পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩

PBS Job Circular 2023,

by মাহবুব সজল

পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩, PBS Job Circular 2023,

পল্লী বিদ্যুৎ সমিতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলো লাইন ক্রু লেভেল-১ পদে জনবল নিয়োগ দেবে। এ বিজ্ঞপ্তিতে একটি মাত্র পদে ৫৯০ জন লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগনকে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ০৩/০৬/২০২৩ ইং তারিখ স্ব স্ব জেলার পার্শে বর্নিত পল্লী বিদ্যুৎ সমিতিতে উপস্থিত থাকতে হবে।

পদের নাম : লাইন ক্রু লেভেল-১

শুন্য পদের সংখ্যা : ৫৯০ টি

বয়স সীমা:  ০৩/০৬/২০২৩ ইং তারিখে ১৮ থেকে ২১ বছর। তবে যাহারা পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে কর্মরত আছে তাদের জন্য বয়স শিথিলযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান বিজ্ঞান গ্রুপ, এবং নূন্যতম জিপিএ ৩.০০ থাকলে আবেদন করা যাবে।

শারীরিক যোগ্যতা :

১. অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুটি উঠানামায় সক্ষমতা থাকতে হবে।

২. দৈহিক পরিশ্যম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবনতা থাকতে হবে।

৩. উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।

৪. ৭ মিনিটে ১ মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বারে বিরতিহীভাবে নূন্যতম পাঁচ বার বুক পর্যন্ত ওঠানামা করতে হবে।

৫. বিদ্যালয়ে শরীর চর্চা বিষয়ক ক্রীড়া কর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন : ২৫,০০০/- (পচিঁশ হাজার টাকা)

আবেদনের শর্ত :

১.  নির্ধারিত আবেদন ফরম (নিচের লিংক থেকে ডাউনলোড করা যাবে)   A4 কাগজে প্রিন্ট করে স্বহস্তে পূরণ করতে হবে।

২. চাকুরিতে যোগদানের সময়ে ১০,০০০ টাকা জামানত হিসাবে দিতে হবে যা ফেরতযোগ্য।

৩. প্রয়োজনীয় কাগজপত্র সহ ০৩/০৬/২০২৩ আবেদনকারীর জেলার পার্শে বর্নিত পল্লী বিদ্যুৎ সমিতিতে উপস্থিত হতে হবে।

৪.  শারীরিক পরীক্ষায় অংশগ্রহন কালে সার্টিফিকেটের মূলকপি প্রদর্শন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র :

১.  শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্র (মার্কসিট বা প্রশংসাপত্র নয়),

২. নাগরিকত্ব সনদ এর ফটোকপি।

৩.  সদ্যতোলা পাসপোর্ট সাইজের ০৫ কপি রঙ্গিন ছবি (১ম শ্রেনির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত)

৪. ১০০ টাকা মূল্যের একটি ক্রসড পোষ্টাল অর্ডার/ পে অর্ডার/ ব্যাংক ড্রাফট (সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার (নিজ নিজ জেলা) আবেদন পত্রের সাথে পাঠাতে হবে। তবে অবশ্যই একটি ফটোকপি নিজের কাছে রাখবেন।

আবেদন ফরম এবং বিজ্ঞপ্তি :  বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

 

You may also like