঠিত?
    উঃ রক্ত ও রক্তসংবহন তন্ত্র।
    ৯. রক্ত সঞ্চালন ভারসাম্য রক্ষা ও যোগাযোগ কোন তন্ত্রের কাজ?
    উঃ রক্ত ও রক্তসংবহন তন্ত্রের ।
    ১০. মস্তিস্ক, মেরুরজ্জু ও স্নায়ু নিয়ে কোন তন্ত্র গঠিত?
    উঃ ¯স্নায়ুতন্ত্র।
    ১১. যোগাযোগ, সমন্বয় সাধন, ব্যবহার, বুদ্ধি, স্মৃতিশক্তি সংরক্ষন কোর তন্ত্রের প্রধান কাজ?
    উঃ ¯স্নায়ুতন্ত্র।
    ১২. মুখ, জিহবা,পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলাশয় যা কোলন্ যকৃত, অগ্নাশয়, পিত্তথলি নিয়ে কোন তন্ত্র গঠিত?
    উঃ পরিপাক তন্ত্র।
    ১৩. খাদ্য গ্রহন করা, হজম করা ও শোষণ করা কোন তন্ত্রের কাজ?
    উঃ পরিপাক তন্ত্র।
    ১৪. নাক, শ্বাসনালী , ট্রাকিয়া, ফুসফুস, ব্রংকাই ও অ্যালভি ওলাই এর সমন্বয়ে কোন তন্ত্র গঠিত?
    উঃ শ্বাস তন্ত্র।
    ১৫. শাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ করে কোন তন্ত্র?
    উঃ শ্বাস তন্ত্র।
    ১৬. কিডনী, মূত্রথলি ও মূত্রনালী নিয়ে কোনতন্ত্র গঠিত?
    উঃ রেচন তন্ত্র।
    ১৭. মূত্রের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থ সমূহের বের করে দেয়া কোন তন্ত্রের কাজ?
    উঃ রেচন তন্ত্র।
    ১৮. টেসটিস্ (testis) ও অন্যান্য প্রজনন অঙ্গ সমূহ নিয়ে কাদের প্রজনন তন্ত্র গঠিত ?
    উঃ পুরুষদের।
    ১৯. এভারি ও অন্যান্য প্রজনন অঙ্গ নিয়ে কাদের প্রজনন তন্ত্র গঠিত।
    উঃ মেয়েদের।
    ২০. আমাদের ভবিষ্যৎ বংশধর সৃষ্টি করা কোন তন্ত্রের কাজ?
    উঃ প্রজনন তন্ত্রের।
    ২১. নালীবিহীন গ্রন্থি সমূহ নিয়ে কোন তন্ত্র গঠিত?
    উঃ অন্তক্ষরা গ্রন্থিতন্ত্র।
    ২২. শরীরের বৃদ্ধি, গঠন, ভারসাম্য রক্ষা, সমন্বয় সাধন,কোন তন্ত্রের কাজ?
    উঃ অন্তক্ষরা গ্রন্থি তন্ত্র।
    ২৩. হাত ও পায়ের পেশী, অন্যান্য অঙ্গের পেশী, দেহ কান্ডের পেশী এবং হৃৎপেশী নিয়ে কোন তন্ত্র গঠিত?
    উঃ পেশীতন্ত্র।
    ২৪. আমাদের নড়াচড়া ও চলনে সহায়তা করা কোন তন্ত্রের কাজ?
    উঃ পেশী তন্ত্র।
    ২৫. শরীরের হাড় সমূহ নিয়ে কোন তন্ত্র গঠিত?
    উঃ কংকালতন্ত্র।
    ২৬. আমাদের দেহের অবকাঠামো, ভারবহন ও সংরক্ষণ করা কোন তন্ত্রের কাজ?
    উঃ কংকালতন্ত্র।
    ২৭. দেহ গঠনের এবং কার্যকারিতার একক কে কি বলে?
    উঃ কোষ (Cell)
    ২৮. একটি কোষের কয়টি অংশ?
    উঃ ৩ টি।
    ২৯. কোষের বহিঃস্থ আবরণ কোনটি?
    উঃ কোষ আবরণী।
    ৩০. কোষের মাঝের এক ধরণের জটিল ও ঘন তরল পদার্থকে কি বলে?
    উঃ সাইটোপ্লাজম।
    ৩১. সাইটোপ্লাজমের কয়টি অংশ ?
    উঃ ৬ টি।
    ৩২. মানবদেহের ক্রোমোজোম কোথায় থাকে?
    উঃ প্রাণকেন্দ্রে।
    ৩৩. একই ধরণের গঠন এবং একই ধরণের কাজ সম্পাদন কারী অনেক গুলো কোষকে একত্রে কি বলা হয়?
    উঃ কলা।
    ৩৪. কলা কয় প্রকার?
    উঃ ৪ প্রকার। যথা: আবরণী কলা, সংযোজক কলা, পেশী কলা ও স্বায়ু কলা।
    ৩৫. আমাদের দেহের বাইরের ও ভিতরের আবরণ তৈরী করে কোন কলা?
    উঃ আবরণী কলা।
    ৩৬. দেহের বিভিন্ন অঙ্গের সাথে অথবা একই অঙ্গের বিভিন্ন অংশের সাথে সংযোগ স্থাপন করে কোন কলা?
    উঃ সংযোজক কলা।
    ৩৭. দেহের সংকোচন ও প্রসারণের মাধ্যেমে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, নাড়াচড়া ও চলাফেরা করতে সাহায্য করে কলা?
    উঃ পেশী কলা।
    ৩৮. মস্তিস্ক, স্বায়ুুরুজ্জু ও দেহের অন্যান্য ¯স্বায়ুকোষ নিয়ে কোন কলা গঠিত?
    উঃ ¯স্বায়ু কলা।
    ৩৯. শরীরের পানি ও এসিড এর ভারসাম্য রক্ষা করে কে?
    উঃ পরিপাকতন্ত্র।
    ৪০. রক্তের গ্লূকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে কে?
    উঃ পরিপাকতন্ত্র ও অন্তক্ষরা গ্রন্থি তন্ত্র।
    ৪১. শরীরের রক্ত সঞ্চালনে সাহায্যে করা কার কাজ?
    উঃ শ্বাসতন্ত্র।
    ৪২. পুরুষ ও মহিলাদের সেক্স হরমোন তৈরী করে কে?
    উঃ প্রজননতন্ত্র।
    ৪৩. মানুষের বুদ্ধিমত্তা, বিবেচনা, পরিকল্পনা বা ব্যবহার কার্যক্রম পরিচালনা করে কে?
    উঃ স্বায়ুতন্ত্র।
    ৪৪. দেহের আন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কার্য ক্রম নিয়ন্ত্রণ করে কে?
    উঃ ¯স্বায়ুতন্ত্র।
    ৪৫. যে তন্ত্রের মাধ্যমে জটিল খাদ্য দ্রব্য ভেঙ্গে দেহের গ্রহনোপযোগী হয়ে শোষিত হয় তাকে কি বলে?
    উঃ পরিপাকতন্ত্র।
    ৪৬. কয়টি অঙ্গের সমন্বয়ে পরিপাকতন্ত্র গঠিত?
    উঃ ১১ টি।
    ৪৭. যে তন্ত্রের মাধ্যেমে শ্বাসপ্রশাসের  সাহায্যে শরীর বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এরং কার্বন-ডাই-অক্সাইড বায়ুতে নিঃসৃত করে তাকে কি বলে?
    উঃ শ্বাসনতন্ত্র।
    ৪৮. কয়টি অঙ্গের সমন্বয়ে শ্বসনতন্ত্র গঠিত?
    উঃ ৭ টি।
    ৪৯. পুরুষ প্রজনন তন্ত্রের অঙ্গ কয়টি?
    উঃ ৬ টি।
    ৫০. মহিলা প্রজনন তন্ত্রের অঙ্গ কয়টি?
    উঃ ৬ টি।
    ৫১. ¯স্বায়ুতন্ত্রের প্রধান অংশ কয়টি?
    উঃ ৩ টি।
    ৫২. রেচন তন্ত্র কয়টি অঙ্গ নিয়ে গঠিত?
    উঃ ৪টি।
    ৫৩. যে প্রক্রিয়ার বিপাকের ফলে তৈরী ক্ষতিকর বর্জ্য পদার্থ দেহ থেকে বের হয়ে য়ায় তকে কি বলে?
    উঃ রেচন।
    ৫৪. রেচন তন্ত্রের অঙ্গ কয়টি?
    উঃ ৪ টি।
    ৫৫. যে সকল গ্রন্থি হতে হরমোন নিঃসৃত হয় তাদের কে কোন গ্রন্থি বলা হয়?
    উঃ অন্তক্ষরা গ্রন্থি।
    ৫৬. হরমোন হলো মানব দেহের বিশেষ ধরণের কোন পদার্থ?
    উঃ রাসায়নিক পদার্থ।
    ৫৭. কয়টি অন্তক্ষরা গ্রন্থি মিলে অন্তক্ষরা গ্রন্থিতন্ত্র গঠিত?
    উঃ ৭ টি।
    ৫৮. রক্ত কি?
    উঃ এক ধরনের তরল যোজক কলা।
    ৫৯. বিভিন্ন ধরণের পেশীকলার সমন্বয়ে যে তন্ত্র গঠিত তাকে কি বলে?
    উঃ পেশীতন্ত্র।
    ৬০. পেশীতন্ত্র কয়টি পেশীকলান সমন্বয়ে গঠিত?
    উঃ ৩ টি।
    ৬১. মানব দেহের কংকালতন্ত্র কি নিয়ে গঠিত?
    উঃ অস্থি ও তরুণাস্থি নিয়ে।
    ৬২. অনুজীবকে সাধারণত আমরা কি নামে জানি?
    উঃ ব্যাকটেরিয়া।
    ৬৩. অণুজীব সম্পর্কে আধুনিক ধারণা দেন কে?
    উঃ ফরাসী বিজ্ঞানী লুই পস্তুর।
    ৬৪. লুই পাস্তর কোন সময়ে অণুজীব সম্পর্কে আধুনিক ধারণা দেন?
    উঃ ১৮৬০-১৮৬৫।
    ৬৫. যে সব অনুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে কি বলে?
    উঃ প্যাথজেনিক অনুজীব বা ক্ষতিকর জীবানু ।
    ৬৬. প্যাথজেনিক অনুজীব যে রাসায়নিক বস্তু নিঃসৃত করে তাদেরকে কি বলে?
    উঃ টক্সিন (Toxin)।
    ৬৭. অণুজীবকে কয় শ্রেণীতে ভাগ করা যায়?
    উঃ ৫ শ্রেণীতে।
    ৬৮. আমাদেরকে জৈব সংশ্লেষিত ভিটামিন বি-কমপ্লেক্স সরবরাহ করে কে?
    উঃ এসকেরিশিয়া কোলাই।
    ৬৯. কোথায় ব্যাকটিরিয়ার উপস্থিতি আশাা করা যায় না?
    উঃ বায়ুস্তরের অনেক উঁচুতে অথবা জীবদেহের দেহকলা বা রক্ত রসে।
    ৭০. ফ্লাজেলা দেখতে কেমন?
    উঃ চুলেন ন্যায়।
    ৭১. কোষ প্রাচীরের বাইরে পুরু ও পিচ্ছিল পদার্থের যে আবরণী থাকে, তাকে কি বলে?
    উঃ ক্যাপসুল।
    ৭২. সাইটো প্লাজমকে আবদ্ধ করে যে জড় প্রাচীর থাকে তাকে কি বলে?
    উঃ কোষ প্রাচীর।
    ৭৩. টিউবার কুলোসিস্ কোন রোগের বিস্তার ঘটায়?
    উঃ যক্ষা।
    ৭৪. টাইফয়েড রোগের বিস্তার ঘটায় কোন ব্যাকটেরিয়া?
    উঃ সালমোনেলা টাইফি।
    ৭৫. যৌন সঙ্গমের মাধ্যমে কোন কোন রোগ সংক্রমিত হয়?
    উঃ গনোরিয়া ও সিফিলিস।
    ৭৬. ‘ভাইরাস’ কোন শব্দ?
    উঃ ল্যাটিন।
    ৭৭. ‘ভাইরাস’ শব্দের আভিধানিক অর্থ কি?
    উঃ বিষ।
    ৭৮. ‘ভাইরাস’ কিসের সমন্বয়ে গঠিত?
    উঃ নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন।
    ৭৯. অধিকাংশ ভাইরাসের আয়তন কত হয়ে থাকে?
    উঃ ২১০ মিলিমাইক্রণ।
    ৮০. ১ মিলিমিটার সমান কত মাইক্রণ?
    উঃ ১০০০ মাইক্রণ ।
    ৮১. ১ মাইক্রণ সমান কত মিলি মাইক্রণ?
    উঃ ১০০০ মিলি মাইক্রণ ।
    ৮২. প্রথিবীর সবচেয়ে ক্ষুদ্র জীব কি?
    উঃ ভাইরাস।
    ৮৩. সাধারণত ভাইরাসের আায়তন কত হয়?
    উঃ ১৭ মিলি মাইক্রণ হতে ৪৫০ মিলি মাইক্রণ ।
    ৮৪. ছত্রাক দ্বারা উৎপন্ন রোগকে কি বলে?
    উঃ মাইকোসিস ।
    ৮৫. ইস্ট কি?
    উঃ এককোষী ছত্রাক।
    ৮৬. ইস্টের আয়তন কত?
    উঃ ৫-১০ মাইক্রণ ।
    ৮৭. এলকোহল উৎপাদনে এবং বেকারীতে কি ব্যবহৃত হয়?
    উঃ স্যাপরোফাইটিক ইস্ট।
    ৮৮. ছত্রাকের কি থাকে না?
    উঃ ক্লোরোফিল।
    ৮৯. ছত্রাক কিসের অন্তর্ভুক্ত?
    উঃ উদ্ভিদের।
    ৯০. বাসি রুটির উপর যে ছত্রাক দেখা যায় তার নাম কি?
    উঃ মোল্ড (গড়ষফ)।
    ৯১. হাজার হাজার ছত্রাকের মধ্যে মানুষ ও প্রাণীর জন্য ক্ষতিকারক কয়টি?
    উঃ পঞ্চাশের কম।
    ৯২. কোন প্রোটোজোয়া আমাশায়ের কারণ?
    উঃ এন্টামোইবা হিস্টোলাইটিকা।
    ৯৩. কোন প্রোটোজোয়া যোনিতে ইনফেকশন সৃষ্টি করে?
    উঃ ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস্ ।
    ৯৪. বর্তমানে লাইসেন্স প্রাপ্ত ও সহজলভ্য কয়টি সংক্রমন প্রতিরোধক টিকা আছে?
    উঃ ২৫ টি।
    ৯৫. অনেক টিকা কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার রাখতে হয়?
    উঃ ২-৮ ডিগ্রী।
    ৯৬. কোন টিকার মাল্টিডোজের ভায়াল খোলার সর্বোচ্চ কয় ঘন্টার মধ্যে ব্যবহার করে ফেলতে হবে?
    উঃ ৬ ঘন্টা।
  • অধ্যায় -১ দেখতে ক্লিক করুন।অধ্যায় -২ দেখতে ক্লিক করুন।

    অধ্যায় -৩ দেখতে ক্লিক করুন।

    অধ্যায় -৪ দেখতে ক্লিক করুন।

    অধ্যায় -৫ দেখতে ক্লিক করুন।

    অধ্যায় -৬ দেখতে ক্লিক করুন।

    অধ্যায় ৭ দেখতে ক্লিক করুন।

May 24, 2023 0 comments
1 FacebookTwitterPinterestEmail
Education

সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান।

by মাহবুব সজল May 24, 2023
written by মাহবুব সজল

ফার্মাসিস্ট ক্যাটাগরী সি (Category C ) পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এ আর্টিকেলটি। এ নিবন্ধের মধ্যে আমি ফার্সাসিস্ট পরীক্ষার জন্য ফুল প্রশ্নব্যাংক এর সমাধান দিচ্ছি। আপনি এ প্রশ্নব্যাংকটি পড়তে পাড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় ১০০% কমন পাবেন। এ আর্টিকেল থেকে সবগুলো অধ্যায়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিতে পারবেন। সবাইকে ধৈর্য্য ধরে সবগুলো প্রশ্নের সমাধান দেখার অনুরোধ করছি।

সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান। ফার্মাসিস্ট পরীক্ষার সাজেশন, প্রশ্ন ব্যাংক

অধ্যায়-০২

১. প্রতিটি মডেল ফার্মেসীর মালিকের কয়টি তথ্য থাকা আবশ্যক?
উঃ ৪টি তথ্য।
২. মডেল ফার্মেসী মালিকের তথ্যাদি কি কি?
উঃ NID, TIN, ট্রেড লাইসেন্স ও বাংলাদেশ ফার্মেসীর কাউন্সিল হতে প্রাপ্ত পেশাগত নিবন্ধন সনদ।
৩. ফার্মেসীর ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স কোন স্থানে রাখতে হয়?
উঃ সহজে দৃষ্টিগোচর হয় এরূপ স্থানে।
৪. ফার্মাসেিস্টর নাম এবং ফার্মাসিস্ট সার্টিফিকেট কোন স্থানে রাখতে হয়?
উঃ সহজে দৃষ্টি গোচর হয় এরূপ স্থানে।
৫. যদি মডেল ফার্মেসী/মডেল মেডিসিন শপ সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সেক্ষেত্রে কয় দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিত ভাবে অবহিত করতে হবে?
উঃ ৩০ দিনের মধ্যে।
৬. যদি মডেল ফার্মেসী / মডেল মেডিসিন শপ স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়, সেক্ষেত্রে কয়দিনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিত ভাবে অবহিত করতে হবে?
উঃ ৩০ দিনের মধ্যে।
৭. যদি মডেল ফার্মেসী / মডেল মেডিসিন শপ ০১ বছর বা তার বেশী সময়ের জন্য বন্ধ থাকে তবে পুনরায় সচল করার জন্য কি করতে হবে?
উঃ ঔষধ প্রশাসনে নতুন ভাবে আবেদন করতে হবে।
৮. ফার্মেসীতে দায়িত্ব প্রাপ্ত অনুমোদিত কর্মীদের ক্ষেত্রে কোন পরিবর্তন হলে বা দায়িত্বরত ফার্মাসিস্টকে তার চুক্তি হতে অব্যাহতি দিলে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে কয়দিনের মধ্যে লিখিত ভাবে অবহিত করতে হবে?
উঃ ৭ দিনের মধ্যে।
৯. একজন A গ্রেড ফার্মাসিষ্ট মডেল ফার্মেসী স্থাপন ও পরিচালনার জন্য BPC কর্তৃক অনুমোদিত কত ঘন্টার ওরিয়েন্টেশন প্রশিক্ষন নিতে হয়?
উঃ ৩০ ঘন্টা।
১০. মডেল ফার্মেসী স্থাপন ও পরিচালনার জন্য C গ্রেড ফার্মাসিষ্টকে BPC কর্তৃক অনুমোদিত কত ঘন্টার ওরিয়েন্টেশন প্রশিক্ষন নিতে হয়?
উঃ ৮০ ঘন্টা।
১১. প্রতিটি মডেল ফার্মেসী কোন গ্রেড ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত হবে?
উঃ ‘এ’ গ্রেড।
১২. মডেল ফার্মেসীতে কর্মরত ঔষধ ডিসপেন্সার/ফার্মাসিস্ট কার তত্ত¡বধানে কাজ করবেন?
উঃ ‘এ’ গ্রেড ফার্মাসিস্টের।
১৩. মডেল ফার্মেসীর আয়তন কত হবে?
উঃ কমপক্ষে ৩০০ বর্গফুট।
১৪. মডেল ফার্মেসীর উচ্চতা কমপক্ষে কত ফুট হতে হবে?
উঃ ৮ ফুট।
১৫. মডেল ফার্মেসীর চার পাশের তাপমাত্রা কত রাখতে হবে?
উঃ ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
১৬. ফামের্সীর অভ্যন্তরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কি থাকা আবশ্যক?
উঃ রুম থার্মোমিটার।
১৭. মডেল ফার্মেসীতে তাপ সংবেদনশীল ঔষধ সংক্ষণে কি থাকা আবশ্যক?
উঃ গ্রেড রেফ্রিজারেটর।
১৮. মডেল ফার্মেসীতে কমপক্ষে কয়টি গ্রেড রেফ্রিজারেটর থাকা আবশ্যক?
উঃ ১ টি।
১৯. ঔষুধ ডিসপেন্সিং এর এলাকায় কাউন্টার কি রকম হবে?
উঃ পরিস্কার ও সমতল।
২০. কত বছরের নিচে শিশুদের কাছে ঔষুধ ডিসপেন্স বা বিক্রয় থেকে বিরত থাকতে হবে?
উঃ ১২ বছর।
২১. কোন ঔষুধ ডিসপেন্স করা যাবে না?
উঃ Physician sample ।
২২. কোন মেডিসিন ব্যবস্থাপত্র ছাড়া ডিসপেন্স করা যাবে না?
উঃ Prescription only medicine ।
২৩. কাদের নাগাল হতে ঔধুষ দূরে রাখতে হয়?
উঃ শিশুদের।
২৪. মডেল ফার্মেসীতে ডিসপেন্সিং এর প্রয়োজনীয় উপকরণ কয়টি?
উঃ ৫টি।
২৫. ঔষধকে ধুলাবালি থেকে রক্ষার জন্য শেলফে কি থাকতে হবে?
উঃ স্লাইডিং কাঁচ।
২৬. শেলফে ঔষুধ কিভাবে সাজাতে হবে?
উঃ Alphabetically অথবা থেরাপিউটিক শ্রেণীতে।
২৭. Prescription only সকল ঔষুধ শেলফে ডিসফেন্সিং এলাকার কোন দিকে থাকবে?
উঃ পিছনে।
২৮. প্রেসক্রিপশন ছাড়া রোগী / ক্রেতার কাছে সরাসরি বিক্রয় যোগ্য অনুমোদিত ঔষুধকে কি ঔষুধ বলে?
উঃ OTC Medicineব ।
২৯. ডিসপেন্সিংকৃত বিশেষ কোন ঔষুধ বিষয়ের তথ্য ঔষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত রেজিস্টারে লিখে রাখতে হবে?
উঃ ANTIBIOTIC
৩০. ডিসপেন্সিংকৃত প্রতিটি প্রেসক্রিপশন/ ব্যবস্থাপত্রের জন্য কয়টি তথ্য সংরক্ষণ করতে হবে?
উঃ ৫ টি।
৩১. সকল ঔষুধ ক্রয়ের রশিদ ও চালান মডেল ফার্মে সীতে স্বয়ংক্রিয় (কম্পিউটার ভিত্তিক) ব্যবস্থায় কত বছর সংরক্ষণ করতে হবে?
উঃ কমপক্ষে ২ বছর।
৩২. মডেল মেডিসিন শপ মালিকের কয়টি তথ্য থাকা আবশ্যক?
উঃ ৪ টি।
৩৩. মডেল মেডিসিন শপ নিবদ্ধনের জন্য নূন্যতম একজন কোন গ্রেডের ফার্মাসিস্ট আবশ্যক?
উঃ ‘সি’ গ্রেড।
৩৪. একজন A গ্রেড ও ই গ্রেড ফার্মাসিস্ট মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার জন্য BPC কর্তৃক অনুমোদিত কত ঘন্টার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ নিতে হয়?
উঃ ৩০ ঘন্টা ।
৩৫. মডেল মেডিসিন শপ পরিচালনার জর‌্য একজন C গ্রেড ফার্মাসিষ্টকে BPC কর্তৃক অনুমোদিত কত ঘন্টার ওরিয়েন্টেশন প্রশিক্ষন নিতে হয়?
উঃ ৮০ ঘন্টা।
৩৬. একজন ফার্মাসিষ্ট হিসেবে BPC এর প্রশিক্ষণ নিতে গেলে কোন বিভাগ হতে মাধ্যমিক পাস করতে হয়?
উত্তরঃ বিজ্ঞান বিভাগ।
৩৭. একজন লোক BPC কর্তৃক পরিচালিত ৮০ ঘন্টার ফার্মেসী প্রশিক্ষণ নিলে কোন গ্রেডের ফার্মাসিষ্ট হয়?
উঃ C গ্রেড।
৩৮. মডেল মেডিসিন শপের আয়তন কত হবে?
উঃ কমপক্ষে ১২০ বর্গফুট।
৩৯. মডেল মেডিসিন শপের উচ্চতা কত হবে?
উঃ কমপক্ষে ৮ ফুট।
৪০. মডেল মেডিসিন শপের তাপমাত্রা কত হবে?
উঃ ৩০ ডিগ্রীর বেশী না।
৪১. তাপমাত্রা নিযন্ত্রণের জন্য কিসের ব্যবস্থা থাকতে হবে?
উঃ Exhaust Fan।
৪২. ভ্যাকসিন সংরক্ষণ নির্দেশিকা অনুযায়ী কোথায় ভ্যাকনিস সংরক্ষণ করতে হবে?
উঃ রেফ্রিজারেটরে।
৪৩. কোন sample বিক্রয় যোগ্য নয় ?
উঃ Physician sample ।
৪৪. মডেল মেডিসিন শপে ডিসপেন্সিং এর প্রয়োজনীয় উপকরণ কয়টি?
উঃ ৪ টি।
৪৫. টিকা/ ভ্যাকসিন সংরক্ষণকালে কি মেনে চলতে হবে?
উঃ কোল্ড চেইন বা নির্ধারিত গাইড লাইন।

অধ্যায় -১ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -২ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৩ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৪ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৫ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৬ দেখতে ক্লিক করুন।

অধ্যায় ৭ দেখতে ক্লিক করুন।

May 24, 2023 0 comments
2 FacebookTwitterPinterestEmail
Education

সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান।

by মাহবুব সজল March 29, 2023
written by মাহবুব সজল

ফার্মাসিস্ট ক্যাটাগরী সি (Category C ) পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এ আর্টিকেলটি। এ নিবন্ধের মধ্যে আমি ফার্সাসিস্ট পরীক্ষার জন্য ফুল প্রশ্নব্যাংক এর সমাধান দিচ্ছি। আপনি এ প্রশ্নব্যাংকটি পড়তে পাড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় ১০০% কমন পাবেন। এ আর্টিকেল থেকে সবগুলো অধ্যায়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিতে পারবেন। সবাইকে ধৈর্য্য ধরে সবগুলো প্রশ্নের সমাধান দেখার অনুরোধ করছি।

সি ক্যাটাগরি ফার্মাসিস্ট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান। ফার্মাসিস্ট পরীক্ষার সাজেশন, প্রশ্ন ব্যাংক

অধ্যায়-০১

প্রশ্ন : ১. নাগরিক জীবনের মৌলিক চাহিদা কতটি ?

উত্তর : ৫ টি।

প্রশ্ন : ২.  নাগরিক জীবনের মৌলিক চাহিদাগুলো কি কি ?

উত্তর : খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা।

প্রশ্ন ৩. রাষ্ট্রের প্রাথমিক দ্বায়িত্ব কি ?

উত্তর : পুষ্টির মাত্রা উন্নীত করা ও জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটানো।

প্রশ্ন ৪. জাতীয় স্বাস্থ্য নীতি প্রনীত হয় কত সালে ?

উত্তর : ২০১১ সালে জাতীয় স্বাস্থ্য নীতি প্রনীত হয়।

প্রশ্ন ৫. জাতীয় স্বাস্থ্য নীতির মূল লক্ষ্য কি ?

উত্তর : অত্যাবশ্যকীয় ওষুধের সহজলভ্যতা এবং মূল্য নিয়ন্ত্রন নিশ্চিত করা।

প্রশ্ন ৬. স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় কতটি বিভাগে বিভক্ত ?

উত্তর : ২ বিভাগে বিভক্ত।

প্রশ্ন ৭. স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের বিভাগগুলো কাদের দ্বারা পরিচালিত হয় ?

উত্তর : মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নেতৃত্বে সচিবের অধীনে পরিচালিত হয়।

প্রশ্ন ৮. স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধীনে কতটি নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান আছে ?

উত্তর : ৬ টি।

প্রশ্ন ৯. ডাক্তার, ডেন্টিস্ট ও মেডিকেল অ্যাসিস্টান্টদের নিবন্ধনের কাজ কারা নিয়ন্ত্রন করে থাকে?

উত্তর : BMDC

প্রশ্ন ১০. চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবা দক্ষতার মান নিশ্চিত করার দায়িত্ব কার ?

উত্তর : BMDC এর।

প্রশ্ন ১১. বাংলাদেশের হোমিওপ্যাথি বোর্ড (BHB) এবং বাংলাদেশের বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেম অব মেডিসিন (BU&AB) কোন সালের আইনের আওতায় কাজ করে?

উত্তর: ১৯৮২ সালের।

প্রশ্ন ১২. স্বাস্থ্য ক্ষেত্রে পেশজীবি সংগঠন সমুহ কয়টি ও কি কি?

উত্তর: ২ টি  BMA & BPS।

প্রশ্ন ১৩. ওয়ার্ড পর্যায় কমিউনিটি ক্লিনিক কতজন কে সেবা দেয়?

উত্তর: প্রায় ৬০০০ জনকে।

প্রশ্ন ১৪. ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কতজনকে সেবা দেয়?

উত্তর: গড়ে ৩০,০০০ জনকে।

প্রশ্ন ১৫. নগরাঞ্চলের স্বাস্থ্য সেবা সাধারনত কয় ধরনের সেবা প্রধান কারীর মাধ্যমে দেয়া হয়।

উত্তর : ৩ ধরনের ।

প্রশ্ন ১৬. ২০৫০সাল নাগাদ নগর জনসংখ্যা কত% পর্যন্ত বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে?

উত্তর: ৫৬%

প্রশ্ন ১৭. কোন সালের আইনের মধ্যে নগর বাসীদের প্রাধমিক স্বাস্থ্য পরিচর্যা প্রদানের দায়িত্ব সিটি কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটির?

উত্তর: স্বানীয় সরকার আইন ২০০৯।

প্রশ্ন ১৮. বাংলাদেশের কত সালে সহস্রাব্দ লক্ষ্য মাত্রা সমুহ/মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (MDG) শেষ করেছে?

উত্তর: ২০১৫ সালে।

প্রশ্ন ১৯. আমরা এখন কত সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়ন করছি?

উত্তর: ২০৩০ এর মধ্যে ।

প্রশ্ন ২০. ২০১৫সালের ২৫ সেপ্টেম্বর তারিখে জাতিসংঘ সাধারন পরিষদ (UNGA) টেকসই উন্নয়ন লক্ষমাত্রা /SDG এর কয়টি লক্ষ্য গ্রহণ করে?

উত্তর: ১৭টি ।

প্রশ্ন ২১.দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ঔষধ নিয়ন্ত্রন অধিদপ্তর কোন মন্ত্রনালয়ের অধীনে?

উত্তর: স্বাস্থ্য ও পরিকার কল্যান মন্ত্রনালয়ের।

প্রশ্ন ২২. কোন ACT এর মাধমে ঔষধ প্রশাসন অধিদপ্তর তার দায়িত্ব পালন করে?

উত্তর: Act ২০০৬ সমূহের মাধ্যমে।

প্রশ্ন ২৩. ঔষধ প্রশাসন কোন সালের মোবাইল কোর্ট আইন প্রয়োগ করে?

উত্তর: ২০০৯ সালের ।

প্রশ্ন ২৪.বর্তমানে ঔষধ প্রশাসনের অধিনে দেশে কয়টি জেলা অফিস আছে?

উত্তর: ৫৫ টি।

প্রশ্ন ২৫. বাংলাদেশের ফর্মেসী কাউন্সিল কি রকম সংস্থা?

উত্তর: স্বায়িত্বশাসিত সংস্থা।

প্রশ্ন ২৬. বাংলাদেশের ফর্মেসী কাউন্সিল কোন মন্ত্রনালয়ের অধীন?

উত্তর: স্বাস্থ্য ও পরিকার কল্যান মন্ত্রনালয়ের।

প্রশ্ন ২৭. বাংলাদেশের ঔষধের উৎস কয়টি?

উত্তর: ২টি

প্রশ্ন ২৮. আমাদের দেশে ঔষধের কত ভাগ স্থানীয় ভাবে উৎপাদন হয়?

উত্তর: ৯৫-৯৮% টি

২৯. আমাদের দেশে ঔষুধের কতভাগ আমদানি হতে আসে?
উঃ ২-৫%।
৩০. কত সালে ফার্মাসিস্টদের জন্য কোড অফ ইথিকস গ্রহন করে?
উঃ ১৯৯৪ সালে।
৩১. কখন আমরা অ্যামেরিকান ফার্মাসিউটিক্যাল এসোসিয়েশনের সদস্য পদ লাভ করি?
উঃ অক্টোবর ২৭, ১৯৯৪।
৩২. ঔষধ কি?
উঃ যা গ্রহণের মাধ্যমে আমরা রোগমুক্ত হই তাই ঔষুধ।
৩৩. ঔষধের একমাত্র উদ্দ্যেশ্য কি?
উঃ রোগ মুক্তি।
৩৪. যে কোন বস্তু, যা গ্রহণের পর শরীরে প্রতিক্রিয়া তৈরি হয় তা কি?
উঃ ড্রাগ।
৩৫. যে সব ‘ড্রাগ’ শুধুমাত্র রোগমুক্তি ও রোগ প্রতিরোধের জন্য ব্যবহ্যত হয় তাকে কি বলে?
উঃ মেডিসিন।
৩৬. ড্রাগ সাধারণত কয়টি উৎস হতে পাওয়া যায় ও কি কি?
উঃ ২ টি, প্রাকৃতিক উৎস ও কৃত্রিম উৎস।
৩৭. ‘এবারস প্যাপিরাস’ কবে লিখা হয়?
উঃ খ্রিষ্টের জন্মের প্রায় ১৬০০ বছর আগে।
৩৮. এবারস প্যাপিরাসে কয়টি ঔষুধের বর্ণনা ছিল ?
উঃ প্রায় ৭০০ টি ঔষুধের।
৩৯. এবারস প্যাপিরাসে কয়টি ফর্মুলা ছিল?
উঃ প্রায় ৮০০ টির ও বেশী।
৪০. মমি তৈরির কৌশল কে আবিস্কার করেন?
উঃ ইমহোটেপ।
৪১. ইতিহাসে প্রম চিকিৎসক হিসেবে বিবেচিত হন কে?
উঃ ইমহোটেপ।
৪২. ‘পেনটি সাও’ কোন দেশি ঔষুধের বই?
উঃ চীন।
৪৩. ‘পেনটি সাও’ কে লিখেন এবং কখন?
উঃ শেন নাং, খ্রিষ্ট পূর্ব ২০০০ সালে।
৪৪. চীনের জনগণকে চাষাবাদে উৎসহিত করেন কে?
উঃ শেন নাং।
৪৫. চীনের কৃষির জনক বলা হয় কাকে?
উঃ শেন নাং কে।
৪৬. প্রথম চা আবিস্কার করেন কে?
উঃ শেন নাং।
৪৭. শেন নাং কয়টি উদ্ভিদ, প্রাণী এবং খনিজ ঔষুধের তালিকা তৈরী করেন?
উঃ ৩৬৫ টি।
৪৮. “চরক সংহিতা” কে লিখেন এবং কত সালে?
উঃ চরক, খ্রিষ্টপূর্ব প্রায় ৮০০ সালে।
৪৯. “চরক সংহিতা” বইয়ে গুণাবলী অনুযায়ী ঔষুধ কে কয় শ্রেণীতে ভাগ করা হয় এবং প্রতি শ্রেণীতে কয়টি ঔষুধ ছিল?
উঃ ৫০ টি শ্রেণীতে, প্রতি শ্রেণীতে ১০ টি করে ঔষুধ।
৫০. চরক এর মতে কয় ধরণের ঔষুধ চিকিৎসকের মূল হাতিয়ার?
উঃ ৫০ ধরণের।
৫১. আজকের আয়ুর্বেদীক শাস্ত্রের প্রতিষ্ঠা কার হাত ধরে?
উঃ চরক।
৫২. আর্য়ুবেদ শাস্ত্রের প্রম বই কোনটি?
উঃ চরক সংহিতা।
৫৩. ইউরোপের বিজ্ঞানীরা কাকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলে অভিহিত করেন?
উঃ চরক কে।
৫৪. “শুশ্রুত সংহিতা” বইতে কয় ধরণের ঔষুধ কে কয়টি গোষ্ঠীতে ভাগ করেন?
উঃ ৭৬০ ধরণের ঔষুধ, ৭ টি গোষ্ঠী।
৫৫. প্রাচীন ভারতীয় সভ্যতায় চিকিৎসার পাশাপাশি প্রথম অস্ত্রোপচার প্রবর্তন করেন কে?
উঃ শুশ্রুত।
৫৬. “শুশ্রুত” অস্ত্রোপচারে ব্যবহৃত কয়টি যন্ত্রপাতির নকশা লিপিবদ্ধ করেন?
উঃ ১২০ টি।
৫৭. ইউরোপ মহাদেশের বিজ্ঞানীরা কাকে “ফাদার অব মেডিসিন” নামে অবহিত করেন?
উঃ হিপোক্রাইটিস কে।
৫৮. হিপোক্রাইটিস লিখিত বইয়ের নাম কি?
উঃ স্যাটিরিয়া মেডিকা।
৫৯. নবীন চিকিৎসকদের পেশায় প্রবেশ কালে নৈতিকতার শপথ নেয়ার জন্য “হিপোক্রাইটিস ওথ” রচনা করেন কে?
উঃ হিপোক্রাইটিস।
৬০. ডিওসকোরাইডিস কোথায় কখন জন্মগ্রহণ করেন?
উঃ তুরস্কে, ৩০ খ্রিস্টাব্দে।
৬১. ডিওসকোরাইডিস এ লিখিত বইটির নাম কি?
উঃ দ্য মেটেরিয়া মেডিকা।
৬২. ঐতিহাসিকের মতে প্রথম ফার্মাসিস্ট কে?
উঃ গ্যালেন।
৬৩. সর্ব প্রথম কোল্ড ক্রীম তৈরী করেন কে?
উঃ গ্যালেন।
৬৪. ইমালশান আবিস্কার করেন কে?
উঃ গ্যালেন।

৬৫. “মস্তিক সব মাংস পেশীর কর্মকান্ড নিয়ন্ত্রণ করে” এ তত্ত্ব প্রদান করেন কে?
উঃ গ্যালেন।
৬৬. চিকিৎসার মূল ভিত্তি হিসেবে “আল রাজী” কোনটাকে গ্রহণ করে?
উঃ রসায়ন কে।
৬৭. প্রাচীনকালে রসায়নকে কি বলা হত?
উঃ আল কেমি।
৬৮. সর্ব প্রম চিকিৎসা ক্ষেত্রে গাছ গাছাড়ার বদলে মূল উপাদান বা পিওর কেমিক্যাল ব্যবহান শুরু করেন কে?
উঃ আল রাজী।
৬৯. ইউরোপের বিজ্ঞানীরা আল রাজীকে কি নামে ডাকে?
উঃ র‌্যাজেস।
৭০. প্রথম গুটি বসন্ত ও হামের চিকিৎসা শুরু করেন?
উঃ আল রাজী।
৭১. ফুলের পরাগ রেণু থেকেও যে এলার্জি হয় এটা কে প্রমাণ করেন?
উঃ আল রাজী।
৭২. শরীরে রোগ বিকাশের সাধারণ প্রথম ধাপ কি?
উঃ জ্বর।
৭৩. শরীরের রোগ বিকাশের প্রথম ধাপ হল জ্বর এটা প্রথম অনুধাবন করেন কে?
উঃ আল রাজী।
৭৪. আল রাজীর বিখ্যাত গ্রন্থ গুলো কি কি?
উঃ কিতাব আল মনসুরি, আল হাউয়ি ও মানলা ইয়াহ্দুরু আল-তাবীব।
৭৫. ইবনে সিনা কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ পারস্যে, ৯৮০ খ্রিস্টাব্দে।
৭৬. ঔষূধের আধুনিক ও আকর্ষণীয় করার নিয়মের প্রবক্তা কে?
উঃ ইবনে সিনা।
৭৭. সিরাপ আবিস্কার করেন কে?
উঃ ইবনে সিনা।
৭৮. বটি কাকে চিনির প্রলেপ দিয়ে “সুগার কোটেড” করেন কে?
উঃ ইবনে সিনা।
৭৯. বিখ্যাত গ্রন্থ “কানুন” কে লিখেন?
উঃ ইবনে সিনা।
৮০. ইউনানি চিকিৎসা শাস্ত্রের প্রধান বিজ্ঞানী হিসেবে কাকে বিবেচনা কার হয়?
উঃ ইবনে সিনা কে।
৮১. প্রথম সংক্রামক এবং যৌন রোগের ধারণা দেন কে?
উঃ ইবনে সিনা।
৮২. এলোপ্যথি ওষুধের মূল অসুবিধা কি?
উঃ পার্শ্ব প্রতিক্রিয়া।
৮৩. হোমিও প্যাথি ঔষুধের প্রথম ধারণা দেন কে?
উঃ হ্যানিম্যান।
৮৪. আর্য়ুবেদীয় ঔষুধের উৎপত্তি কোথায় ?
উঃ ভারত বর্ষে।
৮৫. আর্য়ুবেদ ধারায় চিকিৎসকেরা কি নামে পরিচিত?
উঃ কাবিরাজ বা বৈদ্য।
৮৬. ইউনানি ধারায় চিকিৎসক কি নামে পরিচিত?
উঃ হেকিম/হাকিম/ তিব্ব।
৮৭. ঔষধের পরিমান (ডোজ) নির্ণয়ের জন্য রোগীর কি জানা অত্যাবশ্যক?
উঃ বয়স ও ওজন।
৮৮. উন্নয়নশীল দেশগুলির স্বাস্থ্য বাজেটের কত শতাংশ আর্ন্তজাতিক দাতা সংস্থাগুলির কাজ থেকে আসে?
উঃ ৫ শতাংশ।
৮৯. অনুন্নত দেশগুলির স্বাস্থ্য বাজেটের কত শতাংশ আর্ন্তজাতিক দাতা সংস্থাগুলির কাজ থেকে আসে?
উঃ ২০ শতাংশ।
৯০. কয় ধরণের সংস্থা বাংলাদেশের স্বাস্থ্য সমস্যার উন্নয়নের কাজ করে যাচ্ছে?
উঃ ৩ শ্রেণীর।
৯১. বাংলাদেশে কয় ধরণের বহুমাত্রিক সংস্থা স্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করছে?
উঃ ৫টি।
৯২. ইউনিসেফ কাদের নিয়ে কাজ করে?
উঃ শিশুদের।
৯৩. ইউনিসেফের বাজেটের বৃহত্তাংশ কোন খাতে ব্যবহার করা হয়?
উঃ স্বাস্থ্য বিষয়ক খাতে।
৯৪. ইউনিসেফ তাদের সম্পদের সিংহভাগ কি কাদের জন্য খরচ করে?
উঃ দরিদ্র দেশগুলির অনুর্ধ ৫ বছরের শিশুদের জন্য।
৯৫. ইউনিসেফ এর বাজেটের শতকরা কতভাগ বিভিন্ন দেশের সরকারের দান হতে আসে?
উঃ ৭০ ভাগ।
৯৬. ইউনিসেফে এর বাজেটের শতকরা কতভাগ ব্যক্তি পর্যায়ের দাতাদের কাছ থেকে আসে?
উঃ ৩০ ভাগ।
৯৭. বাংলাদেশে মীনা কার্টুন কারা পরিচালনা করে?
উঃ ইউনিসেফ।
৯৮. বিশ্ব ব্যাংক তার প্রদত্ত ঋণের কত শতাংশ স্বাস্থ্য বিষয়ক ও মানব উন্নয়ন খাতে ব্যয় করে?

উঃ ২৫ শতাংশ।
৯৯. স্বাাস্থ্য সম্পর্কিত সমস্যা গুলির মধ্যে বিশ্ব ব্যাংক মূলত কি নিয়ে বেশী মনোযোগী?
উঃ এইডস্ ।
১০০. বিশ্বের অন্যতম একটি প্রধান সমস্যা কি?
উঃ জনসংখ্যা বৃদ্ধি।
১০১. UNFPA তাদের মোট বাজেটের শতকরা ৫০-৬০ ভাগ অর্থ কোন খাতে ব্যবহার করে?
উঃ কারিগরি সুবিধা প্রধানে।
১০২. UNFPA তার বাজেটের শতকরা কতভাগ অর্থ অনুন্নত দেশ গুলিতে প্রদান করে?
উঃ ৭০ ভাগ।
১০৩. UNFPA কত সাল থেকে বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে?
উঃ ১৯৭৪ সাল থেকে।
১০৪. UNDP এর বাজেটের শতকরা কত ভাগ স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক খাতে প্রদান করে?
উঃ প্রায় ২০ ভাগ।
১০৫. USAID কোন বিষয়ে অর্থ সাহায্য প্রদান করে?
উঃ জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে।
১০৬. জাইকা কোন দেশী সংস্থা ?
উঃ জাপানি।
১০৭. বাংলাাদেশে কয়টি নিবন্ধিত NGO আছে ?
উঃ প্রায় ৪০০ টি।
১০৮. বাংলাদেশে কোন কোন দেশের সেভ দ্যা চিলড্রেন কাজ করে?
উঃ ইউএসএ এবং অষ্ট্রেলিয়া।
১০৯. ফার্মাসিস্ট হিসেবে কারা বিবেচিত হয়?
উঃ যে সব স্বাস্থ্য পেশাজীবী সরাসরি ঔষুধ নিয়ে কাজ করে।
১১০. স্বাস্থ্য সেবার প্রথম ধাপ কোনটি?
উঃ কমিউনিটি ফার্মেসী।
১১১. ঔষুধ উৎপাদন, ঔষুধ বাজারজাত করন, ঔষুধ গবেষণা ঔষুধ প্রশাসন প্রভৃতি কাজ কারা করে?
উঃ ফার্মাসিস্টরা।
১১২. কোন সালের আইন দ্বারা বিপজ্জনক ঔষুধ বিষয়ক কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
উঃ ১৯৩০ ও ১৯৫১।
১১৩. দেশের ঔষুধ আমদানি, রপ্তানি, উৎপাদন, বন্টণ ও বিক্রয় নিয়ন্ত্রণ করে কোন ঔষুধ আইন দ্বারা?
উঃ ১৯৪০ সালের ঔষুধ আইন।
১১৪. ঔষুধ আইন ১৯৪০,কোন সালে বাংলাদেশের ঔষুধ আইন হিসেবে গৃহীত হয়?
উঃ ১৯৭৪ সালে।
১১৫. দ্যা বেঙ্গল ড্রাগ রুলস কোন সালে গৃহীত হয়?
উঃ ১৯৪৬ সালে।
১১৬. দ্যা বেঙ্গল ড্রাগ রুরস এর কোন অংশে ঔষধ বিষয় সম্পর্কে বর্ণানা করা হয়েছে?
উঃ পার্ট-৩ এ।
১১৭. দেশে বিষ (POISON) জাতীয় পন্য/দ্রব্যবদি আমদানি, মজুদ ও বিক্রয় নিয়ন্ত্রণ করে কোন আইন?
উঃ বিষ আইন ১৯৫২ ।
১১৮. যে সকল দ্রব্যাদি সামান্য পরিমাণে হলে ও খাওয়ার পর মৃত্যুঘটে বা প্রানীকে মারাক্তক ভাবে আক্রান্ত করে, সে সকল দ্রব্যাদিকে কি বলে?
উঃ বিষ।
১১৯. কোন আইনে খাদ্য, পানীয় ও ঔষুধে ভেজাল দেয়াকে শাস্তি যোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বিক্রয় শাস্তি উল্লেখ করা হয়েছে?
উঃ বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪।
১২০. ফার্মেসী অধ্যাদেশ বিশেষ আইন কোন সালের?
উঃ ১৯৭৬ ও ২০১৩।
১২১. ফার্মেসী কাউন্সিল এর সভাপতি কে হন?
উঃ সচিব স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
১২২. ঔষুধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ কত সালে পাস হয়?
উঃ ১৯৮২ সালে।
১২৩. কিছু নির্দিষ্ঠ ভেজাল ও অনিবন্ধিত ঔষুধ আমদানি, উৎপাদন ও বিক্রয়ের শাস্তি কত ধারায় উল্লেখ আছে?
উঃ ১৬ তম ধারায়।
১২৪. নিম্নমানের ঔষুধ উৎপাদন ও বিক্রয়ের শাস্তি কত ধারায় উল্লেখ আছে?
উঃ ১৭ তম ধারায়।
১২৫. অবৈধ ভাবে ঔষুধ আমদানির শাস্তি কত ধারায় উল্লেখ আছে?
উঃ ১৮ তম ধারায়।
১২৬. ঔষুধ বা ফার্মাসিটিক্যালের কাঁচামাল বেশী দামে আমদানি ও বিক্রির শাস্তি কত ধারায় উল্লেখ আছে?
উঃ ১৯ তম ধারায়।
১২৭. সরকারী ঔষুধ চুরি শাস্তি কত ধারায় উল্লেখ আছে?
উঃ ২০ তম ধারায়।
১২৮. বেআইনী বিজ্ঞাপন ও দাবীর শাস্তি হিসেবে ২৫০০০ টাকা পর্যন্ত জরিমানা কত ধারায় উল্লেখ আছে?

উঃ ২১ তম ধারায়।
১২৯. কত ধারা মতে সরকার জাতীয় ঔষুধ অ্যাডভাইজারী কাউন্সিল গঠন করবে?
উঃ ২৪ তম ধারায়।
১৩০. মাদক নিয়ন্ত্রণ আইন কত সালের?
উঃ ১৯৯০ সাল।
১৩১. উপধারা (১) বা (২) অনুযায়ী প্রেসক্রিপশনের মাধ্যমে কোন ব্যক্তি কোন মাদক কত বারের বেশী কিনতে পারবে না?
উঃ এক বারের।
১৩২. মোবাইল কোর্ট আইন কত সালের?
উঃ ২০০৯ সালের।
১৩৩. মোবাইল কোর্ট আইন ২০০৯ সিডিউলের অধিনে কোন ঔষুধ নিয়ন্ত্রণ আইন তালিকা ভুক্ত?
উঃ ১৯৮২ সালে ঔষুধ নিয়ন্ত্রণ আইন।
১৩৪. ভোক্তা অধিকার রক্ষা আইন কত সালে পাস হয়?
উঃ ২০০৯ সালে।
১৩৫. একজন জেলা মেজিস্ট্রেট বা একজন পুলিশ কমিশনার তার সীমানার মধ্যে কোন মাদকের দোকানের আইন শৃংখলা নিয়ে সন্তুষ্ট না থাকে, তাহলে দোকানটি সাময়িক ভাবে সর্বোচ্চ কতদিনের জন্য বন্ধ করে দিতে পারে?
উঃ ১৫ দিন।
১৩৬. বোর্ডের অনুমতিক্রমে আরো কত দিনের জন্য বন্ধ করে দিতে পারে?
উঃ ৩০ দিন।

অধ্যায় -১ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -২ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৩ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৪ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৫ দেখতে ক্লিক করুন।

অধ্যায় -৬ দেখতে ক্লিক করুন।

অধ্যায় ৭ দেখতে ক্লিক করুন।

 

 

 

March 29, 2023 0 comments
1 FacebookTwitterPinterestEmail
  • Facebook
  • Linkedin
  • Youtube

@2025 - All Right Reserved. Designed and Developed by WebRoo IT


Back To Top
Mahbub Shajal
  • হোম
  • শিক্ষা
  • পাঠ্য বই
  • চাকরির খবর
  • ভর্তি তথ্য
  • সাধারণ জ্ঞান
  • প্রশিক্ষণ বিজ্ঞপ্তি
  • ফ্রিল্যান্সিং
  • বিনোদন
  • লাইব্রেরি